Fantasy CDU - Child Development Unit

Fantasy CDU - Child Development Unit Our goal is to create a nurturing environment where every child can thrive, build essential life skills, and grow to their fullest potential.

At Fantasy Child Development Unit (CDU), We are committed to supporting mentally & physically challenged children through specialized occupational therapy and educational services At Fantasy CDU - Child Development Unit, we are committed to supporting mentally challenged children through specialized occupational therapy and educational services. This policy outlines how we safeguard the privacy, safety, and well-being of the children and families we serve.

27/10/2025
11/10/2025

...🎉 ফ্যান্টাসি চাইল্ড ডেভেলপমেন্ট ইউনিট 🎉
একটি আশাজাগানিয়া সাফল্যের গল্প

মাত্র ৫ মাসের নিয়মিত ও নিবিড় থেরাপি—
ফিরে দিয়েছে আমাদের ছোট্ট তাসফিন রহমান এক স্বাভাবিক, প্রাণবন্ত ও আনন্দময় জীবনে।

এই পরিবর্তনের পেছনে রয়েছে:
💙 আমাদের নিবেদিতপ্রাণ থেরাপিস্টদের আন্তরিকতা
💙 সঠিক পরিকল্পনা ও পেশাদারিত্ব
💙 এবং সবচেয়ে বড় কথা—অগাধ ভালোবাসা

আমরা বিশ্বাস করি—
প্রতিটি শিশুই বিশেষ।
সঠিক যত্ন, ভালোবাসা ও সময় পেলেই তারা খুঁজে পায় নিজেদের স্বপ্নের পৃথিবী।

✨ ছোট্ট তাসফিন রহমান এর হাসি আজ আমাদের প্রেরণা।
এই সফলতার জন্য আমরা কৃতজ্ঞ মহান আল্লাহর প্রতি,
এবং গভীর কৃতজ্ঞতা জানাই সকল অভিভাবকদের, যাঁরা আমাদের ওপর রেখেছেন অগাধ বিশ্বাস।

👉 শিশুর বিকাশে সঠিক থেরাপি, সঠিক সময়ে—
এটাই আমাদের অঙ্গীকার।

📍 ফ্যান্টাসি চাইল্ড ডেভেলপমেন্ট ইউনিট
ফ্যান্টাসি আইল্যান্ড পার্ক, উত্তরা, ঢাকা-১২৩০
(BRTA অফিসের বিপরীতে | দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন থেকে মাত্র ২ মিনিট হাঁটার পথ)
📞 01841-242717
info@fantasycdu.com 🌐 fantasycdu.com
👉 এখনই যোগাযোগ করুন এবং আপনার শিশুর ভবিষ্যতের জন্য সঠিক পদক্ষেপ নিন!

28/09/2025

আলহামদুলিল্লাহ ❤️🌹❤️
আমাদের ছোট্ট তিহান এর জন্য শুভ কামনা ❤️

শুভ জন্মদিন Taufiq Rahman স্যার 🌹✨দ্যা ফাদার অফ ফ্যান্টাসি চাইল্ড ডেভেলপমেন্ট ইউনিট।আপনার জন্ম না হলে জন্ম নিত না আমাদের...
24/09/2025

শুভ জন্মদিন Taufiq Rahman স্যার 🌹✨
দ্যা ফাদার অফ ফ্যান্টাসি চাইল্ড ডেভেলপমেন্ট ইউনিট।
আপনার জন্ম না হলে জন্ম নিত না আমাদের এই ফ্যান্টাসি চাইল্ড ডেভেলপমেন্ট পরিবার।
আপনার কঠোর পরিশ্রম, ত্যাগ আর অক্লান্ত পথচলাই আজকের ফ্যান্টাসি চাইল্ড ডেভেলপমেন্ট ইউনিটকে গড়ে তুলেছে শক্ত ভিত্তির উপর।
আপনি শুধু একজন স্যার নন, আমাদের কাছে আপনি অভিভাবক, দিকনির্দেশক ও অনুপ্রেরণার বাতিঘর।

আপনার এই বিশেষ দিনে আমাদের হৃদয়ের গভীর থেকে রইল অসীম ভালোবাসা, দোয়া আর শুভকামনা—
আল্লাহ আপনার জীবন হোক সুস্থতা, শান্তি আর অফুরন্ত সফলতায় ভরপুর। 🎂🌺💐

আমরা বিশ্বাস করি প্রতিটি শিশু বিশেষ এবং তাদের বিকাশ সম্ভব ❤
15/09/2025

আমরা বিশ্বাস করি প্রতিটি শিশু বিশেষ এবং তাদের বিকাশ সম্ভব ❤

13/09/2025

...🎉 ফ্যান্টাসি চাইল্ড ডেভেলপমেন্ট ইউনিট 🎉
একটি আশাজাগানিয়া সাফল্যের গল্প

মাত্র তিন মাসের নিয়মিত ও নিবিড় থেরাপি—
ফিরে দিয়েছে আমাদের ছোট্ট শেখ মোহাম্মদ তিহান এক স্বাভাবিক, প্রাণবন্ত ও আনন্দময় জীবনে।

এই পরিবর্তনের পেছনে রয়েছে:
💙 আমাদের নিবেদিতপ্রাণ থেরাপিস্টদের আন্তরিকতা
💙 সঠিক পরিকল্পনা ও পেশাদারিত্ব
💙 এবং সবচেয়ে বড় কথা—অগাধ ভালোবাসা

আমরা বিশ্বাস করি—
প্রতিটি শিশুই বিশেষ।
সঠিক যত্ন, ভালোবাসা ও সময় পেলেই তারা খুঁজে পায় নিজেদের স্বপ্নের পৃথিবী।

✨ ছোট্ট শেখ মোহাম্মদ তিহান এর হাসি আজ আমাদের প্রেরণা।
এই সফলতার জন্য আমরা কৃতজ্ঞ মহান আল্লাহর প্রতি,
এবং গভীর কৃতজ্ঞতা জানাই সকল অভিভাবকদের, যাঁরা আমাদের ওপর রেখেছেন অগাধ বিশ্বাস।

👉 শিশুর বিকাশে সঠিক থেরাপি, সঠিক সময়ে—
এটাই আমাদের অঙ্গীকার।

📍 ফ্যান্টাসি চাইল্ড ডেভেলপমেন্ট ইউনিট
ফ্যান্টাসি আইল্যান্ড পার্ক, উত্তরা, ঢাকা-১২৩০
(BRTA অফিসের বিপরীতে | দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন থেকে মাত্র ২ মিনিট হাঁটার পথ)
📞 01841-242717
info@fantasycdu.com 🌐 fantasycdu.com
👉 এখনই যোগাযোগ করুন এবং আপনার শিশুর ভবিষ্যতের জন্য সঠিক পদক্ষেপ নিন!

09/09/2025

শিশুর বিকাশে সঠিক থেরাপি, সঠিক সময়ে।
থেরাপিস্টের পরামর্শ নিতে আজই যোগাযোগ করুন!

ফ্যান্টাসি চাইল্ড ডেভেলপমেন্ট ইউনিট
📍 ফ্যান্টাসি আইল্যান্ড পার্ক, উত্তরা, ঢাকা-১২৩০
(BRTA অফিসের বিপরীতে | দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন থেকে ২ মিনিট হাঁটার পথ)
📞 01841-242717
info@fantasycdu.com
🌐 fantasycdu.com

📑 ফলো-আপ সেশন প্রতিবেদনআজ ০১-০৯-২০২৫ ইং তারিখে ফ্যান্টাসি চাইল্ড ডেভেলপমেন্ট ইউনিটের পক্ষ থেকে নাহিয়ান-এর রিপোর্ট নিয়ে ...
01/09/2025

📑 ফলো-আপ সেশন প্রতিবেদন

আজ ০১-০৯-২০২৫ ইং তারিখে ফ্যান্টাসি চাইল্ড ডেভেলপমেন্ট ইউনিটের পক্ষ থেকে নাহিয়ান-এর রিপোর্ট নিয়ে ডাঃ সারওয়ার জাহান ভূইয়া (স্নায়ুবিশেষজ্ঞ) স্যারের কাছে একটি ফলো-আপ সেশন অনুষ্ঠিত হয়।

উক্ত সেশনে অভিভাবক এবং ফ্যান্টাসি চাইল্ড ডেভেলপমেন্ট ইউনিটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় ফ্যান্টাসি চাইল্ড ডেভেলপমেন্ট ইউনিটের পক্ষ থেকে নাহিয়ানের প্রগতি রিপোর্ট (Progress Report) উপস্থাপন ও পর্যবেক্ষণ করা হয়।

ডাঃ সারওয়ার জাহান ভূইয়া (স্নায়ুবিশেষজ্ঞ) নাহিয়ানের উন্নয়ন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। অভিভাবক ও ডাক্তার উভয়ই ফ্যান্টাসি চাইল্ড ডেভেলপমেন্ট ইউনিটের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

Sensory Garden
20/08/2025

Sensory Garden

Address

Uttara 3rd Phase Connecting, Road Sonargaon Janapath, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Fantasy CDU - Child Development Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram