Integrated Paramedical College, Dhaka

Integrated Paramedical College, Dhaka প্যারামেডিকেল প্যাথলজী
ডেন্টাল,ফিজি

17/03/2022

#কোর্সকরতেচাইলেjahirsir01711337019
প্যারা মেডিকেল ও ফার্মা কোর্সে ভর্তি চলিতেছে
-গনপ্রজাতন্রী বাংলাদেশসরকার অনুমোদিত প্রতিষ্টানে -ভর্তি-অনলাইনক্লাস + সরাসরি ক্লাস+ প্রাইভেট ক্লাস+ প্রাইভেট পরীক্ষা
৩/৬/১২/২৪ মাস মেয়াদ
১.কেয়ারগিভার্স প্যারামেডিক CGP
16000tk
২ সার্টিফিকেট প্যারামেডিক PCT
32000tk
৩.কমিনিটি হেলথ ওয়ার্কারস CHW
32000tk
৪.কমিউনিটি প্যারামেডিক CCP
64000 tk
৫.ফার্মা সি PCR ফার্মেসী লাইসেন্স এর কোর্স
৬..LMAF পল্লী চিকিৎসা 6000tk
7.RMP 6000 tk
© CMS ১ বৎসর ১২০০০ টাকা
© CHW 1200 taka
8.DMA /DMS কোর্স 13000tk
9. CLT pathology 32000tk
10. CDT Dental 32000tk
11. CPh.T Physiotherapy 32000tk0
12. LHMP Homoeo 6000 tk
13. LVMP Herbal 6000tk
৪ বৎসরএর কোর্স সায়েন্সর ছাত্রদের জন্য
★ফামাসিস্ট, ★প্যারামেডিকেল, ★ডেন্টাল
,★প্যাথলজী ★ফিজিওথ্যারাপী, ★এক্স-রে, ★নার্সিং কেয়ার গিভার্স★ রেডিওলজী
★অপটোমেট্রি ★ অডিওমেট্রি

♦ যোগ্যতা S.S.C জিপি২.৫০ যে কোন বিভাগ
♦ ভর্তি ফি ৬ হাজার টাকা
বোর্ড ফি আলেদা/ কাউন্সিল ফি আলেদা
★সরকারী বা আধা সরকারী বা প্রাইভেট কোর্স রয়েছ
★সরকারী ও আধা সরকারী বা প্রাইভেট চাকুরীতে আবেদন করা যাবে
★ভর্তির
সময় যে কাগজ পত্র-লাগবে
1.Biodata 1.copy/বায়োডাটা / জীবন বৃন্তান্ত
2.S.S.CCertificate photocophyএস.এস.সি পাস পাস এর সার্টিফিকেটের ফটোকপি
৩.স্কুল পাস করার পসংসা পত্র
৩..NiD/BRC / জন্ম নিবন্ধন এর ফটো কপি
৪. ৬ কপি ছবি/.pic/PP siz

উত্তরা ইন্টিগ্রেটেড প্যারামেডিকেল কলেজ
Uttara Inteegrated Paramedical College
------------------
ঢাকা অফিস
বাড়ী-১২ রোড-৩৩ সেক্টর৭ উত্তরা
ঢাকা ০১৭১১৩৩৭০১৯

সিলেট অফিস
সহিদ ভিউ আম্বরখানা পয়েন্ট ভিউ শপিং সেন্টার ০১৭১১৯২১৪১৬

ময়মনসিংহ:অফিস-
চাইনা ব্রীজ মোড় হাসপিটাল রোড
০১৭১১৩৩৭০১৯
★Mob/whatsup.088-01711337019

সাক্ষাতের পূর্বে দিন ও সময় নির্ধারন করে ফোন করে অাসবেন
♦===========================♦
IVHT
গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক শিক্ষামন্ত্রানালয় ও টেকনিক্যাল বোর্ডের অধীনে
ভেটেনারী ও পোল্ট্রি কোর্সে ভতি চলিতেছে ও পরামর্শ whatsup০১৭১১৩৩৭০১৯
অনলাইন+সরসরি ক্লাস+প্রাইভেট ক্লাস
কোর্স সমুহঃ-
১. এনিমেল হেলথ & প্রডাকশন (CAHP)
২. সাটিফিকেট ইন পোল্ট্রি ফার্মিং(CPF)
৩.ভেটেনারী ফার্মেসী কোর্স
৪.কৃত্রিম প্রজনন কোর্স AI
৫.পল্লী ভেটেনারী ও পোল্ট্রি চিকিৎসা দকোর্স
৬.ক্যাটেল রিয়ারিং এন্ড ফার্মিং
৭. পোল্ট্রি রিয়ারিং কোর্স এন্ড ফার্মিং
8. কম্পিউটার অফিস
9. আউট সোর্সিং & ফ্রিল্যান্সিং
10. ফাইন আর্টস ৩/৬ মাস / 12 month
11. হোমিও & হার্বাল ভেটেনারী কোর্স
12.
৩ মাসের কোর্স ৮ হাজার
৬ মাসের কোর্স ফি ১৬ হাজার টাকা
১ বৎসরেরর কোর্স ফি ৩২০০০ টাকা

৩ মাস/৬মাস/১ বছর মেয়াদী/৪ বৎসর♦
যোগ্যতাঃ- এস/এস/সি/ সমমান/ভোকেশনাল
ক্লাস সিষ্টেমঃ-অনলাইনে বা সরাসরি ক্লাস

ভর্তির সময়ঃযা লাগবে
1-Boidata 1 coy বায়োডাটা/ জীবন বৃত্তান্ত
2. S.S.Certficate er Photocopy and mark sheet er photocophy
3. NiD/ BRC from / জন্মনিবন্মন
4. Photo 6 copy/ ৬ কপি ছবি
কাগজ পত্র ডাঃ দ্বারা সত্যায়িত করবেন

