Blood Donation Bangladesh BDB

Blood Donation Bangladesh BDB আমরা স্বেচ্ছাসেবী আমরা পেরেছি আমরা প?

মেয়েদের মাসিক নিয়মিত করোন || অরক্ষিত যৌন মিলনে হওয়া সন্তান রাখতে না চাইলে || জেনেনিন খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া ||...
21/02/2021

মেয়েদের মাসিক নিয়মিত করোন || অরক্ষিত যৌন মিলনে হওয়া সন্তান রাখতে না চাইলে || জেনেনিন খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া ||
চ্যানেল টি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকোন।
https://www.youtube.com/channel/UCvMTrNbdWykyUXZKCGoUPHg

MM KIT BANGLA REVIEWমাসিক নিয়মিত করোনMM KIT খাওয়ার নিয়মMM KIT এর দাম কত@Drug Reviewer BD I discussing about mm kit tablet, mm kit dose, mm kit side effects, ...

লজ্জা নয় সচতনতা জরুরী!পিরিয়ড ছাড়াও মেয়েদের প্রতি মাসে আরেকটা অস্বস্তিকর সময় পাড়ি দিতে হয়, যার কথা আসলে মেয়েরাও ঠিকমত জান...
30/01/2021

লজ্জা নয় সচতনতা জরুরী!

পিরিয়ড ছাড়াও মেয়েদের প্রতি মাসে আরেকটা অস্বস্তিকর সময় পাড়ি দিতে হয়, যার কথা আসলে মেয়েরাও ঠিকমত জানে না। অথচ এ সময় অস্বস্তি, ব্যাথা, বেদনা, কষ্ট সবকিছুর ভেতর দিয়েই সে যায়। কিন্তু জানার অভাবে তারা বুঝতেও পারে না, কেন তার এত কষ্ট হচ্ছে!

সেটা কোন সময়?
সেটা হল তার ওভুল্যশান টাইম বা ডিম্বানু নির্গমনের সময়।

ওভুল্যশান হয় সাধারণত পিরিয়ড হবার সপ্তা দুই আগে। ওভারি থেকে পরিপক্ক ডিম্বানু বের হয়ে স্পার্মের সংস্পর্শে আসলে তা নিষিক্ত হয়ে প্রেগনেন্সি ঘটায়। মাসের একটা নির্দিষ্ট সময়ে, সাইকেল অনুযায়ী ডিম্বানু বের হয় ওভারি থেকে, তারপর নিষিক্ত হওয়ার জন্য ফ্যালোপিয়ান টিউবে চলে যায়। এই ডিম্বানু বের হওয়ার সময়টিই ওভুল্যশান টাইম।

পিরিয়ড হবার সপ্তা দুই আগে ওভুল্যশান ঘটে। বাইরে এর কোন প্রকাশ নেই বলে আমরা মেয়েরাও এটা টের পাই না, মনেও রাখি না। অথচ প্রেগনেন্সির জন্য এই সময়টা মাথায় রাখা গুরুত্বপূর্ণ। কারণ ওভুল্যশানের পর থেকেই প্রেগনেন্সির চান্স তৈরি হয়।

এখন এই ওভুল্যশানের সময়টাতেও কিন্তু মেয়েরা নানাভাবে কষ্ট পায়। কিন্তু যেহেতু সময়টা বেশিরভাগ মেয়ের মাথাতেই থাকে না, তাই শরীরিক কষ্টের কারণ সে উদঘাটন করতে পারে না।

