Dr. Asma Aurora - Obs & Gyn Specialist & Surgeon

Dr. Asma Aurora - Obs & Gyn Specialist & Surgeon Obstetrics & Gynaecology Specialist & Surgeon. World class Obstetrics & Gynaecological treatment & operations at affordable cost.

MBBS, BCS (Health), DG First Award,
FCPS (Obs & Gynae),
MS (Obs & Gynae),
MACP (USA),
AFACS (USA),
MRCOG (FP, London, UK),
CMU (Ultrasound),
Trained in Laparoscopic & Hysteroscopic Surgery.

❤️ সোনামণিদের মায়েরা জেনে রাখুন! 😉😍আমার হাত দিয়ে পৃথিবীতে আসতে হলে, আমাদের ছোট্ট সোনামনি সুপারস্টারদের কিন্তু ক্যামেরা...
28/11/2025

❤️ সোনামণিদের মায়েরা জেনে রাখুন! 😉😍

আমার হাত দিয়ে পৃথিবীতে আসতে হলে, আমাদের ছোট্ট সোনামনি সুপারস্টারদের কিন্তু ক্যামেরার সামনে এমন পোজ দিতে শিখতেই হবে! 🥰💕

😍😍😍

🤰🏻গর্ভকালীন সময়টা প্রত্যেক মায়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ সময়। গর্ভকালীন ও প্রসব পরবর্তী সময়ে মা ও শিশুর সুস্বাস্থ্য অনেকাংশেই নির্ভর করে গর্ভকালীন সময়ে মায়ের যত্নের (Antenatal Care) উপর। আসুন জেনে নিই গর্ভকালীন সময়ে মায়ের কি কি যত্ন সম্পর্কে খেয়াল রাখতে হবে:
👉 পুষ্টিকর খাবার: প্রতিদিন শাক-সবজি, ফল, ডাল, মাছ/মাংস, ডিম;
👉 পর্যাপ্ত পানি পান: দিনে কমপক্ষে ৮–১০ গ্লাস;
👉 আয়রন-ফলিক অ্যাসিড ও ক্যালসিয়াম নিয়মিত খাওয়া;
👉 যথেষ্ট বিশ্রাম ও ৮ ঘন্টা ঘুম;
👉 হালকা ব্যায়াম (যেমন হাঁটা) প্রতিদিন;
👉 ধূমপান/অ্যালকোহল পরিহার;
👉 মানসিক চাপ কমানো ও ইতিবাচক পরিবেশে থাকা;
👉 টিটেনাস টক্সয়েড (TT) টিকা সময়মতো নেওয়া।

✅ গর্ভকালীন সময়ে সর্বনিম্ন চেকআপ/ ভিজিট সংখ্যা:
🩺 WHO (2016) অনুযায়ী কমপক্ষে ৮টি ANC ভিজিট করা আদর্শ। যদি তা সম্ভব না হয়, অন্তত ৪টি ভিজিট অবশ্যই করা উচিত।

🏥 গর্ভকালীন সময়ে নিম্নের যেকোনো লক্ষণ দেখা দিলে তৎক্ষণাৎ হাসপাতালে চলে আসতে হবে:
🍀 যোনিপথে রক্তপাত,
🍀 পানি পড়া,
🍀 বাচ্চার নড়াচড়া কমে যাওয়া,
🍀 তীব্র মাথাব্যথা / চোখ ঝাপসা,
🍀 পেট শক্ত হওয়া বা তীব্র ব্যথা,
🍀 হঠাৎ শরীর ফুলে যাওয়া,
🍀 জ্বর, কাঁপুনি, প্রস্রাবে জ্বালা,
🍀 খিঁচুনি।

✍️

👩‍⚕️ ডাঃ আছমা খাতুন অরোরা
এম.বি.বি.এস., বি.সি.এস. (স্বাস্থ্য), ডি.জি. প্রথম অ্যাওয়ার্ড,
এফ.সি.পি.এস. (গাইনী ও প্রসূতিবিদ্যা),
এম.এস. (গাইনী ও প্রসূতিবিদ্যা),
এম.এ.সি.পি. (আমেরিকা),
এ.এফ.এ.সি.এস. (আমেরিকা),
এম.আর.সি.ও.জি. (এফপি, লন্ডন, ইংল্যান্ড),
সি.এম.ইউ. (আল্ট্রাসাউন্ড),
ল্যাপারোস্কোপিক ও হিস্টেরোস্কোপিক সার্জারি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।
গাইনী, প্রসূতি ও নিঃসন্তান দম্পতিদের বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন।

🏥 পদ্মা জেনারেল হাসপাতাল লিমিটেড
📍২৯০ সোনারগাঁও রোড, কাঁঠাল বাগান ঢালে, ঢাকা-১২০৫।
🚊 কাওরানবাজার মেট্রোরেল (MRT) স্টেশন/ কাওরানবাজার গোলচত্বর মোড় থেকে সুন্দরবন হোটেল বরাবর ১ মিনিট হাঁটার দূরত্বে।
📞 সিরিয়ালের জন্য: ০১৮৩৭-৯৩০৩৩২, ০১৭৭১-৩১৪৩১৯
🗓️ রোগী দেখার সময়: শনি, রবি, মঙ্গল ও বুধ (দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা)
জরুরী অপারেশন সেবা: প্রতিদিন।

🏥 ডেলটা হেল্থকেয়ার মিরপুর লিমিটেড
📍প্লট # ৪ ও ৫, সেকশন # ০৭, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
🚊 মিরপুর-১১ মেট্রোরেল (MRT) স্টেশন সংলগ্ন।
📞 সিরিয়ালের জন্য: ০১৪০৭-০৭৫৭১৪, ০১৪০৭-০৭৫৭১৫, ০১৮৪১-৯১৪৯১৪, ০১৮৪১-৯১৪৯১৫
🗓️ রোগী দেখার সময়: শনি, রবি, মঙ্গল ও বুধ (সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা)
জরুরী অপারেশন সেবা: প্রতিদিন।

