26/09/2025
বর্তমানে একটি কমন সমস্যা হলো অপারেশন পরবর্তী ACL ইনজুরি।
ACL ইনজুরি থেকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে রোগীকে নানান বেগ পেতে হয়।
জনাব নয়ন মোল্লা, রামপাল বিদুৎকেন্দ্রের একজন কর্মচারী। খেলতে গিয়ে ACL ইনজুরিতে পড়েন এবং অপারেশনের সম্মুখীন হন।
অপারেশনের পর দীর্ঘসময় অতিক্রম করার পরও তিনি হাঁটা চলা করতে পারছিলেন না। পরবর্তীতে ফিজিও সেবার সাথে যোগাযোগ করেন।
ফিজিও সেবা থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে তিনি পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসেন।
বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন ☎️ 01777-209992