18/07/2024
Ami ekjon Muktijoddhar sontan.
মুক্তিযোদ্ধা “ আর রাজাকার,
শব্দগুলোর জাত মেরে, করে দিলেন একাকার
পরবর্তী প্রজন্ম এখন থেকে রাজাকারকে বিপ্লবী শব্দ হিসেবে দেখবে আর মুক্তিযোদ্ধারা হবেন হাসির পাত্র। তাদের সন্তান বা নাতিপুতিরা পরিচয় দিতে লজ্জা পাবে, ঠিক যেমনটা এতদিন রাজাকারের পরিবার পেত!
মুক্তিযোদ্ধাদের কাছে “বাংলাদেশ” এখন সেই কুলাংগার সন্তান যার জন্ম দিয়েছেন ঠিকই কিন্ত মানুষ করতে পারেননি। ভালোবাসা আছে কিন্তু পদে পদে তার জন্য অপদস্থ হতে হয়।
অথচ মুক্তিযোদ্ধারাই সবচেয়ে মেধাবী আর সাহসী ছিলেন বলেই, সেদিন যুদ্ধে গিয়েছিলো। তাঁদের পরবর্তী প্রজন্ম তো তাদেরই জিন বা ডিএনএ বহন করছে! কোটা ছাড়াই তাঁরা সম্পূর্ণ ।
তাই, তাঁদের নাম না ভাংগিয়ে বরং সরাসরি “ আওয়ামী কোটা” করে নিন
আর
মুক্তিযোদ্ধাদের “মুক্তি” দিন
- লেখক একজন মুক্তিযোদ্ধার সন্তান
(Collected Post)