08/05/2025
মানসিক রোগ শারীরিক ও সামাজিক নানা কারণেই হতে পারে। এর চিকিৎসাও হতে হয় বায়ো-সাইকোস্যোসাল মডেল অনুযায়ী। অর্থাৎ মানসিক রোগের ক্ষেত্রে ওষুধ ও সাইকোথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয়। গবেষণায় দেখা গেছে ওষুধ ও সাইকোথেরাপির সমন্বিত চিকিৎসায় সবচেয়ে ভালো ফলাফল লাভ করা যায়। তবে কিছু রোগে ওষুধের ভূমিকা মুখ্য আবার কিছু রোগে সাইকোথেরাপি অত্যাবশ্যকীয়।
ব্রেইন এন্ড মাইন্ড হাসপাতাল প্রা: লি:- ফার্মগেট, ঢাকা।
এখানে রয়েছে মানসিক ও মাদকাসক্ত রোগীদের জন্য প্রফেসরদের প্রতিদিনের চেম্বারসহ, অভিজ্ঞ, প্রশিক্ষণপ্রাপ্ত সাইকোলজিষ্ট এবং পর্যাপ্ত প্রশিক্ষণ প্রাপ্ত স্টাফ দের নিয়ে তৈরি মেডিকেল টিম। যে কোনো সময়ে সেবার প্রয়োজনে ২৪ ঘন্টা জুড়ে রেডি থাকে আমাদের মেডিকেল টিম; সপ্তাহের প্রতিটি দিন। যেনো প্রয়োজনের সময়ে এক মুহূর্ত দেরি না হয় চিকিৎসার।
সঠিক পর্যায়ে সঠিক পদ্ধতিতে চিকিৎসার ব্যবস্থা করলে মাদকাসক্ত ব্যক্তির পক্ষে সম্ভব স্বাভাবিক জীবনে ফিরে আসা। "ব্রেইন এন্ড মাইন্ড" বিশ্বাস করে সুচিকিৎসায় সুস্থতা সম্ভব এবং সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাই প্রতিটি দিন।
Visit Our Website : https://www.brainandmindhospital.com/
#সুচিকিৎসায়_সুস্থতা_সম্ভব