Bangladesh Health Service

Bangladesh Health Service "Bangladesh Health Service" aims to increase health awareness to the patient by delivering health related information from Country renowned Medical Doctors.
(3)

SLE একটি রোগের নাম।যেটি সাধারণত মহিলাদের হয়ে থাকে।এই রোগে রোগির শরীর নিজের শরীরের বিরুদ্ধে সয়ংক্রিয়ভাবে  প্রদাহ তৈরী করে...
07/10/2024

SLE একটি রোগের নাম।যেটি সাধারণত মহিলাদের হয়ে থাকে।এই রোগে রোগির শরীর নিজের শরীরের বিরুদ্ধে সয়ংক্রিয়ভাবে প্রদাহ তৈরী করে।
শরীরের প্রতিটি অংগে এই রোগের প্রভাব পরিলক্ষিত হয়।
কিছু সাধারণ লক্ষন হল-
জয়েন্টে ব্যাথা
জ্বর
মুখের ভেতর ঘা
চুল পরে যাওয়া
রোদে গেলে চামড়ায় জ্বালা পোড়া
এছাড়া- যেসব অংগ আক্রান্ত সে অনুযায়ী কিছু লক্ষন।

এই রোগের লক্ষন দেখা দিলে দ্রুত মেডিসিনের চিকিৎসক দের সাথে যোগাযোগ করুন।
এছাড়া এই রোগের চিকিৎসার জন্য রিউমেটোলজি বিভাগ বিশেষজ্ঞ চিকিৎসা প্রদান করে।
নিয়মিত চিকিৎসা এবং ফলোআপ এ থাকলে এই রোগ পুরো নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ছবিতে- গোল দেয়া স্থানে মুখের ঘা দেখানো হয়েছে।

বি-দ্র-
কোন রোগ সম্পর্কে সহজ ভাবে জানতে চাইলে কমেন্টে লিখুন।
শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।
আমরা চাই জনসাধারণ রোগ সম্পর্কে জানুক এতে চিকিৎসা সহজতর হয়।

গুরুত্বপূর্ণ
02/10/2024

গুরুত্বপূর্ণ

27/09/2024

বাংলার রূপ।
বৃষ্টিস্নাত ভ্রমন।

06/09/2024

ডেঙ্গু জ্বর প্রতিরোধের জন্য বাড়ির আশেপাশে এবং ঘরের ভেতর জমে থাকা পানি পরিস্কার রাখুন।

23/08/2024
28/06/2024

নিজ থেকে কামড়ায় না রাসেল'স ভাইপার

27/06/2024

রাসেল'স ভাইপার সাপ নিয়ে দরকার জনসচেতনতা।

19/03/2024

সুস্বাস্থ্য কামনায়।

19/03/2024

সকলের সুস্বাস্থ্য কামনায়।

27/10/2023

সবার সুস্বাস্থ্য কামনায়।

02/09/2023

ডেংগু হলে বাড়িতে কী করবেন ?
• পরিপূর্ণ বিশ্রামে থাকতে হবে।
• প্রচুর তরলজাতীয় খাবার গ্রহণ করতে হবে। ডাবের পানি, লেবুর শরবত, ফলের জুস এবং খাবার স্যালাইন পান করুন একটু পরপর।
• ডেঙ্গু জ্বর হলে প্যারাসিটামল খাওয়া যাবে। স্বাভাবিক ওজনের একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন সর্বোচ্চ আটটি প্যারাসিটামল খেতে পারবে। কিন্তু কোনো ব্যক্তির যদি লিভার, হার্ট এবং কিডনি–সংক্রান্ত জটিলতা থাকে, তাহলে প্যারাসিটামল সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
• ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গায়ে ব্যথার জন্য অ্যাসপিরিন, ক্লোফেনাক, আইবুপ্রোফেন–জাতীয় ওষুধ খাওয়া যাবে না। ডেঙ্গুর সময় এ–জাতীয় ওষুধ গ্রহণ করলে রক্তক্ষরণ হতে পারে।

14/08/2023

ডেংগু জ্বরের জন্য সচেতনতা জরুরী।

বেহেশতী ঝর্ণাকে মেরে ফেলতে বলা হয়েছিল কিন্তু চিকিৎসকরা তাকে মেরে ফেলতে দেয় নি - ছবিতে শিশুটি যখন মায়ের পেটে ২২ সপ্তাহ, ত...
29/05/2023

বেহেশতী ঝর্ণাকে মেরে ফেলতে বলা হয়েছিল কিন্তু চিকিৎসকরা তাকে মেরে ফেলতে দেয় নি -

ছবিতে শিশুটি যখন মায়ের পেটে ২২ সপ্তাহ, তখন Ultrasonography করে জানা গেল ওর খাদ্যনালির পাকস্থলির পর ক্ষুদ্রান্ত্রের শুরু ডিওডেনামে বাধা এর পরের অংশ Jejunum এ খাবার যাবে না - মেডিকেলীয় ভাষায় যাকে বলা হয় Duodenal Atresia ।

কয়েকজন বললেন এই বাচ্চার জন্মগত ক্রটি আছে তাই পৃথিবীতে আনাটা উচিত হবে না ! শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজের গাইনীর প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মুনিরা ফেরদৌস এর কাছে এই অনাগত শিশুটির বাবা মা গেলে, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন।

এরপর ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের চিকিৎসকগণ বাবা মাকে আশ্বাস দেন, শিশুটি পৃথিবীতে আসলে তারা তাদের সর্বস্ব চেষ্টা দিয়ে শিশুটিকে সুস্থ করতে পারবেন ।

শিশুটি পৃথিবীতে আসল এবং ৩ দিন বয়সে ১.৭ কেজি ওজন শিশুটিকে এ্যানেস্হেসিয়ার অধ্যাপক ডা. দিলীপ ভৌমিক ও নিওনেটাল সার্জারীর সহযোগী অধ্যাপক ডা. জগলুল গাফফার খান জিয়া ও ডা. পার্থ সারথি মজুমদার কে নিয়ে বাধা বাইপাসের অপারেশন Duodenodunestomy করা হল এবং শিশু নবজাতকের ডা. ইশরাত লাকী ও NICU care team এবং শিশু সার্জারীর ডা. আহমদ জাহিদ হোসেন সোহেলের ফলো আপ অপারেশনের ৬ দিন পর মায়ের বুকের দুধ খেতে পারার পর শিশুটিকে ছুটি দেওয়া হলো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ও শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডাঃ টাবলু আব্দুল হানিফ বলেন, " এরকম আরো কিছু জন্মগত ক্রটির বাচ্চা মায়ের পেটে থাকাকালীন সময় থেকে আমরা ফলো আপ করি এবং কিছু ক্ষেত্রে হওয়ার পর আমরা স্বাভাবিকও পাই এবং কিছু ক্ষেত্রে ফলো আপে থাকে আর কিছু অপারেশন করে ভালো হয়ে যায়।"

তিনি আরও বলেন, "আজকে বাচ্চা না হওয়ার জন্য বন্ধ্যাত্ব একটা আলাদা বিষয় হিসাবে প্রতিষ্ঠিত এবং চিকিৎসায় লাখ লাখ টাকা খরচ হচ্ছে সেখানে অবশ্যই মায়ের পেটের কোন বাচ্চা মেরে ফেলবেন না বরং শিশু সার্জনদের মতামত নিবেন। জটিল কার্ডিয়াক anomaly ছাড়া বেশিরভাগ জন্মগত ক্রটি অপারেশনের মাধ্যমে ভালো করা সম্ভব আর যে সব বাচ্চার বেশী জটিলতা থাকে তা আগেই Abortion হয়ে যায়।"

কৃতজ্ঞতাঃ অধ্যাপক ডাঃ টাবলু আব্দুল হানিফ
নবজাতক ও শিশু সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

নিরাপত্তার স্বার্থে শিশুটির চেহারা মুছে দেওয়া হয়েছে

সারাদিনে অনেক সফলতার গল্প থাকে চিকিৎসক দের ঝুড়িতে।তেমনি একটা সফলতার গল্প।গত ২৫-৪-২৩ তারিখে দুর্ঘটনা বশত গাছের একটা ডাল এ...
26/04/2023

সারাদিনে অনেক সফলতার গল্প থাকে চিকিৎসক দের ঝুড়িতে।তেমনি একটা সফলতার গল্প।
গত ২৫-৪-২৩ তারিখে দুর্ঘটনা বশত গাছের একটা ডাল এই রোগির শরীরে একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে যায়।
সফলভাবে সেটা বের করেন খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক রা।
রোগি বর্তমানে সুস্থ আছেন।

Address

Dhaka Medical College
Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Health Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share