মাদকাসক্তি ও মানসিক চিকিৎসাকেন্দ্র Brain and Mind Hospital Pvt. Ltd. -

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • মাদকাসক্তি ও মানসিক চিকিৎসাকেন্দ্র Brain and Mind Hospital Pvt. Ltd. -

মাদকাসক্তি ও মানসিক চিকিৎসাকেন্দ্র Brain and Mind Hospital Pvt. Ltd. - Brain & Mind Hospital Pvt. Ltd. Addiction & Mental Healthcare
Hotline Numbers to Call: 01766622279, 0 Brain and Mind Hospital Pvt.

Addiction & Mental Healthcare

About Us:
Brain and Mind Hospital is a dedicated healthcare facility specializing in the treatment of psychiatric, addiction and mental health problems; offers continuing support, counseling and education to our patients. We help people living with mental health or addiction problems to get the support and treatment they need to make their lives better. Our Mission:


The mission of Brain and Mind Hospital is to provide our patients with the best available treatment of mental illness and addiction problem; and to offer continuing support, counseling and education to our patients and their families in every phase of illness and recovery. Our Values:
Safety, treatment and responsibility

Our Important Features:
• 24 Hours Services
• Care with Love
• Medical Counseling
• Reasonable Billing
• Friendly Staff
• Qualified Doctors

We specialize in:
• Psychiatry
• Mental Health
• Addiction
• Psychotherapy
• Counseling
• Social Skills Training

Our Facilities:
• Experienced nursing service
• Highly trained psychotherapist
• Air-Conditioned VIP room
• Separate arrangement for women
• Short-term treatment for admitted patients
• Observation system with closed circuit cameras

Email: brainandmindhospital@gmail.com
Website: www.brainandmindhospital.com

08/05/2025

মানসিক রোগ শারীরিক ও সামাজিক নানা কারণেই হতে পারে। এর চিকিৎসাও হতে হয় বায়ো-সাইকোস্যোসাল মডেল অনুযায়ী। অর্থাৎ মানসিক রোগের ক্ষেত্রে ওষুধ ও সাইকোথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয়। গবেষণায় দেখা গেছে ওষুধ ও সাইকোথেরাপির সমন্বিত চিকিৎসায় সবচেয়ে ভালো ফলাফল লাভ করা যায়। তবে কিছু রোগে ওষুধের ভূমিকা মুখ্য আবার কিছু রোগে সাইকোথেরাপি অত্যাবশ্যকীয়।
ব্রেইন এন্ড মাইন্ড হাসপাতাল প্রা: লি:- ফার্মগেট, ঢাকা।
এখানে রয়েছে মানসিক ও মাদকাসক্ত রোগীদের জন্য প্রফেসরদের প্রতিদিনের চেম্বারসহ, অভিজ্ঞ, প্রশিক্ষণপ্রাপ্ত সাইকোলজিষ্ট এবং পর্যাপ্ত প্রশিক্ষণ প্রাপ্ত স্টাফ দের নিয়ে তৈরি মেডিকেল টিম। যে কোনো সময়ে সেবার প্রয়োজনে ২৪ ঘন্টা জুড়ে রেডি থাকে আমাদের মেডিকেল টিম; সপ্তাহের প্রতিটি দিন। যেনো প্রয়োজনের সময়ে এক মুহূর্ত দেরি না হয় চিকিৎসার।
সঠিক পর্যায়ে সঠিক পদ্ধতিতে চিকিৎসার ব্যবস্থা করলে মাদকাসক্ত ব্যক্তির পক্ষে সম্ভব স্বাভাবিক জীবনে ফিরে আসা। "ব্রেইন এন্ড মাইন্ড" বিশ্বাস করে সুচিকিৎসায় সুস্থতা সম্ভব এবং সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাই প্রতিটি দিন।
Visit Our Website : https://www.brainandmindhospital.com/
#সুচিকিৎসায়_সুস্থতা_সম্ভব

🌸 শুভ নববর্ষ ১৪৩২! 🌸পুরোনো সব গ্লানি, দুঃখ আর হতাশাকে পেছনে ফেলে নতুন বছরে পা রাখলাম আমরা। আসুক নতুন আলো, নতুন সম্ভাবনা ...
14/04/2025

🌸 শুভ নববর্ষ ১৪৩২! 🌸

পুরোনো সব গ্লানি, দুঃখ আর হতাশাকে পেছনে ফেলে নতুন বছরে পা রাখলাম আমরা। আসুক নতুন আলো, নতুন সম্ভাবনা আর অফুরন্ত ভালোবাসা নিয়ে আমাদের জীবনে।

এই নববর্ষে সবার জীবনে শান্তি, সুস্থতা, সাফল্য ও আনন্দ বর্ষিত হোক।
প্রিয়জনদের সঙ্গে কাটুক হাসি-আনন্দে ভরা প্রতিটি মুহূর্ত। ❤️

শুভ নববর্ষ! শুভ হোক প্রতিটি দিন।

🟥 ইয়াবা সেবনের ক্ষতিকর প্রভাব — একটি সচেতনতা বার্তা 🟥আজকের তরুণ সমাজের এক বড় বিপর্যয়ের নাম ইয়াবা। এটি কোনো সাধারণ ট্যা...
12/04/2025

🟥 ইয়াবা সেবনের ক্ষতিকর প্রভাব — একটি সচেতনতা বার্তা 🟥

আজকের তরুণ সমাজের এক বড় বিপর্যয়ের নাম ইয়াবা। এটি কোনো সাধারণ ট্যাবলেট নয়—এটি এক ভয়ঙ্কর মাদক, যা শরীর, মন, পরিবার এবং সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।

🔬 ইয়াবা কী?
ইয়াবা এক ধরনের নেশাজাতীয় ট্যাবলেট, যা মেথামফেটামিন ও ক্যাফেইন দিয়ে তৈরি। এটি সেবনে শরীরে মিথ্যে শক্তি ও উত্তেজনা তৈরি হয়, কিন্তু ধীরে ধীরে এটি একজন মানুষকে ধ্বংস করে দেয়।

⚠️ ইয়াবার ক্ষতিকর প্রভাবসমূহ:
🧠 মানসিক প্রভাব:
অতিরিক্ত উত্তেজনা ও আগ্রাসী আচরণ
ঘুম না আসা (ইনসমনিয়া)
মানসিক ভারসাম্যহীনতা, এমনকি উন্মাদনা
স্মৃতিশক্তি লোপ পাওয়া
আত্মহত্যার প্রবণতা
🏥 শারীরিক প্রভাব:
হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপ
লিভার ও কিডনির মারাত্মক ক্ষতি
ওজন কমে যাওয়া, দুর্বলতা
দাঁতের ক্ষয় ও মুখ শুকিয়ে যাওয়া
ত্বক খসখসে হয়ে যাওয়া, ব্রণের মতো সমস্যা
🧨 সামাজিক ও পারিবারিক প্রভাব:
পরিবারে অশান্তি ও সম্পর্কের অবনতি
পড়াশোনা বা কর্মজীবনে ব্যর্থতা
অপরাধের পথে পা বাড়ানো
আর্থিকভাবে নিঃস্ব হয়ে যাওয়া
সমাজ থেকে বিচ্ছিন্নতা ও একাকীত্ব
📣 শেষ কথা:
ইয়াবা এক ভয়ঙ্কর নেশা, যা একবার শরীরে প্রবেশ করলে সহজে বের হয় না। এই নেশা থেকে নিজেকে এবং প্রিয়জনদের রক্ষা করুন। সচেতন থাকুন, অন্যকে সচেতন করুন।
জীবন অনেক সুন্দর—নেশা নয়, ভালোবাসুন নিজের জীবনকে।

ঈদ মোবারকঈদ হোক আনন্দ ও সুখের প্রতীক। এই পবিত্র দিনে আমরা সবার জন্য সুখ, শান্তি এবং সুস্বাস্থ্য কামনা করি। আপনার জীবনে ঈ...
30/03/2025

ঈদ মোবারক

ঈদ হোক আনন্দ ও সুখের প্রতীক। এই পবিত্র দিনে আমরা সবার জন্য সুখ, শান্তি এবং সুস্বাস্থ্য কামনা করি। আপনার জীবনে ঈদের আনন্দ বয়ে আনুক, এবং প্রতিটি মুহূর্ত যেন হয়ে ওঠে বিশেষ।

আমাদের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা!

গাজার ক্ষতিকর প্রভাবঃ ০৫ রানিং এমোক নামক আরেক ধরনের মানসিক বিপর্যয় ও গাঁজা সেবিদের পরিণতি হয়ে আসতে পারে। অবিরত গাঁজা স...
19/03/2025

গাজার ক্ষতিকর প্রভাবঃ ০৫

রানিং এমোক নামক আরেক ধরনের মানসিক বিপর্যয় ও গাঁজা সেবিদের পরিণতি হয়ে আসতে পারে। অবিরত গাঁজা সেবনের কারণে অনেক সময় এদের দৃষ্টিভ্রম, নির্যাতিত-বঞ্চিত হবার কল্পনা থেকে এরা হিংসাত্মক, আগ্রাসি সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ণ হতে পারে। রানিং এমক হলে লোকটি চোখের সামনে যাকে পায় তাকে তার কল্পিত শত্রু মনে করে অস্ত্র নিয়ে হত্যা করতে পারে এবং এই মানসিক অবস্থা কেটে যাবার আগ পর্যন্ত যাকে সামনে পায় ক্রমান্বয়ে তাকেই হত্যা করার চেষ্টা চালিয়ে যেতে থাকে। এই আবেশ কেটে গেলে একসময় সে আত্মহত্যা করতে যেতে পারে অথবা আত্মসমর্পণও করতে পারে।

গর্ভাবস্থায় গাঁজা সেবনের প্রতিক্রিয়া

যদি কোন নারী গর্ভাবস্থায় গাঁজা সেবন করে তবে সাধারণত এর প্রভাব তাদের শিশুদের উপরও পড়ে। শিশুদের জ্ঞানের ঘাটতি সহ আরো অন্যান্য সমস্যা দেখা দেয়।

গাজার ক্ষতিকর প্রভাবঃ ০৪ এই মাদকটি গ্রহণে দৃষ্টিভ্রম, বাচালতা, মাংশপেশীর অনিয়ন্ত্রিত ও অপ্রয়োজনীয় সংকোচন, দিকভ্রান্ত ...
15/03/2025

গাজার ক্ষতিকর প্রভাবঃ ০৪

এই মাদকটি গ্রহণে দৃষ্টিভ্রম, বাচালতা, মাংশপেশীর অনিয়ন্ত্রিত ও অপ্রয়োজনীয় সংকোচন, দিকভ্রান্ত হওয়া, মাথা ঘুরা, ক্ষুধা লাগা, গভীর ঘুমে অচেতন হয়ে যাওয়া, সময়জ্ঞান হারানো থেকে শুরু করে প্রলাপ বকা, বিকার আসা এমনকি মানুষকে হত্যাকরার ইচ্ছাও জাগ্রত হতে পারে। মাত্রা বেশি হয়ে গেলে অনেক সময় হাত পা এর নড়াচড়ার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, হাতে পায়ে ঝি ঝি ধরা এবং অবশ হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, মানসিক বিকারগ্রস্ত হয়ে যাওয়া থেকে শ্বাস কষ্ট হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।

রক্তরাঙা চোখ
নিয়মিত এবং বেশি মাত্রায় গাঁজা জাতীয় দ্রব্য সেবনে গাঁজা সাইকোসিস নামে একধরনের লক্ষন হয়। এতে চোখে রক্তজমে চোখ লাল হয়ে যায়, ক্ষুধামন্দা, নির্জিবতা, শরীরের মাংস-পেশী শুকিয়ে যাওয়া, অত্যধিক দুর্বলতা, হাত-পা অনবরত কাপতে থাকা, পুরুষত্বহীনতা থেকে শুরু করে পুরোপুরি মানসিক রোগী হয়ে যাওয়ার সুযোগ থাকে।

গাজার ক্ষতিকর প্রভাবঃ ০৩ অল্প মাত্রায় সেবন করলেও সেবনকারীর মাঝে মাঝে স্বল্প সময়ের জন্য স্মৃতিভ্রম ঘটে। গাঁজা সেবীদের এ...
11/03/2025

গাজার ক্ষতিকর প্রভাবঃ ০৩

অল্প মাত্রায় সেবন করলেও সেবনকারীর মাঝে মাঝে স্বল্প সময়ের জন্য স্মৃতিভ্রম ঘটে। গাঁজা সেবীদের এইরূপ স্মৃতিভ্রম প্রায়ই ঘটে, তারা একটি সৃজনশীল জটিল বাক্য শুরু করে কখনো তা ভালোভাবে শেষ করতে পারেন না, অসংলগ্ন বা এলোমেলোভাবেই তা শেষ হয়। দীর্ঘদিন গাঁজা সেবন করলে বিশেষ করে মাঝে মাঝে অতিমাত্রায় সেবন করলে সেবনকারীর মধ্যে 'মস্তিষ্ক বিকার' কিংবা মনোবিকাররগ্রস্ততা দেখা দেয়, যা উন্মত্ততার শামিল। ব্যক্তি ক্রমে কান্ডজ্ঞান হারিয়ে দৃষ্টি ও শ্রুতিগত হ্যালুসিনেশনে ভোগে। কখনো কখনো ব্যবহারকারীর মধ্যে দেহ নিরপে বিচ্ছিন্নতাবোধ অর্থাৎ‍ নিজের পরিচিতি সম্পর্কে ধারণা হারিয়ে ফেলার মতো অবস্থার সৃষ্টি হয় ৷

গাজার ক্ষতিকর প্রভাবঃ ০২তামাকের চেয়ে গাঁজা অধিক বিপদজনক কারণ গাঁজা সেবনের সময় সিগারেটের তুলনায় ফুসফুসে অন্তত তিন থেকে...
08/03/2025

গাজার ক্ষতিকর প্রভাবঃ ০২

তামাকের চেয়ে গাঁজা অধিক বিপদজনক কারণ গাঁজা সেবনের সময় সিগারেটের তুলনায় ফুসফুসে অন্তত তিন থেকে চারগুণ বেশি কার্বন-মনোঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকারক পদার্থ জমা হয়। সিগারেটে যে পরিমাণ ক্ষতিকর পদার্থ থাকে তার চেয়ে চার পাঁচ থেকে দশ গুণ বেশি থাকে গাঁজায়। ফলে গাঁজা সেবীদের ফুসফুসে ও শ্বাসনালীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। গাঁজা সেবনে রোগ প্রতিরোধ মতা কমে যাবার ফলে সেবনকারীর সংক্রামক রোগ বেশি হয় এবং ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত রোগে আক্রান্ত হবার সম্ভাবনাও বেড়ে যায়। গবেষণায় দেখা যায় কোন গাঁজা সেবনকারীর সেবনের প্রথম ১ ঘণ্টায় হার্টর্এ্যাটাকের ঝুঁকি সাধারণ অবস্থার চেয়ে চারগুণ বেড়ে যায়, কারণ সেবনের ফলে রক্ত চাপ ও হৃত্‍কম্পন বেড়ে যায়।

বর্তমান সমাজ গাজা সেবন কে খুবই সাধারন একটি বিষয় মনে করে, তারা মনে করে গাজা সেবন করলে তেমন কোন ক্ষতি হয়না। এই ভুল ধারনা আ...
04/03/2025

বর্তমান সমাজ গাজা সেবন কে খুবই সাধারন একটি বিষয় মনে করে, তারা মনে করে গাজা সেবন করলে তেমন কোন ক্ষতি হয়না। এই ভুল ধারনা আমাদের সমাজে দিনের পর দিন বেরেই যাচ্ছে। তাই আমাদের গাজার ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানা প্রয়োজন।

গাজার ক্ষতিকর প্রভাবঃ ০১

কমবেশি গাঁজা সেবন করলেই পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দেয়, তবে প্রায়ই পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দেয় দীর্ঘদিন ধরে সেবন করলে। যে পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা যায় তা হলো চোখ ও হাতের সমন্বয়ের দুর্বলতা, যার ফলে গাড়ি চালানো, মেশিনের কাজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। প্রজনন অমতা, হৃত্‍স্পন্দন বৃদ্ধিতে আতঙ্কগ্রস্ত হওয়া এবং দৃষ্টি ও সময় অনুধাবনে বিভ্রান্তিজনিত অস্থিরতা, মানসিক বৈকল্য ও অবসাদগ্রস্ততাও দেখা দেয়।

৫২'র ভাষা আন্দোলনে আমাদের রক্ত ঝরানো অর্জন সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা | 🎉মাতৃভাষার জন্য রক্ত ঝরানো ইতিহ...
21/02/2025

৫২'র ভাষা আন্দোলনে আমাদের রক্ত ঝরানো অর্জন সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা | 🎉
মাতৃভাষার জন্য রক্ত ঝরানো ইতিহাস একুশ আমাদের অহংকার!

মাদকাসক্তির চিকিৎসাপ্রত্যেক ধরণের মাদক এর প্রভাব আলাদা ও তাদের আসক্তির ধরণও আলাদা হয়ে থাকে। শুধু তাই নয়, প্রত্যেক মাদক ম...
21/02/2025

মাদকাসক্তির চিকিৎসা

প্রত্যেক ধরণের মাদক এর প্রভাব আলাদা ও তাদের আসক্তির ধরণও আলাদা হয়ে থাকে। শুধু তাই নয়, প্রত্যেক মাদক মানুষভেদে আলাদা আলাদা প্রাভাব রাখতে পারে ও আসক্তির ধরণও বদলাতে পারে। তাহলে কল্পনা করুন মাদকাসক্তির চিকিৎসা কতটা জটিল হতে পারে!

তবে ভয় পাবার কারণ নেই। সঠিক চিকিৎসায়, পরিবার ও বন্ধুদের সহোযোগীতায় একজন মাদকাসক্ত সম্পুর্ণ রূপে সেরে উঠে স্বাভাবিক জীবন যাপন করতে পারে।

যদিও মাদকাসক্তির চিকিৎসা অত্যন্ত সময় সাপেক্ষ ও মাদকাসক্ত ব্যক্তি চিকিৎসা নেওয়ার কয়েক মাস থেকে বছরের ভেতর আবার মাদক গ্রহণ শুরু করার ঝুঁকিতে থাকেন। তাই এই বিষয়টিতে চিকিৎসাপ্রাপ্ত মাদকাসক্ত ব্যক্তি ও তার পরিবারের সতর্ক থাকা উচিৎ।

কিছু মাদক যেমন এলকোহল ও নিকোটিন এর কার্যকরী চিকিৎসা রয়েছে। কিন্তু বেশিরভাগ মাদকের ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তির যে উপসর্গ গুলো দেখা যায় সেগুলোকে সারিয়ে তোলার চেষ্টা করা হয়।

মাদকাসক্ত ব্যাক্তির চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে মানসিক চিকিৎসা। একজন মনরোগ বিশেষজ্ঞ শুধু কথা বলে একজন মাদকাসক্ত ব্যাক্তিকে মাদক পরিহার করতে উদ্বুদ্ধ করে তুলতে পারেন।

শেষ কথা
একটি সমাজকে ধ্বংস করতে মাদকে সহজলভ্যতাই যথেষ্ট, আর সে দিক থেকে আমাদের দেশ প্রচন্ড ঝুঁকির মধ্যে রয়েছে। আজানা বিষয়ে মানুষের কৈতুহলের সীমা নেই, তাই মাদককের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই এই সমস্যার সমাধান হতে পারে। আসুন মাদকাসক্ত ব্যক্তির উপর সহানুভূতিশীল হই, মাদকাসক্ত নয় মাদককে ঘৃণা করি।

Address

149/A, Old Airport Road, Farmgate. (Opposite Tejgaon Police Station Or At Baitush Sharaf Masjid Complex)
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when মাদকাসক্তি ও মানসিক চিকিৎসাকেন্দ্র Brain and Mind Hospital Pvt. Ltd. - posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মাদকাসক্তি ও মানসিক চিকিৎসাকেন্দ্র Brain and Mind Hospital Pvt. Ltd. -:

Share

Category

Our Story

Brain and Mind Hospital Pvt. Ltd. Psychiatric & Mental Healthcare

Hotline Numbers to Call: 01766622273, 01766622279 Address: 149/A, Old Airport Road, Farmgate, Dhaka-1215.

About Us: Brain and Mind Hospital is a dedicated healthcare facility specializing in the treatment of psychiatric, mental and addiction problems; offers continuing support, counseling and education to our patients. We help people living with mental health or addiction problems to get the support and treatment they need to make their lives better. Our Mission: The mission of Brain and Mind Hospital is to provide our patients with the best available treatment of mental illness and addiction problem; and to offer continuing support, counseling and education to our patients and their families in every phase of illness and recovery. Our Values: Safety, treatment and responsibility Our Important Features: • 24 Hours Services • Care with Love • Medical Counseling • Reasonable Billing • Friendly Staff • Qualified Doctors We specialize in: • Psychiatry • Mental Health • Addiction • Psychotherapy • Counseling • Social Skills Training Our Facilities: • Experienced nursing service • Highly trained psychotherapist • Air-Conditioned VIP room • Separate arrangement for women • Short-term treatment for admitted patients • Observation system with closed circuit cameras Email: brainandmindhospital@gmail.com Website: www.brainandmindhospital.com