Sajid Medicine Corner.

Sajid Medicine Corner. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sajid Medicine Corner., Dhaka.

মন ভালো রাখার মহাঔষধ হ'ল - প্রকৃতি ও গ্রাম বাংলার রুপের বৈচিত্র্য
04/05/2025

মন ভালো রাখার মহাঔষধ হ'ল - প্রকৃতি ও গ্রাম বাংলার রুপের বৈচিত্র্য

দিনগুলি হাড়িয়ে গেছে কিন্তু স্মৃতির ইতিহাস আজো হাড়ায়নি বরংচ মনের জানালা দিয়ে ইতিহাসের দিনগুলো পিছনে পিছনে ফিরে ডাকে। দিনগ...
04/05/2025

দিনগুলি হাড়িয়ে গেছে কিন্তু
স্মৃতির ইতিহাস আজো হাড়ায়নি বরংচ
মনের জানালা দিয়ে ইতিহাসের দিনগুলো পিছনে পিছনে ফিরে ডাকে।
দিনগুলি সৌখিনতার ছিলো,
ছিলো বহুমাত্রিক রুপের খেলা অবলোকনের।

হাত বাড়ালেই ফলফলাদি , যেদিকেই তাকাই সেদিকে'ই রুপের সমারোহ। আমাদের গ্রামের ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের ভালো লাগা , তুমি যাবে...
04/05/2025

হাত বাড়ালেই ফলফলাদি ,
যেদিকেই তাকাই সেদিকে'ই রুপের সমারোহ।
আমাদের গ্রামের ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের ভালো লাগা ,
তুমি যাবে ভাই আমাদের গ্রামে ,
যেথায় কৃষ্টি আর ঐতিহ্য করে খেলা।

কালের বিবর্তনে গ্রামের ঐতিহ্য হাড়াতে বসেছে, ছোট্টবলায় পেঁচা দেখলে ভয় পেতাম কারন পেঁচা ভয় দেখানোর বহুমাত্রিক অঙ্গিভঙ্গি ক...
04/05/2025

কালের বিবর্তনে গ্রামের ঐতিহ্য হাড়াতে বসেছে,
ছোট্টবলায় পেঁচা দেখলে ভয় পেতাম কারন পেঁচা ভয় দেখানোর বহুমাত্রিক অঙ্গিভঙ্গি করতো, যা দেখে আসলেই ভয় পাওয়ার মতোই ছিলো।

জীবনটাতে সুখদুঃখ দু,টোই থাকে,শুধুই স্বপ্নিল জীবন হয় না।ক্ষুধাতুর হ্নদপিণ্ড ক্ষুধার কথাই ভাবে,কেউ তাকিয়ে চলে যায় , কেউ সহ...
03/05/2025

জীবনটাতে সুখদুঃখ দু,টোই থাকে,
শুধুই স্বপ্নিল জীবন হয় না।
ক্ষুধাতুর হ্নদপিণ্ড ক্ষুধার কথাই ভাবে,
কেউ তাকিয়ে চলে যায় , কেউ সহানুভূতিতে হাত বাড়ায়।
তবোও চলমান জীবন,
চলছে, চলেই যাাচ্ছে, চালায়েই নিচ্ছেন আল্লাহ সোবাহানাল্লাহ।
প্রতীক্ষার প্রহরে অপেক্ষার প্রহর গুনে,
কেহইবা দেদারছে খরচ করে দু,হাতে।
বিধি একি তোমার খেলা,
বুঝা বড়ই দায় !
কেহই থাকে রাজপ্রসাদে,
কেহইবা ফুটপাতে ।
কেহইবা নষ্ট করে,
ফেলে ডাষ্টবিনে,
কেহইবা ক্ষুধার জ্বালায় চটপট করে।
তৃষ্ণার্ত বুঝে পিপাসার জ্বালা,
সুখের নহোর যার শরীর বুঝিবে সে কিসে ?
কারো হাতে ভিক্ষার থালা,
কারো গলায় সুখের ফুলের মালা।
এ সবি ঘূর্ণিপাক জগতের খেলা,
বুঝার সাধ্যি কার ?
অদৃষ্টের লীলায় তুমিই রাজা - বাদশা,
কপালের খেলাতে আজ রাজা, কাল ফকির,
এইতো লীলাখেলা ।
সময় আসে, চলে যায়, ক্ষণিক ভাবিয়ে,
প্রতিক্ষার প্রহর কাঁটে, কাঁটেনি ক্ষুধার জ্বালা।


" প্রতীক্ষার প্রহর "

মোঃ মতিউর রহমান - রাজু

Nature of beauty our Bangladesh
29/06/2024

Nature of beauty our Bangladesh

05/06/2024
30/05/2024

ভালো ভালো পোষাক পরিধান আর উচ্চশিক্ষায় শিক্ষিত হ'লেই কি মানুষ মানুষ হয়ে যায়, নাকি দায়িত্বকতর্ব্যবোধে বিবেক'কে জাগ্রত করে হ্নদয়'টাকে সহনশীলভাবে বিবেক'কে উদার ও মহানুভব হ'তে হয়।
মানুষের জীবনের সম্পদ হ'লো - ক্ষমাশীলতা, উদারতা, সহমমির্তার আদেলে উত্তম চরিত্রের অধিকারি হওয়া।
স্বার্থান্বেষী, লোভাতুর মনোভাব, আপন আপন ভেবে জীবন'কে পরিচালনা করা মনুষ্যত্বের জীবন নহে বরংচ পশুর মতো জীবন পরিচালনা করা।

30/05/2024

কবি বেনজির বাগান বাড়ি আবাসিক এলাকার সামনের রাস্তা, শাহজাহানপুর, ঢাকা

30/05/2024

কবি বেনজির বাড়ি আবাসিক এলাকা, শাহজাহানপুর, ঢাকা

30/05/2024

পেনাং সিটি

30/05/2024

পাখীর কিচিমিচির শব্দে অভিভুত, ইলমদী, আড়াইহাজার, নারায়ণঞ্জ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sajid Medicine Corner. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share