27/11/2025
ডেঙ্গি ভাইরাসের জন্য এখনো কোনো কার্যকর চিকিৎসা নেই। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন আজকে একটা ট্রায়ালের রিপোর্ট প্রকাশ করেছে। এটি ফেজ ২-বি, ডাবল-ব্লাইন্ড, ৱ্যানডোমাইজড কন্ট্রোলড ট্রায়াল, যেখানে এন্টিভাইরাল এজেন্ট, মজনোডেনভির ব্যবহার করা হয়েছে। এখানে সেই ট্রায়ালের সারসংক্ষেপ দেখানো হয়েছে। কিছুটা আশার আলো দেখা যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের জন্য যেখানে প্রতিবছর শত শত মানুষ অসহায়ের মত মারা যায় ডেঙ্গিতে।