
13/01/2024
যেসব ওষুধ খেলে আদা খাওয়া থেকে বিরত থাকতে হবে
যাঁরা রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফেরিন, অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল সেবন করেন, আদা তাঁদের শরীরে রক্তক্ষরণের ঝুঁকি বাড়াতে পারে।
উচ্চ রক্তচাপের ওষুধের সঙ্গে, বিশেষ করে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেমন অ্যামলোডিপিনের সঙ্গে আদা সেবন করলে রক্তচাপ বেশি কমে যেতে পারে।
ব্যথানাশক যেমন ডাইক্লোফেনাক বা ন্যাপ্রোক্সেন–জাতীয় ওষুধের সঙ্গে আদা খেলেও রক্তপাতের আশঙ্কা বাড়ে।
যে সময় আদা খাওয়া যাবে না
গর্ভকালের শেষ দিকে বেশি আদা–চা খাওয়া ঠিক নয়।
দুগ্ধদানকারী মা পরিমিত বা রান্নায় খেতে পারবেন।
খালি পেটে না খাওয়া ভালো।
পাতলা পায়খানা হলে।