💬 হোয়াটসঅ্যাপ (অনলাইন কন্সালটেশনের ক্ষেত্রে): ০১৭৪৭-৭৭৭৮১৯

নারীস্বাস্থ্য ও গর্ভধারণ-বিষয়ক সচেতনতামূলক তথ্য ও জিজ্ঞাসার উত্তর পেতে আমাদের সাথে থাকুন!
👩‍⚕️ ফেইসবুক পেইজ: Dr. Asma Aurora - Obs & Gyn Specialist & Surgeon
🤱 ফেইসবুক গ্রুপ: Dr. Asma Aurora - Obs & Gyn Specialist & Surgeon
🌐 ওয়েবসাইট: www.drasmaaurora.com

#সার্জন #নরমাল #সিজার #সিস্ট #ল্যাপারোস্কপিক #পিরিয়ড #মাসিক #বন্ধ্যাত্ব #নিঃসন্তান

আমরা দু’জনেই খুশি!😍😍😍রোগীর খুশীর কারণ: কোন কাটাছেঁড়া ছাড়াই মাত্র তিনটি ছোট ছিদ্রেই ল্যাপারোস্কোপিকভাবে ডিম্বাশয়ের সিস...
20/11/2025

আমরা দু’জনেই খুশি!
😍😍😍

রোগীর খুশীর কারণ: কোন কাটাছেঁড়া ছাড়াই মাত্র তিনটি ছোট ছিদ্রেই ল্যাপারোস্কোপিকভাবে ডিম্বাশয়ের সিস্ট অপারেশন করতে পেরে।

ডাক্তারের খুশীর কারণ: এত মিষ্টি একটা রোগীকে কোন জটিলতা ছাড়াই অপারেশনের পরের দিনই হাসিমুখে হেঁটে বাসায় ফিরতে দেখে।

আলহামদুলিল্লাহ। ❤️❤️

আসুন এবার একটু জেনে নিই ল্যাপারোস্কোপিক ওভারিয়ান সিস্ট অপারেশনের (Laparoscopic Ovarian Cyst Operation) প্রধান উপকারিতাগুলো সম্পর্কে!

🩺 বড় কোন কাটাছেঁড়া নেই- মাত্র ৩/৪টি ছোট ছিদ্রেই অপারেশন।
🥰 ব্যথা কম, রক্তক্ষরণ কম।
🚶‍♀️‍➡️মাত্র এক-দুই দিনের মধ্যেই রোগী হাঁটাচলা করতে পারেন।
🏥 হাসপাতালে থাকার সময় খুব কম।
🦠 সংক্রমণের ঝুঁকি কম।
❤️ দাগ প্রায় থাকে না- কসমেটিক ফলাফল খুব সুন্দর।
🤰ওভারির স্বাভাবিক অংশ অক্ষত রেখে সিস্ট অপসারণের সুযোগ, অর্থাৎ ফার্টিলিটি-ফ্রেন্ডলি।
🏌️‍♀️দ্রুত কাজে ও স্বাভাবিক জীবনে ফেরার সুবিধা।

আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে রোগীর আরোগ্য এখন আরও সহজ, নিরাপদ ও স্বস্তিদায়ক। ❤️💕

✍️

👩‍⚕️ ডাঃ আছমা খাতুন অরোরা
এম.বি.বি.এস., বি.সি.এস. (স্বাস্থ্য), ডি.জি. প্রথম অ্যাওয়ার্ড,
এফ.সি.পি.এস. (গাইনী ও প্রসূতিবিদ্যা),
এম.এস. (গাইনী ও প্রসূতিবিদ্যা),
এম.এ.সি.পি. (আমেরিকা),
এ.এফ.এ.সি.এস. (আমেরিকা),
এম.আর.সি.ও.জি. (এফপি, লন্ডন, ইংল্যান্ড),
সি.এম.ইউ. (আল্ট্রাসাউন্ড),
ল্যাপারোস্কোপিক ও হিস্টেরোস্কোপিক সার্জারি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।
গাইনী, প্রসূতি ও নিঃসন্তান দম্পতিদের বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন।

🏥 পদ্মা জেনারেল হাসপাতাল লিমিটেড
📍২৯০ সোনারগাঁও রোড, কাঁঠাল বাগান ঢালে, ঢাকা-১২০৫।
🚊 কাওরানবাজার মেট্রোরেল (MRT) স্টেশন/ কাওরানবাজার গোলচত্বর মোড় থেকে সুন্দরবন হোটেল বরাবর ১ মিনিট হাঁটার দূরত্বে।
📞 সিরিয়ালের জন্য: ০১৮৩৭-৯৩০৩৩২, ০১৭৭১-৩১৪৩১৯
🗓️ রোগী দেখার সময়: শনি, রবি, মঙ্গল ও বুধ (দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা)
জরুরী অপারেশন সেবা: প্রতিদিন।

🏥 ডেলটা হেল্থকেয়ার মিরপুর লিমিটেড
📍প্লট # ৪ ও ৫, সেকশন # ০৭, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
🚊 মিরপুর-১১ মেট্রোরেল (MRT) স্টেশন সংলগ্ন।
📞 সিরিয়ালের জন্য: ০১৪০৭-০৭৫৭১৪, ০১৪০৭-০৭৫৭১৫, ০১৮৪১-৯১৪৯১৪, ০১৮৪১-৯১৪৯১৫
🗓️ রোগী দেখার সময়: শনি, রবি, মঙ্গল ও বুধ (সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা)
জরুরী অপারেশন সেবা: প্রতিদিন।

💬 হোয়াটসঅ্যাপ (অনলাইন কন্সালটেশনের ক্ষেত্রে): ০১৭৪৭-৭৭৭৮১৯

নারীস্বাস্থ্য ও গর্ভধারণ-বিষয়ক সচেতনতামূলক তথ্য ও জিজ্ঞাসার উত্তর পেতে আমাদের সাথে থাকুন!
👩‍⚕️ ফেইসবুক পেইজ: www.facebook.com/DrAsmaAurora
🤱 ফেইসবুক গ্রুপ: www.facebook.com/groups/drasmaaurora
🌐 ওয়েবসাইট: www.drasmaaurora.com

#সার্জন #নরমাল #সিজার #সিস্ট #ল্যাপারোস্কপিক #পিরিয়ড #মাসিক #বন্ধ্যাত্ব #নিঃসন্তান

