
21/07/2025
সন্তানকে যত দামী কিছুই দেন না কেন, সেগুলো তাদের মনে থাকবে না। আর বলতেও দেরী করেনা আমি কিছু চাইলে কিছুই দাও নি বা কি এমন করেছো l
কিন্তু সারাজীবন তাদের একটা বিষয়ই মনে থাকবে সেটা হলো তার বাবার সাথে মায়ের সম্পর্ক কেমন ছিলো। আর ফ্যামিলিতে কি কার্টেসী প্র্যাকটিস হয়েছে মা বাবা দাদী নানী কাকা কাকী সেখান থেকেই সন্তানের আসল শিক্ষা !