DR SR KHAN offical

DR SR KHAN offical Assalamualaikum �
(5)

�এটা সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত একটি প্রোডাক্ট শুধু তাই নয় বাংলাদেশ B S T I অনুমোদিত। বাংলাদেশ সাইন্স ল্যাব থেকে পরীক্ষিত। সম্পূর্ণ আমেরিকান সীকাগো থেকে আমদানিত রাইসেন প্রাপ্ত একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটি বাংলাদেশ বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত!!!

31/03/2025

ঈদ মুবারক।

19/12/2024

স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার আগে পুরুষেরা যেন তার নিজ কন্যার হাসিমাখা মুখটা মনে করে। অন্যের মেয়ের প্রতি ইনসাফ আপনাআপনি চলে আসে।

এরপর কেউ যদি অপার সুখী হতে চায় তবে তার চোখে যেন এমন হাসি মেলে-বুকের ভেতরে যত্নে তুলে রাখা সন্তানের হাসি।দুনিয়ার কোনো সন্তানের চোখে পানি না আসুক।

# ফার্জিন খান

19/12/2024

ফেইক পেইজ,ওষুধ এবং এযাবতীয় কোনো বিষয়ে আমার সম্পৃক্ততা নেই। আইনগতভাবে থানায় গিয়েও কোনো সহায়তা পাইনি।যদি এমন কেউ থাকেন যিনি প্রশাসনিকভাবে আমাকে হেল্প করতে পারবেন প্লিজ আমাকে ইনবক্সে একটি ম্যাসেজ দিন। কৃতজ্ঞ থাকবো।

19/12/2024

ঘরের বৌ খারাপ হলে কিছুই করার থাকেনা,জীবন একদম শেষ করে ফেলে,পুরুষ দ্রুত বৃদ্ধ হয়ে যায়।অন্যদিকে যাদের স্ত্রী ভালো,স্বামীর অনুগত,কষ্ট দেবার আগে দুবার ভাবে এমন নিয়ামতের শোকর আদায় করিনা! আলহামদুলিল্লাহ্।

19/12/2024

আসসালামু আলাইকুম।অসংখ্য ভালবাসা রইল আপনার প্রতি। আমি একজন যুবক। বয়স ২১ চলতেছে বিয়ে করার জন্য তীব্র ইচ্ছা আমার।কিন্তু আর্থিক সমস্যার কারণে বিয়ে করা সিদ্ধান্ত নিতে পারি না। এখন সমস্যা হচ্ছে আমি হ-স্ত-মৈ-থন এমন একটা জঘন্য কাজের মাঝে আমি দীর্ঘ ৫ বছর দরে। না করার জন্য খুব চেষ্টা করি তারপরও পারি না। এটা করে আমার চেহারাটা নষ্ট হয়ে গেছে। দুই গালে মাংস নেই চাপা ভেঙ্গে গেছে। নিজের চেহারা দিকে তাকালে নিজেকে অনেক অসহায় মনে হয়। শরীল স্বাস্থ্য চিকন হয়ে গেছে।
আমি একটি দোকানের জব করি। সকাল 8 টাতে নিয়ে রাত দশটা পর্যন্ত দোকানে থাকি। দোকানে থাকলে আমার কোন উত্তেজনা সৃষ্টি হয় না। বাড়িতে আসলে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না ।হ-স্তমৈ-থন টা আশা করি আস্তে আস্তে ছেড়ে দিতে পারব এখন এক সপ্তাহে ১থেকে ২ বার হয়। আবার কোনো সপ্তাহ হয় না। এখন সমস্যা হচ্ছে আমার শরীল টা কিভাবে ঠিক করব। আবার অনেকেই দেখি ফার্মেসি থেকে একটা ওষুধ খেয়ে মোটা হয়ে যায়। কিন্তু আমি এটা খেতে চাই না শরীরের ক্ষতি হবে বলে। এখন আমি আপনার পরামর্শ চাই। আশা করি আপনি আমার সমস্যাটা দেখবেন। শরীল স্বাস্থ্য ঠিক করতে হলে কি করতে হবে আমাকে।

