Farida Akter

Farida Akter Farida Akhtar is a psychologist/counselor, working as chief executive for ownconsulting firm Inner Force. Inner Force is working since 2000.

Farida has worked with many different UN/International/national and government organizations since 36 years.

20/12/2023

Farida's Light House
খুব ইচ্ছে করছে একটা Exiting ব্যাপার আপনাদের জানাতে আর তা হলো সামনের মাস অর্থাৎ জানুয়ারী -২০২৪ থেকে আমি হেলথ কেয়ার বাংলায় (Health Care Bangla) একটা নতুন কাজ করতে যাচ্ছি। কাজটি হলো একটি Podcast করা যেখানে আমি মূলত Host এর কাজ করব অর্থাৎ এটি হবে আমার Show। এই Show টিতে সাধারণত সবাই যা করে আমি তা করব না। অর্থাৎ এটি প্রশ্ন- উত্তর ঢঙে হবে না।বরং এটি হবে Interactive Discussion বা পারস্পরিক আলোচনা। বিষয়গুলো হবে মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা বিষয়ক। আপনাদের প্রতিজ্ঞা করছি আমি এমন অতিথিদের আনব যারা যথেষ্ট পরিচিত ও সফল ব্যক্তিত্ব। Podcast টির নাম দিয়েছি Farida's Light House। আশা করি আমাকে দেখবেন Farida's Light House এ।
ধন্যবাদ

07/12/2023

একটি ব্যাপার নিয়ে আমি খুবই excited. তার কারন হলো অচিরেই আসলে এই মাস থেকে আমি health care Bangla এ একটি podcast শুরু করতে যাচ্ছি। podcast এর নাম হলো Farida's light house. এই ভিডিওতে আমি host করলেও host করার ধরনটি হবে একটু ভিন্ন। এখানে যিনি বক্তা থাকবেন তিনি শুধু বলবেন আর আমি প্রশ্ন করব এমনটি নয়। বরং নির্দিষ্ট বিষয়ে আমরা দুজনে আলাপচারিতা করব। অর্থাৎ এটি হবে interactive Discussion এর মতো। আশা করছি আপনারা podcast টি দেখার মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন ও দোয়া করবেন। ধন্যবাদ।

24/11/2023

মার্চ মাসে প্রকাশিত হতে যাচ্ছে আমার লেখা আরেকটি বই। বইটির নাম "বাতিঘর "। এই বইটি Personal growth বা আত্ম উন্নয়ন বিষয়ক।আত্ম-উন্নয়ন বলতে বুঝায়: * আত্ম-সচেতনতা( Self Awareness) * আত্ম-মূল্যায়ন ( Self Evaluation) * আত্ম- উন্নয়ন (Self - Improvement) এই বইটি কিশোর / কিশোরীদের থেকে নিয়ে সব বয়সীদের জন্যই একটি ভালো গাইড বই বলে আমার দৃঢ় বিশ্বাস। এই বইটি পেতে হলে যোগাযোগ করুন এই দুইটি নাম্বারে : শিমু -০১৭৭৯৮১৯৬৬৭৷ জুই- ০১৯৪২৬৫৭২৩৬

ক'দিন আগেই লিখেছিলাম আমার লেখা "কিশোরী ভাবনা " নামের বইটি সম্পর্কে। এই বইটিতে যেসব বিষয় রয়েছে সেগুলো হলো :              ...
07/11/2023

ক'দিন আগেই লিখেছিলাম আমার লেখা "কিশোরী ভাবনা " নামের বইটি সম্পর্কে। এই বইটিতে যেসব বিষয় রয়েছে সেগুলো হলো : ১.ভালোবাসি বাবা মাকে। ২.কিশোরকালে প্রেম। ৩. সাকিনার ফিরে আসা। ৪. যৌন নির্যাতন। ৫. সংকটকাল। ৬. অনিশ্চয়তার পথে। ৭. মাদককে না বলি। ৮. আমার বন্ধু। ৯. সেলফোনের পরিমিত ব্যবহার। ১০. জীবনের লক্ষ্য। এই বইটি পেতে হলে যোগাযোগ করুন এই দুটি নাম্বারে : শিমু-০১৭৭৯৮১৯৬৬৭ জুই- ০১৯৪২৬৫৭২৩৬

"কিশোরী ভাবনা" নামে কিশোরীদের জন্য লেখা আমার এই বইটি পাঠকেরা বেশ আগ্রহের  সাথে গ্রহণ করেছেন। এই বইটিতে যেসব প্রসঙ্গ আনা ...
03/11/2023

"কিশোরী ভাবনা" নামে কিশোরীদের জন্য লেখা আমার এই বইটি পাঠকেরা বেশ আগ্রহের সাথে গ্রহণ করেছেন। এই বইটিতে যেসব প্রসঙ্গ আনা হয়েছে তা কিশোরীদের জন্য খুবই উপযোগী । শুধু কিশোরীরা নয় কিশোররাও উপকৃত হতে পারে এই বইটি পড়ে। ক'দিন পরেই জানাচ্ছি কি কি আছে এই বইটিতে। বইটির তথ্যগুলো গল্পের আকারে লেখা হয়েছে অর্থাৎ গল্পগুলো তথ্যভিত্তিক গল্প। গল্পের পর প্রশ্ন রয়েছে এবং তারপর রয়েছে "যা যা জেনেছি" অর্থাৎ তথ্যের সংক্ষিপ্ত রুপ। বইটি পাবার জন্য যোগাযোগ করুন এই দুইটি নাম্বারে। সিমু-০১৭৭৯৮১৯৬৬৭
জুই- ০১৯৪২৬৫৭২৩৬

17/10/2023

গত ৮ আর ৯ অক্টোবরে ব্যস্ত ছিলাম " মনোসামাজিক সহায়তা" ( Psychosocial support) বিষয়ে দুই দিনের একটি পাইলট প্রশিক্ষনে। অংশগ্রহনকারীরা ছিলেন SEEP ও নারীমৈত্রীর। এই প্রশিক্ষনটি আর্থিকভাবে সহায়তা করেছে Concern ও Irish Aid। এই প্রশিক্ষনে আমাকে বিশেষভাবে সহায়তা করেছে জুই আর সিমু।প্রশিক্ষনে আমরা Interactive approach ব্যবহার করেছি যা অংশগ্রহণকারীরা খুব আগ্রহ ও আনন্দের সাথে গ্রহণ করেছেন। সবাই বলেছেন কি করে যে ২ দিন কেটে গেল তা বুঝতেই পারিনি। অংশগ্রহনকারীদের প্রশংসা আমরা খুব আনন্দের সাথে গ্রহণ করেছি।

Address

Dhaka
1207

Telephone

+8801720908383

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farida Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Farida Akter:

Share

Category