
26/07/2025
প্রকৃতপক্ষে যৌন সমস্যা হলে, সাপ্লিমেন্ট খেয়ে কখনো সমাধান হয় না। যে ধরণের বিজ্ঞাপন দেখানো হয় এবং যেভাবে প্রচার করা হচ্ছে, তাতে করে নিশ্চিত এর ভিতর যৌন উত্তেজনা মূলক মেডিসিন আছে। প্রকৃতপক্ষে যৌন সমস্যা হলে, কি কারণে যৌন সমস্যা হচ্ছে সেটাকে ফাইন্ড আউট করতে হবে, সেই অনুযায়ী চিকিৎসা নিলে, আলহামদুলিল্লাহ! ভালো রেজাল্ট হবে এবং স্থায়ী হবে। প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিক শাস্ত্র ইউনানী এগুলো যৌন রোগের চিকিৎসা হয়ে আসছে। পরবর্তীতে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ২০০ বছর ধরে হোমিওপ্যাথি স্থায়ী এবং কার্যকর চিকিৎসা দিয়ে আসছে। বর্তমান সময়ে স্কয়ার, বেক্সিমকো এর মত নামিদামি কোম্পানি তাদের ইউনানী বা হারবাল নামে কিছু আলাদা ইউনিট খুলে কিছু মেডিসিন প্রোডাকশন করছে যেমন জিনসেং। তারাও কখনো এগুলো দিয়ে এভাবে নিলজ্জের মত বিজ্ঞাপন দেয় না । যেমনটি এলোপ্যাথি নামের কিছু ডাক্তার বাজারে হকারী করে বেড়াচ্ছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি, এটা ডাক্তারদের সম্মানহানী করা হচ্ছে। কারণ সমাজে তাদের একটা সম্মান আছে। প্রকৃতপক্ষে যৌন সমস্যা হলে, রোগীরাই ডাক্তারদের খুঁজে নেবে। ফেসবুকে এসে এরকম নগ্ন ভাবে বিজ্ঞাপন দেয়ার কোন প্রয়োজন আসে না। এ ধরনের বিজ্ঞাপন কারা দিতে পারে?, যাদের সমাজে স্বীকৃতি নেই, যাদের পেশাগত সম্মান নেই ,তারা হকারের মতো বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রলুব্ধ করে, কিছু ইনকাম করতে পারে। যারা সমাজ শিক্ষিত , সমাজে যাদের মানদন্ডে বিচার করা হয়, তারা কি করে এই ধরনের পথ বেঁচে নেয়? আমি মনে করি এটা লজ্জার, সম্মান হানি। সর্বশেষ ২০০ বছর ধরে রাজত্ব করছে হোমিওপ্যাথি। এখানে অনেক ঔষধি ভেষজ আছে যেগুলো যৌন সমস্যার স্থায়ীভাবে সমাধান করে যেমন জিনসেং, জামিয়ানা, নূফার লুটিয়া, ওহেম ব্রিমিয়াম, অশ্বগন্ধা, ইক্ষুগন্ধা, ট্রিবুলাস, শিলাজিৎ, মুইরা পুয়ামা।, দ্রুত বীর্যপাত সমাধানে কাজ করে লাইকোপোডিয়াম, ক্যানাডিয়াম, সিপিয়া, অ্যাসিড ফস, এগনাসকাস্ট, সেলিনিয়াম, টিটানিয়াম, জিনকাম মেটালিকাম, নাক্স, ফসফরাস এছাড়াও আরো অনেক মেডিসিন আছে। লক্ষণ অনুযায়ী যেটা সবচেয়ে কার্যকারী সেই মেডিসিন সিলেকশন করতে হবে । রোগীর লক্ষণ অনুযায়ী মেডিসিন নির্বাচন করলে তাহলে রোগী স্থায়ীভাবে আরোগ্য লাভ করবে। তখন যৌন সমস্যা বলে কোন সমস্যা থাকবে না । কিন্তু এইভাবে ঢালাওভাবে ফুড সাপ্লিমেন্টে কখনো যৌন রোগ আরোগ্য হয় না । এটা এক ধরনের প্রতারণা। কিন্তু কোন হোমিও ডাক্তার, এইভাবে নিলজ্জের মত বিজ্ঞাপন দেয় না। আর এলোপ্যাথিতে যৌন রোগের স্থায়ী তেমন কোনো মেডিসিন নাই। যেগুলো আছে যৌন উত্তেজনা ওয়ান টাইম বা অস্থায়ী চিকিৎসা । এ ধরনের চিকিৎসাতে আপাতদৃষ্টিতে রোগ আরোগ্য হয় না ,শুধুমাত্র সাময়িক উত্তেজনা সৃষ্টি করে। পরবর্তীতে দেখা যায় এতে স্থায়ী রোগ আরো প্রকোট আকার ধারণ করে। তাই সাবধান চটকদার বিজ্ঞাপন দেখে বা কারোর কমেন্টস দেখে অনুপ্রাণিত হবেন না। এ ধরনের কমেন্টস তাদের কেনা হয়েছে, বা তাদের লোক। আপনি যদি ব্যাট কমেন্টস করেন বা রেজাল্ট পাননি লেখেন, দেখবেন আপনার কমেন্ট থাকবে না। কারণ এগুলো সবই তাদের সাজানো নাটক, বা সবই ব্যবসায়িক পলিসি। আপনার স্বাস্থ্য, আপনার সম্পদ। অবশ্যই আপনি রোগা গ্রস্ত হলে, ডাক্তারের শরণাপন্ন হন এবং স্থায়ী আরোগ্য লাভ করুন । ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব।