Physio Dhaka

Physio Dhaka Physio Dhaka provides Physiotherapy Home Services in the whole Dhaka City in just one phone call.

We are committed to providing the highest quality physiotherapy services. So we first appoint a consultant for patient assessment and then provide physio

26/09/2025

বর্তমানে একটি কমন সমস্যা হলো অপারেশন পরবর্তী ACL ইনজুরি।
ACL ইনজুরি থেকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে রোগীকে নানান বেগ পেতে হয়।
জনাব নয়ন মোল্লা, রামপাল বিদুৎকেন্দ্রের একজন কর্মচারী। খেলতে গিয়ে ACL ইনজুরিতে পড়েন এবং অপারেশনের সম্মুখীন হন।
অপারেশনের পর দীর্ঘসময় অতিক্রম করার পরও তিনি হাঁটা চলা করতে পারছিলেন না। পরবর্তীতে ফিজিও সেবার সাথে যোগাযোগ করেন।
ফিজিও সেবা থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে তিনি পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসেন।
বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন ☎️ 01777-209992

02/09/2025

একজন মানুষ নিজের কাছে কতোটা যে বোঝা এবং অসহায় স্ট্রোক না করলে বুঝতাম না। স্ট্রোক করার পর আমার পুরো শরীর প্যারালাইজড হয়ে যায়। কথা বলা বন্ধ হয়ে যায়, শুধু চোখ দিয়ে পানি পড়তো। যখন কয়েক জায়গা থেকে থেরাপি নেওয়ার পরও সুস্থ হচ্ছিলাম না, ভেবেছিলাম বাকি জীবনটা হয়তো বিছানায় কাটাতে হবে।
কিন্তু আল্লাহর অশেষ রহমতে ও ফিজিওসেবার আন্তরিক প্রচেষ্টায় আমি আগের অবস্থায় ফিরেছি। ফিজিওসেবাকে অসংখ্য ধন্যবাদ।
অনেকটা আবেগপ্রবন হয়ে কথাগুলো বলেছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুর রশিদ মিঞা । যিনি পরপর দুই বার স্ট্রোক করেন। স্ট্রোক-প্যারালাইসিস এর কারণে উনার শরীরের অধিকাংশ প্যারালাইসিস হয়ে যায় এবং উনি কথা বলতে পারতেন না। বেশ কয়েক জায়গা থেকে ফিজিওথেরাপি নেওয়ার পরও উনি সুস্থ হননি। পরবর্তীতে উনার স্ত্রী মিসেস খুরশিদা বেগম ফিজিওসেবার সাথে যোগাযোগ করেন।
ফিজিও সেবা’র অভিজ্ঞ কনসাল্টটেন্ট ও দক্ষ ফিজিওথেরাপিস্ট দ্বারা ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুর রশিদ মিঞা পূনরায় ফিরেছেন তার স্বাভাবিক জীবনে।
সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি চিকিৎসা বাসায় পেতে কল করুন: 01777-190803

15/08/2025

✅বেলস পালসি থেকে মুক্তি!
মুখের এক পাশ হঠাৎ বেঁকে যাওয়া, চোখ সম্পূর্ণ বন্ধ না হওয়া আর হাসতে বা কথা বলতে অসুবিধা—এসবই বেলস পালসির কষ্টের অংশ।
জনাব শোয়েব আহমেদ দীর্ঘদিন ধরে এই মানসিক ও শারীরিক যন্ত্রণার মধ্যে ছিলেন। কথা বলার সময় বিব্রতবোধ, মানুষের সামনে স্বাভাবিকভাবে হাসতে না পারা—সব মিলিয়ে তিনি ভীষণ হতাশ ছিলেন।
ফিজিও সেবা থেকে সঠিক ও কার্যকর ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার পর উনার জীবনে ফিরে এসেছে আত্মবিশ্বাস ও স্বাচ্ছন্দ্য।
বাসায় বসেই সঠিক ও কার্যকর ফিজিওথেরাপি পেতে কল করুন ☎️ 01777-209992

🟢 Physio Dhaka – আধুনিক চিকিৎসা এখন সাশ্রয়ী ও সহজলভ্যহাঁটু, কোমর, ঘাড়, জয়েন্ট কিংবা স্নায়ুবিক ব্যথা?Physio Dhaka-তে পাচ্...
25/07/2025

🟢 Physio Dhaka – আধুনিক চিকিৎসা এখন সাশ্রয়ী ও সহজলভ্য
হাঁটু, কোমর, ঘাড়, জয়েন্ট কিংবা স্নায়ুবিক ব্যথা?
Physio Dhaka-তে পাচ্ছেন বিজ্ঞানভিত্তিক থেরাপি এবং অভিজ্ঞ থেরাপিস্টদের নিবিড় চিকিৎসা।

📸 ছবিতে দেখা যাচ্ছে একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট লেজার থেরাপি প্রয়োগ করছেন হাঁটুর আক্রান্ত স্থানে, আর পাশেই চিকিৎসক রোগীর কেস হিস্টরি রিভিউ করছেন — কারণ আমরা প্রতিটি রোগীর ব্যথাকে দেখি যত্ন ও গবেষণার চোখে।

---

✅ আমাদের চিকিৎসা সেবার বিশেষত্ব:

🔹 আধুনিক থেরাপি: Laser, RTMS, Shock Wave, Dry Needling, Ultrasound
🔹 সুনির্দিষ্ট রোগ বিশ্লেষণ ও সেশনের পরিকল্পনা
🔹 অভিজ্ঞ ও নিবন্ধিত ফিজিওথেরাপিস্ট
🔹 মহিলা রোগীদের জন্য রয়েছে Female Physio Therapist
🔹 হোম সার্ভিস ও সেন্টার সার্ভিস – দুটোই পাওয়া যায়

---

🎯 যেসব সমস্যায় আমরা বিশেষভাবে কাজ করি:

✔️ হাঁটু, কোমর, ঘাড় ও পিঠের ব্যথা
✔️ Frozen Shoulder, Arthritis, Sciatica
✔️ Stroke & Paralysis Rehabilitation
✔️ Depression, Migraine & Nerve Pain
✔️ Sports Injury & Joint Problems

---

📞 সরাসরি কথা বলুন বা অ্যাপয়েন্টমেন্ট নিন:
📲 01777190803

📍 লোকেশন ও বিস্তারিত জানতে ভিজিট করুন:
page: Physio Dhaka

27/06/2025

দীর্ঘ দিনের রিস্ট পেইন বা কব্জি ব্যথা থেকে মুক্তি!
ব্যথার যন্ত্রনায় আমরা প্রায় সবাই ভুক্তভোগী। তেমনি একজন জনাব মাসুদ কায়সার।
জনাব কায়সার দীর্ঘদিন প্রচন্ড রিস্ট পেইন বা কব্জি ব্যথায় ভুগেছিলেন, বিভিন্ন চিকিৎসাও করিয়েছিলেন কিন্তু রিস্ট পেইন বা কব্জি ব্যথা থেকে মুক্তি পাননি।
ফিজিও সেবা থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে দীর্ঘ দিনের রিস্ট পেইন বা কব্জি ব্যথাকে বিদায় জানিয়েছেন।
বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন ☎️ 01777-209992

20/06/2025

✅ হাঁটু ও কোমর ব্যথা থেকে মুক্তি।
হাঁটু ব্যথা ও কোমর ব্যথার রোগীদের ব্যথার যন্ত্রনার পাশাপাশি একটি মানসিক যন্ত্রণা হলো সঠিক ভাবে নামাজ আদায় করতে না পারা।
জনাব আবদুল কাদের সাহেব দীর্ঘদিন যাবত প্রচন্ড হাঁটু ব্যথা ও কোমর ব্যথার কারণে এই যন্ত্রণার সম্মুখীন হয়েছিলেন।
ফিজিও সেবা থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে তিনি এখন প্রায় ব্যথামুক্ত জীবনযাপন করছেন।
বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন ☎️ 01777-209992

22/05/2025

ব্যথার যন্ত্রনায় আমরা প্রায় সবাই ভুক্তভোগী। এই তীব্র যন্ত্রনায় থেকে বাঁচতে প্রচুর পরিমানে ব্যথানাশক ওসুধ সেবন করি।
জনাব আমিনুজ্জামান একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা । তিনি দীর্ঘ দিন কোমর ব্যথা পুরো শরীরে ব্যথায় ভুগেছিলেন, বিভিন্ন চিকিৎসাও করিয়েছিলেন কিন্তু কোমর ব্যথা থেকে মুক্তি পাননি।
ফিজিও সেবা থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে দীর্ঘ দিনের কোমর ব্যথাকে বিদায় জানিয়েছেন।
বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন ☎️01777-190803

27/02/2025

বাত ব্যথা কিংবা স্ট্রোক-প্যারালাইসিসজনিত সমস্যায় অনেকেই ভোগেন।
এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকে ছুটেন বিভিন্ন হাসপাতালে। দীর্ঘদিন চিকিৎসা নেওযার পরও, যখন রোগীরা তাদের স্বাভাবিক জীবনে ফিরতে ব্যর্থ হন।
তখন তারা পুরোপুরি হতাশ হয়ে পড়েন এবং মানসিকভাবে ভেঙ্গে পড়েন।
ফিজিও সেবা এসকল রোগীদের নিয়ে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন যাবত।
ফিজিও সেবা’র অভিজ্ঞ কনসাল্টটেন্ট ও দক্ষ ফিজিওদের আন্তরিক প্রচেষ্টায় রোগীরা ফিরছেন তাদের স্বাভাবিক জীবনে।
বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন ☎️ 01777-190803

09/12/2024

তায়েবুর রহমান তায়েফ একটি মাল্টিন্যাশনাল কোম্পানির সিনিয়র ইন্জিনিয়ার। জনাব তায়েফ সাহেব দীর্ঘদিন যাবত পিএলআইডি বা কোমর ব্যথায় ভোগছিলেন এবং উনার ক্যারিয়ার নিয়ে ছিলো ভীষন দুশ্চিন্তা। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও ভালো না হয়ে ভারতে অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলেন। তখন অনলাইনে ফিজিও সেবার সন্ধান পান।
ফিজিও সেবা থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে তিনি এখন পুরোপুরি ব্যথামুক্ত জীবনযাপন করছেন।
বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন ☎️ 01777-190803

06/12/2024

🔹স্ট্রোক-প্যারালাইসিসে আক্রান্ত?
হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, জয়েন্টের ব্যথা, কাঁধে ব্যথা এবং নানান ধরণের বাত-ব্যথার কারণে কষ্টদায়ক জীবন-যাপন করতে হচ্ছে?
আপনার প্রয়োজন সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি চিকিৎসা সেবা!

🔹বাসায় বসে সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি নিতে কল করুন ☎️ 01777-190803

03/12/2024

একজন মানুষ নিজের কাছে কতোটা যে বোঝা এবং অসহায় স্ট্রোক না করলে বুঝতাম না। স্ট্রোক করার পর আমার পুরো শরীর প্যারালাইজড হয়ে যায়। কথা বলা বন্ধ হয়ে যায়, শুধু চোখ দিয়ে পানি পড়তো। যখন কয়েক জায়গা থেকে থেরাপি নেওয়ার পরও সুস্থ হচ্ছিলাম না, ভেবেছিলাম বাকি জীবনটা হয়তো বিছানায় কাটাতে হবে।
কিন্তু আল্লাহর অশেষ রহমতে ও ফিজিওসেবার আন্তরিক প্রচেষ্টায় আমি আগের অবস্থায় ফিরেছি। ফিজিওসেবাকে অসংখ্য ধন্যবাদ।
অনেকটা আবেগপ্রবন হয়ে কথাগুলো বলেছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুর রশিদ মিঞা । যিনি পরপর দুই বার স্ট্রোক করেন। স্ট্রোক-প্যারালাইসিস এর কারণে উনার শরীরের অধিকাংশ প্যারালাইসিস হয়ে যায় এবং উনি কথা বলতে পারতেন না। বেশ কয়েক জায়গা থেকে ফিজিওথেরাপি নেওয়ার পরও উনি সুস্থ হননি। পরবর্তীতে উনার স্ত্রী মিসেস খুরশিদা বেগম ফিজিওসেবার সাথে যোগাযোগ করেন।
ফিজিও সেবা’র অভিজ্ঞ কনসাল্টটেন্ট ও দক্ষ ফিজিওথেরাপিস্ট দ্বারা ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুর রশিদ মিঞা পূনরায় ফিরেছেন তার স্বাভাবিক জীবনে।
সঠিক ও কার্যকরি ফিজিওথেরাপি চিকিৎসা বাসায় পেতে কল করুন: 01777-209992

Address

Ta/39/1 Gulshan/Badda Link Road, , Shopno Super Shop (behind), Baytus Salaha Jamea Masjid (beside), House: Haseena Manzil (Beautiful White Building)
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Physio Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram