12/07/2025
0.01 AMH নিয়ে
দুই মাসের চিকিৎসায় কনসিভ
আলহামদুলিল্লাহ্।
জাহানের বিয়ে হয় ২০১৭ সালে। ২০১৯ সালে তাদের একটি সন্তান হয়। ২য় সন্তান নেওয়ার চেষ্টা করতে গিয়ে দেখেন ডিম্বাণুর সংখ্যা নেই বললেই চলে। মাত্র 0.01 AMH! চিকিৎসকরা বলেছেন এটা আর হবেনা, বয়সও ৩৪/৩৫ বছর। জাহান নিজেও একটি নার্সিং কলেজের সাথে আছেন, তিনিও জানেন এটা বৃদ্ধি হবার নয়!
আমাদের কাছে আসেন ২১/০১/২০২৫ ইং তারিখে। প্রথম কোর্স দেওয়ার পর পিরিয়ড হলে পরীক্ষা করতে বলা হয়। ০৩/০২/২০২৫ ইং তারিখে পিরিয়ড হলে পরীক্ষা করে দেখে AMH 0.55, আলহামদুলিল্লাহ্ বৃদ্ধি হয়। এরপরে আবার কিছুটা কমে, আরেক কোর্স খাওয়ার পর বৃদ্ধি হয় এবং পরের মাসেই কনসিভ করেন আলহামদুলিল্লাহ্।
একটি কথা আমাদের মনে রাখতে হবে যে, AMH Hormone বৃদ্ধি হয়না কথাটি সঠিক নয়। হোমিওপ্যাথিক চিকিৎসা ও কিছু নিয়মকানুন মেনে চলার মাধ্যমে এটি বৃদ্ধি হয়, কারণ হোমিওপ্যাথিক চিকিৎসা রোগ নয় রুগীর চিকিৎসা করে। সকল লক্ষণ সংগ্রহ করে সঠিক ঔষধ নির্বাচন করে চিকিৎসা করলে অবশ্যই রেজাল্ট আসবে ইনশাআল্লাহ্।
আল্লাহ্ তায়ালা আগত সন্তান ও তার মাকে সুস্থতার চাদরে আবৃত রাখুন, দোয়া করি দোয়া চাই।
ধন্যবাদ
Medicate Homoeo Chamber
নিঃসন্তান দম্পতির চিকিৎসা কেন্দ্র।
রুগী দেখার সময়-
প্রতিদিন সকাল ১১টা হতে রাত ৮টা পর্যন্ত।
শুক্রবার সাপ্তাহিক বন্ধ।
চেম্বার-
ডাঃ নওয়াব আলী টাওয়ার
Suite # E-303 [3rd Floor]
(লিফটের-৩) ২৪/এ, পুরানা পল্টন,
(আজাদ প্রোডাক্টসের গলি)
ঢাকা-১০০০।
সিরিয়াল দেওয়ার নাম্বার
মোবাইল- 01776-608887