দীর্ঘ ১৪ বছর পর হাইরিস্ক প্রেগন্যান্সি নিয়ে কাঙ্ক্ষিত মাতৃত্বের স্বপ্নপূরণ! 🥰❤️হাইরিস্ক প্রেগন্যান্সি: ডায়াবেটিস, উচ্চ...
10/11/2025

দীর্ঘ ১৪ বছর পর হাইরিস্ক প্রেগন্যান্সি নিয়ে কাঙ্ক্ষিত মাতৃত্বের স্বপ্নপূরণ! 🥰❤️

হাইরিস্ক প্রেগন্যান্সি: ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চ BMI - সব মিলিয়ে ঝুঁকিপূর্ণ এই গর্ভযাত্রা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। হঠাৎ বাচ্চার হার্টবিট দুর্বল হয়ে পড়ায় অনাকাঙ্ক্ষিতভাবে ৩৫ সপ্তাহে মধ্যরাতে জরুরি সিজারিয়ান সম্পন্ন করা হয়। আলহামদুলিল্লাহ, মা ও নবজাতক দু’জনই বর্তমানে সুস্থ আছেন। ❤️💕

চিকিৎসক জীবনের অনেক আনন্দ আছে, তবে এমন এক মুহূর্তের সাক্ষী হওয়া সত্যিই অন্যরকম!

মিসেস মুন্নি ও তার ছোট্ট পরীর জন্য রইল ভালোবাসা ও অফুরন্ত শুভকামনা। 😇❤️

আসুন এবার জেনে নিই গর্ভাবস্থাকালীন ডায়াবেটিস সম্পর্কে!

🤰গর্ভাবস্থায় ডায়াবেটিস (GDM):
গর্ভাবস্থায় প্রথমবার শনাক্ত হওয়া বা শুরু হওয়া গ্লুকোজ অসহনশীলতা বা ডায়াবেটিসকেই গর্ভকালীন ডায়াবেটিস বলা হয়।

⚠️ গর্ভাবস্থাকালীন ডায়াবেটিসের প্রধান ঝুঁকির ফ্যাক্টরসমূহ হলো:
1️⃣ BMI ≥ 30 kg/m² (স্থূলতা) হওয়া,
2️⃣ আগের বাচ্চা ৪.৫ কেজি বা তার বেশি ওজনের হওয়া,
3️⃣ আগের গর্ভাবস্থায় GDM থাকলে,
4️⃣ পরিবারে ডায়াবেটিসের ইতিহাস (বিশেষ করে বাবা-মা বা ভাইবোন) থাকলে,
5️⃣ দক্ষিণ-এশীয় (যেমন: বাংলাদেশ) কিংবা মধ্যপ্রাচ্যের বংশোদ্ভূত নারী হলে,
6️⃣ পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম (PCOS) থাকলে, এবং
7️⃣ বয়স ৩৫ বছরের বেশি বা আগের গর্ভপাত/ মৃতভ্রূণের ইতিহাস থাকলে।

🎯 গর্ভাবস্থাকালীন ডায়াবেটিসে রক্তে গ্লুকোজের লক্ষ্যমান হলো:
👉🏼 খালি পেটে ≤ 5.3 mmol/L
👉🏼 খাবার পর থেকে ১ ঘণ্টার মধ্যে ≤ 7.8 mmol/L
👉🏼 খাবার পর ১-২ ঘণ্টার মধ্যে ≤ 6.4 mmol/L

🏥 গর্ভাবস্থাকালীন ডায়াবেটিস রোগীদের প্রধান চিকিৎসা ও ব্যবস্থাপনাসমূহ হলো:

🥦 জীবনযাপন পরিবর্তন:
👉🏼 খাদ্যাভ্যাস: সুষম খাবার, কম চিনি, বেশি আঁশযুক্ত খাবার, নিয়মিত ছোট ছোট মিল।
👉🏼 ব্যায়াম: প্রতিদিন খাবারের পর অন্তত ৩০ মিনিট হাঁটা।
👉🏼 ওজন নিয়ন্ত্রণ: অতিরিক্ত ওজন বৃদ্ধি রোধ করতে হবে।

💊 ওষুধের ব্যবহার:
👉🏼 যদি জীবনযাপন পরিবর্তনে ১-২ সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণ না আসে, তাহলে মেটফর্মিন শুরু করা যায় (যদি সহনীয় হয়)।
👉🏼 ইনসুলিন দেওয়া হয় যদি রক্তে গ্লুকোজ বেশি থাকে বা মেটফর্মিনে নিয়ন্ত্রণ না আসে!

🤰🏼ভ্রূণের পর্যবেক্ষণ (Fetal monitoring):
👉🏼 প্রতি ২–৪ সপ্তাহ অন্তর আল্ট্রাসাউন্ড করে শিশুর বৃদ্ধি দেখা হয়।
👉🏼 ম্যাক্রোসোমিয়া বা অতিরিক্ত তরল (polyhydramnios) আছে কিনা দেখা হয়।

🏩 প্রসবের পরিকল্পনা (Timing & Mode of Delivery):
👉🏼 যদি সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে থাকে ও কোনো জটিলতা না থাকে, তাহলে ৪০ সপ্তাহ + ৬ দিনের মধ্যে প্রসব।
👉🏼 যদি পরিস্থিতি ঠিকমত নিয়ন্ত্রণের মধ্যে না থাকে কিংবা জটিলতা থাকে, তাহলে ৩৮–৩৯ সপ্তাহে ইন্ডাকশন বা সিজার বিবেচনা করা হয়।

🕝 প্রসব-পরবর্তী ফলোআপ:
👉🏼 প্রসবের পর সাধারণত ইনসুলিন বা মেটফর্মিন বন্ধ করা হয়।
👉🏼 ৬–১৩ সপ্তাহ পর ফাস্টিং গ্লুকোজ বা HbA1c পরীক্ষা করা হয়।

✅ প্রসব পরবর্তী বার্ষিক ফলোআপ:
প্রসবের পর থেকে প্রতি বছর ডায়াবেটিস স্ক্রিনিং করতে হবে, কারণ ভবিষ্যতে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি থেকে যায়।

✍️

👩‍⚕️ ডাঃ আছমা খাতুন অরোরা
এম.বি.বি.এস., বি.সি.এস. (স্বাস্থ্য), ডি.জি. প্রথম অ্যাওয়ার্ড,
এফ.সি.পি.এস. (গাইনী ও প্রসূতিবিদ্যা),
এম.এস. (গাইনী ও প্রসূতিবিদ্যা),
এম.এ.সি.পি. (আমেরিকা),
এ.এফ.এ.সি.এস. (আমেরিকা),
এম.আর.সি.ও.জি. (এফপি, লন্ডন, ইংল্যান্ড),
সি.এম.ইউ. (আল্ট্রাসাউন্ড),
ল্যাপারোস্কোপিক ও হিস্টেরোস্কোপিক সার্জারি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।
গাইনী, প্রসূতি ও নিঃসন্তান দম্পতিদের বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন।

🏥 পদ্মা জেনারেল হাসপাতাল লিমিটেড
📍২৯০ সোনারগাঁও রোড, কাঁঠাল বাগান ঢালে, ঢাকা-১২০৫।
🚊 কাওরানবাজার মেট্রোরেল (MRT) স্টেশন/ কাওরানবাজার গোলচত্বর মোড় থেকে সুন্দরবন হোটেল বরাবর ১ মিনিট হাঁটার দূরত্বে।
📞 সিরিয়ালের জন্য: ০১৮৩৭-৯৩০৩৩২, ০১৭৭১-৩১৪৩১৯
🗓️ রোগী দেখার সময়: শনি, রবি, মঙ্গল ও বুধ (দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা)
জরুরী অপারেশন সেবা: প্রতিদিন।

🏥 ডেলটা হেল্থকেয়ার মিরপুর লিমিটেড
📍প্লট # ৪ ও ৫, সেকশন # ০৭, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
🚊 মিরপুর-১১ মেট্রোরেল (MRT) স্টেশন সংলগ্ন।
📞 সিরিয়ালের জন্য: ০১৪০৭-০৭৫৭১৪, ০১৪০৭-০৭৫৭১৫, ০১৮৪১-৯১৪৯১৪, ০১৮৪১-৯১৪৯১৫
🗓️ রোগী দেখার সময়: শনি, রবি, মঙ্গল ও বুধ (সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা)
জরুরী অপারেশন সেবা: প্রতিদিন।

💬 হোয়াটসঅ্যাপ (জরুরী এ্যাপয়েন্টমেন্ট/ অনলাইন কন্সালটেশন): ০১৭৪৭-৭৭৭৮১৯

নারীস্বাস্থ্য ও গর্ভধারণ-বিষয়ক সচেতনতামূলক তথ্য ও জিজ্ঞাসার উত্তর পেতে আমাদের সাথে থাকুন!
👩‍⚕️ ফেইসবুক পেইজ: Dr. Asma Aurora - Obs & Gyn Specialist & Surgeon
🤱 ফেইসবুক গ্রুপ: Dr. Asma Aurora - Obs & Gyn Specialist & Surgeon
🌐 ওয়েবসাইট: www.drasmaaurora.com

#সার্জন #নরমাল #সিজার #সিস্ট #পিরিয়ড #মাসিক #বন্ধ্যাত্ব #নিঃসন্তান

উত্তর ঢাকার, বিশেষ করে মিরপুর, খিলক্ষেত ও উত্তরার রোগীদের দীর্ঘদিনের অনুরোধের প্রেক্ষিতে এখন থেকে পদ্মার পাশাপাশি মিরপুর...
05/11/2025

উত্তর ঢাকার, বিশেষ করে মিরপুর, খিলক্ষেত ও উত্তরার রোগীদের দীর্ঘদিনের অনুরোধের প্রেক্ষিতে এখন থেকে পদ্মার পাশাপাশি মিরপুর-১১ এর ডেল্টা হেলথকেয়ার মিরপুর হাসপাতালে নিয়মিত চেম্বার ও সবধরনের অপারেশন করছি।

উভয় চেম্বারের আপডেটেড সময়সূচী নিচে দেওয়া হলো:

🏥 পদ্মা জেনারেল হাসপাতাল লিমিটেড
📍২৯০ সোনারগাঁও রোড, কাঁঠাল বাগান ঢালে, ঢাকা-১২০৫।
🚊 কাওরানবাজার মেট্রোরেল স্টেশন (MRT)/ কাওরানবাজার গোলচত্বর মোড় থেকে সুন্দরবন হোটেল বরাবর ১ মিনিট হাঁটার দূরত্বে।
📞 সিরিয়ালের জন্য: ০১৮৩৭-৯৩০৩৩২, ০১৭৭১-৩১৪৩১৯
🗓️ রোগী দেখার সময়: শনি, রবি, মঙ্গল ও বুধ (দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত)
জরুরী অপারেশন সেবা: প্রতিদিন।

🏥 ডেলটা হেল্থকেয়ার মিরপুর লিমিটেড
📍প্লট # ৪ ও ৫, সেকশন # ০৭, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
🚊 মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন (MRT) থেকে কেন্দ্রীয় মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের দিকে ১ মিনিট হাঁটার দূরত্বে।
📞 সিরিয়ালের জন্য: ০১৪০৭-০৭৫৭১৪, ০১৪০৭-০৭৫৭১৫, ০১৮৪১-৯১৪৯১৪, ০১৮৪১-৯১৪৯১৫
🗓️ রোগী দেখার সময়: শনি, রবি, মঙ্গল ও বুধ (সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত)
জরুরী অপারেশন সেবা: প্রতিদিন।

💬 হোয়াটসঅ্যাপ (জরুরী এ্যাপয়েন্টমেন্ট/ অনলাইন কন্সালটেশন): ০১৭৪৭-৭৭৭৮১৯

নারীস্বাস্থ্য ও গর্ভধারণ-বিষয়ক সচেতনতামূলক তথ্য ও জিজ্ঞাসার উত্তর পেতে আমাদের সাথে থাকুন!
👩‍⚕️ ফেইসবুক পেইজ: Dr. Asma Aurora - Obs & Gyn Specialist & Surgeon
🤱 ফেইসবুক গ্রুপ: Dr. Asma Aurora - Obs & Gyn Specialist & Surgeon
🌐 ওয়েবসাইট: www.drasmaaurora.com

#সার্জন #নরমাল #সিজার #সিস্ট #পিরিয়ড #মাসিক #বন্ধ্যাত্ব #নিঃসন্তান #স্ত্রীরোগ

ঢাকায় চেম্বার শুরু করার একদম প্রথম দিকে মিসেস রুমিলাল এসেছিল আমার চেম্বারে। আমার হাত দিয়েই তার এই মিষ্টি বাবুটি পৃথিবী...
03/11/2025

ঢাকায় চেম্বার শুরু করার একদম প্রথম দিকে মিসেস রুমিলাল এসেছিল আমার চেম্বারে। আমার হাত দিয়েই তার এই মিষ্টি বাবুটি পৃথিবীতে আসে। ❤️❤️❤️

তারপরের তিন বছরে তাদের পরিবারের সব মহিলা রোগীর একমাত্র ডাক্তার আমি, সম্ভবত দশটারও বেশি অপারেশন করেছি এই পরিবারে। পুরান ঢাকার এই নিম্নমধ্যবিত্ত পরিবারের একটা বিশেষত্ব আছে, যা আমাকে বরাবরই মুগ্ধ করেছে---
চিকিৎসায় কখনও বিলম্ব না করা।

চেম্বারে বারবার আসতে আসতে এই বাবুটি এখন আমার কাছে আমার নিজের বাবুর মতোই। 🥰

ছোটবেলা থেকেই নুপুর পরা আমার খুব প্রিয় ছিল। নিজের মেয়ে না থাকায়, রুমিলালের মেয়ের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট উপহার ছিল, একজোড়া নুপুর।

ছোট্ট বাবুটা বাসায় গিয়েই পায়ে পরে ছবি তুলে পাঠিয়েছে, মন ভালো হয়ে যাওয়ার মত একটা ছবি।

ভালোবাসা নিরন্তর...❤️💫

✍️

👩‍⚕️ ডাঃ আছমা খাতুন অরোরা
এম.বি.বি.এস., বি.সি.এস. (স্বাস্থ্য), ডি.জি. প্রথম অ্যাওয়ার্ড,
এফ.সি.পি.এস. (গাইনী ও প্রসূতিবিদ্যা),
এম.এস. (গাইনী ও প্রসূতিবিদ্যা),
এম.এ.সি.পি. (আমেরিকা),
এ.এফ.এ.সি.এস. (আমেরিকা),
এম.আর.সি.ও.জি. (এফপি, লন্ডন, ইংল্যান্ড),
সি.এম.ইউ. (আল্ট্রাসাউন্ড),
ল্যাপারোস্কোপিক ও হিস্টেরোস্কোপিক সার্জারি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।
গাইনী, প্রসূতি ও নিঃসন্তান দম্পতিদের বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন।

🏥 পদ্মা জেনারেল হাসপাতাল লিমিটেড
📍২৯০ সোনারগাঁও রোড, কাঁঠাল বাগান ঢালে, ঢাকা-১২০৫।
🚊 কাওরানবাজার মেট্রোরেল স্টেশন (MRT)/ কাওরানবাজার গোলচত্বর মোড় থেকে সুন্দরবন হোটেল বরাবর ১ মিনিট হাঁটার দূরত্বে।
📞 সিরিয়ালের জন্য: ০১৮৩৭-৯৩০৩৩২, ০১৭৭১-৩১৪৩১৯
🗓️ রোগী দেখার সময়: শনি, রবি, মঙ্গল ও বুধ (দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা)
জরুরী অপারেশন সেবা: প্রতিদিন।

🏥 ডেলটা হেল্থকেয়ার মিরপুর লিমিটেড
📍প্লট # ৪ ও ৫, সেকশন # ০৭, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
🚊 মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন (MRT) থেকে কেন্দ্রীয় মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের দিকে ১ মিনিট হাঁটার দূরত্বে।
📞 সিরিয়ালের জন্য: ০১৪০৭-০৭৫৭১৪, ০১৪০৭-০৭৫৭১৫, ০১৮৪১-৯১৪৯১৪, ০১৮৪১-৯১৪৯১৫
🗓️ রোগী দেখার সময়: শনি, রবি, মঙ্গল ও বুধ (সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা)
জরুরী অপারেশন সেবা: প্রতিদিন।

💬 হোয়াটসঅ্যাপ (জরুরী এ্যাপয়েন্টমেন্ট/ অনলাইন কন্সালটেশন): ০১৭৪৭-৭৭৭৮১৯

নারীস্বাস্থ্য ও গর্ভধারণ-বিষয়ক সচেতনতামূলক তথ্য ও জিজ্ঞাসার উত্তর পেতে আমাদের সাথে থাকুন!
👩‍⚕️ ফেইসবুক পেইজ: Dr. Asma Aurora - Obs & Gyn Specialist & Surgeon
🤱 ফেইসবুক গ্রুপ: Dr. Asma Aurora - Obs & Gyn Specialist & Surgeon
🌐 ওয়েবসাইট: www.drasmaaurora.com

#সার্জন #নরমাল #সিজার #সিস্ট #পিরিয়ড #মাসিক #বন্ধ্যাত্ব #নিঃসন্তান

Factory of happiness — where princes and princesses are born every day! 😍👶
31/10/2025

Factory of happiness — where princes and princesses are born every day! 😍👶

উচ্চ রক্তচাপ, থাইরয়েডের সমস্যা ও ডায়াবেটিস নিয়ে জরায়ুর টিউমারের অপারেশন! 🩺সিলেট থেকে এসেছিলেন মিসেস রাজনা।উচ্চ রক্তচ...
25/10/2025

উচ্চ রক্তচাপ, থাইরয়েডের সমস্যা ও ডায়াবেটিস নিয়ে জরায়ুর টিউমারের অপারেশন! 🩺

সিলেট থেকে এসেছিলেন মিসেস রাজনা।

উচ্চ রক্তচাপ, থাইরয়েডের সমস্যা আর ডায়াবেটিস - সব মিলিয়ে জরায়ুর টিউমারের অপারেশন করাতে ভয় পাচ্ছিলেন তিনি। প্রথম দিন তাঁর চোখে-মুখে ছিল ভয় আর দুশ্চিন্তা।

আলহামদুলিল্লাহ, অপারেশন সফল হয়েছে, এখন তিনি পুরোপুরি সুস্থ।

ফিরে গেছেন সিলেটে - সাথে নিয়ে গেছেন আমাদের ভালোবাসা, আর রেখে গেছেন একগাদা সিলেটি উপহার, সাথে সিলেট ভ্রমণের আমন্ত্রণ! 💐💕

ভালো থাকুন মিসেস রাজনা,
ভালোবাসা নিরন্তর! ❤️

✍️

👩‍⚕️ ডাঃ আছমা খাতুন অরোরা
এম.বি.বি.এস., বি.সি.এস. (স্বাস্থ্য), ডি.জি. প্রথম অ্যাওয়ার্ড,
এফ.সি.পি.এস. (গাইনী ও প্রসূতিবিদ্যা),
এম.এস. (গাইনী ও প্রসূতিবিদ্যা),
এম.এ.সি.পি. (আমেরিকা),
এ.এফ.এ.সি.এস. (আমেরিকা),
এম.আর.সি.ও.জি. (এফপি, লন্ডন, ইংল্যান্ড),
সি.এম.ইউ. (আল্ট্রাসাউন্ড),
ল্যাপারোস্কোপিক ও হিস্টেরোস্কোপিক সার্জারি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।
গাইনী, প্রসূতি ও নিঃসন্তান দম্পতিদের বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন।

🏥 পদ্মা জেনারেল হাসপাতাল লিমিটেড
📍২৯০ সোনারগাঁও রোড, কাঁঠাল বাগান ঢালে, ঢাকা-১২০৫।
🚊 কাওরানবাজার মেট্রোরেল স্টেশন (MRT)/ কাওরানবাজার গোলচত্বর মোড় থেকে সুন্দরবন হোটেল বরাবর ১ মিনিট হাঁটার দূরত্বে।
📞 সিরিয়ালের জন্য: ০১৮৩৭-৯৩০৩৩২, ০১৭৭১-৩১৪৩১৯
🗓️ রোগী দেখার সময়: শনি, রবি, মঙ্গল ও বুধ (দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা)
জরুরী অপারেশন সেবা: প্রতিদিন।

🏥 ডেলটা হেল্থকেয়ার মিরপুর লিমিটেড
📍প্লট # ৪ ও ৫, সেকশন # ০৭, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
🚊 মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন (MRT) থেকে কেন্দ্রীয় মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের দিকে ১ মিনিট হাঁটার দূরত্বে।
📞 সিরিয়ালের জন্য: ০১৪০৭-০৭৫৭১৪, ০১৪০৭-০৭৫৭১৫, ০১৮৪১-৯১৪৯১৪, ০১৮৪১-৯১৪৯১৫
🗓️ রোগী দেখার সময়: শনি, রবি, মঙ্গল ও বুধ (সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা)
জরুরী অপারেশন সেবা: প্রতিদিন।

💬 হোয়াটসঅ্যাপ (জরুরী এ্যাপয়েন্টমেন্ট/ অনলাইন কন্সালটেশন): ০১৭৪৭-৭৭৭৮১৯

নারীস্বাস্থ্য ও গর্ভধারণ-বিষয়ক সচেতনতামূলক তথ্য ও জিজ্ঞাসার উত্তর পেতে আমাদের সাথে থাকুন!
👩‍⚕️ ফেইসবুক পেইজ: Dr. Asma Aurora - Obs & Gyn Specialist & Surgeon
🤱 ফেইসবুক গ্রুপ: Dr. Asma Aurora - Obs & Gyn Specialist & Surgeon
🌐 ওয়েবসাইট: www.drasmaaurora.com

#সার্জন #নরমাল #সিজার #সিস্ট #পিরিয়ড #মাসিক #বন্ধ্যাত্ব #নিঃসন্তান #গায়নি #গায়নী #স্ত্রীরোগ

এই ছবিগুলোর প্রতিটি মানুষ  আমার সহকর্মী, আমার সাথে কর্মরত নিবেদিতপ্রাণ নার্সরা। তাদের কেউ নিজের ল্যাপারোস্কপি অপারেশন, ক...
22/10/2025

এই ছবিগুলোর প্রতিটি মানুষ আমার সহকর্মী, আমার সাথে কর্মরত নিবেদিতপ্রাণ নার্সরা।

তাদের কেউ নিজের ল্যাপারোস্কপি অপারেশন, কেউ নিজের সিজারিয়ান সেকশন, আবার কেউ নিজের মায়ের হিস্টেরেকটমি অপারেশন আমার হাতে সম্পন্ন করেছেন।

চিকিৎসক হিসেবে যাদের সঙ্গে প্রতিদিন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, সেই নার্সদের জীবনের সবচেয়ে সংবেদনশীল মুহূর্তে আমার উপর এই আস্থা- সত্যিই আমার পেশাজীবনের সর্বোচ্চ সম্মান।

আমি কৃতজ্ঞ, গর্বিত ও অনুপ্রাণিত যে আমি একজন গাইনোকোলজিস্ট 👩‍⚕️
প্রতিদিন নারীর সুস্থতা, নিরাপত্তা ও মাতৃত্বের সুখ নিশ্চিত করার পথে তাদের মতো সহযোদ্ধারা পাশে আছেন, এটাই আমার সবচেয়ে বড় শক্তি। ❤️

✍️

👩‍⚕️ ডাঃ আছমা খাতুন অরোরা
এম.বি.বি.এস., বি.সি.এস. (স্বাস্থ্য), ডি.জি. প্রথম অ্যাওয়ার্ড,
এফ.সি.পি.এস. (গাইনী ও প্রসূতিবিদ্যা),
এম.এস. (গাইনী ও প্রসূতিবিদ্যা),
এম.এ.সি.পি. (আমেরিকা),
এ.এফ.এ.সি.এস. (আমেরিকা),
এম.আর.সি.ও.জি. (এফপি, লন্ডন, ইংল্যান্ড),
সি.এম.ইউ. (আল্ট্রাসাউন্ড),
ল্যাপারোস্কোপিক ও হিস্টেরোস্কোপিক সার্জারি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।
গাইনী, প্রসূতি ও নিঃসন্তান দম্পতিদের বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন।

🏥 পদ্মা জেনারেল হাসপাতাল লিমিটেড
📍২৯০ সোনারগাঁও রোড, কাঁঠাল বাগান ঢালে, ঢাকা-১২০৫।
🚊 কাওরানবাজার মেট্রোরেল স্টেশন (MRT)/ কাওরানবাজার গোলচত্বর মোড় থেকে সুন্দরবন হোটেল বরাবর ১ মিনিট হাঁটার দূরত্বে।
📞 সিরিয়ালের জন্য: ০১৮৩৭-৯৩০৩৩২, ০১৭৭১-৩১৪৩১৯
🗓️ রোগী দেখার সময়: শনি, রবি, মঙ্গল ও বুধ (দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা)
জরুরী অপারেশন সেবা: প্রতিদিন।

🏥 ডেলটা হেল্থকেয়ার মিরপুর লিমিটেড
📍প্লট # ৪ ও ৫, সেকশন # ০৭, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
🚊 মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন (MRT) থেকে কেন্দ্রীয় মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের দিকে ১ মিনিট হাঁটার দূরত্বে।
📞 সিরিয়ালের জন্য: ০১৪০৭-০৭৫৭১৪, ০১৪০৭-০৭৫৭১৫, ০১৮৪১-৯১৪৯১৪, ০১৮৪১-৯১৪৯১৫
🗓️ রোগী দেখার সময়: শনি, রবি, মঙ্গল ও বুধ (সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা)
জরুরী অপারেশন সেবা: প্রতিদিন।

💬 হোয়াটসঅ্যাপ (জরুরী এ্যাপয়েন্টমেন্ট/ অনলাইন কন্সালটেশন): ০১৭৪৭-৭৭৭৮১৯

নারীস্বাস্থ্য ও গর্ভধারণ-বিষয়ক সচেতনতামূলক তথ্য ও জিজ্ঞাসার উত্তর পেতে আমাদের সাথে থাকুন!
👩‍⚕️ ফেইসবুক পেইজ: Dr. Asma Aurora - Obs & Gyn Specialist & Surgeon
🤱 ফেইসবুক গ্রুপ: Dr. Asma Aurora - Obs & Gyn Specialist & Surgeon
🌐 ওয়েবসাইট: www.drasmaaurora.com

#সার্জন #নরমাল #সিজার #সিস্ট #পিরিয়ড #মাসিক #বন্ধ্যাত্ব #নিঃসন্তান #গায়নি #গায়নী #স্ত্রীর

গল্পটা অনেক বড়… কিন্তু শেষটা ভীষণ সুন্দর। ❤️বারবার আশাহত হওয়া, সাথে অনেকগুলো কমপ্লিকেশন নিয়ে হাইরিস্ক প্রেগনেন্সির নয...
13/10/2025

গল্পটা অনেক বড়… কিন্তু শেষটা ভীষণ সুন্দর। ❤️

বারবার আশাহত হওয়া, সাথে অনেকগুলো কমপ্লিকেশন নিয়ে হাইরিস্ক প্রেগনেন্সির নয় মাসের এই জার্নিটা মোটেও সহজ ছিল না।

আলহামদুলিল্লাহ, সব কষ্টের পথ পাড়ি দিয়ে অবশেষে মায়ের কোলজুড়ে আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটা পরী।❤️

এই নয় মাসের কঠিন পথচলায় সম্পর্কটা শুধু ডাক্তার-রোগীর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং পরিণত হয়েছে ছোটবোন আর বড়বোনের সম্পর্কে! ❤️

আমার এই মিষ্টি ছোটবোন, তার পরী সোনামনি ও কেয়ারিং পরিবারের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো! 😇🥰

✍️

👩‍⚕️ ডাঃ আছমা খাতুন অরোরা
এম.বি.বি.এস., বি.সি.এস. (স্বাস্থ্য), ডি.জি. প্রথম অ্যাওয়ার্ড,
এফ.সি.পি.এস. (গাইনী ও প্রসূতিবিদ্যা),
এম.এস. (গাইনী ও প্রসূতিবিদ্যা),
এম.এ.সি.পি. (আমেরিকা),
এ.এফ.এ.সি.এস. (আমেরিকা),
এম.আর.সি.ও.জি. (এফপি, লন্ডন, ইংল্যান্ড),
সি.এম.ইউ. (আল্ট্রাসাউন্ড),
ল্যাপারোস্কোপিক ও হিস্টেরোস্কোপিক সার্জারি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।
গাইনী, প্রসূতি ও নিঃসন্তান দম্পতিদের বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন।

🏥 পদ্মা জেনারেল হাসপাতাল লিমিটেড
📍২৯০ সোনারগাঁও রোড, কাঁঠাল বাগান ঢালে, ঢাকা-১২০৫।
🚊 কাওরানবাজার মেট্রোরেল স্টেশন (MRT)/ কাওরানবাজার গোলচত্বর মোড় থেকে সুন্দরবন হোটেল বরাবর ১ মিনিট হাঁটার দূরত্বে।
📞 সিরিয়ালের জন্য: ০১৮৩৭-৯৩০৩৩২, ০১৭৭১-৩১৪৩১৯
🗓️ রোগী দেখার সময়: শনি, রবি, মঙ্গল ও বুধ (দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা)
জরুরী অপারেশন সেবা: প্রতিদিন।

🏥 ডেলটা হেল্থকেয়ার মিরপুর লিমিটেড
📍প্লট # ৪ ও ৫, সেকশন # ০৭, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
🚊 মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন (MRT) থেকে কেন্দ্রীয় মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের দিকে ১ মিনিট হাঁটার দূরত্বে।
📞 সিরিয়ালের জন্য: ০১৪০৭-০৭৫৭১৪, ০১৪০৭-০৭৫৭১৫, ০১৮৪১-৯১৪৯১৪, ০১৮৪১-৯১৪৯১৫
🗓️ রোগী দেখার সময়: শনি, রবি, মঙ্গল ও বুধ (সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা)
জরুরী অপারেশন সেবা: প্রতিদিন।

💬 হোয়াটসঅ্যাপ (জরুরী এ্যাপয়েন্টমেন্ট/ অনলাইন কন্সালটেশন): ০১৭৪৭-৭৭৭৮১৯

নারীস্বাস্থ্য ও গর্ভধারণ-বিষয়ক সচেতনতামূলক তথ্য ও জিজ্ঞাসার উত্তর পেতে আমাদের সাথে থাকুন!
👩‍⚕️ ফেইসবুক পেইজ: Dr. Asma Aurora - Obs & Gyn Specialist & Surgeon
🤱 ফেইসবুক গ্রুপ: Dr. Asma Aurora - Obs & Gyn Specialist & Surgeon
🌐 ওয়েবসাইট: www.drasmaaurora.com

দীর্ঘ ১৯ বছর পর যখন অফুরন্ত সুখের দেখা! ❤️❤️ছবিতে আমার সাথে তিনজন ফুটফুটে সন্তানসহ এক খুবই সুখী দম্পতিকে দেখা যাচ্ছে। কা...
09/10/2025

দীর্ঘ ১৯ বছর পর যখন অফুরন্ত সুখের দেখা! ❤️❤️

ছবিতে আমার সাথে তিনজন ফুটফুটে সন্তানসহ এক খুবই সুখী দম্পতিকে দেখা যাচ্ছে। কানায় কানায় পূর্ণ পারিবারিক সুখ। আলহামদুলিল্লাহ! ❤️💕

কিন্তু এখন থেকে চার বছর আগে তাদের জীবনের গল্পটা মোটেও সুখের ছিল না। বিয়ের পর থেকেই এই দম্পতি দীর্ঘ ১৯ বছর ধরে সন্তানের জন্য অফুরন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। সন্তান লাভের প্রত্যাশায় কোন কিছুই যেন করতে বাদ রাখেননি। কিন্তু কিছুতেই কিছু হয়ে উঠছিল না।

অবশেষে চার বছর পূর্বে আমার চিকিৎসায় অল্প সময়ের মধ্যেই কনসিভ করলেন মা, আর কোল জুড়ে এলো একজন নয় - দুইজন টুইন সন্তান- দেখতে একেবারে রাজপুত্র আর রাজকন্যার মতো! 🥰🥰

আর তার ঠিক তিন বছর পর আবারও আমার কাছে এলেন মা। এবার তাদের চাই তৃতীয় সন্তান। মাশাআল্লাহ, আমার তত্বাবধানে মায়ের কোল আলোকিত করে এবার এলো তৃতীয় চাঁদমুখ। আর প্রথম দুইজন রাজপুত্র আর রাজকন্যা আমার চেম্বারে এলো আমার গেষ্ট হিসেবে, তৃতীয় আরেকজন গেষ্টকে অভ্যর্থনা জানাতে! ❤️😇

রোগীদের জীবনের পরম সুখের এই মুহুর্তগুলোই যেন ডাক্তার হিসেবে আমার সবচেয়ে বড় পাওয়া! ❤️💕

✍️

👩‍⚕️ ডাঃ আছমা খাতুন অরোরা
এম.বি.বি.এস., বি.সি.এস. (স্বাস্থ্য), ডি.জি. প্রথম অ্যাওয়ার্ড,
এফ.সি.পি.এস. (গাইনী ও প্রসূতিবিদ্যা),
এম.এস. (গাইনী ও প্রসূতিবিদ্যা),
এম.এ.সি.পি. (আমেরিকা),
এ.এফ.এ.সি.এস. (আমেরিকা),
এম.আর.সি.ও.জি. (এফপি, লন্ডন, ইংল্যান্ড),
সি.এম.ইউ. (আল্ট্রাসাউন্ড),
ল্যাপারোস্কোপিক ও হিস্টেরোস্কোপিক সার্জারি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।
গাইনী, প্রসূতি ও নিঃসন্তান দম্পতিদের বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন।

🏥 পদ্মা জেনারেল হাসপাতাল লিমিটেড
📍২৯০ সোনারগাঁও রোড, কাঁঠাল বাগান ঢালে, ঢাকা-১২০৫।
🚊 কাওরানবাজার মেট্রোরেল স্টেশন (MRT)/ কাওরানবাজার গোলচত্বর মোড় থেকে সুন্দরবন হোটেল বরাবর ১ মিনিট হাঁটার দূরত্বে।
📞 সিরিয়ালের জন্য: ০১৮৩৭-৯৩০৩৩২, ০১৭৭১-৩১৪৩১৯
🗓️ রোগী দেখার সময়: শনি, রবি, মঙ্গল ও বুধ (দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা)
জরুরী অপারেশন সেবা: প্রতিদিন।

🏥 ডেলটা হেল্থকেয়ার মিরপুর লিমিটেড
📍প্লট # ৪ ও ৫, সেকশন # ০৭, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
🚊 মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন (MRT) থেকে কেন্দ্রীয় মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের দিকে ১ মিনিট হাঁটার দূরত্বে।
📞 সিরিয়ালের জন্য: ০১৪০৭-০৭৫৭১৪, ০১৪০৭-০৭৫৭১৫, ০১৮৪১-৯১৪৯১৪, ০১৮৪১-৯১৪৯১৫
🗓️ রোগী দেখার সময়: শনি, রবি, মঙ্গল ও বুধ (সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা)
জরুরী অপারেশন সেবা: প্রতিদিন।

💬 হোয়াটসঅ্যাপ (জরুরী এ্যাপয়েন্টমেন্ট/ অনলাইন কন্সালটেশন): ০১৭৪৭-৭৭৭৮১৯

নারীস্বাস্থ্য ও গর্ভধারণ-বিষয়ক সচেতনতামূলক তথ্য ও জিজ্ঞাসার উত্তর পেতে আমাদের সাথে থাকুন!
👩‍⚕️ ফেইসবুক পেইজ: Dr. Asma Aurora - Obs & Gyn Specialist & Surgeon
🤱 ফেইসবুক গ্রুপ: Dr. Asma Aurora - Obs & Gyn Specialist & Surgeon
🌐 ওয়েবসাইট: www.drasmaaurora.com

#সার্জন #নরমাল #সিজার #সিস্ট #পিরিয়ড #মাসিক #বন্ধ্যাত্ব #নিঃসন্তান #গায়নি #গায়নী #স্ত্রীরোগ

Address

290 Sonargaon Road, Kathal Bagan Dhal
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Asma Aurora - Obs & Gyn Specialist & Surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram