Dr Al Mamun FMC

Dr Al Mamun FMC অর্থোপেডিক্স এবং সার্জারীর চিকিৎসক।
এমবিবিএস, বিসিএস
এফসিপিএস (অর্থোপেডিক্স)এফপি
পিজিটি (সার্জারী)

টিউমার বা ক্যানসার রিলেটেড যে সব রোগী রয়েছে তার বিশাল একটি অংশ জুড়ে রয়েছে,, অর্থোপেডিক রিলেটেড টিউমার।আমি বর্তমানে পঙ্গু...
20/08/2025

টিউমার বা ক্যানসার রিলেটেড যে সব রোগী রয়েছে তার বিশাল একটি অংশ জুড়ে রয়েছে,, অর্থোপেডিক রিলেটেড টিউমার।আমি বর্তমানে পঙ্গু হাসপাতাল, অর্থোপেডিক টিউমার ডেডিকেটেড ইউনিটে কাজ করছি। দেশ সেরা নাম করা অর্থোপেডিক অনকোলজিস্ট হিসাবে যিনি খ্যাত, আমাদের নিটোরের একাডেমিক ডিরেক্টর সহযোগী অধ্যাপক ডা.সিরাজুস সালেহীন স্যার এই টিউমার ইউনিটের চীফ হিসাবে আছেন।
প্রতিনিয়তই আমাদের পঙ্গু হাসপাতালে টিউমার নিয়ে অনেক রোগীরা আসেন। এসব রোগীরা বেশির ভাগই শুরুতে বেশ অপ চিকিৎসার স্বীকার হয়, বেশ কিছু দিন কবিরাজি বা হোমিও খেতে থাকে। যখন আমাদের নিকট আসে তত ক্ষনে বেশির ভাগেরই ক্যানসার ছড়িয়ে যায়। আর রোগী যদি হয় কোনো মহিলা,, তাহলে আরও বেশি অপচিকিৎসা করে। এই বোনটি এসেছে তার পায়ের এক দম উপরিভাগে, বাংলাতে থোরা যাকে বলি,, মিনিমাম ২০ সেমি * ২০ সেমি সাইজের টিউমার। যেইটা প্রায় বোনটির পায়খানা এবং প্রসাবের রাস্তা সহ ঢেকে ফেলেছে চাপ দিয়ে। নিশ্চয় এই টিউমারটা বেশ কয়েক বছর ধরে বড় হয়েছে।
আমাদের নিকট যখন এসেছে তখন পুরা পা কোমড় হতে বিচ্ছিন্ন করা ছাড়া কোনো অপশনই নেই। এর পরে শুরু হবে রেডিও থেরাপী, কেমো থেরাপী।
যারা এর সব রোগী দেখেছেন বা চিকিৎসা করেছেন তারা জানের রেডিও বা কেমো থেরাপির রোগির চিকিৎসা কতটা ব্যয়বহুল! তারপরও বেশি দিন বাঁচেন না। পুরা পরিবারটা নিঃস্ব হয়ে যায়।
টিউমার রোগী গুলো ডায়াগনসিসও একটু সময় লাগে অন্য রোগের তুলনায়। তাই কোথাও কোনো টিউমার মনে হলে দ্রুত ডাক্তার দেখাবেন। সার্জারী বা অর্থোপেডিক ডাক্তার। এ রোগের চিকিৎসার জন্য মাল্টি সেক্টোরাল এপ্রোচ লাগে। শুধু অর্থোপেডিক দিয়ে হয় না, শুধু অনকোলজিস্ট দিয়েও হয় না। অনেক গুলো প্ল্যান করে আগাতে হয়।
সবার সুস্থতা কামনা করি। সকলের দোয়া চাই যেন রোগীদের সঠিক পরামর্শ এবং সঠিক চিকিৎসা দিতে পারি।
ডা.আল মামুন
এমবিবিএস, বিসিএস
সহকারী রেজিস্টার
পঙ্গু হাসপাতাল, ঢাকা।

রোগের নাম Osgood Schlatter Disease,,উঠন্ত বয়সী ছেলে মেয়েদের বেশি হয়, সাধারণত ১২ হতে ১৬ বছর।যারা খেলা ধুলা করেন, জাম্পিং ...
13/08/2025

রোগের নাম Osgood Schlatter Disease,,
উঠন্ত বয়সী ছেলে মেয়েদের বেশি হয়, সাধারণত ১২ হতে ১৬ বছর।
যারা খেলা ধুলা করেন, জাম্পিং করেন, তাদের বেশি হয়।
হাঁটুর নিচে উঁচু জায়গাটাতে একটু ফুলে যায়, ব্যাথা করে, হাঁটুর মুভমেন্টে ব্যাথা হয়।
জায়গাটা লাল হতে পারে, স্বাভাবিকের চেয়ে একটু বেশি উঁচু, চাপ দিলে ব্যাথা পাবে।

Xray করলে উক্ত স্থানটিতে একটু ভাঙ্গা মনে হতে পারে।

সঠিক চিকিৎসা এবং পরামর্শে এটি ভালো হয়ে যায়।

মেরুদন্ডেরর ব্যাথা নিয়ে মধ্য বয়স্ক রোগী হতে বয়স্ক যে সব রোগীরা আমাদের নিকট আসেন,, মুটামুটি ৬০% রোগীরই এরকম কোনো না কোনো ...
04/08/2025

মেরুদন্ডেরর ব্যাথা নিয়ে মধ্য বয়স্ক রোগী হতে বয়স্ক যে সব রোগীরা আমাদের নিকট আসেন,, মুটামুটি ৬০% রোগীরই এরকম কোনো না কোনো ধরনের সমস্যা নিয়ে হয় মেরুদন্ডের হাড় বা ডিস্কে।
হাড়ের ক্ষয় বা কর্নারে বৃদ্ধি,, এগুলো X Ray করলে কিছুটা বুঝা যায়। কিন্তু ডিস্কের বা নার্ভের কোনো প্রেসার বুঝতে হলে MRI প্রয়োজন হয়।

কয়েক ধাপে এই চিকিৎসা করা হয়,
১ম ধাপ, সচেতনতা, সঠিক নিয়মে ব্যায়ম, ওজন কমানো সাথে ডায়বেটিস বা হাইপ্রেসার থাকলে সে গুলোর সঠিক চিকিৎসা।

২য় ধাপ,, ওষুধ দিয়ে।
৩য় ধাপে Injection এর মাধ্যমে চিকিৎসা।
৪র্থ ধাপে অপারেশন।

কিন্তু নিয়মিত ব্যায়াম এবং ওজন কমানোর পরামর্শ সকল ক্ষেতেও দরকার।

কোমড় ব্যাথা হলে কাছাকাছি এক জন এমবিবিএস রেজিস্টর্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুস।

ছবিটি কালেকশন করা।

14/07/2025

চিড়িয়াখানায় যাবে মেহুপাখি।। বলছি বাবারতো টাকা নেই!! তাতে বহুত রাগ। থুতু মেরে দিবে বলে!!
টাকা না থাকলে পুরুষ মানুষের দাম নেই!!!

পায়ের গোড়ালীতে ভেঙ্গে জয়েন্ট সহ দূরে সরে গেছে,,খুবই খারাপ ধরনের একটা ভাঙ্গা এটি।Emergency ভাবে অপারেশন করে পজিশন ঠিক করা...
14/07/2025

পায়ের গোড়ালীতে ভেঙ্গে জয়েন্ট সহ দূরে সরে গেছে,,
খুবই খারাপ ধরনের একটা ভাঙ্গা এটি।
Emergency ভাবে অপারেশন করে পজিশন ঠিক করা হয়। ,,
অপারেশনটি হলো Delta External fixation. অপারেশন পরবর্তী Xray.

২ সপ্তাহ আগে মেয়েটা এক্সিডেন্ট করে পায়ের হাড় ভেঙ্গে গিয়েছে।প্লাস্টার খুলে দেখি বাঁকা হয়ে মোটামুটি জোড়া লেগে গেছে। প্লান ...
03/07/2025

২ সপ্তাহ আগে মেয়েটা এক্সিডেন্ট করে পায়ের হাড় ভেঙ্গে গিয়েছে।
প্লাস্টার খুলে দেখি বাঁকা হয়ে মোটামুটি জোড়া লেগে গেছে। প্লান ছিল কেটে অপারেশন করতে হবে।
পরে আমাদের টিম চেষ্টা করলাম না কেটে মেশিনে দেখে দেখে সোজা করা যায় কিনা,, Alhamdulillah আল্লাহ অশেষ রহমতে না কেটে মেশিনের মাধ্যমে দেখে দেখে বাহির হতে K Wire এর মাধ্যমে সোজা করতে পেরেছি।
না কেটে যে কোনো অপারেশন করতে পারলে সেটা দ্রুত জোড়া লাগে। ইনফেকশনের ভয় কম। খরচ পত্র কম।
সব কিছুই ভালো। টিম লিডার Rajib Mahmud ভাই দক্ষ হাতে সব কিছু করেছেন।

৭ বছরের ছেলে। ২ দিন আগে পড়ে গিয়ে হাতের কুনুই ভেঙ্গে গিয়েছে। পরে আমরা কোনো কাঁটা ছেঁড়া ছাড়া,, মেসিনে দেখে দেখে লোহার চিকন...
03/07/2025

৭ বছরের ছেলে। ২ দিন আগে পড়ে গিয়ে হাতের কুনুই ভেঙ্গে গিয়েছে। পরে আমরা কোনো কাঁটা ছেঁড়া ছাড়া,, মেসিনে দেখে দেখে লোহার চিকন পিন দিয়ে ড্রিল মেসিনের সাহায্যে ভাঙ্গা অংশ সঠিক জায়গাতে এনে ফিক্সড করে দিতে পেরেছি। Alhamdulillah..
বাচ্চাদের এই ভাঙ্গাটা খুবই কমন এবং জরুরী ভিত্তিতে অপারেশন প্রয়োজন হয়।
সকল সোনামনি বাচ্চাদের সুস্থতা কামনা করি।

23/06/2025

কার্টুন দেখার মাঝে একটু পড়াশোনা চেক করে নিলাম,, ♥♥।
মেহুপাখি ♥♥

12/06/2025

মেহুপাখি যে কখন কি চায়!! কোনো চাওয়াই তো অপূর্ণ রাখি না!!

Shoulder Society of Bangladesh এর উদ্যোগে আয়োজিত,,Latarjet- Hands on Saw প্রোগ্রামের সোল্ডার সার্জারীর লিজেন্ডারী স্যারদ...
19/05/2025

Shoulder Society of Bangladesh এর উদ্যোগে আয়োজিত,,
Latarjet- Hands on Saw প্রোগ্রামের সোল্ডার সার্জারীর লিজেন্ডারী স্যারদের নিকট হতে ট্রেনিং গ্রহণের সুযোগ হলো।

স্থানঃ গ্রীন গার্ডেন রেস্টুরেন্ট, সোবাহানবাগ।

Recurrent Shoulder Dislocation এর একটি চমৎকার অপারেশন হলো Latarjet প্রসিডিওর।

যাদেরর বার বার কাঁধের জয়েন্ট ডিজলোকেট করে তারা এই অপারেশনের মাধ্যমে মুক্তি পেতে পারেন।

Address

Dhaka
108

Telephone

+8801862923005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Al Mamun FMC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Al Mamun FMC:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category