24/11/2023
নখের রং বদলে যাওয়া কঠিন রোগের লক্ষণ নয় তো?
https://youtu.be/pVL-qTyL2tI
হাত-পায়ের নখ দেখেও কিন্তু শারীরিক অসুস্থতা সম্পর্কে জানা যায়। বিভিন্ন গবেষণা ও বিশেষজ্ঞদের মতে, শারীরিক বিভিন্ন রোগের লক্ষণ নখের মাধ্যমে ফুটে উঠতে পারে। আর এ কারণেই বিভিন্ন সময় নখের রং বদলে সাদা, হলুদ, লাল বা কালোতে পরিবর্তন হতে পারে।
এছাড়াও নখের আকারেও বিভিন্ন পরিবর্তন হতে পারে যেমন- নখে ঢেউ খেলানো বা ছোট ছোট ছিদ্রের মতো কিংবা নখের সামনের অংশ গোলাকার হতে পারে। নখের বিভিন্ন লক্ষণ হতে পারে লিভার, ফুসফুস কিংবা হার্টের বিভিন্ন সমস্যার ইঙ্গিত।
#নখের #কুনি দূর করার উপায়, নখ, nail, tips, নখের যত্ন, নখের #ফাঙ্গাস_দূর করার উপায়, নখের সমস্যা, nail biting, #নখকুনি সমস্যা নিরাময়ের ঘরোয়া উপায়, , #হাতের নখের সমস্যা, #পায়ের_নখের_সমস্যা, নখ #কামড়ালে শরীরের কী কী ক্ষতি হয়, নখ কামড়ানো কারণ ও প্রতিকার, নখ কামড়ালে ৫টি ক্ষতি, নখ কামড়ালে যেসব সমস্যা হয়, nail fungus, নখ কাটা, ingrown toenail, নখের উপর সাদা দাগ থাকলে কি হয়, white nails, নখ কামড়ানোর কারণ