HAM Modern Hospital

HAM Modern Hospital সুস্বাস্থ্যের আপন ঠিকানা

উন্নত প্রযুক্তি ও আন্তরিক সেবায় আমরা আছি আপানাদের পাশে সর্বক্ষন স্লোগান কে সামনে রেখে নারায়ণগঞ্জ এর আড়াইহাজার এর পাচঁরুখীতে মনোরম পরিবেশে শুরু হইয়েছে আমাদের যাত্রা।

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি১/জেনারেল ম্যানেজার -২ জন (হাসপাতাল ম্যানেজার পদে কমপক্ষে ৫ বছরের  অভিজ্ঞতা থাকতে হবে)২/সুপারভাইজার...
29/04/2025

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
১/জেনারেল ম্যানেজার -২ জন (হাসপাতাল ম্যানেজার পদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে)
২/সুপারভাইজার -২ জন (২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে হাসপাতাল ,কর্মচারী এবং সেবা নিস্তিচ কারী হিসাবে)
৩/মার্কেটিং ম্যানেজার -২ জন (হাসপাতাল মার্কেটিং ম্যানেজার হিসেবে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে)
৪/মার্কেটিং অফিসার (ছেলে/পুরুষ)-৪ জন ( হাসপাতাল মার্কেটিং কাজে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে)
৫/মার্কেটিং ফিল্ড অফিসার (মহিলা /মেয়ে)-৬ জন (হাসপাতাল / সাস্থকর্মী মার্কেটিং কাজে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে)
৬/রিসিপশনীষ্ঠ-৫ জন (ছেলে/মেয়ে) ( হাসপাতাল রিসিপশনের কাজে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে)
৭/হিসাবরক্ষক-২ জন (হিসাবরক্ষীতার কাজে ৫/১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে)
৮/ওটি ব্রাদার /ওটি নার্স -৪ জন (২ জন ছেলে/ ২ জন মেয়ে)
( ওটি/ অপারেশন থিয়েটারে কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওটি ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে)
৯/ওয়ার্ড বয়/ওয়ার্ড নার্স-৪ জন (২ জন ছেলে/২ জন মেয়ে )
( জরুরী বিভাগ/ ইমার্জেন্সি কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে)
১০/ ল্যাব টেকনোলজিষ্ট -২ জন BSC/MSC কমপ্লিট করা
(মিনিমাম BHC করা আর ল্যাবের সকল ধরনের পরীক্ষা করা সম্পর্কে জানতে হবে।
১১/ সেম্পল কালেকশন -৩ জন (ছেলে-১জন/মেয়ে ২জন)
(এই কাজে পারদর্শী হতে হবে )
১২/ডিপ্লোমা নার্স -৬ জন (২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে)
১৩/ফার্মাসিস্ট -৬ জন (২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে)

যোগাযোগ : পাঁচরুখী(এম.পি টাওয়ার ),আড়াইহাজার,নারায়ণগজ্ঞ
ফোন:০১৮২৭৮৫০২০০

প্রতি বছরের ন্যায় এবারে ও থাকছে পবিত্র হজ্জ ২০২৫ ইং উপলক্ষে হজ্জ যাত্রীদের জন্য হাজী আব্দুল মালেক প্রধান মডার্ন হাসপাতাল...
10/04/2025

প্রতি বছরের ন্যায় এবারে ও থাকছে পবিত্র হজ্জ ২০২৫ ইং উপলক্ষে হজ্জ যাত্রীদের জন্য হাজী আব্দুল মালেক প্রধান মডার্ন হাসপাতাল মেডিকেল চেক-আপ এ বিশেষ ছাড়।

05/02/2025
নতুন বছরের শুভেচ্ছা আর ও একটি ডিজাইন এ ২০২৫ সালের ক্যালেন্ডার  সকলে আমন্ত্রিত হাসপাতালে এসে ক্যালেন্ডার নিয়ে যাবেন।
15/12/2024

নতুন বছরের শুভেচ্ছা আর ও একটি ডিজাইন এ ২০২৫ সালের ক্যালেন্ডার সকলে আমন্ত্রিত হাসপাতালে এসে ক্যালেন্ডার নিয়ে যাবেন।

নতুন বছরের শুভেচ্ছা ২০২৫ সালের ক্যালেন্ডার  সকলে আমন্ত্রিত হাসপাতালে এসে ক্যালেন্ডার নিয়ে যাবেন।
15/12/2024

নতুন বছরের শুভেচ্ছা ২০২৫ সালের ক্যালেন্ডার সকলে আমন্ত্রিত হাসপাতালে এসে ক্যালেন্ডার নিয়ে যাবেন।

আলহামদুলিল্লাহঅধ্যাপক ডাঃ মোঃ গোলাম হাফিজ স্যার কেবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  শিশু হেমাটোলজী ও অনকোলজী...
12/07/2024

আলহামদুলিল্লাহ
অধ্যাপক ডাঃ মোঃ গোলাম হাফিজ স্যার কে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
শিশু হেমাটোলজী ও অনকোলজী বিভাগীয় প্রধান ও চেয়ারম্যান হওয়ায়।
ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন

12/05/2024

বিগত বছরগুলোর তুলনায় বাংলাদেশে এবার সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এই অসহনীয় গরমে পানিশূন্যতা দেখা দেওয়া কিন্তু খুব স্বাভাবিক।

পানি শূন্যতা বা ডিহাইড্রেশন কখনো কখনো বড় ধরণের শারীরিক বিপর্যয় ডেকে আনতে পারে।

একটু খেয়াল করে দেখুন তো এই গরমে আপনার বা আপনার বাড়ির শিশু অথবা বয়স্কদের বিভিন্ন অস্বাভাবিক লক্ষণ দেখা দিচ্ছে কী না। যেমন-
🔸মাথা ব্যথা।
🔸সাধারণ অস্বস্তি।
🔸প্রস্রাবের পরিqমাণ হ্রাস।
🔸শিশুর অস্থিরতা ও অকারণে কান্নাকাটি।
🔸খিঁচুনি হওয়া।
🔸প্রচণ্ড পানির তেষ্টা পাওয়া।
🔸মুখ শুকিয়ে যাওয়া।
🔸চামড়া শক্ত হওয়া।
🔸পেশিতে টান ধরা।
🔸দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া।

তবে এখুনি সাবধান হোন। এগুলো সব বলে দেয় আপনি ডিহাইড্রেশন তথা পানিশূন্যতায় ভুগছেন।

এই পানিশূন্যতার কারনে রক্ত চাপ কমে যায়, হৃদস্পন্দন বেড়ে যায় ফলে দেহে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে এবং শরীরের রক্তের পরিমাণ কমে যায়। এছাড়াও পানি কম পান করলে পানিশূন্যতায় পড়ে বৃক্কে পাথড় পর্যন্ত হতে পারে।

এরকম নানা জটিলতার কারণে দেহে পানিশূন্যতা থেকে প্রায় ২৫% লোকের মৃত্যু ঘটে।

এই পানিশূন্যতার জন্য সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বাড়ির শিশু ও পঞ্চাশোর্ধ লোকেরা। কারণ পানিশূন্যতার সমস্যায় তারাই বেশি পড়েন। এই গরমে তাদের যত্নে আরও বেশি সতর্কতা অবলম্বন করুন।

পানিশূন্যতা প্রতিরোধে করণীয়-
🔸সব সময় হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরিধান করা।
🔸যত বেশি ঘাম হবে তত বেশি পানি পান করা।
🔸একটানা গরম জায়গায় না থেকে ছায়ায়, ফ্যান বা এসির নিচে অবস্থান করা।
🔸বেশি বেশি ফলের রস পান করা ও মৌসুমী ফল খাওয়া‌।

পানিশূন্যতা রোধে এত কিছু করার পরেও, আপনার বা আপনার বাড়ির শিশু অথবা বৃদ্ধ কারোর যদি পানিশূন্যতা চরম পর্যায়ে চলে যায় তাহলে কোন রকম উদ্বিগ্ন হওয়া চলবে না।

আপনার এবং আপনার শিশুর ডিহাইড্রেশন সংক্রান্ত কোনো জটিল সমস্যা দেখা দিলে উদ্বিগ্ন না হয়ে সঠিক চিকিৎসার জন্য আজই চলে আসুন, হাজী আব্দুল মালেক প্রধান মর্ডাণ হসপিটালে।
হটলাইন ০১৯৭৬৬১১৬১০

ঠিকানা:
হাজী আব্দুল মালেক প্রধান মর্ডাণ হাসপাতাল
পাঁচরুখী(এম.পি টাওয়ার ),আড়াইহাজার,নারায়নগজ্ঞ

☎️ বিস্তারিত জানতেঃ ০১৯৭৬৬১১৬০২

আগামীকাল থেকে প্রতি শুক্রবার চেম্বার করবেন ইনশাআল্লাহ।
02/05/2024

আগামীকাল থেকে প্রতি শুক্রবার চেম্বার করবেন ইনশাআল্লাহ।

আগামী শুক্রবার থেকে প্রতি শুক্রবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চেম্বার করবেন ইনশাআল্লাহ।
27/04/2024

আগামী শুক্রবার থেকে প্রতি শুক্রবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চেম্বার করবেন ইনশাআল্লাহ।

পবিত্র হজ্জ ২০২৪ ইং উপলক্ষে হজ্জ যাত্রীদের জন্য হাজী আব্দুল মালেক প্রধান মডার্ন হাসপাতাল মেডিকেল চেক-আপ এ বিশেষ ছাড়।
24/04/2024

পবিত্র হজ্জ ২০২৪ ইং উপলক্ষে হজ্জ যাত্রীদের জন্য হাজী আব্দুল মালেক প্রধান মডার্ন হাসপাতাল মেডিকেল চেক-আপ এ বিশেষ ছাড়।

Address

Dhaka
1460

Alerts

Be the first to know and let us send you an email when HAM Modern Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to HAM Modern Hospital:

Share

Category