ইস্টটিটিউট ভেটেনারী হেল্থ টেকনোলজী ivht
সরকার অনুমোদিত কলেজ কোড নং- ৬১১১৫)
Ivht
♦সিলেট অফিস
৯৫/বি ওয়েভস আম্বরখানা সিলেট মোবা ০১৭১১৩৩৭০১৯
Ivht
♦ঢাকা অফিস
বাড়ী-১২ রোড-৩৩ সেক্টর ৭ উত্তরা
মোবা ০১৭১১৩৩৭০১৯
Ivht
♦ময়মনশিংহ ক্লাস -
চাইনা ব্রীজ মৌড় হসপিটাল রোড মোবা-০১৭১১৩৩৭০১৯
♦ফোন করে সাক্ষাত সময় নিবেন তার পর সাক্ষাত
করবেন
জহির স্যার মোবা-০১৭১১৩৩৭০১৯
মোবা/ওয়ার্টসআপ ০১৭১১৯২১৪১৬

=================================
IFTI
কম্পিউটার ও টেকনিক্যাল কোর্সেভর্তি চলিতেছে-
গনপ্রজাত্ন্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড অধীভুক্ত কলেজ কোড নং 61099

৩ মাস/৬ মাস /১ মেয়াদী কোর্স

১.♦কম্পিউটার অফিস/এমএস ওয়ার্ড টাইপিং)
২.♦ গ্রাফিক্স ডিজাইন ও আউট সোর্সিং
৩.♦অামীন শীপ ও সার্ভেয়ার
৪.♦ ইলেকিট্রিকেল হাউজ ওয়ারিং
৫.♦ iCT&Fine Art
6.♦কেয়ার গিভার্স প্যারামেডিক
৭♦ ফাইন আর্টস ৩/৬/১২ মাস

৩ মাসের কোর্স ৮ হাজার
৬ মাসের কোর্স ফি ১৬ হাজার টাকা
১ বৎসরেরর কোর্স ফি ৩২০০০ টাকা

★যোগ্যতা-এস.এস.সি/সমমান

(ক্লাস সিস্টেম:-অলাইন ক্লাস ও সরাসরি ক্লাস)

সরকারী ও বেসরকারী চাকুরীতে আৃবেদন করা যাবে

★ভর্তির সময় যে কাগজ পত্র লাগবে
1.Biodata 1.copy/বায়োডাটা ১ কপি
2.S.S.C/ পাসের সার্টি ফিকেট ও মার্কসিটের
ফটোকপি
3.NiD/BRC/ জন্মনিবন্ধন
4.pic/PP size/ ৬ কপি ছবি
♦ভর্তির সময় ৬০০০ টাকা লাগবে
♦ইবনে অাকন্দ ফাউন্ডেশন টেকনিক ইন্সটিিটিউট

♦ ঢাকা অফিস-
বাড়ী১২ রোড ৩৩ সেক্টর ৭ উত্তরা
জহির স্যার-০১৭১১৩৩৭০১৯
♦সিলেট অফিস
৯৫/বি ওয়েভস অাম্বরখানা
জহির স্যার ০১৭১১৯২১৪১৬
♦ ময়মনশিংহ অফিস:
চাইনা ব্রীজ মোড় হসপিটাল রোড
জহির স্যার০১৭১১৩৩৭০১৯
♦মোবা-০১৭১১৯২১৪১৬ ;01711337019
সাক্ষাত ও ভর্তি করতে/হইতে চাইলে ফোন করে সময় ও দিন ঠিক করে যোগাযোগ করবেন

অনলাইনে যারা ভর্তি ও ক্লাস করবেন
===================
প্রথমে whatsapp এ
Biodata ও ছবি &
Education certificate
নাগরিকতত্ব সনদ
জন্ম নিবন্মন সনদ পাঠাবেন
Whats app গ্রুফ দেওয়া হবেZoom ক্লাস করতে
হবে টাকা বিকাশে লেনদেন করতে হবে
Jahir sir বিকাশ 01711337019

11/12/2021
29/10/2021

গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকার কতৃক শিক্ষামন্ত্রানালয় ও বাংলাদেশ টেকনিক্যাল বোর্ডের অধীনেভেটেনারী ও পোল্ট্রি কোর্সে ভতি চলিতেছে
অনলাইন ক্লাস + ভর্তি অফলাইনক্লাস + প্রাইভেট ক্লাস ও পরীক্ষা জহির স্যার ০১৭১১৩৩৭০১৯
------------------------------------------------------------------
০১. সাটিফিকেট ইন এনিমেল হেলথ & প্রডাক্শন (CAHP) ৩২০০০ টাকা
০২. সাটিফিকেট ইন পোল্ট্রি ফার্মিং(CPF)
৩২০০০টাকা
০৩.ভেটেনারী ফার্মেসী কোর্স veterinary pharmacy
Vet.pharma.১৬০০০ টাকা
০৪.কৃত্রিম প্রজনন কোর্স AI ৬৪০০০ টাকা
০৫.পল্লী ভেটেনারী ও পোল্ট্রি চিকিৎসা কোর্স
LVMP৭০০০ টাকা
০৬.ক্যাটেল/এনিমেল রিয়ারিং এন্ড ফার্মিং
ARFT ৭০০০ টাকা
০৭. পোল্ট্রি রিয়ারিং কোর্স এন্ড ফার্মিং
PRFT ৭০০০ টাকা
০৮. হোমিও ভেটেনারী কোর্স
LHVMP ৭০০০টাকা
০৯হার্বাল ভেটেনারী কোর্স
HVP ৭০০০ টাকা
১০.কম্পিউটার অফিস 3000 tk
আউট সোর্সিং & ফ্রিল্যান্সিং ১২০০০ টাকা
১১. ফাইন আর্টস ৩/৬ মাস / ১ বৎসর/
৮২০০/১৬০০০/৩২০০০ টাকা

কোর্স ফি সমুহ নিম্মরুপ
৩ মাসের কোর্স ৮ হাজার
৬ মাসের কোর্স ফি ১৬ হাজার টাকা
১ বৎসরেরর কোর্স ফি ৩২০০০ টাকা

ইস্টটিটিউট ভেটেনারী হেল্থ টেকনোলজী ivht
সরকার অনুমোদিত কলেজ কোড নং- ৬১১১৫)
Ivht
♦সিলেট অফিস ঃ-information Center IVHT
৯৫/বি ওয়েভস শহিদ ভিউ আম্বরখানা jahir sir ০১৭১১৯২১৪১৬ ভর্তির সাক্ষাত বুধ ও বৃহস্পতি

Ivht
♦ঢাকা অফিসঃ-information Centet IVHT
বাড়ী-১২ রোড-৩৩ সেক্টর ৭ শুক্রবার ও শনিবার
Jahir sir ০১৭১১৯২১৪১৬

Ivht
♦ময়মনসিংহ ক্লাসঃ-information center IVHT
চাইনা ব্রীজ মৌড় হসপিটাল রোড মংগলবার
Jahir sir ০১৭১১৯২১৪১৬I

জহির স্যার মোবা-০১৭১১৩৩৭০১৯
মোবা হোয়াটসআপ ০১৭১১৯২১৪১৬
অনলাইনে যারা ভর্তি ও ক্লাস করবেন
===================
★প্রথমে whatsapp এ
★Biodata বায়োডাটা ও ছবি &
★ Education certificate
★নাগরিকতত্ব সনদ
★জন্ম নিবন্মন সনদ পাঠাবেন
Whats app গ্রুফ দেওয়া হবেZoom ক্লাস করতে
হবে টাকা বিকাশে লেনদেন করতে হবে

Jahir sir বিকাশ 01711337019
৩ মাসের কোর্স ফি ৮২০০ টাকা
৬ মাসের কোর্স ফি ১৬২০০ টাকা
১২ মাসের কোর্স ফি ৩২০০০ টাকা

Vetenary ভেটেনারী চিকিৎসা ফার্মেসী ও ফার্মিং
কোর্সের বিষয় সমুহ
1. Anatomy
2. Physiology
3. Ruminant Animal Production
4. Animal Reproduction (AI)
5. Pathology and Parasitology
* প্যাকটিস অব মেডিসিন
অধ্যক্ষ ডাঃ জহির আকন্দ স্যারের বই ও গাইড বই
পেতে হলে যোগঅ করুন ০১৭১১৯২১৪১৬
2nd Semester
1.Introductory Pharmacology
2. Non ruminant Production
3. Livestock Business
4. Animal Microbiology and Diseases
5. Rural livestock entrepreneurship
Jahir sir 01711337019
অধ্যক্ষ ডাঃ জহির আকন্দ স্যারের বই ও গাইড বই
পেতে হলে যোগঅ করুন ০১৭১১৯২১৪১৬
সাটিফিকেট ইন পোল্ট্রি চিকিৎসা ফামিং ও ফার্মেসী এর বিষয় সমূহঃ (১ম সেমিস্টার)
১. এনাটমি এন্ড এমব্রোলজি
২. ইনট্রোডাকশন টু পোলট্রি সাইয়েন্স
৩. ফিজিওলজি
৪. প্যারাসাইটোলজি
৫. ফ্যামিলি পোলট্রি পোডাকশন
অধ্যক্ষ ডাঃ জহির আকন্দ স্যারের বই ও গাইড বই
পেতে হলে যোগাঅ করুন ০১৭১১৯২১৪১৬
(২য় সেমিষ্টার)
১. ব্রয়লার প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট
২. লেয়ার প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট
৩. ডাক এন্ড কোয়েল প্রোডাকশন
৪. পোলট্রি জিজিস বায়োসিফরিটি এন্ড প্যাথলজী
৫. পোলট্রি বিজনেস ম্যানেজমেন্ট
কনট্যাক্ট জহির স্যার ০১৭১১৯২১৪১৬
Jahiraknd290@ gmail.com
অধ্যক্ষ ডাঃ জহির আকন্দ স্যারের বই ও গাইড বই
পেতে হলে যোগঅ করুন ০১৭১১৯২১৪১৬
=================================
ভ্যাটারিনারি কোর্স সম্পন্ন করার পর কি কি করতে পারবে ?
১.ফার্মাসিষ্ট কোর্স করে ফার্মেসীর ব্যবসা করতে পারবে
১। পশু পাখির প্রাথমিক চিকিৎসা দিতে পারবে ।
২। পশু খামার ( গরু ছাগল ইত্যাদি ) স্থাপন করতে পারবে ।
৩। পল্ট্রি খামার স্থাপন করতে পারবে ।
৪। গরু ছাগল হাঁস মুরগির খামারে চাকরি করতে পারবে ।
৫। বিদেশে গিয়ে খামারে চাকরি নিতে পারবে ।
৬। দেশে বা বিদেশে ডেইরি ফার্মে চাকরি করতে পারবে ।
৭। গরু ছাগল এবং হাঁস মুরগির ফার্ম মেনেজমেন্ট করতে পারবে ।
৮। গরু ছাগল এবং হাঁস মুরগির ফার্মের প্রোডাক্ট ( দুধ, ডিম, মাংষ ইত্যাদি ) মার্কেটিং করতে পারবে ।
৯। অত্যাদুনিক খামার ব্যাবস্থাপনা নিশ্চিত করতে পারবে ।
১০। সমাজে ভেজালমুক্ত বিশুদ্ধ দুধ, ডিম, মাংষ ইত্যাদি সরবরাহ করতে পারবে ।
১১। ভেজাল মুক্ত সমাজ গড়তে সক্রিয়ভাবে অংশগ্রহন করতে পারবে ।
12. কোম্পানির Medical Reprasentative হিসাবে 15/20 বেতনে চাকুরী করা যাবে
Jahir sir 01711921416

প্যারা মেডিকেল কোর্সে ভর্তি চলিতেছে-গনপ্রজাতন্রী বাংলাদেশসরকার অনুমোদিত প্রতিষ্টানে -ভর্তি-অনলাইনক্লাস + সরাসরি ক্লাস+ প...
21/05/2021

প্যারা মেডিকেল কোর্সে ভর্তি চলিতেছে
-গনপ্রজাতন্রী বাংলাদেশসরকার অনুমোদিত প্রতিষ্টানে -ভর্তি-অনলাইনক্লাস + সরাসরি ক্লাস+ প্রাইভেট ক্লাস
১.কেয়ারগিভার্স প্যারামেডিক CGP
১/২. সার্টিফিকেট প্যারামেডিক PCT
২. কমিনিটি হেলথ ওয়ার্কারস CHW
৩্ কমিউনিটি প্যারামেডিক CCP
৪.ফার্মা সি PCR ফার্মেসী লাইসেন্স করার জন্য কোর্স
৫.LMAF/RMP/DMA দের অগ্রাধিকার ও কোর্স রয়েছে
১/৪ বৎসরএর কোর্স এ ভর্তি পরামর্শ
★ফামাসিস্ট, ★প্যারামেডিকেল, ★ডেন্টাল
,★প্যাথলজী ★ফিজিওথ্যারাপী, ★এক্স-রে, ★নার্সিং কেয়ার গিভার্স
♦মেয়াদ- ৬ মাস ১২মাস/ ৪ বৎসর
♦ যোগ্যতা S.S.C জিপি২.৫০ যে কোন বিভাগ
♦ ভর্তি ফি ৬ হাজার টাকা
বোর্ড ফি আলেদা/ কাউন্সিল ফি আলেদা
সরকারী বা আধা সরকারী বা প্রাইভেট কোর্স রয়েছ
সরকারী ও আধা সরকারী বা প্রাইভেট চাকুরীতে আবেদন করা যাবে
সরকারী ও বেসরকারী ত আৃবেদন করা যাবে
ভর্তির সময় যে কাগজ পত্র-লাগবে
1.Biodata 1.copy/বায়োডাটা / জীবন বৃন্তান্ত
2.S.S.CCertificate photocophyএস.এস.সি পাস পাস এর সার্টিফিকেটের ফটোকপি
৩.স্কুল পাস করার পসংসা পত্র
৩..NiD/BRC / জন্ম নিবন্ধন এর ফটো কপি
৪. ৬ কপি ছবি/.pic/PP siz

উত্তরা ইন্টিগ্রেটেড প্যারামেডিকেল কলেজ
Uttara Inteegrated Paramedical College

ঢাকা অফিস বাড়ী-১২ রোড-৩৩ সেক্টর৭ উত্তরা
ঢাকা ০১৭১১৩৩৭০১৯

সিলেট অফিস ৯৫/বি ওয়েভস আম্বরখানা পয়েন্ট ভিউ শপিং সেন্টার ০১৭১১৯২১৪১৬

ময়মনসিংহ:অফিস- চাইনা ব্রীজ মোড় হাসপিটাল রোড ০১৭১১৩৩৭০১৯
Mob/whatsup.088-01711337019

সাক্ষাতের পূর্বে দিন ও সময় নির্ধারন করে ফোন করে অাসবেন
♦===========================♦
IVHT
গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক শিক্ষামন্ত্রানালয় ও টেকনিক্যাল বোর্ডের অধীনে
ভেটেনারী ও পোল্ট্রি কোর্সে ভতি চলিতেছে ও পরামর্শ whatsup০১৭১১৩৩৭০১৯
অনলাইন+সরসরি ক্লাস
কোর্স সমুহঃ-
১. এনিমেল হেলথ & প্রডাকশন (CAHP)
২. সাটিফিকেট ইন পোল্ট্রি ফার্মিং(CPF)
৩.ভেটেনারী ফার্মেসী কোর্স
৪.কৃত্রিম প্রজনন কোর্স AI
৫.পল্লী ভেটেনারী ও পোল্ট্রি চিকিৎসা দকোর্স
৬.ক্যাটেল রিয়ারিং এন্ড ফার্মিং
৭. পোল্ট্রি রিয়ারিং কোর্স এন্ড ফার্মিং
8. কম্পিউটার অফিস
9. আউট সোর্সিং & ফ্রিল্যান্সিং
10. ফাইন আর্টস ৩/৬ মাস / 12 month

৩ মাস/৬মাস/১ বছর মেয়াদী/৪ বৎসর♦
যোগ্যতাঃ- এস/এস/সি/ সমমান/ভোকেশনাল
ক্লাস সিষ্টেমঃ-অনলাইনে বা সরাসরি ক্লাস

ভর্তির সময়ঃযা লাগবে
1-Boidata 1 coy বায়োডাটা/ জীবন বৃত্তান্ত
2. S.S.Certficate er Photocopy and mark sheet er photocophy
3. NiD/ BRC from / জন্মনিবন্মন
4. Photo 6 copy/ ৬ কপি ছবি
কাগজ পত্র ডাঃ দ্বারা সত্যায়িত করবেন

ইস্টটিটিউট ভেটেনারী হেল্থ টেকনোলজী ivht
সরকার অনুমোদিত কলেজ কোড নং- ৬১১১৫)
Ivht
♦সিলেট অফিস ৯৫/বি ওয়েভস আম্বরখানা সিলেট মোবা ০১৭১১৩৩৭০১৯
Ivht
♦ঢাকা অফিস বাড়ী-১২ রোড-৩৩ সেক্টর ৭ উত্তরা
মোবা ০১৭১১৩৩৭০১৯
Ivht
♦ময়মনশিংহ ক্লাস - চাইনা ব্রীজ মৌড় হসপিটাল রোড মোবা-০১৭১১৩৩৭০১৯
♦ফোন করে সাক্ষাত সময় নিবেন তার পর সাক্ষাত
করবেন
জহির স্যার মোবা-০১৭১১৩৩৭০১৯
মোবা/ওয়ার্টসআপ ০১৭১১৯২১৪১৬

=================================
IFTI
কম্পিউটার ও টেকনিক্যাল কোর্সেভর্তি চলিতেছে-
গনপ্রজাত্ন্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড অধীভুক্ত কলেজ কোড নং 61099

৩ মাস/৬ মাস /১ মেয়াদী কোর্স

১.♦কম্পিউটার অফিস/এমএস ওয়ার্ড টাইপিং)
; ক্সেল:এক্সেস:পাওয়ার পয়েন্ট;পাবলিসার্স Email/ internet ;প্রিন্ট করা; ব্রাউজিং করা
২.♦ গ্রাফিক্স ডিজাইন ও আউট সোর্সিং/ ফ্রিল্যান্সিং
৩.♦অামীন শীপ ও সার্ভেয়ার
৪.♦ ইলেকিট্রিকেল হাউজ ওয়ারিং
৫.♦ iCT&Fine Art
6.♦কেয়ার গিভার্স প্যারামেডিক
♦ যোগ্যতা-এস.এস.সি/সমমান

(ক্লাস সিস্টেম:-অলাইন ক্লাস ও সরাসরি ক্লাস)

সরকারী ও বেসরকারী আৃবেদন করা যাবে
ভর্তির সময় যে কাগজ পত্র লাগবে
1.Biodata 1.copy/বায়োডাটা ১ কপি
2.S.S.C/ পাসের সার্টি ফিকেট ও মার্কসিটের
ফটোকপি
3.NiD/BRC/ জন্মনিবন্ধন
4.pic/PP size/ ৬ কপি ছবি
♦ভর্তির সময় ৫০০০ টাকা লাগবে
♦ইবনে অাকন্দ ফাউন্ডেশন টেকনিক ইন্সটিিটিউট

♦ ঢাকা অফিস-বাড়ী১২ রোড ৩৩ সেক্টর ৭ উত্তরা
জহির স্যার-০১৭১১৩৩৭০১৯
♦সিলেট অফিস ৯৫/বি ওয়েভস অাম্বরখানা
জহির স্যার ০১৭১১৯২১৪১৬
♦ ময়মনশিংহ অফিস: চাইনা ব্রীজ মোড় হসপিটাল রোড
জহির স্যার০১৭১১৩৩৭০১৯
♦মোবা-০১৭১১৯২১৪১৬ ;01711337019
সাক্ষাত ও ভর্তি করতে/হইতে চাইলে ফোন করে সময় ও দিন ঠিক করে যোগাযোগ করবেন

12/04/2021

পল্লী চিকিৎসক বই ও প্যারামেডিকেল এর বই
জন্য বা ভর্তির জন্য যোগাযোগ করুনJahir sir 01711337019

ভর্তি চলছে!   ভর্তি চলছে!   ভর্তি চলছে!♦♦আমাদের কোর্স সমূহ:♦১১.কেয়ার গিভার্স কোর্স ৬/১২ মাস ১৬০০০/৩২ হাজার টাকা১.কমিনিটি...
09/02/2021

ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!♦
♦আমাদের কোর্স সমূহ:♦
১১.কেয়ার গিভার্স কোর্স ৬/১২ মাস ১৬০০০/৩২ হাজার টাকা
১.কমিনিটি প্যারামেডিক 2 বৎসর ৬৪ হাজার টাকা
মোবাঃজহির স্যার ০১৭১১৩৩৭০১৯
২.সার্টিফিকেট প্যারামেডিক ১ বৎসর ৩২ জাজার টাকা
৩.ফার্মা সি ৩/৬/১২ মাস ১৬২০০ টাকা
৪. পল্লী ডাক্তার/LMAF(Local Mediacal Assistant & Family Planning) - মেয়াদ-৬ মাস মোট ফি ৬০০০টাকা
মোবা জহির স্যার ০১৭১১৩৩৭০১৯
৫.প্যারামেডিকেল/LDMS(Local Diploma in Medical Science)-মেয়াদ-৬ মাস/১ বছর ৬০০০টাকা/১২০০ টাকা
৬.RMP কোর্স ৩/৬ মাস ৬ হাজার
৭.RTC রিফ্রেসার্স কোর্স ২১ দিন ৭৫০০
জহির স্যার ০১৭১১৩৩৭০১৯
৮ ভেটেনারী কোর্স ৩/৬/১২ মাস ১ বৎসর
৯. হার্বাল কোর্স ৩/৬ মাস ৬০০০ টাকা
১০.ইলেট্রো হোমিও ও বায়োকেমিক ৩/৬ মাস ৬০০০ ঢাকা
মোবা ০১৭১১৩৩৭০১৯
📚 কোর্স এর বিষয়াদিঃ
👉 রোগ নির্ণয় ও রোগের বিস্তারিত চিকিৎসা সম্বন্ধে আলোচনা করা হবে।
👉বিভিন্ন প্রকার ঔষধের কার্যকারীতা ও ব্যবহার সম্পর্কে আলোচনা করা হবে।
👉ফার্মেসী ব্যবসা করার যোগ্যতা অর্জন করা যাবে।
👉ইনজেকশন, সেলাইন পুশ, তাপ নির্ণয়, ব্লাড প্রেসার নির্ণয়, সেলাই-ব্যান্ডেজ চিকিৎসা পদ্ধতি, ইত্যাদিসহ হাতে কলমে এমবিবিএস ডাক্তারদ্বারা প্রশিক্ষণ দিয়ে শিখানো হয়।

✅ প্রশিক্ষণের সুবিধাঃ
▶ বাংলা ভাষায় প্রশিক্ষণ দেওয়া হয়।
▶M.B.B.S/ মেডিকেল টেক: ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়।
▶ প্রাক্টিক্যাল যন্তপাতি প্রতিষ্টান সরবরাহ করবে।
▶ কোর্স শেষে পরীক্ষায় উওীর্ণ ছাএ-ছাএীদেরকে সরকার অনমোদিত সনদ (Certificate) প্রদান করা হবে।
ঢাকা অফিস বাড়ী ১২ রোড ৩৩ সেক্টর ৭
=============================
👉 ক্লাস সপ্তাহে একদিন (শুক্রবার)বা শনিবার
♦সরাসরি ক্লাস বা অনলাইন ক্লাস

♦সিলেট ক্লাস বুধবার/ বৃহ্স্পতিবার

♦ ময়মনসিংহঃ- সোমবার?/ মংগলবার

🎓ভর্তির যোগ্যতা : যেকোন সালে ও যে কোন গ্রুপ থেকে এস,এস,সি/এইচ,এস, সি/সমমানের পাশ হতে হবে।

👉 ভর্তি ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন:
মোবাইল: জহির স্যার ০১৭১১৩৩৭০১৯
Jahirakand299@gmail.com

কেয়ারগিভারঃ যথাযথ কারিগরী প্রশিক্ষনপ্রাপ্ত একজন ব্যক্তি যিনি গুরুতর অসুস্থ,আহত,বৃদ্ধ এবং শারীরিক বা মানসিক প্রতিবন্ধী,দু...
29/01/2021

কেয়ারগিভারঃ
যথাযথ কারিগরী প্রশিক্ষনপ্রাপ্ত একজন ব্যক্তি যিনি গুরুতর অসুস্থ,আহত,বৃদ্ধ এবং শারীরিক বা মানসিক প্রতিবন্ধী,দুশ্চিন্তাগ্রস্ত,শোক সন্তপ্ত বা বিষাদগ্রস্ত মানুষদের জীবনকে দীর্ঘায়িত ও আরামপ্রদ করতে সার্বিক সেবা প্রদান করেন, তিনিই কেয়ারগিভার নামে পরিচিত।

কেয়ারগিভার কোর্সের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের উদ্দেশ্যে, উন্নত কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অভীষ্ট মানুষদের জীবনের মানোন্নয়নের লক্ষ্যে দক্ষ পেশাজীবি তৈরি করা এবং দেশের বিশাল বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রুপান্তরের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরী করে বৈদেশিক মূদ্রা অর্জন এবং দারিদ্র্য দূরীকরণ।

কিভাবে কেয়ারগিভার হবেনঃ
বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত "কেয়ারগিভার ইনষ্টিটিটিউট অব বাংলাদেশ " এর সুনির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ৬ মাস মেয়াদি কেয়ারগিভার কোর্সে ভর্তি হয়ে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে আপনি একজন দক্ষ কেয়ারগিভার হতে পারবেন।

কেয়ারগিভার কোর্সটি কেন করবেনঃ
*কোর্সটি "বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড" কর্তৃক অনুমোদিত এবং কোর্সের সার্টিফিকেট পৃথিবীর প্রায় সকল দেশে স্বীকৃত।
*পেশাটি দেশে ও বিদেশে অত্যন্ত চাহিদাসম্পন্ন, উচ্চ বেতনের এবং সম্মানজনক পেশা।
*কোর্স শেষে দেশের অভ্যন্তরে বিভিন্ন সরকারী/বেসরকারী হাসপাতাল, বৃদ্ধাশ্রম, নার্সিংহোম,প্যারালাইসিস সেন্টারসমূহে এবং সেবাগ্রহীতাদের হোমকেয়ার প্রদানের মাধ্যমে আকর্ষনীয় বেতনে চাকরির সুযোগ।
*ব্যক্তিগত পর্যায়ে কেয়ারগিভার প্রতিষ্ঠান গঠন করে সফল উদ্যোক্তা হওয়ার সুযোগ।
*যোগ্য কেয়ারগিভারগনের বিভিন্ন কেয়ারগিভারস প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসাবে নিয়োগ প্রাপ্তির সর্বোচ্চ সুযোগ।

উপসংহারঃ
কেয়ারগিভারদের বলা হয় স্বাস্থ্যসেবার দৃশ্যমান মেরুদণ্ড। শুধুমাত্র একজন দক্ষ্য ও নিবেদিতপ্রাণ কেয়ারগিভারই পারে একজন বৃদ্ধ,অসুস্থ,অক্ষম এবং যন্ত্রনাক্লিষ্ট মানুষের অসহায় মুহূর্তে তাকে একটি সুন্দর,দুশ্চিন্তামুক্ত,সুখী,সমৃদ্ধ এবং মানসম্পন্ন জীবন দান করতে। তাই দক্ষ্য কেয়ারগিভার তৈরীর মাধ্যমে দেশের চাহিদা পূরণ করে তাদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি।

30/11/2020

OTC

বিনা প্রেসক্রিপশনে অর্থাৎ প্রেসক্রিপশন ছাড়া সংগ্রহ করতে পারি।
৩৯ টি অ্যালোপ্যাথিক ঔষধ এই ওটিসি ক্যাটাগরিতে পড়ে।

1. Albendazole Chewable Tablet
2. Antacid Chewable Tablet/Suspension
3. Ascorbic Acid Chewable Tablet/Syrup
4. Benzyl Benzoate Lotion
5. Calcium Tablet
6. Chloramphenicol Eye/Ear Ointment/Drops
7. Chlorhexidine Lotion/Cream
8. Chlorisylenol Lotion/Cream
9. Chlorpheniramine Maleate Tablet/Syrup
10. Condoms
11. Diclofenac Gel
12. Dextromethorphen Syrup
13. Ferrous (Sulphate, Gluconate & Fumarate Tablet/Capsule/Syrup
14. Gentian Violet
15. Glycerin Suppository
16. Low Dose Contraceptive Pills
17. Mebendazole Tablet
18. Mebendazole Tablet/Suspension
19. Methyl Salicylate Gel
20. Milk of Magnesia Suspension
21. Mouthwash Preparations
22. Multivitamin Tablet/Capsule/Drops
23. Neomycin/Gentamycin/Bacitracin or combination Ointment/Cream/
Dusting Powder
24. Omeprazole capsule
25. Oral Rehydration Salt (ORS) (with or without glucose or flavours) Sachets
26. Paracetamol/Acetaminophen Tablet/Syrup/Suspension/Suppository
27. Permethrin Ointment/Cream
28. Potassium Permenganate Granules for Gargle
29. Povidone Iodine
30. Promethazine Theoclae Tablet
31. Ranitidin Tablet
32. Riboflavine Tablet
33. Salbutamol Tablet
34. Salicylic Acid + Benzoic Acid Ointment
35. Silver Sulphadiazine Ointment
36. Sunscreen Preparations
37. Vitamin A Capsule
38. Vitamin B Complex (individual or combination) Tablet/Syrup/Drops
39. Xylometazoline 0.1% Nasal Drops

08/11/2020

#একটুখানি_লেখাপড়া
#যারা_প্র্যাকটিস_করেন_তাদের_জন্য_প্রয়োজন_হবে
অসংখ্য রোগী তারল্য সংকট নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে অথবা চেম্বারে আসেন। সেই সংকট সমাধানে তাদের শরীরে দিতে হয় বিভিন্ন প্রকার তরল! যেসব তরলের সাথে আমরা খুব বেশি পরিচিত সেগুলো হল - Hartsol, 5%DNS, 5%DA, 0.9%NS. দেখি একটু চিন্তা করে কোনটা কোথায় দেওয়া যায়!
মাত্র একটা লাইন যদি মনে রাখি তাহলেই পুরো টপিকসের অনেকটা পড়া হয়ে যাবে। অধিকাংশ ক্ষেত্রে রোগীর যে ফ্লুইড প্রয়োজন হয় সেটা isotonic fluid. আর Hartsol, 5%DNS, 0.9%NS যা সবই isotonic fluid. এদের মধ্যে plasma'র কাছাকাছি কোয়ালিটির ফ্লুইড হল Hartsol. কিন্তু 5%DA হল hypotonic, অন্য কিছু হাতের কাছে না থাকলে এটাই তখন শেষ ভরসা।
(একটা বিষয় নিয়ে কনফিউশন হতে পারে, আর সেটা হল 5%DNS শরীরে ঢোকার আগে hypertonic, আর ঢোকার পর isotonic. আর 5%DA ঢোকার আগে isotonic, আর ঢোকার পর hypotonic. এখানে পরবর্তী অবস্থা বুঝানো হইছে!)
এবার দেখবো বিভিন্ন প্রকার সমস্যা ও তার সম্ভাব্য সমাধান !
More than 15% Deep burn
burn এ plasma লস হয়। আর plasma এর কাছাকাছি কোয়ালিটির isotonic fluid হল Hartsol. না থাকলে 5%DNS > না থাকলে 0.9%NS > না থাকলে 5%DA
Fracture femur with severe anaemia
এখানেও সহজ চিন্তা। blood দরকার, কিন্তু নাই। এর কাছাকাছি ফ্লুইড Hartsol, তাই এটাই দিবেন। না থাকলে 5%DNS > না থাকলে NS > না থাকলে 5%DA
Head injury
এখানেও blood লস। দু রকম লস হতে পারে, এক- from body to outside, দুই- blood blood vessel to extravascular space. অর্থাৎ এ অবস্থায় blood খুব বেশি লস হয়ে রোগী শকে গেলে blood ই দিতে হবে। আর সেটা না পেলে blood এর মত যেকোন ফ্লুইড, অর্থাৎ কোন isotonic fluid. এখানে 5% DA বাদে বাকি সবই isotonic, তাই এটা বাদে বাকি যে কোনটাই দেওয়া যাবে। 5%DA হল hypotonic কারণ tone বাড়ানোর 0.9%NaCl এখানে নাই। আর এ কারণে 5%DA দিলে সেটা শুধু blood vessel এই থাকবে না, vessel থেকে বের হয়ে brain cell এ ঢুকবে, ফলে হবে cerebral oedema যা head injury হওয়ার ফলে সৃষ্টি হওয়া ICP কে আরো বাড়াবে, আর injured brain cell এ perfusion বাধাগ্রস্ত করবে। তাই head injury তে shock এর ট্রিটমেন্ট এর জন্য যেকোন isotonic fluid যেমন Hartsol, 5%DNS, 0.9%NS যে কোনটাই দেওয়া যাবে; পাশাপাশি বেড়ে যাওয়া ICP কমাতে দিতে হতে পারে hypertonic fluid যেমন mannitol যা brain cell ও extravascular space থেকে পানি টেনে vessel এ নিয়ে আসবে। অর্থাৎ no hypotonic fluid (5%DA)
Intestinal obstruction
এখানে plasma লস হয়। আর plasma এর কাছাকাছি কোয়ালিটির fluid হল Hartsol, তাই এটা দিবেন। না থাকলে 5%DNS > না থাকলে 0.9%NS ও 5%DA দুটোই একটার পর একটা (কারণ এখানে রোগী NPO থাকে, তাই glucose দরকার) > না থাকলে 0.9%NS > না থাকলে 5%DA
Cholera
Isotonic fluid লস হয়, তাই isotonic fluid দিবো। উপরে কয়েকবার পড়ছি Hartsol, 5%DNS, 0.9%NS সবগুলোই isotonic। তাই এদের যেকোনটা দেওয়া যায়, তবে হাতের কাছে এই তিনটাই থাকলে Hartsol ই বেস্ট! কারণ cholera তে প্রচুর K লস হয় stool এর সাথে ও renal flow কমে গিয়ে renin angiotensin system activate হয়ে। এর সমাধান আছে একমাত্র Hartsol এ, কারণ এতে K আছে ও তুলনামূলক কম sodium chloride থাকে, যার পরিবর্তে আছে sodium lactate (তাই একে Ringer's lactate ও বলে)। কিন্তু chloride কম থেকে সুবিধা কি? hyperchloraemic metabolic acidosis হওয়ার সম্ভাবনা কম। এত কিছুর পরেও cholera তে আমাদের Hartsol এর চেয়েও বেশি পছন্দের হল অন্য আর একটা isotonic fluid - cholera saline! কারণ Hartsol এ sodium lactate থাকলেও, cholera saline এ আছে sodium acetate. acetate থাকলে সুবিধা কি? আমরা জানি Cholera তে প্রচুর HCO3 লস হয়ে metabolic acidosis হয়। cholera saline থাকা acetate মাংসপেশী তে ঢুকে মেটাবলিজম হয়ে acetyl-CoA তৈরি করে, এই acetyl-CoA থেকে TCA cycle শেষে তৈরি হয় bicarbonate যা acidosis কারেক্ট করবে। তাই তুলনামূলক কম chloride, সাথে acetate ও K আছে এমন fluid হিসেবে cholera saline ই আমাদের প্রথম পছন্দ > না থাকলে Hartsol > না থাকলে 5%DNS > না থাকলে 0.9%NS
Diarrhoea /Vomiting (moderate to severe dehydration)
isotonic fluid লস হয়। তাই Hartsol, 5%DNS, 0.9%NS যেকোনটা দেওয়া যাবে।
Diabetes Mellitus with any upper condition
রক্তে গ্লুকোজ বেশি। তাই গ্লুকোজ আছে এমন saline যেমন 5% DNS বা 5%DA না দেওয়াই ভাল। আর দিলেও careful glucose monitoring.
Hypoglycaemia (unconscious patient)
গ্লুকোজ কম তাই গ্লুকোজ আছে এমন কিছু দিতে হবে যেমন 5%DA > না থাকলে 5%DNS. কেন 5%DNS সেকেন্ড অপশন? কারণ NS প্রেশার বাড়াতে পারে। তবে এই অবস্থায় গ্লুকোজ এত বেশি কমে যায় যে শুধু 5% এ লাভ হয়না। তাই বেশি ভাল হয় নির্দিষ্ট পরিমাণ 20-25%DA দিলে। তারপর দীর্ঘ সময় saline দেওয়ার প্রয়োজন হলে 10%DA
Oedema with circulatory shock
hypotonic fluid ইডিমা বাড়ায় colloidal osmotic pressure কমিয়ে, তাই 5%DA বাদ। বাকিগুলো- যেমন Hartsol, 5%DNS, 0.9%NS দেওয়া যাবে। তবে সাথে কেয়ারফুল মনিটরিং, কারণ এদেরকেও মাত্রাতিরিক্ত দিলে hydrostatic pressure বেড়ে গিয়ে ইডিমা হতে পারে।
IV channel মেইনটেইন করতে isotonic 0.9% NS > না থাকলে 5%DNS > না থাকলে 5%DA
রোগী NPO আছে, 5%DA ও 0.9%NS একটার পর একটা > না থাকলে 5%DNS
Bleeding হইছে বা সামনে হওয়ার চান্স আছে, Hartsol > না থাকলে 5%DNS > না থাকলে 0.9%NS > না থাকলে 5%DA
রক্তে sodium অনেক কম, বা cerebral oedema কমাতে হবে এমন অবস্থায় isotonic 0.9% NS এর পরিবর্তে বিভিন্ন প্রকার hypertonic saline যেমন 2% 3% 5% 7% 23% NS ব্যবহার করা হয়! কিন্তু খুব কেয়ারফুল!
যেসব শিশুদের বয়স ০-১ বছর, তাদেরকে দেওয়া হয় 10% Baby saline (10% Dextrose + 0.225% NaCl)
যেসব শিশুদের বয়স ১-৬ বছর, তাদেরকে দেওয়া হয় 5% Baby saline (5% Dextrose + 0.225% NaCl)
যেসব শিশুদের বয়স ৬-১৪ বছর, তাদেরকে দেওয়া হয় Junior saline (5% Dextrose + 0.45% NaCl)
রোগীর যে কোন অবস্থায় যে fluid ই দিই না কেন, দিয়ে বসে থাকলে হবে না। fluid overload হচ্ছে কিনা সেটা মনিটরিং করতে হবে। দেখতে হবে central venous pressure, urine output. তা না হলে hydrostatic pressure বেড়ে গিয়ে pulmonary oedema, cerebral oedema, generalized oedema হতে পারে। cardiac workload বেড়ে হতে পারে heart failure.
অন্যদিকে যতটুকু প্রয়োজন ততটুকু fluid যদি ঠিকঠাক সময়ে না দিই, তবে renal perfusion কমে renal failure হতে পারে। severe dehydration এ circulatory failure, shock হয়ে রোগী অক্কা পেতে পারে। তাই সর্বদা check & balance!
আমি শুধু কিছু মৌলিক বিষয় জানানোর চেষ্টা করেছি, যাতে করে বিষয়টা কিছুটা ইজি হয়। এটাই সব না, অনেকে এ ব্যাপারে আরো ভাল জানেন।
ধন্যবাদ।

28/10/2020
22/09/2020

🍀 Iron supplement
🍀 বাংলাদেশী মেয়েদের তিনটা Nutrient এর Supplement খুব commonly দেওয়া হয়💁। যেমনঃ-
1. Iron🙋.
2. Calcium🙋.
3. Folic acid🙋.
🍀 আয়রন এবং ক্যালসিয়াম হচ্ছে Divalent ion. মানে এদের যোজনী দুই। এই আয়নগুলো আমাদের small intestine থেকে একটা common channel দিয়ে absorption হয়। সেই চ্যানেলটির নাম হচ্ছে DMT (Divalent metal transporter).
🍀 ধরুন, একজন মহিলার একইসাথে আয়রন এবং ক্যালসিয়ামের supplement দরকার। সেক্ষেত্রে কিভাবে প্রেস্ক্রিপশনটা লেখা যেতে পারে!!
🍁 Oral iron tablet (1+0+1)
🍁 Oral calcium tablet ( 0+1+0)
🍀 কেন দুপুরবেলা ক্যালসিয়াম দিলাম, আর আয়রন দিলাম রাতেরবেলা ও সকালবেলা!!!
🍀 এর কারণ হচ্ছে, ক্যালসিয়াম এবং আয়রন একসাথে খেলে দুইজনই absorption হবার জন্য মারামারি করবে এবং More electropositivity এর জন্য ক্যালসিয়াম শোষণ হয়ে যাবে, GIT তে বসে বসে ডিম পাড়বে আয়রন। সুতরাং, Iron deficiency সহজে Correct হবে না।
🍀 So, be careful during combined supplement.

Address

House # 12, Road @ 33, Sector # 7, Uttara, Dhaka Drive Jahir Akand
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801711337019

Alerts

Be the first to know and let us send you an email when Integrated Paramedical College, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Integrated Paramedical College, Dhaka:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram