Islami Bank Specialised & General Hospital Nayapaltan

Islami Bank Specialised & General Hospital Nayapaltan Emergency
+8809601560101 (Hotline)
+8801749877444

- 24/7 Emergency Department.
- Specialized Eye Care Center.
- Infertility Clinic.
- Painless Normal Delivery Center.
- Specialized Cancer Diagnostic & Treatment Center.
- Dialysis Center.
- Trauma Care & Physiotherapy.
- General & Laparoscopic Surgery.
- Spine surgery.
- ENT surgery.
- Plastic Surgery.
- Specialized Dental Care Center.

18/01/2026
হঠাৎ অসুস্থ হয়ে সংকটপূর্ণ অবস্থায় কি সময়ক্ষেপণ কিংবা দ্বিতীয় বার ভাবার সুযোগ থাকে?ইসলামী ব্যাংক স্পেশালাইজড এন্ড জেনা...
18/01/2026

হঠাৎ অসুস্থ হয়ে সংকটপূর্ণ অবস্থায় কি সময়ক্ষেপণ কিংবা দ্বিতীয় বার ভাবার সুযোগ থাকে?
ইসলামী ব্যাংক স্পেশালাইজড এন্ড জেনারেল হাসপাতাল নয়াপল্টনের ইমার্জেন্সি বিভাগে আছে—
✅ ২৪/৭ অভিজ্ঞ ও দক্ষ টিম
✅ সার্বক্ষণিক এম্বুলেন্স সাপোর্ট
✅ যেকোনো আকস্মিক স্বাস্থ্যঝুঁকির তাৎক্ষণিক ব্যবস্থাপনা
ইমার্জেন্সি স্বাস্থ্য সেবায়, নির্ভুল চিকিৎসাই আমাদের অঙ্গীকার।
☎ হটলাইন: ০১৮১০ ০০০ ১২৫
📍 লোকেশন: ৭১, ৭২ ভিআইপি এভিনিউ, নয়া পল্টন, ঢাকা।

সুন্দর হাসির পেছনে থাকে সুস্থ দাঁতআপনার হাসিটাই আপনার আত্মবিশ্বাস।আমাদের ডেন্টাল কেয়ার সেন্টারে থাকছে—🔹 দাঁতের স্কেলিং ও...
10/01/2026

সুন্দর হাসির পেছনে থাকে সুস্থ দাঁত

আপনার হাসিটাই আপনার আত্মবিশ্বাস।
আমাদের ডেন্টাল কেয়ার সেন্টারে থাকছে—
🔹 দাঁতের স্কেলিং ও পলিশিং
🔹 ক্যাভিটি ও রুট ক্যানাল ট্রিটমেন্ট
🔹 শিশুদের ও বয়স্কদের আলাদা যত্ন।
🔹 কিউরিটেজ ও ক্রাউন।

বিশ্বাসযোগ্য চিকিৎসা, বিশ্বমানের ডেন্টাল কেয়ার।

সকালে খালি পেটে দীর্ঘক্ষণ অপেক্ষা আর নয় —নয়াপল্টন ইসলামী ব্যাংক হাসপাতালেপ্রতিদিন সকাল ৭টা থেকে নিয়মিত আল্ট্রাসোনোগ্রাফি...
05/01/2026

সকালে খালি পেটে দীর্ঘক্ষণ অপেক্ষা আর নয় —
নয়াপল্টন ইসলামী ব্যাংক হাসপাতালে
প্রতিদিন সকাল ৭টা থেকে নিয়মিত আল্ট্রাসোনোগ্রাফি সেবা চালু! 💚
রোগীর কষ্ট লাঘবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ —
আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী আল্ট্রাসোনো সেবার জন্য আজই আসুন।
📞 সিরিয়ালের জন্য: ০১৮১০ ০০০ ১২৫
📍 ইসলামী ব্যাংক স্পেশালাইজড এন্ড জেনারেল হাসপাতাল, নয়াপল্টন

আজ বিশ্ব ব্রেইল দিবস।দৃষ্টি না থাকলেও জ্ঞান অর্জনের পথ বন্ধ হয় না—ব্রেইল তার উজ্জ্বল প্রমাণ।সমান সুযোগ, সমান অধিকার ও অ...
04/01/2026

আজ বিশ্ব ব্রেইল দিবস।
দৃষ্টি না থাকলেও জ্ঞান অর্জনের পথ বন্ধ হয় না—ব্রেইল তার উজ্জ্বল প্রমাণ।
সমান সুযোগ, সমান অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতেই ব্রেইলের গুরুত্ব অপরিসীম।
আসুন, আমরা সবাই মিলে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াই।

#বিশ্ব_ব্রেইল_দিবস #সমান_অধিকার

হঠাৎ অসুস্থ হয়ে সংকটপূর্ণ অবস্থায় কি সময়ক্ষেপণ কিংবা দ্বিতীয় বার ভাবার সুযোগ থাকে?ইসলামী ব্যাংক স্পেশালাইজড এন্ড জেনা...
04/01/2026

হঠাৎ অসুস্থ হয়ে সংকটপূর্ণ অবস্থায় কি সময়ক্ষেপণ কিংবা দ্বিতীয় বার ভাবার সুযোগ থাকে?
ইসলামী ব্যাংক স্পেশালাইজড এন্ড জেনারেল হাসপাতাল নয়াপল্টনের ইমার্জেন্সি বিভাগে আছে—
✅ ২৪/৭ অভিজ্ঞ ও দক্ষ টিম
✅ সার্বক্ষণিক এম্বুলেন্স সাপোর্ট
✅ যেকোনো আকস্মিক স্বাস্থ্যঝুঁকির তাৎক্ষণিক ব্যবস্থাপনা
ইমার্জেন্সি স্বাস্থ্য সেবায়, নির্ভুল চিকিৎসাই আমাদের অঙ্গীকার।
☎ হটলাইন: ০১৮১০ ০০০ ১২৫
📍 লোকেশন: ৭১, ৭২ ভিআইপি এভিনিউ, নয়া পল্টন, ঢাকা।

📢 স্ত্রীরোগ, প্রসূতিবিদ্যা ও বন্ধ্যাত্ব চিকিৎসায় বিশেষজ্ঞের পরামর্শ নিনডা. শারমিন সালামবিশিষ্ট  স্ত্রীরোগ, প্রসূতিবিদ্য...
03/01/2026

📢 স্ত্রীরোগ, প্রসূতিবিদ্যা ও বন্ধ্যাত্ব চিকিৎসায় বিশেষজ্ঞের পরামর্শ নিন
ডা. শারমিন সালাম
বিশিষ্ট স্ত্রীরোগ, প্রসূতিবিদ্যা ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ
নিয়মিত রোগী দেখছেন
ইসলামী ব্যাংক স্পেশালাইজড হাসপাতাল, নয়াপল্টন শাখায়।

🗓️ প্রতি শনি - বৃহস্পতিবার
🕕 বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত

স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের যেকোনো রোগ ও অন্যান্য শারীরিক জটিলতায় নির্ভরতার আস্থা ও আন্তরিক সেবা।

📍 ঠিকানা: ইসলামী ব্যাংক স্পেশালাইজড হাসপাতাল, নয়াপল্টন
📞 এপয়েন্টমেন্টের জন্য কল করুন: ০১৮১০-০০০১২৫

✨ শুভ নববর্ষ ২০২৬সেবা, নৈতিকতা ও মানবতার পথে নতুন অঙ্গীকার ✨বিসমিল্লাহির রাহমানির রাহিম।নতুন বছর ২০২৬ উপলক্ষে ইসলামী ব্য...
01/01/2026

✨ শুভ নববর্ষ ২০২৬

সেবা, নৈতিকতা ও মানবতার পথে নতুন অঙ্গীকার ✨
বিসমিল্লাহির রাহমানির রাহিম।

নতুন বছর ২০২৬ উপলক্ষে ইসলামী ব্যাংক স্পেশালাইজড এন্ড জেনারেল হাসপাতাল, নয়াপল্টন-এর উদ্যোগে সম্মানিত কনসালটেন্টবৃন্দের সঙ্গে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নববর্ষের শুভেচ্ছা ও দোয়া বিনিময় অনুষ্ঠিত হয়।

🩺 সেবাই যখন ইবাদত
মানবসেবাকে ইবাদত হিসেবে গ্রহণ করে চিকিৎসাসেবায় নিয়োজিত সম্মানিত কনসালটেন্টদের নিরলস ত্যাগ, পেশাগত সততা ও আমানতদারিত্বের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের নিয়তে রোগীর প্রতি সহানুভূতি, ন্যায়ভিত্তিক চিকিৎসা ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে সেবা প্রদান—এই মহান দায়িত্ব পালনে তাঁদের অবদান আমাদের হাসপাতালের জন্য গর্ব ও অনুপ্রেরণার উৎস।

🤝 পেশাগত উৎকর্ষতা ও নৈতিকতার দৃঢ় অঙ্গীকার
অনুষ্ঠানে নতুন বছরে আরও আন্তরিকতা, নৈতিকতা ও পেশাগত উৎকর্ষতার মাধ্যমে উন্নত ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

👥 উপস্থিত ব্যক্তিবর্গ
উক্ত শুভেচ্ছা ও দোয়া বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
▪️ মোঃ মনিরুজ্জামান — প্রশাসনিক কর্মকর্তা
▪️ শেখ আসাদুল্লাহ — হিসাব বিভাগের ইনচার্জ
▪️ আবুল কালাম আজাদ — প্রশাসনিক কর্মকর্তা
▪️ মোঃ নাজিম উদ্দিন — মার্কেটিং অফিসার
▪️ মুশফিকুর রহমান — অফিস সেক্রেটারি
▪️ সাথী খাতুন — নার্সিং ইনচার্জ
সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা ও কর্মীবৃন্দ।

🤲 প্রার্থনা ও শুভকামনা
নতুন বছর ২০২৬ যেন আমাদের সকলের জীবনে মহান আল্লাহর রহমত, বরকত ও হেদায়েত নিয়ে আসে। হাসপাতালের প্রতিটি কার্যক্রম যেন মানবতার কল্যাণে এবং ইসলামী মূল্যবোধের আলোকে পরিচালিত হয়—মহান রবের দরবারে এই দোয়াই রইল।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে মানুষের সেবা করার তাওফিক দান করুন এবং আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন। আমিন।

💔 লিভারের সমস্যাগুলো লুকিয়ে থাকে… কিন্তু ক্ষতিটা হয় নীরবে, ধীরে ধীরে।আপনি কি জানেন—সময়মতো লিভারের রোগ ধরা পড়লে সুস্থত...
30/12/2025

💔 লিভারের সমস্যাগুলো লুকিয়ে থাকে… কিন্তু ক্ষতিটা হয় নীরবে, ধীরে ধীরে।
আপনি কি জানেন—সময়মতো লিভারের রোগ ধরা পড়লে সুস্থতার সম্ভাবনা বেড়ে যায় অনেক গুণ?
✨ আপনার সুস্থতার এই গুরুত্বপূর্ণ যাত্রায় পাশে আছে
ইসলামী ব্যাংক হাসপাতাল নয়াপল্টন
এখন অত্যাধুনিক FibroScan পরীক্ষা—
যা মাত্র কয়েক মিনিটেই, সম্পূর্ণ ব্যথাহীনভাবে জানিয়ে দেবে
আপনার লিভার কতটা নিরাপদ… কতটা ঝুঁকিতে।
🌿 যাদের জন্য এই পরীক্ষা অত্যন্ত জরুরি:
• ফ্যাটি লিভার বা হেপাটাইটিস বি/সি রোগী
• যাদের লিভার সিরোসিসের ঝুঁকি বেশি
• যেকোনো ব্যক্তি, যিনি নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন
আপনার পরিবার আপনাকে সুস্থ দেখতে চায়।
আপনার লিভারকে যত্ন দিন—কারণ এটি নীরবে আপনাকে রক্ষা করছে প্রতিদিন।
📞 অ্যাপয়েন্টমেন্ট: ০১৮১০ ০০০ ১২৫
📍 ইসলামী ব্যাংক স্পেশালাইজড এন্ড জেনারেল হাসপাতাল, নয়াপল্টন

📢 জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জারি বিশেষজ্ঞ এখন নিয়মিত সেবায়!ডা. সাদী মাসুদ আল তুরাবজেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জারি ব...
28/12/2025

📢 জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জারি বিশেষজ্ঞ এখন নিয়মিত সেবায়!

ডা. সাদী মাসুদ আল তুরাব
জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জারি বিশেষজ্ঞ
নিয়মিত রোগী দেখছেন
ইসলামী ব্যাংক স্পেশালাইজড হাসপাতাল, নয়াপল্টন শাখায়।

🗓️ প্রতি শনি, রবি, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার
🕕 দুপুর ৪:০০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত

জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জারি বিভাগের যেকোনো রোগ ও অন্যান্য শারীরিক জটিলতায় নির্ভরতার আস্থা ও আন্তরিক সেবা।

📍 ঠিকানা: ইসলামী ব্যাংক স্পেশালাইজড হাসপাতাল, নয়াপল্টন
📞 এপয়েন্টমেন্টের জন্য কল করুন: ০১৮১০-০০০১২৫

✂️ মাত্র ৪০০০ টাকায় সুন্নাতে খাতনা🌿 অভিজ্ঞ শিশু সার্জন দ্বারা ব্যথামুক্ত ও নিরাপদ সেবা🩺 নয়াপল্টন ইসলামী ব্যাংক হাসপাতা...
28/12/2025

✂️ মাত্র ৪০০০ টাকায় সুন্নাতে খাতনা
🌿 অভিজ্ঞ শিশু সার্জন দ্বারা ব্যথামুক্ত ও নিরাপদ সেবা
🩺 নয়াপল্টন ইসলামী ব্যাংক হাসপাতাল
ছোট সোনামনিদের জন্য শুরু হয়েছে বিশেষ সুন্নাতে খাতনা ক্যাম্পেইন 💫
📅 সময়কাল: নভেম্বর ২০২৫ থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত
📍 স্থান: ইসলামী ব্যাংক স্পেশালাইজড এন্ড জেনারেল হাসপাতাল, নয়াপল্টন
✨ বিশেষ সুবিধাসমূহ:
✅ ব্যথামুক্ত সুন্নাতে খাতনা
✅ অভিজ্ঞ শিশু সার্জন দ্বারা সেবা
✅ নিরাপদ ও দ্রুত আরোগ্য
✅ সম্পূর্ণ পরিচ্ছন্ন ও সুরক্ষিত পরিবেশ
💚 আপনার সন্তানের সুন্নাতে খাতনা করান দক্ষ সার্জনের তত্ত্বাবধানে,
নিরাপদ ও ইসলামিক পরিবেশে।
📞 রেজিস্ট্রেশন চলছে — আজই যোগাযোগ করুন!
☎️ 01810 000 125
🌐 www.ibsgh.org
📍 ইসলামী ব্যাংক স্পেশালাইজড এন্ড জেনারেল হাসপাতাল
৭১-৭২, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা৷

বন্ধ্যাত্ব ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ👩‍⚕️ ডা. আয়েশা আখতার তানিয়া এমবিবিএস, বিসিএস, সিএমইউ (বিটমির)এমএস (অবস এন্ড গাইনী) বিএম...
27/12/2025

বন্ধ্যাত্ব ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ

👩‍⚕️ ডা. আয়েশা আখতার তানিয়া
এমবিবিএস, বিসিএস, সিএমইউ (বিটমির)
এমএস (অবস এন্ড গাইনী) বিএমইউ
বন্ধ্যাত্ব বিষয়ে স্পেশাল ট্রেনিং প্রাপ্ত
গাইনি এন্ড অবস স্পেশালিস্ট সার্জন

🕒 রোগী দেখার সময়
রবি, সোম ও বুধবার
বিকাল ৫:০০ টা – সন্ধ্যা ৭:০০ টা
📍 স্থান
ইসলামী ব্যাংক স্পেশালাইজড এন্ড জেনারেল হাসপাতাল
নয়াপল্টন, ঢাকা
📞 সিরিয়ালের জন্য
01810 000 125

Address

71-72, Vip Road Nayapaltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Islami Bank Specialised & General Hospital Nayapaltan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Islami Bank Specialised & General Hospital Nayapaltan:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category