DWS - PANNA CHOUDHURY

DWS - PANNA CHOUDHURY TRANSLATOR OF THE HOLY QURAN IN BANGLA HYPERMETRIC RHYTHM We are arranging meditation courses on Self Implosion & Healing. Based on the Quran.

The courses are conducted on the tagline of Divine Wisdom Society (DWS). The courses are completed under the observation of Panna Choudhury. He is a translator of the Holy Quran in bangla Hypermetric Rythm. He is trained from Canada & many other European countries on mind science & meditation. To know more visit our office physically or contact us.

02/10/2016

স্মরণশক্তি বাড়াতে মুষ্টিবদ্ধ হাত !

ভুলো মনের মানুষদের জন্য সুখবর! গবেষকরা এমন একটি সহজ পদ্ধতি আবিষ্কার করেছেন, যা প্রয়োগ করে আপনিও যাচাই করে নিতে পারেন আপনার মস্তিষ্কে থাকা কোনো বিষয় পুনরায় স্মরণ করতে পারেন কি না। পদ্ধতিটি হলো স্রেফ মুষ্টিবদ্ধ হাত।

বিজ্ঞানীরা জানান, মুষ্টিবদ্ধ হাত মানুষের স্মৃতি বাড়াতে সাহায্য করে। তবে সেটা যখন তখন নয় এবং উভয় হাতের মুষ্টির ফলও একই রকম নয়। গবেষকদের মতে, কোনো কিছু মনে রাখা (মুখস্থ করা) এবং স্মরণ করার সময় হাত মুষ্টিবদ্ধ করে রাখলে পরে স্মৃতির জন্য তা সহজ হয়। এ ক্ষেত্রে ডান হাতের মুষ্টি বেশি উপকারী। কারণ এ ধরনের শারীরিক নড়াচড়া স্মৃতি জমা ও স্মরণ-সংক্রান্ত মস্তিষ্কের অংশটিকে সক্রিয় করে। তাঁদের মতে, বাজারের তালিকা বা টেলিফোন নম্বর মনে রাখার ক্ষেত্রে এ পদ্ধতি অত্যন্ত কার্যকর।

গবেষণা কাজের প্রধান এবং ওহাইয়ো অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব টলেডোর ডা. রুথ প্রপার বলেন, ‘এই গবেষণার ফল থেকে বোঝা যায়, শরীরের স্বাভাবিক নড়াচড়ার কারণেও সাময়িকভাবে মস্তিষ্কের কার্যক্ষমতায় পরিবর্তন আসতে পারে, যা স্মরণশক্তি বৃদ্ধি পেতে পারে।

01/10/2016

আমাদের ইসলাম ধর্মের মূল গ্রন্থ পবিত্র কোরআন যে ছন্দায়িত তা অধিকাংশ মানুষেরাই জানেনা । --- আপনিও হয়তো জানেননা । --- এবারে জানুন --------------------------------

“মিস্ট্রিজ অব ডিভাইন সিম্বল” অসাধারন একটি বইয়ের নাম...এই বইটি লিখেছেন ডিভাইন গুরু পান্না চৌধুরী...বই থেকে লেখকের কিছু কথ...
07/05/2015

“মিস্ট্রিজ অব ডিভাইন সিম্বল” অসাধারন একটি বইয়ের নাম...
এই বইটি লিখেছেন ডিভাইন গুরু পান্না চৌধুরী...
বই থেকে লেখকের কিছু কথা তুলে ধরা হলো....ছবিগুলো ওপেন করে এখনই পড়ে ফেলুন...
আশা করি সবারই ভালো লাগবে।
বইটি কেউ সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করুন..
01710921246

ডিভাইন গুরুর সাথে,ডিভাইনের কয়েকজন মেম্বাররা...
04/05/2015

ডিভাইন গুরুর সাথে,
ডিভাইনের কয়েকজন মেম্বাররা...

আমরা ছোটবেলা থেকেই কোরআন পড়ে আসছি... কিন্তু কখনো কি ভেবেছি এই কোরআন এর ভেতর কি আছে... আমরা কখনো এই কোরআনের মর্মার্থ  বোঝ...
12/03/2015

আমরা ছোটবেলা থেকেই কোরআন পড়ে আসছি... কিন্তু কখনো কি ভেবেছি এই কোরআন এর ভেতর কি আছে... আমরা কখনো এই কোরআনের মর্মার্থ বোঝার চেষ্টা করিনি..
কিন্তু আল্লাহ্ এই কোরআনের ভেতর ই দিয়ে দিয়েছেন সবকিছু। যার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সৎ, সুন্দর ও পবিত্র করতে পারি । তাই কোরআন যখন পড়বো, অবশ্যই নিজের ভাষায় বুঝে পড়বো....

আপনাদের কোরআন বোঝার সুবিধার্থে, কোরআনের অনুবাদক পান্না চৌধুৃরী নিয়েে এসেছেন ... ছন্দোবদ্ধ বাংলা কোরআন... এবং আরও সহজ করে দেয়ার জন্য তিনি পুরো ৩০ পারা কোরআনকে নিজের কণ্ঠে রেকর্ড করে CD আকারে নিয়ে এসেছেন আপনাদের মাঝে....
সেগুলো খুব সহজেই সংগ্রহ করতে পারেন...
ফোন: 01710921246

লতিফা লুৎফে আরা খানম, বাংলাদেশের একজন বিখ্যাত লেখিকা, তাঁর  অনেকগুলো ‍বই বাজারে এসেছে, তিনি পান্না চৌধুরী সম্পর্কে একটি ...
09/03/2015

লতিফা লুৎফে আরা খানম, বাংলাদেশের একজন বিখ্যাত লেখিকা, তাঁর অনেকগুলো ‍বই বাজারে এসেছে, তিনি পান্না চৌধুরী সম্পর্কে একটি আর্টিকেল লিখেছেন সেটা সবার উদ্দেশ্যে দেয়া হলো....
এবং লতিফা লুৎফে আরা খানম এর কিছু বইয়ের প্রচ্ছদ ছবি আকারে পোস্ট করা হলো...
" শ্রদ্ধেয় পান্না চৌধুরী- অনন্য এক ব্যক্তিত্ব।"
লতিফা লুৎফে আরা খানম।
মানব জতির সৃষ্টির পর থেকে বিশেষ বিশেষ কিছু মানব যুগে-যুগে তাঁদের অন্তর্নিহিত গভীর এক বোধ থেকে নিরন্তর স্রষ্টাকে খুঁজে ফিরছেন।
স্রষ্টাকে খোঁজার আকুতিই তাঁদের এক অতিন্দ্রীয় ধ্যানের গভীরতম প্রদেশে পৌঁছে দেয়।
আর এমনিভাবেই, পৃথিবীর তাবৎ মুনি, ঋষি, ধ্যানী-তাপস, গাউস, কুতুব, পীর পয়গম্বরগন সবাই-ই তাঁদের আত্মীক এই অনুসন্ধানের গভীরতায় নিমগ্ন। ধ্যানের মাধ্যমে নিজেরই অজান্তে মহান সত্বার নৈকট্য অনুধাবন করেন।
সেই মহান সত্বা-যিনি এই চির সম্প্রসারিত বিশ্বজগতের যতো জড়-অজড়, দৃশ্য এবং অদৃশ্যমান সকল কিছুরই স্রষ্টা।
তিনি এক, অদ্বিতীয়, অনাদি-অনন্ত। তাঁরই সৃষ্ট, পরমানু এবং বিশাল এই মহাবিশ্বকেও ধারন করে রেখেছেন একা।
মহান এই পরমাত্মাকে খুঁজে পাবার একমাত্র পথই হচ্ছে আত্মমগ্নতা। মগ্নতায় নিমগ্নরাই এক পর্যায়ে স্রষ্টাকে খুঁজে পান। তাঁদের মাধ্যমেই স্রষ্টা, তাঁর অপরাপর মানবজাতির কাছে তাদের জীবন যাপনের পথ ও পন্থাদি সম্পর্কে নির্দেশনা পাঠিয়েছেন সময়ে সময়ে।
যুগে-যুগে পৃথিবীর প্রত্যেক অঞ্চলেই স্রষ্টা তাঁর নির্দেশ পাঠিয়েছেন মানুষের কাছে। সময় ও অবস্থার প্রেক্ষাপটে স্রষ্টাকর্তৃক প্রেরিত নির্দেশনাসমূহ, পরিবর্তিত, পরিবর্ধিত, পরিমার্জিতও হয়েছে তার নিজেরই দ্বারা।
সর্বশেষ পূর্নাঙ্গ- জীবন ব্যবস্থা কোরআনুল করিম, তিনি শেষ নবী আমাদের প্রিয় হযরত মুহাম্মদ (দ:) এর উপর জীব্রাইল ফেরেশতা কর্তৃক প্রেরণ করেছেন। এই কোরআনুল করিমের কোন তুলনা নেই। আর কোন নবীও পৃথিবীতে আসবেননা।
ঈসা আলাইহিয়াসাল্লাম পুনরায় আসবেন পৃথিবীতে।
আসবেন, তাঁর ফেলেরেখে যাওয়া কিছু ডিভাইন কাজ সম্পন্ন করে যেতে।
প্রশ্ন দাঁড়ায়- তবে মানব জাতিকে পথ প্রদর্শনের জন্য কেয়ামত পর্যন্ত কেউ কি আর থাকবেন না...?
উত্তর হলো... থাকবেন।
বিশ্বব্রহ্মাণ্ডে সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত গোলাকার এই বিশ্বের প্রতিটি অঞ্চলে স্থানীয় সময় তারতম্যের মধ্যদিয়ে স্রষ্টার বান্দাগন তাঁকে প্রতি মূহুর্তই সিজদা করে চলেছেন। সৃষ্টির কী অভূতপূর্ব এই নিয়মানুবর্তিতা।
