
07/10/2024
SLE একটি রোগের নাম।যেটি সাধারণত মহিলাদের হয়ে থাকে।এই রোগে রোগির শরীর নিজের শরীরের বিরুদ্ধে সয়ংক্রিয়ভাবে প্রদাহ তৈরী করে।
শরীরের প্রতিটি অংগে এই রোগের প্রভাব পরিলক্ষিত হয়।
কিছু সাধারণ লক্ষন হল-
জয়েন্টে ব্যাথা
জ্বর
মুখের ভেতর ঘা
চুল পরে যাওয়া
রোদে গেলে চামড়ায় জ্বালা পোড়া
এছাড়া- যেসব অংগ আক্রান্ত সে অনুযায়ী কিছু লক্ষন।
এই রোগের লক্ষন দেখা দিলে দ্রুত মেডিসিনের চিকিৎসক দের সাথে যোগাযোগ করুন।
এছাড়া এই রোগের চিকিৎসার জন্য রিউমেটোলজি বিভাগ বিশেষজ্ঞ চিকিৎসা প্রদান করে।
নিয়মিত চিকিৎসা এবং ফলোআপ এ থাকলে এই রোগ পুরো নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
ছবিতে- গোল দেয়া স্থানে মুখের ঘা দেখানো হয়েছে।
বি-দ্র-
কোন রোগ সম্পর্কে সহজ ভাবে জানতে চাইলে কমেন্টে লিখুন।
শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।
আমরা চাই জনসাধারণ রোগ সম্পর্কে জানুক এতে চিকিৎসা সহজতর হয়।