জার্মান হোমিও

জার্মান হোমিও পুরনো ঢাকার প্রসিদ্ধ বহুজনের আরোগ্যকারী হোমিওপ্যাথিক চিকিৎসক গণ থেকে চিকিৎসা নিতে এখনই নক করুন

জার্মান হোমিও হাউজ (German Homeo House) পুরনো ঢাকার খুব প্রসিদ্ধ একটি হোমিওসেন্টার।
আমাদের বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড স্বীকৃত এবং হোমিওপ্যাথ ইউনিভার্সিটি হতে পাশকৃত ডক্টর ও চিকিৎসক গণ রয়েছেন।

আমাদের নারী ও শিশু বিষয়ক সম্মানিতা চিকিৎসক,
Dr. Alema Farhana Islam, Graduated from 'Bangladesh Homoeopathic Medical College'

*Dermoid cyst হলো এমন ধরনের সিস্ট যা বেশিরভাগ ক্ষেত্রে জন্মগতভাবে মানুষের শরীরে বাসা বাঁধে। এগুলোর কোনো কোনোটিতে চুল,দাঁ...
03/06/2023

*Dermoid cyst হলো এমন ধরনের সিস্ট যা বেশিরভাগ ক্ষেত্রে জন্মগতভাবে মানুষের শরীরে বাসা বাঁধে। এগুলোর কোনো কোনোটিতে চুল,দাঁত,চামড়া থাকে। বেশির ভাগ ক্ষেত্রে এই সিস্ট গুলো তেমন ক্ষতিকর হয় না। তবে লক্ষণীয় বিষয় হলো যদি এমন হয় যে,সিস্ট গুলো ক্ষতির কারণ হয়ে দাড়ানোর আশংকা থাকে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
* এই সিস্ট গুলো শরীরের যেকোনো জায়গায় হতে পারে। জায়গার ধরণ অনুযায়ী সিস্ট গুলোর প্রকারভেদ নির্ণয় করা হয়।নিচে কয়েক প্রকার সিস্ট নিয়ে আলোচনা করা হলো,
▪️Periorbital dermoid cyst
এই সিস্ট গুলো দেখা যায় চোখের ডান পাশের ব্রু বা মাপ পাশের ব্রু এর কিনারায়। এমন সিস্ট গুলো সংক্রমিত হয়ে যাওয়ার আগে চিকিৎসা গ্রহণ করলে সার্জারি করার রিস্ক থেকে রেহাই পাওয়া যায়।
▪️Spinal dermoid cyst
এই সিস্ট গুলো spine বা মেরুদন্ডে হয়ে থাকে।এগুলো সংক্রামণের ঝুঁকি থাকে না। তবে এই সিস্ট গুলো মেরুদন্ডে প্রেশার ফেলতে পারে ভবিষ্যতে।
▪️Ovarian dermoid cyst
মহিলাদের জরায়ুতে যে সিস্ট গুলো হয়ে থাকে Ovarian dermoid cyst সেগুলোর একটি। এই সিস্ট গুলো জরায়ু পেঁছিয়ে যাওয়ার কারণ হতে পারে,এমনকি ক্যান্সার পর্যন্ত গড়াতে পারে।

25/05/2023
05/05/2023

অসুস্থতার নিয়ামত বদলে নিন সুস্থতার নিয়ামত
আল্লাহ কবুল করুন

নারী ও শিশুর অপূর্ব চিকিৎসা সুযোগ অনলাইনে!!বিদেশী অত্যাধুনিক ঔষধের চিকিৎসায় সুস্থ হবার সুযোগ পাচ্ছেন সহজেই। শতাধিক প্রান...
05/05/2023

নারী ও শিশুর অপূর্ব চিকিৎসা সুযোগ অনলাইনে!!
বিদেশী অত্যাধুনিক ঔষধের চিকিৎসায় সুস্থ হবার সুযোগ পাচ্ছেন সহজেই।

শতাধিক প্রানবন্ত কিশোরী, পরিশ্রমী তরুনী, সংগ্রামী মা ও আদুরে শিশুরা সুস্থ হয়ে তাদের শ্রদ্ধা জানাচ্ছেন অবিরত।

সুস্থ থাকা আমাদের অধিকার।
অসুখ মুক্ত থাকা, ভোগান্তি মুক্ত থাকা, কষ্ট-দূর্দশা থেকে বেঁচে থাকা আমাদের ন্যায্য পাওনা।

চিকিৎসা করবেন পুরোনো ঢাকার প্রসিদ্ধ চিকিৎসক, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ গ্রাজুয়েট, ডক্টর আলেমা ফারহানা ইসলাম।

''ডক্টরের দৈনিক রোগীর দেখার কোটা সীমিত''

তাই বিভিন্ন ক্ষতিকর ভুল চিকিৎসার মায়াজাল কাটিয়ে সুস্থ হয়ে পড়াশোনা, কাজ ও পারিবারিক জীবনে সফল হতে সিরিয়াল নিতে এখনই নক করুন:
+8801748-863495

05/05/2023

আমাদের প্রসিদ্ধ চিকিৎসকদের রিভিউ দেখতে ভিজিট করুন:
https://www.facebook.com/takiyahomeocare/reviews

"তাকিয়া হোমিওকেয়ার," এ ক্ল্যাসিকাল পদ্ধতিতে মহিলা ও শিশুদের সকল রোগের চিকিৎসা করা হয় অনলাইন ও অফলাইনে

Address

16, Banagram, Wari, Old
Dhaka
1203

Alerts

Be the first to know and let us send you an email when জার্মান হোমিও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to জার্মান হোমিও:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category