পরামর্শঃ- ওয়াআলাইকুমুস সালাম,অনেক ধন্যবাদ আপনার উন্মুক্ত ও আন্তরিক প্রশ্নের জন্য। আপনার শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দেওয়া এখন অনেক বেশি জরুরী।
প্রথমেই বলে নেই হস্ত-মৈ-থুন একজনের পুরুষের পুরুষত্বকে সম্পূর্নরূপে ধ্বং-স করে দেবার জন্য।নিজেকে সম্পূর্নরূপে এখান থেকে বের করে আনুন।

# # # আপনার শারীরিক স্বাস্থ্য উন্নত করার জন্য কিছু পরামর্শঃ-

1.পর্যাপ্ত পুষ্টি গ্রহণ করুনঃ-
প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন-ডিম, মুরগি, মাছ, ডাল, ছোলা আপনার শরীরের পেশি গঠন করতে সাহায্য করবে।পর্যাপ্ত শাকসবজি, ফলমূল, বাদাম, এবং পূর্ণ শস্য খান যাতে আপনার শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলস পৌঁছায়।

2.ব্যায়ামঃ-
- প্রতিদিন ৩০ মিনিটের একটি ব্যায়াম রুটিন অনুসরণ করার চেষ্টা করুন। যেমনঃ ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ, দৌড়ানো বা সাইকেল চালানো।
- রেজিস্ট্যান্স ট্রেনিং বা হালকা ওজন উত্তোলনের মাধ্যমে পেশি বৃদ্ধি করুন।নিয়মিত কেগেল এক্সারসাইজ করুন,সকালে ফ্রেশ বাতাসে ৩০মিনিট হাঁটাহাটি করুন।

3.পর্যাপ্ত ঘুম ও বিশ্রামঃ-
- প্রতিরাতে কমপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। পরিপূর্ন ঘুম শরীর এবং মনের প্রশান্তি আনে।

4.অতিরিক্ত ওষুধ এড়িয়ে চলুনঃ-
- যেসব ওষুধ শরীর দ্রুত মোটা করতে সাহায্য করে, তা গ্রহণ করবেন না। এসব ওষুধ শরীরের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে।

মানসিকভাবে ভারসাম্য বজায় রাখার জন্য পরামর্শঃ-

- মেডিটেশন, প্রার্থনা এবং গভীর শ্বাস নেওয়ার মাধ্যমে মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন।

- আপনার জীবনের উদ্দেশ্য সম্পর্কে চিন্তা করুন এবং নিজের উন্নতির দিকে ফোকাস করুন। নিজেকে ভালোবাসুন এবং নিজের প্রতি যত্নশীল হন।

আপনি যদি নিয়মিত ব্যায়াম ও সঠিক খাদ্যাভ্যাস মেনে চলেন, তাহলে ধীরে ধীরে আপনার শারীরিক স্বাস্থ্য উন্নত হবে।আপনার জন্য শুভকামনা রইল, আল্লাহ আপনার সমস্যার সমাধান করবেন ইনশাআল্লা

19/12/2024

এইযে এখনো অবিবাহিত,পড়াশুনা করছেন,কাঁধে বিশেষ কোনো দায়িত্ব নেই।বিশ্বাস করুন জীবনের শ্রেষ্ঠ সময় পার করছেন।অযথা কারো বিরহে কাতর হবেন না,সঠিক সময় এবং মানুষের জন্য দুআ করুন!

19/12/2024

স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার আগে পুরুষেরা যেন তার নিজ কন্যার হাসিমাখা মুখটা মনে করে। অন্যের মেয়ের প্রতি ইনসাফ আপনাআপনি চলে আসে।

এরপর কেউ যদি অপার সুখী হতে চায় তবে তার চোখে যেন এমন হাসি মেলে-বুকের ভেতরে যত্নে তুলে রাখা সন্তানের হাসি।দুনিয়ার কোনো সন্তানের চোখে পানি না আসুক।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when DR SR KHAN offical posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category