ওভুল্যশানের সময় এর নানা লক্ষণ দেখা যায়। এর মধ্যে অন্যতম হল ব্যাথা। দুই ওভারির কোন একটা থেকে ডিম্বানু বের হয়, ফলে যে কোন এক দিকে, তল পেটের বাম অথবা ডান দিকে এবং হিপবোনে ব্যাথা হয় এ সময়। অনেকটা ব্যাক পেইনের মত লাগতে থাকে। আমরা ভাবি, ব্যাক পেইন হচ্ছে। অনেকটা পিরিয়ডের সময়ের মত অস্বস্তি হতে থাকে ব্যাথায়। এই ব্যাথা থাকে সাধারণত আটচল্লিশ ঘণ্টা। আটচল্লিশ ঘণ্টার বেশি এই ব্যাথাবোধ থাকলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলা উচিত।

প্রতি পাঁচজন মেয়ের একজন ওভুল্যশানের সময় এ ধরণের ব্যাথায় আক্রান্ত হয়। এসময় শরীর খারাপ লাগতে থাকে, একটানা বসে থাকা বা টানা কাজ করা যায় না। এ সময় হালকা ব্লিডিংও হতে পারে, যা দেখতে ব্রাউন ডিসচার্জের মত লাগে।

ডাক্তাররা বলেন, এ সময়টা প্রতিটা মেয়ের উচিত নিজের যত্ন নেয়া। সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্রাম। একটানা বসে বা দাঁড়িয়ে না থেকে সুযোগ পেলেই একটু শুয়ে বিশ্রাম নেয়া বা ঘুমানো উচিত। হালকা গরম সেক নেয়া যেতে পারে তলপেটে ও হিপ জয়েন্টে। আর ব্যাথা বেশি হলে অবশ্যই অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নেয়া উচিত, বিশেষ করে ব্যাথা যদি বাড়ে আর সেটা যদি দুদিনের বেশি থাকে।

কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই জ্বর, সর্দি, কফ, হাঁপানি, মায়েদের স্তন্যদুগ্ধ  স্বল্পতা এবং চুল পড়া রোধ করোন।
01/01/2021

কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই জ্বর, সর্দি, কফ, হাঁপানি, মায়েদের স্তন্যদুগ্ধ স্বল্পতা এবং চুল পড়া রোধ করোন।

D-SEFA 500 MG CAPSULED sefa এর কাজ কিD sefa খাওয়ার নিয়মI discussing about d sefa benefits, d sefa dose, d sefa side effects, d sefa price, d sefa capsule i...

🔶 শরিরের অতিরিক্ত ওজন কমানোর নিরাপদ ঔষধ।SLIMFAST 120MG CAPSULE REVIEW IN BANGLA.ভিডিও লিংকঃ https://www.facebook.com/102...
17/12/2020

🔶 শরিরের অতিরিক্ত ওজন কমানোর নিরাপদ ঔষধ।
SLIMFAST 120MG CAPSULE REVIEW IN BANGLA.
ভিডিও লিংকঃ https://www.facebook.com/102419934912256/posts/177951244025791/

Slimfast Capsule Bangla ReviewSlimfast capsule price in bangladeshওজন কমানোর নিরাপদ ঔষধI discussing about slimfast capsules uses, Slim fast Medicine Review I...

🔶 এই শীতে ত্বকের অভ্যন্তরীণ সৌন্দর্য বাড়ান, বয়স ধরে রাখুন এবং বয়সের ছাপ দূর করোন কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।ভিডিও লিংক...
15/12/2020

🔶 এই শীতে ত্বকের অভ্যন্তরীণ সৌন্দর্য বাড়ান, বয়স ধরে রাখুন এবং বয়সের ছাপ দূর করোন কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।
ভিডিও লিংকঃ https://youtu.be/KaIl2V1bBV4

🔶 যারা দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারছেন না তাদের জন্য কার্যকরী ঔষধ ও ঔষধের ব্যবহার সম্পর্কে জানতে ভিডিও টি দেখুন।
ভিডিও লিংকঃ https://www.facebook.com/102419934912256/posts/147747087046207/?sfnsn=mo

🔶 যৌন জীবনে অক্ষমতা আর নয়। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী কার্যকরী ঔষধ সম্পর্কে জানতে লিংকে ক্লিক করে পুরো ভিডিও টি দেখুন।
ভিডিও লিংকঃ https://www.facebook.com/102419934912256/posts/137308471423402/

🔶 যারা দীর্ঘক্ষন ধরে মিলন করতে পারেন না তাদের জন্য সঠিক সমাধান ও কার্যকরী ঔষধের ব্যবহার জানতে ভিডিওটি দেখুন।
ভিডিও লিংকঃ https://www.facebook.com/102419934912256/posts/164978478656401/

🔶 অরক্ষিত যৌন মিলনের ফলে গর্ভবতী হওয়া থেকে নিজেকে বাচাবেন কি করে জানতে এই ভিডিওটি দেখুন।
https://youtu.be/m0waFHoUKjs

🔶 মুখে ব্রণ নিয়ে দুশ্চিন্তা? বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী কার্যকরী ঔষধ ও ঘরোয়া চিকিৎসার মাধ্যমে ব্রণ দূর করার উপায় জানুন।
ভিডিও লিংকঃ https://www.facebook.com/102419934912256/posts/113260220494894/

🔶 তীব্র মাথা ব্যথা, সাধারণ মাথা ব্যথা এবং মাইগ্রেনের ব্যথার দ্রুত সমাধান। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী কার্যকরী ঔষধ সম্পর্কে জানুন।
ভিডিও লিংকঃ https://www.facebook.com/102419934912256/posts/143676870786562/

🔶দুশ্চিন্তা, বিষন্নতা এবং অবসাদগ্রস্ততা দূর করার উপায় জানুন। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী কার্যকরী ঔষধ সম্পর্কে জানুন।
ভিডিও লিংকঃ https://www.facebook.com/102419934912256/posts/104732538014329/

🔶শুষ্ক কাশি, ধুমপান জনিত কাশির সিরাপ। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী কার্যকরী কাশির সিরাপ সম্পর্কে জানুন।
ভিডিও লিংকঃ https://www.facebook.com/102419934912256/posts/104732831347633/

Erectile Dysfunction যৌন মিলনে অক্ষমতা লিঙ্গ উত্থানে অক্ষমতা নিস্তেজ লিঙ্গ ও সমাধান সম্পর্কে এই ভিডিও তে বুঝিয়েছি, এবং ভিগোর....

02/12/2020

VALENTY 10 & 20 MG TABLETVALENTY TABLET BANGLA REVIEWVALENTY 10MGVALENTY 20MGযারা দীর্ঘক্ষন ধরে মিলন করতে পারেন না তাদের জন্য কার্যকরী সমাধান এবং ঔষধ সেবনের ...

Peuli Emergency Contraceptive পিল্ল ||পিউলী জন্মনিরোধক বড়ি
23/11/2020

Peuli Emergency Contraceptive পিল্ল ||
পিউলী জন্মনিরোধক বড়ি

Peuli Emergency Contraceptive Pill, Peuli pill price in bangladesh, Peuli uses, Peuli tablet side effects, Peuli dose and Indications. আমি এই ভিডিও তে বুঝিয়...

FRENXIT TABLET USES, DOSES AND SIDE EFFECTS
19/10/2020

FRENXIT TABLET USES, DOSES AND SIDE EFFECTS

About frenzxit medicine bangla review and frenxit use, Indications of frenzxit medicine Bangladesh. Product Name: FRENXIT TABLET Generic Name: Flupentixol Di...

ব্রণের কার্যকরী চিকিৎসা ও ঔষধ
19/10/2020

ব্রণের কার্যকরী চিকিৎসা ও ঔষধ

About acne treatments and acne removal cream in Bangladesh. I have explained in this video about a good acne treatments, acne removal cream in bd, severe acn...

