01/10/2021
ডেংগু ও হোমিওপ্যাথিক মেডিসিন
Eupatorium perfoliatum
আমি সবসময় সহজ সরল ভাষায় বিজ্ঞান ভিত্তিক কিছু তথ্য উপাত্ত দিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। এবার ও তার ব্যতিক্রম নয়।
আপনারা সবাই জানেন চারিদিকে ডেঙ্গু নিয়ে বিশাল কান্ড।
Eupatorium perfoliatum কেন কাজ করে?
কিভাবে কাজ করে
তার কিছু বিজ্ঞানভিত্তিক আলোচনা আমি এখানে তুলে ধরেছি। এখন আসি মূল আলোচনায়।
ইউপাটোরিয়াম পারফোলিয়েটাম
মেডিসিন এর ভিতর কি কি উপাদান থাকে সেদিকটা আমরা একটু দেখি। এর ভিতর থাকে যথাক্রমে,
1. Kaemoferol
2. Tannic acid
3. Polysacharide
4. phytonutrients
5. phytochemical
6. Sesquiterpene
7. Quercetin
8. Glucuronic acud
9. Caffeic acid
10. Sterol
এখন আসি মানব দেহে এরা কে কি কাজ করে।
Kaempferol
1. ডিজিজকে পুরাতন হতে বাধা প্রদান করা।
2. পুরাতন ডিজিজ এর জটিলতা থেকে রক্ষা করা।
Quercetin
1. এন্টিইনফ্লামেটরি ও এন্টিওক্সিডেন্ট ইফেক্ট
2. এছাড়াও হার্ট, ব্লাড ভেসেলও রয়েছে এর কার্যকরিতা
Triterpenes
1. এর আছে এন্টিওক্সিডেন্ট এর ভুমিকা।
2. ডায়াবেটিস এর জটিলতা থেকে রক্ষা করা।
sterol
দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সহযোগিতা করে
Caffeic acid
১। ইমিউনিটি বৃদ্ধি করে
২। সেল এবং ডি এন এ সুরক্ষা করে
৩। যেকোনো ইনফ্লামেশন কমাতে সহযোগিতা করে
৪। হরমোন নিয়ন্ত্রণ করে
phytonutrients
1. এর আছে এন্টিইনফ্লামেটরি ভুমিকা
২। এর ডায়েটরি এন্টিওক্সিডেন্ট হার্টডিজিজ প্রতিরোধ করে
Polysacharide
যার গুনের শেষ নাই এর রয়েছে
১। এন্টিইনফ্লামেটরি
২। এন্টিথ্রোমবোটিক
৩। এন্টিভাইরাল
৪ এন্টি মাইক্রোবিয়াল
৫। এন্টিকোএগুলেণ্ট
হিসাবে কাজ করে
sesquiterpene lactone
1. এন্টিম্যালারিয়াল
২। এনালজেসিক
৩। সেডাটিভ
৪। এন্টিমাইগ্রেন
Tannic acid
1. রক্ত পড়া বন্ধ করে
২। আমাশয় ও ডায়ারিয়া প্রতিরোধ করে
৩। জয়েন্ট পেইন দূর করে
৪। প্রসাবে রক্ত পড়া বন্ধ করে
Glucuronic acid
1. এএন্টিওক্সিডেন্ট বৃদ্ধি করে
২। এসট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের আনুপাতিক হার ঠিক রাখে।
৩। ইমুনিটি বৃদ্ধি করে
ডেংগুর যত উপসর্গ
জ্বর
মাথাব্যথ
চোখ ব্যথা
মাংশে ব্যথা
হাড়ে ব্যথা
বমিবমি ভাব ও বমি হওয়া
গিরায় গিরায় ব্যথা
স্কিনে লাল লাল র্যাস উঠা।
ডেংগুর মারাত্মক উপসর্গ
ভীষণ পেট