09/05/2023
রোগীর নাম জিয়া উদ্দিন, দীর্ঘমেয়াদী স্নায়বিক সমস্যার চিকিৎসা নিতে রমজানের আগে নেত্রকোনা থেকে ঢাকার চেম্বারে এসেছিলেন। অতঃপর একটি মাত্র কম্বাইন্ড থেরাপির সেশন+ তিন সপ্তাহের ঔষধে শরীরের ব্যালেন্স ঠিক হওয়ায় অনেক রোগী আমার কাছে তিনি রেফার করেছেন। তবে আমি কমপক্ষে তিনটি সেশন লাগবে বলেছিলাম, গ্রামীণ মন মানসিকতায় সুস্থ হওয়ার পর খুব কম মানুষই চিকিৎসা কন্টিনিউ করেন তিনিও তাদের ব্যতিক্রম নন। তাই বাকি দুটি সেশন তিনি কবে নিবেন অথবা নিবেন কিনা তার ব্যাপারে আমি শিওর নই।
কিন্তু হঠাৎ ফোন করে বললেন যে ডাক্তার মামা, আমি তিন চিল্লায় যাব, আমাকে চার মাসের জন্য মেডিসিন দিতে হবে। অতঃপর ওষুধের কিছু খরচ এডভান্স নিয়ে চার মাসের মেডিসিন আজ পাঠিয়ে দিলাম, নিতে এসেছিলেন তার শ্যালক শালম নামে পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত একজন পুলিশ কর্মকর্তা।
আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা ও শান্তি দান করেন, এলাহী আমিন।
✍️ Chief Consultant