সৃষ্টিকর্তা তাঁর প্রেরিত নবী-রাসুলগনের পর, নায়েবে রাসুলগন- শেষ ধর্মগ্রন্থে সন্নিবেশিত জীবনদর্শন সম্পর্কে মানুষকে জ্ঞান দান করে যাবেন।
পবিত্র কোরআনে ৪১ নাম্বার সূরা হা-মিম সিজদার ৩৩ নম্বর আয়াতে আল্লাহ্ তায়ালা বলেছেন “যে ব্যক্তি আল্লাহ্র দিকে মানুষকে ডাক দেয়, সৎকাজ করে, তার চেয়ে উত্তম কথা আর কার?”
যুগে-যুগে স্রষ্টাকে খুঁজে ফেরেন যারা তাঁদেরই মধ্য থেকে স্রষ্টারই ইচ্ছেতেই নায়েবে রাসুলগন এ গুরু দায়িত্ব পালন করছেন এবং করে যাবেন।
আমরা সবাই জানি- মক্কা শরীফ পৃথিবীর মূলভাগের কেন্দ্র বিন্দু। এ কেন্দ্র বিন্দুতেই হযরত মুহাম্মদ (দ:) জন্ম গ্রহন করেন। মক্কা শরীফেই তাঁর উপর আল্লাহ তায়ালা কোরআন শরীফ প্রথম নাজিল করেন। পর্য্যাক্রমে কোরআনুল করিমের অব্যাক্ত সূরা গুলোও মক্কা ও মদীনা শরীফেই নবীজীর উপর নাজিল হয়। আর মক্কা-মদীনা শরীফের ভাষা আরবী।
সে ভাষাতেই কোরআনুল করিম শিক্ষা বঞ্চিত হযরত মুহাম্মদ (দ:) উপর নজিল হয়েছে।
বাংলা ও আরবী ভাষাতে ভিন্নতা বিদ্যামান। আরবী শিক্ষা গ্রহনকারী বাংলাদেশী মুসলমানগন, সে কারনে কোরআন শরীফের মর্মার্থ খুব একটা বোঝেন্ না। মর্মার্থ না বোঝার কারণে বাংলাদেশী মুসলমানগনের সিংহভাগই মূল কোরআনে আল্লাহ্ তায়ালা প্রদর্শিত জ্ঞানের সন্ধান যেমন পান্না- তেমনি, কোরআনকে নিয়ে যে গবেষণা করবেন তাও হয়ে ওঠেনা। কোরআনের বানী অনেক ক্ষেত্রে শুধু ঘরের কোনে রেহেল বন্দী হয়েই থাকে।
অথচ কোরআনুল করিমেই বারবার কোরআনকে- বুঝে এবং উপলদ্ধি করে পড়তে বলা হয়েছে।
ইতোমধ্যে, বহুবার বাংলা ভাষা সহ পৃথিবীর বিভিন্ন ভাষায় কোরআনুল করিম অনুবাদিত হয়েছে।
কোরআন শরীফ মূলত: ক্লাসিকধর্মী ও অলঙ্কার বহুল বলে বহুবার বহু বিশিষ্ট জন কর্তৃক কোরআন শরীফ অনুবাদিত হলেও এর মর্মার্থে পৌঁছা অনেকের পক্ষে সম্ভব হয়নি।
ডিভাইন উইজডোম সোসাইটির কর্ণধার শ্রদ্ধেয় পান্না চৌধুরী সে অসম্ভবকে সম্ভব করেছেন। সুদীর্ঘ বার বছরের অক্লান্ত পরিশ্রম আর অদম্য মনেবলে উজ্জিবিত হয়ে তিনি পবিত্র কোরআনুল করিমকে ছন্দোবদ্ধ বাংলা কোরআনে রূপান্তরিত করেছেন। যা ইতিপূর্বে কেউ কোথাও করেননি। অর্থাৎ মূল কোরআনুল করিম ছন্দোবদ্ধ ভাবে আর কোথাও কেউ কোন ভাষাতেও অনুবাদ করেননি, করতে পারেননি। তাঁর এ কাজে, তাঁরই আত্মার আত্মীয় তাঁর সহধর্মিনী তাঁকে সব রকমের শক্তি, সাহস ও সহযোগিতা দিয়েছেন এবং অদ্যবধি দিয়ে আসছেন।
শ্রদ্ধেয় পান্না চৌধুরী মূলত: ফিজিক্সে পড়াশোনা করেছেন। দীর্ঘ ত্রিশ বছর কানাডাতে বিভিন্ন ব্যবসা সংক্রান্ত কাজে সনাক্তে থেকেও তিনি মুসলমানদের এককালীন গৌরবোজ্জল ইতিহাস কে ভোলেননি, ভুলতে পারেননি। ইসলাম, ধর্ম, কোরআন সহ মানুষের পৃথিবীতে আগমনের রহস্য তাঁকে প্রতিনিয়ত তাড়িত করেছে।
একদিন তিনি মক্কা শরীফ থেকে কানাডায় আগত ড: আবদুল্লাহ্কে জিজ্ঞেস করেছিলেন- “কোরআন শরীফকে আমাদের ভাষায় অনুবাদ করেও এর মর্মার্থ অনেক ক্ষেত্রেই আমরা বুঝিনা। তুমি কি বলতে পার কেন?”
ড: আবদুল্লাই তাঁকে বলেছিলেন (বলে তিনি আমাদের বলেছেন।) কোরআনুল করিম নাজিল হয়েছে ছন্দের মাধুর্যে্। ছন্দবদ্ধ ভাবে তোমরা যদি কোরআনুল করিমকে অনুবাদ করে নিতে পারো, তবে, তোমাদরে মর্মার্থে গিয়ে কথা বলবে কোরআন। কথাটা শ্রদ্ধেয় পান্না চৌধুরীকে যেন পথের দিশা দেখালো। কোরআনুল করিমকে ছন্দোবদ্ধভাবে অনুবাদ করার এক অদম্য স্পৃহা তাঁর মধ্যে প্রতিনিয়ত কাজ করে যেতে থাকলো- যে স্পৃহার ফসল তাঁর রচিত ছন্দোবদ্ধ কোরনুল করিম।
বিনয়ী পান্না চৌধুরী বলেন- এত বড় এমন একটা কাজ, আমি কি আর করেছি- আল্লাহ্ তায়ালাই আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন।
একটি পাতা ঝরাও যেখানে আল্লাহ্র নজর এড়ায়না, সেখানে কোরআনুল করিমকে ছন্দোবদ্ধভাবে বারটা বছরের সাধণায় যে তিনি অনুবাদ করেছেন সেটা যে মহান আল্লাহ্ তায়ালার ইচ্ছেয় করতে পেরেছেন- তা সহজেই অনুমেয়। তিনি যে করেছেন সেটাই বড়কথা।
এবং যে কাজ তিনি করেছেন তাতে তিনি নায়েবে রাসুলের সমতুল্য। তিনি শুধু ছন্দোবদ্ধ কোরঅন শরীফই অনুবাদ করেননি। সেখানেই থেমে থাকেননি। তিনি সপরিবারে তাঁর অনুবাদিত কোরআন শরীফের প্রকাশনার জন্যে বাংলাদেশে সাতদিনের জন্যে এসে আর কানাডা ফিরে যেতে পারেরনি। কী এক ঐশ্বরিক শক্তি তাঁকে এখন পর্যন্ত আর কানাডা ফিরতে দিচ্ছেনা। সুদীর্ঘ ত্রিশ বছরের ব্যবসায়িক সাফল্য সব পেছনে ফেলে তিনি এখন নিবেদিত হয়েছেন মানুষের কল্যানে।
সৃষ্টিকর্তার ইচ্ছের কাছে পারাভব মেনে তিনি নিজ দেশে বসে মুসলিমদের হারানো ঐতিহ্যকে ফিরে পাবার এক অদম্য স্পৃহা নিয়ে রাত-দিন কাজ করে যাচ্ছেন।
কোরআন শরীফের বাংলা ক্যাসেট বের করা, তাতে নিজের কণ্ঠে যথাযথভাবে কথা বলা, নামাজ, মিলাদ-শরীফের ক্যাসেট বের করা, কোরানিক সত্যকে প্রতিষ্ঠিত করার জন্যে ভিডিও চিত্র দিয়ে মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করে চলেছেন।
কোরানিক পদ্ধতিতে হিলিং কোর্স করার ব্যপারেও তার প্রচেষ্টা সফলতা পেয়েছে।
আমি মাত্র পাঁচ মাসে তাঁকে যেটুকু জেনেছি তাতে এ লেখাটা লিখথে গিয়ে বার-বার আমার মনে হচ্ছে তার কর্ম ও চিন্তা চেতনার যে গভীরতা, লেখার যে দক্ষতা, ভাষার যে যথার্থ প্রয়োগ করেছেন তার গভীরে গিয়ে তাঁকে পরিমাপ করার মতো আমার কোন মাপ কাঠি নেই। তাই, কী ভাবে আমি পরিপূর্ন একজন পান্না চৌধুরীকে নিয়ে লিখবো ?
শ্রদ্ধেয় পান্না চৌধুরী একজন সজ্জন ব্যক্তি। মানুষের প্রতি তার সহযোগিতা, সহমর্মিতার হাত সর্বদাই প্রসারিত। মানুষ ও প্রকৃতির সবকিছুকেই তিনি ভালোবাসেন।
তাঁর নিজস্ব বোধ দিয়ে তিনি মুসলিম জাগরণ ও কল্যানের জন্যে তিনি ডিভাইন উইজডোম সোসাইটি নামক কল্যানধর্মী একটি কোরানিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
ঢাকার গুলশান-১ এ প্রতিষ্ঠিত তাঁর ডিভাইন উইজডোম সোসাইটি পরিচালিত মাইন্ড হিলিং কোর্স-এ তিনি শিক্ষা দিয়ে চলেছেন। তাঁর মনে বৃদ্ধাশ্রম করারও একটা ইচ্ছে কাজ করছে। আল্লাহ্ তায়ালা তাকে সে তৌফিক দান করুন।
তিনি এবং তার পরিবার পরিজন দীর্ঘজীবী হোন। আল্লাহতালা তাঁর মঙ্গল করুন।

বাংলাদেশের বিখ্যাত লেখিকা লতিফা লুৎফে আরা খানম এর বাবা এ বি এম মুস্তাফিজ বিল্লাহ খান এর উপন্যাস “তেষট্টি বছর” একটি অনবদ্...
09/03/2015

বাংলাদেশের বিখ্যাত লেখিকা লতিফা লুৎফে আরা খানম এর বাবা এ বি এম মুস্তাফিজ বিল্লাহ খান এর উপন্যাস “তেষট্টি বছর” একটি অনবদ্য সৃষ্টি।এবিএম মুস্তাফিজ বিল্লাহ খান সমসাময়িক সমাজ ও মানুষের মূল্যবোধকে সচেতনভাবে তুলে ধরতে চেয়েছেন তাঁর রচনায়। তাঁর “তেষট্টি বছর” বইটির প্রচ্ছদ এবং তাঁর পরিচিতি তুলে ধরা হলো।

05/03/2015
23/02/2015

DWS MILAD MAHFIL AND ALFA LEVEL MUNAJAT.
Today 6pm
23 February 2015
DWS-HALL, GULSHAN-1
Contact: 01710921246

স্বপ্ন না কি সত্য……. ?* প্রকৃতি অকারনে কোন কিছুই তৈরী করেনি।* আপনার স্বপ্নও অকারনে হয়না ।* প্রকৃতির গূঢ় রহস্য আছে স্বপ্ন...
19/02/2015

স্বপ্ন না কি সত্য……. ?

* প্রকৃতি অকারনে কোন কিছুই তৈরী করেনি।
* আপনার স্বপ্নও অকারনে হয়না ।
* প্রকৃতির গূঢ় রহস্য আছে স্বপ্নের মধ্যে ।
* সিম্বলিক্যালি নোটিস্ আসে আপনার কাছে ।
* ভালো অথবা মন্দের নোটিস্ ।
* খারাপ স্বপ্ন দেখলে... আপনি যাতে সতর্ক হতে পারেন ।
* এছাড়াও স্বপ্নে দেখা ঘটনার কোর্সকে… আপনি পরিবর্তন করতে পারেন ।
* একই স্বপ্ন বারবার দেখা প্রকৃতির ওয়ার্নিং ।
* এ ছাড়াও আছে ডিসটার্বিংয় এবং সিম্বলিক ড্রীম ।
* এ্যানালিসিস পেতে হলে……..
* ৫৫৫ টাকা বিকাশ করে জেনে নিন।
* অথবা যোগাযোগ করুন…01710921246 নম্বরে
* পান্না চৈাধুরী– বিখ্যাত “মিষ্ট্রিজ অব ডিভাইন সিম্বল” বই এর লেখক-
* তাঁর সাথে সরাসরি কথা বলুন ।

বই- “মিস্ট্রিজ অব ডিভাইন সিম্বল”লেখক- পান্না চৌধুরীপাওয়া যাবে, বইমেলা লিটল ম্যাগ চত্বর, দ্রব্যষ্ট ‍স্টল, চালচিত্র স্টল।এ...
19/02/2015

বই- “মিস্ট্রিজ অব ডিভাইন সিম্বল”
লেখক- পান্না চৌধুরী
পাওয়া যাবে, বইমেলা লিটল ম্যাগ চত্বর, দ্রব্যষ্ট ‍স্টল, চালচিত্র স্টল।
এবং মূল অফিস গুলশান-১
কন্টাক্ট করতে পারেন.... এই নাম্বার এ
01710921246
বেস্ট সেলার বুক অব দ্যা ইয়ার একুশে বইমেলা ২০১৫ ।

ছোট্ট একটা খুন অথবা চুরির ঘটনা উন্মোচন করার জন্য শার্লক হোমসকে নিয়ে কোনান ডয়েল তৈরী করে ফেলেন বিরাট পটভূমি। অথচ ভুলিয়ে দেয়া ইতিহাসের সবচেয়ে বিশল কিডন্যাপটির রহস্য সম্পর্কে আমরা কদাচ খবর রাখি। ইতিহাসের এক লুপ্ত অধ্যায় কবর দিয়ে দেওয়া হয়েছে সুপরিকল্পিতভাবে। ক্রুসেডের মতো এতবড় ঘটনার অনেক কিছুই আজকের মুসলমান জাতি জানে না।
একসময় যে ইওরোপ ছিল অশিক্ষা, কুশিক্ষা ও কুসংস্কারে নিমজ্জিত, সেই্ ইওরোপই ক্রুসেডের পর হয়ে গেল শিক্ষা, সংস্কৃতি আর জ্ঞান-বিজ্ঞানের ধারক বাহক। কিন্তু কীভাবে? আমরা এর কিছুই জানতে পারলাম না।
জ্ঞান-বিজ্ঞানে অগ্রগামী ইওরোপ আমাদেরকে তাদের প্রচার মাধ্যম দ্বারা যা কিছু খাওয়ালো আমরা তাই গিললাম। তাদের প্রকৃত রিসার্চ ওয়ার্ক আমরা ঘুনাক্ষরেও বুঝতে পারিনি। আমরা কখনো চিন্তা করে দেখলাম না, অন্ধকারের অতল থেকে উঠে এসে যে জাতি সেই সময়ের সবচেয়ে বড় দুই সুপারপাওয়ারকে পদানত করেছিল: সেই সমুসলিম জাতি তাদের কোন ডিভাইন সিম্বলটিকে হারিয়ে ফেললো্ । পরিণামে নিজেদের অজান্তেই নেমে গেল অবক্ষয়ের চরমতম পার্যায়ে। আজ অন্ততঃ আমাদের সময় এসেছে সেটুকু জানবার।

07/01/2015

আগামীকাল ৮ জানুয়ারি ২০১৫ বৃহস্পতিবার DWS সেমিনার হলে ইন্ট্রোডাকটরি সেমিনার অনুষ্ঠিত হবে

আগামী ৯ ও ১০ জানুয়ারী বৃহস্পতিবার - শুক্রবার এই বছরের প্রথম মেডিটেশন কোর্স অনুষ্ঠিত হবে
আপনারা সাদরে আমন্ত্রিত !
Contact - 01710921246

Address

House-5A, Road-137, Appt-4C, Gulshan/1
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when DWS - PANNA CHOUDHURY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DWS - PANNA CHOUDHURY:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram