
20/08/2025
টিউমার বা ক্যানসার রিলেটেড যে সব রোগী রয়েছে তার বিশাল একটি অংশ জুড়ে রয়েছে,, অর্থোপেডিক রিলেটেড টিউমার।আমি বর্তমানে পঙ্গু হাসপাতাল, অর্থোপেডিক টিউমার ডেডিকেটেড ইউনিটে কাজ করছি। দেশ সেরা নাম করা অর্থোপেডিক অনকোলজিস্ট হিসাবে যিনি খ্যাত, আমাদের নিটোরের একাডেমিক ডিরেক্টর সহযোগী অধ্যাপক ডা.সিরাজুস সালেহীন স্যার এই টিউমার ইউনিটের চীফ হিসাবে আছেন।
প্রতিনিয়তই আমাদের পঙ্গু হাসপাতালে টিউমার নিয়ে অনেক রোগীরা আসেন। এসব রোগীরা বেশির ভাগই শুরুতে বেশ অপ চিকিৎসার স্বীকার হয়, বেশ কিছু দিন কবিরাজি বা হোমিও খেতে থাকে। যখন আমাদের নিকট আসে তত ক্ষনে বেশির ভাগেরই ক্যানসার ছড়িয়ে যায়। আর রোগী যদি হয় কোনো মহিলা,, তাহলে আরও বেশি অপচিকিৎসা করে। এই বোনটি এসেছে তার পায়ের এক দম উপরিভাগে, বাংলাতে থোরা যাকে বলি,, মিনিমাম ২০ সেমি * ২০ সেমি সাইজের টিউমার। যেইটা প্রায় বোনটির পায়খানা এবং প্রসাবের রাস্তা সহ ঢেকে ফেলেছে চাপ দিয়ে। নিশ্চয় এই টিউমারটা বেশ কয়েক বছর ধরে বড় হয়েছে।
আমাদের নিকট যখন এসেছে তখন পুরা পা কোমড় হতে বিচ্ছিন্ন করা ছাড়া কোনো অপশনই নেই। এর পরে শুরু হবে রেডিও থেরাপী, কেমো থেরাপী।
যারা এর সব রোগী দেখেছেন বা চিকিৎসা করেছেন তারা জানের রেডিও বা কেমো থেরাপির রোগির চিকিৎসা কতটা ব্যয়বহুল! তারপরও বেশি দিন বাঁচেন না। পুরা পরিবারটা নিঃস্ব হয়ে যায়।
টিউমার রোগী গুলো ডায়াগনসিসও একটু সময় লাগে অন্য রোগের তুলনায়। তাই কোথাও কোনো টিউমার মনে হলে দ্রুত ডাক্তার দেখাবেন। সার্জারী বা অর্থোপেডিক ডাক্তার। এ রোগের চিকিৎসার জন্য মাল্টি সেক্টোরাল এপ্রোচ লাগে। শুধু অর্থোপেডিক দিয়ে হয় না, শুধু অনকোলজিস্ট দিয়েও হয় না। অনেক গুলো প্ল্যান করে আগাতে হয়।
সবার সুস্থতা কামনা করি। সকলের দোয়া চাই যেন রোগীদের সঠিক পরামর্শ এবং সঠিক চিকিৎসা দিতে পারি।
ডা.আল মামুন
এমবিবিএস, বিসিএস
সহকারী রেজিস্টার
পঙ্গু হাসপাতাল, ঢাকা।