জেনে রাখা ভালো।প্রসঙ্গ নিকট আত্মীয় থেকে রক্ত গ্রহণ! পরিচিত এক আংকেল এর  সার্জারী হলো। সার্জারীর সময় রক্তের প্রয়োজন হয়েছি...
20/09/2020

জেনে রাখা ভালো।
প্রসঙ্গ নিকট আত্মীয় থেকে রক্ত গ্রহণ!

পরিচিত এক আংকেল এর সার্জারী হলো। সার্জারীর সময় রক্তের প্রয়োজন হয়েছিলো। তার আপন ছোটভাই ছুটে এলেন রক্ত দিতে। সার্জারী সাকসেসফুল হলো। ৬ দিন পর আংকেল রিলিজ নিয়ে খুশি খুশি বাড়ি চলে আসলেন। ১১তম দিনে উনার শরীরে কিছু র‌্যাশ দেখা দিলো। ধীরে ধীরে জ্বর, হলকা জন্ডিস এবং আস্তে আস্তে তার শরীর খুব খারাপ দিকে টার্ন নিলো।

পুনরায় হাসপাতালে ভর্তী হলেন।

বড় বড় বেশ অনেকজন ডাক্তার তাকে দেখলেন এবং অনেক কষ্টে রোগ নির্নয় হলো।

কিন্তু দুঃখজনক, শেষ পর্যন্ত তিনি মারা ই গেলেন।

রোগ টা কি ছিলো?

রোগটার নাম 𝐓𝐀-𝐆𝐕𝐇𝐃..

অর্থাৎ 𝐓𝐫𝐚𝐧𝐬𝐩𝐚𝐥𝐚𝐧𝐭 𝐀𝐬𝐬𝐨𝐜𝐢𝐚𝐭𝐞𝐝 𝐆𝐫𝐚𝐟𝐭 𝐕𝐬 𝐇𝐨𝐬𝐭 𝐃𝐢𝐬𝐞𝐚𝐬𝐞.

রক্ত নেবার পর এই রোগ হয় অনেকের।
এই রোগ টি হবার বেশ অনেকগুলো কারন আছে, তবে তার মাঝে একটি কারন হলো নিকট আত্মীয় থেকে যদি কেউ রক্ত গ্রহন করে।

যেমন এই আংকেল কে তার ছোটভাই রক্ত দিয়েছিলেন।😥

চমকে উঠলেন??? ভাবলেন এ আবার কি বিপদ!!

আপনি তো কতবার নিজের পরিবারের সদস্যদের রক্ত দিয়েছেন। কই কিছুই তো হয় নি!!
সারাজীবন তো জেনে এসেছেন যে কাছের লোকেরা রক্ত দিলেই নিরাপদ!!

আপনি সামান্য ভুল জেনে এসেছেন। আসলেই এমন ঘটনা হয়। তবে খুব খুব রেয়ার।

উপরে যে কেইস হিস্টোরী বল্লাম, ওটা আমার গত ৮ বছরের ডাক্তারি ক্যারিয়ারে দেখা একমাত্র কেস।

সুতরাং বুঝতেই পারছেন এটা কত রেয়ার।

কিন্তু রোগ টা খুব রেয়ার হলেও মৃত্যুহার ৯০-৯৫%..
অর্থাৎ এটি হলে মারা যাবার চান্স খুবই বেশী।

আচ্ছা এবার ব্যাখ্যা করি যে এটি কেন হয়। শরীরের ইমুন সিস্টেম সম্পর্কে যাদের ভালো জ্ঞান আছে তারা ভালো বুঝবেন।

::

আমাদের সবার শরীরেই রক্তের মাঝে ইমিউন সিস্টেমের অংশ হিসেবে কিছু সৈন্য সামন্ত ঘুরে বেড়ায়। এদের মাঝে বিখ্যাত একজনের নাম টি লিম্ফোসাইট (T Lymphocyte) বা টি সেল (T Cell)।
আচ্ছা, আজকে আদর করে ওকে টিলু ভাই ডাকা হোক। শিখাও হবে, মজাও হবে।

