23/09/2022
লাইপোমার উপসর্গ ও উপমহাদেশের হোমিওপ্যাথিক স্কলার ডাঃ রবীন বর্মনের লাইপোমা চিকিৎসার দিকনির্দেশনাঃ
লাইপোমা একটি নির্দোষ টিউমার যা চর্বিযুক্ত টিস্যু দিয়ে গঠিত। নরম টিস্যু টিউমারগুলোর মধ্যে লাইপোমা হচ্ছে সবচেয়ে সাধারণ ধরন। লাইপোমাগুলোতে হাত দিয়ে স্পর্শ করলে নরম অনুভূত হয়, সাধারণত নড়ানো চড়ানো যায় এবং সাধারণভাবে এগুলো ব্যথাহীন। অনেক লাইপোমা ছোট আকারের, সাধারণত এক সেন্টিমিটার ব্যাসের কম; কিন্তু কোনো কোনো লাইপোমা ছয় সেন্টিমিটারের চেয়ে বড় আকারের হতে পারে।
সাধারণত ৪০ থেকে ৬০ বছর বয়সে লাইপোমা বেশি দেখা দেয়, তবে শিশুদেরও এটা হতে পারে। কারও কারও মতে লাইপোমা ক্যান্সারে রূপান্তর ঘটতে পারে।
লাইপোমার ধরন : বিভিন্ন ধরনের লাইপোমা রয়েছে, যেমন- *অ্যানজিওলাইপোমা : ত্বকের নিচে ব্যথাপূর্ণ গোটা।লাইপোমায় অন্য সব বৈশিষ্ট্য রয়েছে।
* অ্যানজিও লাইপো লিওমায়োমা : এটি অর্জিত লাইপোমা। একক। উপসর্গবিহীন গোটা। ত্বকের নিচে গোলাকার টিউমার। পরীক্ষা করলে নরম মাংসপেশি কোষ, রক্তনালি, সংযোজক কলা ও চর্বি পাওয়া যায়।
* নিউরাল ফাইব্রোলাইপোমা : নার্ভ ট্রাংক বরাবর ফাইব্রো-ফ্যাটি টিস্যুর অতিরিক্ত বৃদ্ধি। নার্ভে চাপ পড়ে।
* কনড্রয়েড লাইপোমা : মহিলাদের পায়ের গভীরে হয়। শক্ত, হলুদ টিউমার।
* স্পিনডল-সেল লাইপোমা : উপসর্গবিহীন। বয়স্ক পুরুষদের পিঠ, ঘাড় ও কাঁধের ত্বকের নিচে হয়। ধীরে ধীরে বড় হতে থাকে।
* প্লিওমরফিক লাইপোমা : স্পিনডল-সেল লাইপোমার মতো এই লাইপোমাগুলো বয়স্ক পুরুষদের পিঠের বেশিরভাগ জায়গায় ও ঘাড়ে হয়ে থাকে।
* ইন্ট্রাডার্মাল স্পিনডল সেল লাইপোমা : এই লাইপোমা বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের হয়। সচরাচর মাথা, ঘাড়, পেট, বুক, পিঠ এবং হাত ও পায়ে হয়ে থাকে।
* হাইবারনোমা : এই লাইপোমাতে থাকে বাদামি চর্বি। লাইপোমার সবচেয়ে সাধারণ ধরন হলো ‘সুপারফিসিয়াল সাবকিউটেনিয়াস লাইপোমা,’ অর্থাৎ ত্বকে ঠিক নিচে অবস্থানকারী লাইপোমা। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো বুক, পিঠ, পেট, উরু এবং হাতে দেখা যায়।
চিকিৎসা সার্জারি : টিউমারগুলোতে
ব্যথা না করলে কিংবা হাঁটাচলার অসুবিধা না হলে সাধারণত লাইপোমার চিকিৎসার প্রয়োজন নেই। সৌন্দর্যগত কারণে এগুলো অপসারণ করা যেতে পারে। যদি লাইপোমা বেশি বড় হয় কিংবা খারাপ কিছু সন্দেহ করা হয় তাহলে অপারেশন করে হিস্টোপ্যাথলজি পরীক্ষা করা যেতে পারে। সাধারণত সহজ অপারেশনের মাধ্যমে এসব লাইপোমা ফেলে দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে অপারেশনের
পরেও আবার লাইপোমা দেখা দিতে পারে।
★হোমিও বন্ধুদের শেখানোর হোমিওপ্যাথিক চিকিৎসঃ--উপমহাদেশের হোমিওপ্যাথিক স্কলার ডাঃ রবিন বর্মনের লাইপোমা সম্পর্কে উপদেশমুলক লেখার কপি ---জন্য
বিষয় --লাইপোমা ( Lipoma) , বা ফ্যাটি টিউমার।
বন্ধুরা, লাইপোমা বা ফ্যাটি টিউমার তোমরা অনেকেই দেখেছো । চামড়া এবং মাংসপেশীর মাঝখানে ফ্যাটি সেলস জমে যে সব swellings বা উঁচু ভাব হয় তার নামই লাইপোমা।
এগুলি খুবই আস্তে আস্তে বাড়তে থাকে। সেই জন্য প্রথমে অনেকে বুঝতে পারে না, পরে চোখে পড়ে। তবে এগুলি সব সময় বেনাইন, অর্থাৎ ভবিষ্যতে খারাপ হয় না। কেবলমাত্র দুই-একটি কেসে যখন খুব বেশি ব্যথা হয়, বা অতি দ্রুত বাড়তে থাকে, বা অপারেশন করে খোঁচাখুঁচি করা হয়েছে, সেই রকম কিছু কেস ক্যান্সারের দিকে যেতে পারে। তখন তাকে বলা হয় লাইপো সারকোমা।
এ্যালোপ্যাথিতে এই রোগের কোন মেডিকেল ট্রিটমেন্ট নেই । আমাদের হোমিওপ্যাথিক ঔষধে অনেক কেস সারে। আমি অনেক রোগীর উন্নতি করতে সক্ষম হয়েছি।
কেমনভাবে চিকিৎসা করতে হবে?
চিকিৎসা হবে অ্যান্টিসাইকোটিক।
কেন?
কারণ----ভাবো,
১) এগুলি ত swellings, বা টিউমার, অর্থাৎ proliferative growths। আর extra growth, বা proliferation মানেই ত সাইকোটিক।
২) কিন্তু এই রকম গ্রোথ বা সোয়েলিং ত সবার হচ্ছে না। তার মানে ----there is incoordination of the particular system, of the particular body, of the particular human beings.
তাহলে কোন মানুষের শরীরের এই রকম ইনকোঅর্ডিনেশন বা অসামঞ্জস্যতা = সাইকোটিক, তা আমরা মায়াজম পড়ার সময় জেনেছি। = এ্যান্টিসাইকোটিক ঔষধ সিলেকশন করতে হবে।
যে কোন রোগ আরোগ্যের ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা একটি সদৃশবিধান নীতিতে উপযোগী ঔষধ প্রয়োগে করিতে পারিলে এই জটিল রোগ সহজেই আরোগ্র হয়।এ কাজটি একজন দক্ষ হোমিওপ্যাথিক ডাক্তারই সহজে করতে সক্ষম হয়।
বিঃদ্রঃ
ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ খাবেনা। ★Dr.M.S.Alam.
Time: 10.am-2.pm. | 04.pm--8.pm.
সিটি হোমিও হল, রুম-৫৫, ৩য় তলা,
রাজউক কর্মাশিয়াল কমপ্লেক্স।
সেক্টর --৭. উত্তরা, ঢাকা।
®_01715254370.