20/12/2023
Farida's Light House
খুব ইচ্ছে করছে একটা Exiting ব্যাপার আপনাদের জানাতে আর তা হলো সামনের মাস অর্থাৎ জানুয়ারী -২০২৪ থেকে আমি হেলথ কেয়ার বাংলায় (Health Care Bangla) একটা নতুন কাজ করতে যাচ্ছি। কাজটি হলো একটি Podcast করা যেখানে আমি মূলত Host এর কাজ করব অর্থাৎ এটি হবে আমার Show। এই Show টিতে সাধারণত সবাই যা করে আমি তা করব না। অর্থাৎ এটি প্রশ্ন- উত্তর ঢঙে হবে না।বরং এটি হবে Interactive Discussion বা পারস্পরিক আলোচনা। বিষয়গুলো হবে মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা বিষয়ক। আপনাদের প্রতিজ্ঞা করছি আমি এমন অতিথিদের আনব যারা যথেষ্ট পরিচিত ও সফল ব্যক্তিত্ব। Podcast টির নাম দিয়েছি Farida's Light House। আশা করি আমাকে দেখবেন Farida's Light House এ।
ধন্যবাদ