
14/10/2025
ঘন ঘন প্রস্রাবের হোমিও ঔষধ ।ঘন ঘন প্রস্রাবের হোমিওপ্যাথি চিকিৎসা।
ঘনঘন প্রস্রাবের হোমিওপ্যাথিক মেডিসিন।
ঘন ঘন প্রস্রাবের হোমিও ঔষধ পর্ব-১
*****************************************
■ অবিরত মূত্রবেগ ও ঘনঘন প্রস্রাব রোগী দাঁড়াইয়া কিংবা বসিয়া থাকিলে প্রস্রাবে অত্যন্ত জ্বালাযন্ত্রনা, ঘনঘন প্রস্রাবের বেগ হইতে থাকে (শুইলে যন্ত্রণা) এবং প্রস্রাব করিলেও ব্লাডারে ভারবোধ সম্পূর্ণরূপে নিবৃত হয় না। রাত্রে প্রস্রাবের বেগ বেশী হয় লক্ষণে ডিজিট্যালিস ২০০।
■ প্রস্রাবের ভয়ানক বেগ, কোঁথানি ও জ্বালা, শ্লেষ্মারক্ত ও পূঁজ মিশ্রিত মূত্র, প্রস্রাব
অতিকষ্টে ফোঁটা ফোঁটা প্রস্রাব। মূত্ৰনলী ও মূত্রথলীর গ্রীবাদেশে ভীষণ জ্বালা, প্রস্রাব
করার সময় শরীরে ঘাম ছোটে, গাঢ় লাল ও ঘোলা প্রস্রাবে মার্ক কর ২০০ |
■ অবিরত মূত্রবেগসহ ফোঁটা ফোঁটা প্রস্রাব নিঃসরণ, প্রস্রাবের সহিত সাদা টুকরার মত
পদার্থ নির্গমন, বেগ, কোথ, জ্বালা যন্ত্রণা, লিঙ্গোচ্ছাস, অত্যন্ত কামেচ্ছা প্রভৃতিতে
ক্যান্থারিস ১x হইতে উচ্চশক্তি উৎকৃষ্ট।
■ ক্রমাগত প্রস্রাব ত্যাগের ইচ্ছা কিন্তু
মূত্রনলীর সংকোচক পেশীর আক্ষেপিক অবরোধ হেতু প্রস্রাব ত্যাগকালীন কষ্ট,
করার সময় কাটাছেড়া বেদনা, মূত্ৰনলীতে জ্বালাপোড়া, জ্বালাযন্ত্রণা বেদনা উপরে
মূত্রথলীর দিকে বিস্তৃত হয় লক্ষণে ক্যানাবিস স্যাট ২x হইতে উচ্চশক্তি।
■ দিনের বেলায় ঘনঘন প্রস্রাবে রাস টক্স ২০০ দৈনিক ১ বার।
■ রাতের বেলায় হইলে ভার্বাসকাম, প্লান্টাগো, স্যাবাল সেরু, লাইকো, মেডোরিনাম, রাস এরোমিটক, কস্টিকাম, সিপিয়া, সালফার ১এম লক্ষণানুসারে যে কোন একটি, পরে উচ্চশক্তি।
■ রাত্রে অনবরত প্রস্রাব ত্যাগের ইচ্ছা, অসাড়ে প্রস্রাব নির্গমন, ঘন ঘন প্রস্রাব, দিনে
২০-৩০ মিনিট অন্তর, রাত্রেও ১০-১২ বার, প্রস্টাটাইটিসে অল্প অল্প ফোঁটা ফোঁটা
প্রস্রাব নির্গমন বা প্রস্রাব বন্ধ, প্রভৃতি লক্ষণে স্যবাল সেরু ১x পাঁচ ফোঁটা মাত্রায়
দিনে ৩-৪ বার।
■ কিডনী-স্থানে তীব্রবেদনা, কোমরে ভয়ানক যন্ত্রণা, বার বার প্রস্রাব ত্যাগের ইচ্ছা, ১০-১৫ মিনিট অন্তর প্রস্রাবের বেগ, স্বল্প প্রস্রাব বা প্রস্রাব বন্ধ, প্রস্রাবের সময় কোঁথানি, বেগে প্রস্রাবসহ রক্ত পূঁজ শ্লেষ্মা নিঃসরণ প্রভৃতি লক্ষণে মার্ক সল, মার্ক ভাইভাস, মার্ক কর ৩০, ২০০ ।
■ নিরন্তর প্রস্রাবের বেগ, কুন্থন, প্রস্রাবের পর ফোঁটা ফোঁটা প্রস্রাব নির্গমন, প্রস্রাবে যন্ত্রণা, যন্ত্রণায় রোগী হামাগুড়ি দিয়া বসে লক্ষণে প্যারাইরা ব্রাভা ৪, ১x।