তো টিলু ভাই করে কি, যখনি শরীরে কোন অপরিচিত কেউ ঢুকে, তখনি তাকে এট্যাক করে মেরে ফেলে।
যেমন ধরুন আজ ঠুস করে কোন ম্যাচিং ফ্যাচিং না করে আপনার কিডনী আমার শরীরে ফিট করে দিলাম।
আমার রক্তের টিলু ভাই সাথে সাথে বিদ্রোহ ঘোষনা করবে। ঐ অপরিচিত কিডনী কে সে মেরে ফেলবে।

কিন্তু ম্যাচিং করে যদি কিডনী নেই আমি, তাহলে আমার নতুন কিডনী আর আমার টিলুভাই শান্তিপূর্নভাবে বসবাস করবে। মাঝে মাঝে একে অপরকে জিজ্ঞাসা করবে, "বাবু খাইসো?"

এবার বিষয়টা আরেকভাবে চিন্তা করুন,

ধরুন আপনার রক্ত আমার শরীরে নিলাম।

আপনার রক্তে ভেসে বেড়ানো আপনার শরীরের টিলু ভাই রা আমার শরীরে ঢুকে পড়লো।

ঢুকার সাথে সাথে তার মেজাজ হট হয়ে যাবে।
কারন সে দেখবে ডাইনে বায়ে উপর নীচে সব শত্রু আর শত্রু। যেহেতু সে আপনার শরীর থেকে এসেছে, তার কাছে মনে হবে আমার কিডনী লিভার ফুসফুস বোন মেরো.. সবই শুত্রু।

তখন সে শুরু করবে আমার বিভিন্ন অঙ্গ কে এট্যাক করা।

কিন্তু সে বেশিক্ষন এট্যাক করতে পারবে না। কারন আমার শরীরের ইমুন সিস্টেম সহ আমার শরীরের টিলুভাই রা তাকে দেখে ফেলবে। দেখেই বুঝবে যে এরা ভিন্ন শরীর থেকে আসা টিলুভাই গ্যাং। তখন আমার শরীরের ইমুনিটি সাথে সাথে ওদের কে কান ধরে নিয়ে এসে থাপড়ায়া মেরে ফেলবে।

ব্যাস, সমস্যার সমাধান।

এভাবেই আমরা রক্ত গ্রহন করার পর ডোনার এর রক্তের সাথে ভেসে আসা টিলুভাই এর আক্রমন থেকে বেচে যাই।

কিন্তু,
এখন ধরুন আপনাকে রক্ত দিলো আপনার বোন।
যেহেতু আপনারা ভাইবোন, তাই কিছুটা সম্ভাবনা থাকে আপনার বোনের রক্তের টিলুভাই এবং আপনার রক্তের টিলুভাই অবিকল একই রকম দেখতে।

সুতরাং আপনার বোন এর রক্তের টিলুভাই আপনার শরীরে ঢুকে যখন গ্যান্জাম শুরু করবে, তখন আপনার শরীরের ইমুন সিস্টেম তাকে চিনতে পারবে না। কারন দেখতে অবিকল নিজের ঘরের টিলুভাই এর মতই।

এভাবে এরকম আপনজনের মুখোশ পড়ে আপনার বোন এর রক্তের টিলুভাই রা মনের সুখে আপনার শরীর ধ্বংস করতে থাকবে।
এদিকে আপনার ইমিউন সিস্টেম বোকার মত চুপচাপ বসে থাকবে। শত্রুকে চিনতেই পারবে না।

এভাবে আস্তে আস্তে হয়তো আপনি মারা যাবেন।

এই যে এই কন্ডিশনটা, এই বিশেষ রোগটার নাম ই TA GVHD..

আশা করি বুঝাতে পেরেছি।

বুঝেন আর না বুঝেন, TA GVHD সংক্রান্ত নীচের কয়েকটা পয়েন্ট শুধু মনে রাখেন।

১। জ্বী হ্যা। নিকট আত্মীয় রক্ত দিলে TA GVHD নামক ভয়ংকর একটি রোগ হওয়া সম্ভব। তবে খুব রেয়ার সম্ভাবনা। খুব রেয়ার।

২। হ্যা, এটা সত্যি যে এ রোগের চিকিৎসা নেই। ৯০-৯৫% লোকই। মারা যায়। তবে আবার মনে করিয়ে দেই, এটি একটি রেয়ার রোগ।

৩। রেয়ার সম্ভাবনা হলেও, যেহেতু এটা হওয়া সম্ভব সেহেতু ডোনার হিসেবে অনাত্মীয় কাউকেই প্রথম প্রায়োরিটি দিন।
একান্তই না পাওয়া গেলে ভিন্ন কথা।

৪। আত্মীয়র রক্ত যদি ইরেডিয়েট করে নিতে পারেন, তাহলে এই রোগ হবার সম্ভাবনা নেই। তবে এই ইরেডিয়েট করার ব্যাপারটা বাংলাদেশে খুব খুব খুব কম হাসপাতালেই হয়। (যেমন স্কয়ার হাসপাতাল)

৫। রক্ত যেমন জীবন বাচায়, রক্তে তেমন জীবন ও যায়। সুতরাং রক্ত ডোনেশন সম্পর্কিত সব তথ্য ভালোমত জেনে নেওয়া আমাদের দ্বায়ীত্ব।

ধন্যবাদ সবাইকে।

বিদ্রঃ টিলু ভাই ফিলু ভাই বলে বলে কিছুটা ফান করেছি। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

সংগৃহীতঃ

𝑫𝒓 𝑺𝒉𝒂𝒉𝒓𝒊𝒂𝒓 𝑷𝒂𝒓𝒗𝒆𝒛
𝑴𝑩𝑩𝑺
Date of Writing : 19-09-2020
কপি

কাউকে_ব্লাডের_জন্য.... 💉কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।ডোনারের যাতায়াত খরচ। ডাব, স্যালাইন জল , কিছু ফলমূল কিনে ...
21/08/2020

কাউকে_ব্লাডের_জন্য.... 💉

কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।

ডোনারের যাতায়াত খরচ। ডাব, স্যালাইন জল , কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার। অনেকেই নিবে না কিন্তু আপনার দেওয়ার
চেষ্টা করা উচিত।

যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ। খাবার খরচ কেন? আপনাকে রক্ত দিতে এসে হয়তো তার মেসের 'মিল' মিস করছে। পরে কিনে খাবার মত অধিকাংশ ছাত্রের কাছে টাকা থাকেনা।

পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।🙏🙏

সব শ্রেণীর মানুষই এই ভালোলাগা এবং ভালোবাসায় মহান কাজটি স্বেচ্ছায় করেন, তবে যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়।

অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম তবুও ব্লাড দেয়। আবার, যারা ব্লাড খুঁজে দেয় তারাই জানে ১ব্যাগ ব্লাড খুঁজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুঁজে বের করতে হয়। অনেকেই তো সেগুলো জানেনই না। এগুলো হাইড স্টোরি থাকে।

কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোঁজ খবরই রাখেনা যে, চরম এই বিপদের সময় এই রক্ত কোত্থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।

নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন, একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার শরীর থেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে, তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে 1 লিটার জলের বোতল 20 টাকা দিয়ে কিনে খেতে হয়, সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলিগ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য কি-না বিবেচনা করবেন।

সংগৃহিত

14/08/2020

Product Name: Ocof syrup Generic Name: (20 mg+10 mg+2.5 mg)/5 ml (Syrup) is a brand of the generic Dextromethorphan + Phenylephrine + Triprolidine. Company N...

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Blood Donation Bangladesh BDB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Blood Donation Bangladesh BDB:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram