Healing Heart

Healing Heart Assalamualaikum, Welcome To The Official Page Of Healing Heart. Where You Can Find Any Kind Of Cosmetics & Medicine.

10/06/2025
আলহামদুলিল্লাহ,,,হোমিওপ্যাথিতে বিশ্বাসের সাথে চিকিৎসা দিয়ে খুব ভালো ফলাফল পাচ্ছি ।স্ক্যাবিস কী ?কেন হয়,এর লক্ষণ , হলে ...
30/04/2025

আলহামদুলিল্লাহ,,,হোমিওপ্যাথিতে বিশ্বাসের সাথে চিকিৎসা দিয়ে খুব ভালো ফলাফল পাচ্ছি ।

স্ক্যাবিস কী ?কেন হয়,এর লক্ষণ , হলে করনীয় সারসংক্ষেপ তুলে ধরলাম সবার বুঝার সুবিধার্থে।


পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ছোঁ'য়া'চে রো'গ ‘স্ক্যা'বি'স’
স্ক্যাবিস (Scabies) হলো একটি অত্যন্ত সংক্রামক চর্মরোগ, যা Sarcoptes scabiei নামের এক ধরনের ক্ষুদ্র পরজীবী মাইট (mites) দ্বারা হয়ে থাকে। এটি মানব ত্বকের নিচে বাসা বাঁধে ও ডিম পাড়ে, ফলে ত্বকে তীব্র চুলকানি ও ফুসকুড়ির মতো লক্ষণ দেখা দেয়।


‎স্ক্যাবিস খুব সহজেই ছড়ায়, বিশেষ করে:

‎আক্রান্ত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শে এলে
‎আক্রান্তের পোশাক, বিছানার চাদর, তোয়ালে ব্যবহারে

‎স্কুল, হোস্টেল, জেলখানা, হাসপাতালে - যেখানে অনেক মানুষ একসাথে থাকে, সেখানে দ্রুত ছড়ায়

‎লক্ষণ:

‎1. তীব্র চুলকানি, বিশেষ করে রাতে
‎2. হাতের আঙুলের ফাঁকে, কনুই, কবজি, কোমর, নাভির চারপাশে ও যৌনাঙ্গে ফুসকুড়ি বা গুটির মতো উদ্ভব
‎‎3. শিশুর ক্ষেত্রে মুখ, মাথা ও হাত-পায়ের তালু ও পাতায়ও হতে পারে

প্রতিরোধ:

‎ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা

‎অন্যের পোশাক বা তোয়ালে ব্যবহার না করা

‎জনসমাগম বা গাদাগাদি করে থাকা এড়ানো ।

‎ধুলাবালি সংস্পর্শে না যাওয়া।

ঘরে ছোট্ট বাচ্চা থাকলে তার সংস্পর্শে না যাওয়া ।

এলার্জিক খাবার কম খাওয়া।

চিকিৎসকের কাছে এসে চিকিৎসা গ্রহণ করা ।

‎এই মুহূর্তে যদি সত্যিই বাংলাদেশজুড়ে স্ক্যাবিস ছড়িয়ে পড়ে, তাহলে এটি একটি Public Health Emergency-এর মতো পরিস্থিতি হয়ে দাঁড়াতে পারে। সরকারি স্বাস্থ্য অধিদপ্তর, মিডিয়া, স্কুল-কলেজ, ও হাসপাতালগুলোকে একসাথে সচেতনতা তৈরি করতে হবে।

ছেলেটা এনাল ওয়ার্ট নিয়ে হাসপাতালে ভর্তি। বয়স আর কত হবে,এই ২২-২৩ বছর।এনাল ওয়ার্ট কি যারা জানেন না তাদের জন্য বলি,এটা পায়'...
28/04/2025

ছেলেটা এনাল ওয়ার্ট নিয়ে হাসপাতালে ভর্তি। বয়স আর কত হবে,এই ২২-২৩ বছর।

এনাল ওয়ার্ট কি যারা জানেন না তাদের জন্য বলি,এটা পায়'খানার রাস্তায় ফুলকপির মতো দেখতে একটা গ্রো'থ বা টিউমার। হিউম্যান প্যা'পিলোমা ভাইরাসের সংক্রমণে এই রোগ হয়। মেডিকেল সাইন্স বলে,সবার এই রোগ হয় না। পা'য়ুপথকে যারা মিলনের মাধ্যম হিসেবে ব্যবহার করে, তাদের এই রোগ হয়।

তাই সন্দেহ থেকেই ছেলেটার হি'স্ট্রি নেয়া শুরু হয়। কি করে না করে ইত্যাদি! প্রথমে ইতস্তত করলেও চিকিৎসার খাতিরে সে স্বীকার করে যে,সে একজন গে! তাদের চারজনের একটা গ্রুপ আছে। তারা পরস্পর এই পা'য়ুপথে মিলিত হয়। এই ছেলে গুলোর একজনের পে'নিসে একটা গোটা আছে! (সম্ভবত হিউম্যান প্যা'পিলোমা থেকেই হবে)। পরবর্তীতে জানা গেল ছেলেটা HI-V পজিটিভ। স্বভাবতই তার সকল পার্টনার HI-V পজিটিভই হবে।

ছেলেটার বাসা ঢাকার পাশের এক জেলায়। প্রাইভেসির খাতিরেই এলাকার নামটা গোপন রাখলাম। সাময়িক আলাপনে যা দেখলাম, ছেলেটার বাবা একজন দাড়ি-টুপি ওয়ালা সহজ-সরল আধাশিক্ষিত মানুষ,মাও তাই। কিন্তু ছেলের এই বিষয়ে তারা জানতেন না,এখনো জানেন না। রিপোর্ট দেখে শুধু জেনেছেন ছেলে HI-V পজিটিভ।

মাঝে একটা পোস্ট ভাইরাল হয়েছিল রমনা পার্ক ও এই এলজিটিভিদের দৌরাত্য নিয়ে। একটা জেলা শহরের যদি এই অবস্থা হয়,তবে ঢাকা বা বিভাগীয় শহর গুলোর কি অবস্থা!!!

এসব এল'জিটিভিদের বিষয়ে পোস্ট দেয়ার কারণে আগেও আমার কয়েকজন এল'জিটিভিদের সাথে কথা হয়েছে। আমি তাদের কাউ'ন্সেলিং করার চেষ্টা করেছি। তবে দুঃখজনক বিষয়,এদের অধিকাংশ মানুষের মধ্যেই আমি কোনো অনুশোচনা দেখতে পাই নি।

নীরবে নিভৃতে এই এল'জিটিভির বিষ আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে। কথায়,গানে,নাটকে,সিনেমায় আমরা এদের স্বীকৃতি দিচ্ছি। এসব দেখে বড় হতে থাকা আমাদের আগামী প্রজন্ম ভাবছে, আরে এটা তো স্বাভাবিক ঘটনা,ভূল কিছু নয়!! ধীরে ধীরে গড়ে উঠছে কও'মে লুতের মতো একটা প্রজ'ন্ম।

কেউ এই বিষের বিষা'ক্ততা থেকে মুক্ত নয়। তাই আজই নিজের পরিবারে খোজ নিন। ছেলের মাঝে মেয়ে'লিপনা বা এর উল্টোটা দেখতে পেলে খতিয়ে দেখুন। প্রয়োজনে ডাক্তারের শরনাপন্ন হোন। নিজের সন্তানকে ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসনের মধ্যে গড়ে তুলুন।

মনে রাখবেন- সময় গেলে কিন্তু সাধন হবে না.......💔

18/04/2025

ডা.স্যামুয়েল হ্যানিম্যান আত্মজীবন নিয়ে ছোট একটি ভিডিও সবার সাথে শেয়ার করলাম। #হোমিওপ্যাথি

শুভ জন্মদিন স্যার । হোমিওপ্যাথি জগতে এক বিশাল নক্ষত্র আপনি ।
10/04/2025

শুভ জন্মদিন স্যার । হোমিওপ্যাথি জগতে এক বিশাল নক্ষত্র আপনি ।

10/02/2025

যারা যারা করোনা ভ্যাকসিন দিয়েছেন তারা এখন টের পাচ্ছেন কতটা ক্ষতি করেছে তাদের ।
বিগত সরকার আমাদের সাথে কতটা প্রতারণা করেছে বাটপারি করেছে তার প্রমান স্বরূপ শুধুমাত্র এতোটুকুই যথেষ্ট।

05/02/2025

Assalamualaikum Good morning everyone ☀️🌻🌞

শরীরের পোড়া ক্ষত সারাতে তেলাপিয়া মাছের চামড়ার ব্যবহারব্রাজিলের গবেষকরা বলছেন, পোড়া ক্ষতের চিকিৎসায় তেলাপিয়া মাছের ত্ব...
12/01/2025

শরীরের পোড়া ক্ষত সারাতে তেলাপিয়া মাছের চামড়ার ব্যবহার
ব্রাজিলের গবেষকরা বলছেন, পোড়া ক্ষতের চিকিৎসায় তেলাপিয়া মাছের ত্বক ব্যবহার করে সাধারণ উপায়ে চিকিৎসার চেয়ে কম সময়ে সুফল পাওয়া গেছে। এই চিকিৎসায় বাড়তি কোনও ওষুধেরও প্রয়োজন হয় না।

• মানুষের ত্বকের মতো তেলাপিয়ার ত্বকে মানুষের ত্বকের প্রায় সমপরিমাণ আর্দ্রতা আর কোলাজেন প্রোটিন আছে। এছাড়া তেলাপিয়ার ত্বক মানুষের ত্বকের মতোই রোগপ্রতিরোধী বলে জানাচ্ছেন গবেষকরা। তাদের দাবি, তেলাপিয়ার ত্বক ব্যথা উপশমে সহায়ক।
তেলাপিয়া চিকিৎসায় ব্যথা নেই

ক্ষতের জায়গায় সরাসরি তেলাপিয়ার ত্বক লাগানো হয়। তারপর ব্যান্ডেজ দিয়ে সেটি আটকে রাখা হয়। কোনও ক্রিমের প্রয়োজন নেই। প্রায় ১০ দিন পর চিকিৎসকরা সেটি খোলেন। এই ক’দিনে তেলাপিয়ার ত্বক শুকিয়ে যাওয়ায় পোড়া ক্ষতের স্থান থেকে সেটি খোলার সময় রোগী ব্যথা পান না।

• জীবাণুমুক্ত করা
মানুষের শরীরে ব্যবহারের আগে তেলাপিয়ার ত্বককে জীবাণুমুক্ত করা হয়। বিভিন্ন স্টেরিলাইজিং এজেন্ট ব্যবহার করে এটি করা হয়। একবার জীবাণুমুক্ত করার পর দুই বছর পর্যন্ত তেলাপিয়ার ত্বক চিকিৎসা কাজে ব্যবহার করা যায়। ছবিতে জীবাণুমুক্ত তেলাপিয়ার ত্বক দেখা যাচ্ছে। পরীক্ষা
ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এখন পর্যন্ত ৫৬ জন রোগীর ওপর এই বিকল্প চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করেছেন।

• চীনে প্রথম

চীনের গবেষকরা প্রথম পোড়া ক্ষতের চিকিৎসায় তেলাপিয়া মাছের ত্বক ব্যবহার করা যায় কি না, তা পরীক্ষা করে দেখতে ইঁদুরের ওপর সেটি প্রয়োগ করেছেন। তবে ব্রাজিলের গবেষকরাই প্রথম মানুষের ওপর তেলাপিয়ার ত্বক প্রয়োগ পরীক্ষা করে দেখছেন।

• খরচ ৭৫ শতাংশ কম

গবেষক চিকিৎসকরা বলছেন, ব্রাজিলে বর্তমানে ক্ষতের চিকিৎসায় যে ক্রিম ব্যবহার করা হয় তার পরিবর্তে তেলাপিয়ার ত্বক ব্যবহার করলে চিকিৎসা খরচ কমবে প্রায় ৭৫ শতাংশ। কারণ, ব্রাজিলে ব্যাপকভাবে চাষ হওয়া তেলাপিয়া মাছের ত্বক সাধারণত ফেলে দেওয়া হয়।

তথ্যসূত্র : সময়ের কন্ঠস্বর

চা ক্ষতিকর না স্বাস্থ্যকর। এই প্রশ্নটি সবার মাথায় ঘোর পাক খায়।চায়ের কাপে চুমুক দেওয়ার অভ্যাস নেই এমন লোকের সংখ্যা হাতে...
25/12/2024

চা ক্ষতিকর না স্বাস্থ্যকর। এই প্রশ্নটি সবার মাথায় ঘোর পাক খায়।
চায়ের কাপে চুমুক দেওয়ার অভ্যাস নেই এমন লোকের সংখ্যা হাতেগোনা কয়েকজন। দিন যত যাচ্ছে চায়ের প্রতি মানুষের ঝোঁকও বাড়ছে।

আমাদের পাড়া-মহল্লা থেকে ফাইভ স্টার হোটেলগুলোতে দুধ চা, লিকার চা, গ্রিনটিসহ বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। চা খাওয়ার এই অভ্যাস আপনার ক্ষতি করবে কিনা? একটু জেনে নিন।
যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ স্পষ্ট জানায়, চা ক্ষতিকর মোটেও নয়। বরং স্বাস্থ্যকর।

চা উৎপাদনের সময় বহুক্ষেত্রেই দেখা যাচ্ছে নিষিদ্ধ কীটনাশক ব্যবহার করা হচ্ছে। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এই নিষিদ্ধ কীটনাশকের ব্যবহারেই সবার ক্ষতি হচ্ছে। কীটনাশকের সাহায্যে বেড়ে ওঠা পাতা দিয়ে তৈরি করা চা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক।

বেশি চা খেলে শরীরে বাসা বাঁধতে পারে মারণরোগ ক্যানসারও। হরমোনের ভারসাম্যও নষ্ট করতে পারে চা। তার ফলে যারা অতিরিক্ত চা পান করেন, তাদেরমধ্যে আতঙ্ক দানা বেঁধেছিল।

তবে এফডিএর ব্যাখ্যা একেবারে অন্যরকম। এফডিএর ব্যাখ্যা অনুযায়ী, চায়ে থাকে ট্যানিন। তার মাধ্যমে নেশা হয় ঠিকই। আবার শরীরে শক্তিও জোগায় ট্যানিন। তাই এক কাপ গরম চা পান করলে মনের ক্লান্তি দূর হয়। তেমনই আবার শরীরও তরতাজা হয়।

এতে শরীরের কোনো ক্ষতি হয় না। সে কারণেই অতিরিক্ত চা পান করলে বিপদের আশঙ্কা তেমন নেই। এফডিএর এই নয়া ব্যাখ্যায় হাঁফ ছেড়ে বেঁচেছে ‘নর্থ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন’ এবং ‘ইন্ডিয়ান টি
অ্যাসোসিয়েশন’। চা যে স্বাস্থ্যকর, তা বিবৃতি জারি করে জানিয়েছে ওই দুই সংস্থা। এফডিএর এই ঘোষণায় খুশি চা-প্রেমীরা।

সূত্র: যুগান্তর,,

25/12/2024

Assalamualaikum
Good morning everyone ☀️🌞

Address

Dhaka
1362

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Healing Heart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram