Computerized Homeopathy Research Center

Computerized Homeopathy Research Center Homeo medicine is the best solution for all disease of human beings. so everybody should take homeo

প্রকৃতপক্ষে  যৌন সমস্যা হলে, সাপ্লিমেন্ট খেয়ে কখনো সমাধান হয় না। যে ধরণের বিজ্ঞাপন দেখানো হয় এবং যেভাবে প্রচার করা হচ...
26/07/2025

প্রকৃতপক্ষে যৌন সমস্যা হলে, সাপ্লিমেন্ট খেয়ে কখনো সমাধান হয় না। যে ধরণের বিজ্ঞাপন দেখানো হয় এবং যেভাবে প্রচার করা হচ্ছে, তাতে করে নিশ্চিত এর ভিতর যৌন উত্তেজনা মূলক মেডিসিন আছে। প্রকৃতপক্ষে যৌন সমস্যা হলে, কি কারণে যৌন সমস্যা হচ্ছে সেটাকে ফাইন্ড আউট করতে হবে, সেই অনুযায়ী চিকিৎসা নিলে, আলহামদুলিল্লাহ! ভালো রেজাল্ট হবে এবং স্থায়ী হবে। প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিক শাস্ত্র ইউনানী এগুলো যৌন রোগের চিকিৎসা হয়ে আসছে। পরবর্তীতে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ২০০ বছর ধরে হোমিওপ্যাথি স্থায়ী এবং কার্যকর চিকিৎসা দিয়ে আসছে। বর্তমান সময়ে স্কয়ার, বেক্সিমকো এর মত নামিদামি কোম্পানি তাদের ইউনানী বা হারবাল নামে কিছু আলাদা ইউনিট খুলে কিছু মেডিসিন প্রোডাকশন করছে যেমন জিনসেং। তারাও কখনো এগুলো দিয়ে এভাবে নিলজ্জের মত বিজ্ঞাপন দেয় না । যেমনটি এলোপ্যাথি নামের কিছু ডাক্তার বাজারে হকারী করে বেড়াচ্ছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি, এটা ডাক্তারদের সম্মানহানী করা হচ্ছে। কারণ সমাজে তাদের একটা সম্মান আছে। প্রকৃতপক্ষে যৌন সমস্যা হলে, রোগীরাই ডাক্তারদের খুঁজে নেবে। ফেসবুকে এসে এরকম নগ্ন ভাবে বিজ্ঞাপন দেয়ার কোন প্রয়োজন আসে না। এ ধরনের বিজ্ঞাপন কারা দিতে পারে?, যাদের সমাজে স্বীকৃতি নেই, যাদের পেশাগত সম্মান নেই ,তারা হকারের মতো বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রলুব্ধ করে, কিছু ইনকাম করতে পারে। যারা সমাজ শিক্ষিত , সমাজে যাদের মানদন্ডে বিচার করা হয়, তারা কি করে এই ধরনের পথ বেঁচে নেয়? আমি মনে করি এটা লজ্জার, সম্মান হানি। সর্বশেষ ২০০ বছর ধরে রাজত্ব করছে হোমিওপ্যাথি। এখানে অনেক ঔষধি ভেষজ আছে যেগুলো যৌন সমস্যার স্থায়ীভাবে সমাধান করে যেমন জিনসেং, জামিয়ানা, নূফার লুটিয়া, ওহেম ব্রিমিয়াম, অশ্বগন্ধা, ইক্ষুগন্ধা, ট্রিবুলাস, শিলাজিৎ, মুইরা পুয়ামা।, দ্রুত বীর্যপাত সমাধানে কাজ করে লাইকোপোডিয়াম, ক্যানাডিয়াম, সিপিয়া, অ্যাসিড ফস, এগনাসকাস্ট, সেলিনিয়াম, টিটানিয়াম, জিনকাম মেটালিকাম, নাক্স, ফসফরাস এছাড়াও আরো অনেক মেডিসিন আছে। লক্ষণ অনুযায়ী যেটা সবচেয়ে কার্যকারী সেই মেডিসিন সিলেকশন করতে হবে । রোগীর লক্ষণ অনুযায়ী মেডিসিন নির্বাচন করলে তাহলে রোগী স্থায়ীভাবে আরোগ্য লাভ করবে। তখন যৌন সমস্যা বলে কোন সমস্যা থাকবে না । কিন্তু এইভাবে ঢালাওভাবে ফুড সাপ্লিমেন্টে কখনো যৌন রোগ আরোগ্য হয় না । এটা এক ধরনের প্রতারণা। কিন্তু কোন হোমিও ডাক্তার, এইভাবে নিলজ্জের মত বিজ্ঞাপন দেয় না। আর এলোপ্যাথিতে যৌন রোগের স্থায়ী তেমন কোনো মেডিসিন নাই। যেগুলো আছে যৌন উত্তেজনা ওয়ান টাইম বা অস্থায়ী চিকিৎসা । এ ধরনের চিকিৎসাতে আপাতদৃষ্টিতে রোগ আরোগ্য হয় না ,শুধুমাত্র সাময়িক উত্তেজনা সৃষ্টি করে। পরবর্তীতে দেখা যায় এতে স্থায়ী রোগ আরো প্রকোট আকার ধারণ করে। তাই সাবধান চটকদার বিজ্ঞাপন দেখে বা কারোর কমেন্টস দেখে অনুপ্রাণিত হবেন না। এ ধরনের কমেন্টস তাদের কেনা হয়েছে, বা তাদের লোক। আপনি যদি ব্যাট কমেন্টস করেন বা রেজাল্ট পাননি লেখেন, দেখবেন আপনার কমেন্ট থাকবে না। কারণ এগুলো সবই তাদের সাজানো নাটক, বা সবই ব্যবসায়িক পলিসি। আপনার স্বাস্থ্য, আপনার সম্পদ। অবশ্যই আপনি রোগা গ্রস্ত হলে, ডাক্তারের শরণাপন্ন হন এবং স্থায়ী আরোগ্য লাভ করুন । ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব।

Muria puama মুইরা পুয়ামা হল আমাজন অঞ্চলে জন্মানো একটি গুল্ম। এর কাঠ এবং মূল ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এটি হোমিওপ্যাথিতে ...
18/07/2025

Muria puama মুইরা পুয়ামা হল আমাজন অঞ্চলে জন্মানো একটি গুল্ম। এর কাঠ এবং মূল ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এটি হোমিওপ্যাথিতে ব্যবহৃত হয়, এছাড়াও আলিবাবা , আলীএক্সপ্রেস, আমাজন, বিভিন্ন পেজে ও google অনুসন্ধান করলে বিস্তারিত তথ্য উপাত্ত পেয়ে যাবেন। ফ্রান্সের গবেষণায় স্টাডিতে দেখা যায় প্রতিদিন দেড় গ্রাম মুইরা পুয়ামা ব্যবহার করে ৬২ পার্সেন্ট পুরুষের লিবিড এবং দ্রুত বীর্যপাতের সমস্যার সমাধান হয়েছে মুইরা পুয়ামা যৌন ব্যাধি, সুস্থ মানুষের যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি, দ্রুত বীর্যপাত রোধে,মাসিকের ব্যাধি, এবং মেয়েদের যৌন চাহিদা কম অর্থাৎ ভেজিনা ড্রাইনেস থাকে, তাদের হরমোনকে ব্যালেন্স করে । নারী পুরুষ উভয়ের ইনফারটালিটি দূর করে। জয়েন্টে ব্যথা এবং অন্যান্য অবস্থার জন্য ব্যবহৃত হয়, এটিকে আমাজনের ন্যাচারাল ভাগ্রা বলা হয়। তবুও এই ওষুধ ঢালাওভাবে ব্যবহার করা ঠিক না বড়জোর একমাস ব্যবহার করবেন পরবর্তীতে প্রয়োজন হলে গ্যাপ দিয়ে আবার ব্যবহার করবেন। তবে কারো যদি সত্যিই যৌন সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করলে যৌন সমস্যা স্থায়ীভাবে আরোগ্য হবে। ফেসবুকে প্রায়ই দেখি চটকদার বিজ্ঞাপন । এই ধরনের সাপ্লিমেন্ট বা সুপার ফুড জাতীয় মেডিসিন খেয়ে নিজেকে আত্মতৃপ্তিতে ভুগবেন না। বাস্তবিক পক্ষে চটকদার বিজ্ঞাপন যা দেখানো হয় তাতে বাস্তবতার সাথে কোন মিল থাকে না। অনেক সময় এইসব সাপ্লিমেন্ট এর ভেতর যৌন উত্তেজক কেমিক্যাল মিক্স থাকে যার কারণে এই ধরনের চটকদার বিজ্ঞাপন দিয়ে থাকে তারা। আমেরিকা দক্ষিণ আফ্রিকা উন্নত কান্ট্রিতে এই ওষুধটা বহুল ব্যবহৃত হয় কারণ এটাকে ন্যাচারাল ভাগ্রা হিসেবে ব্যবহার করে। যদিও ন্যাশনাল ভ্যাগ্রা বলা হয় তবুও কি ভাগ্রা মত শক্তিশালী হবে কখনোই না। ভেজোষ কখনোই ওয়ান টাইম ভায়াগ্রার মত কার্যকর হতে পারে না তবে ভেজোষ শরীরের জন্য অনেকটা নিরাপদ এবং কার্যকারী এবং ধীরে ধীরে তার কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারে।

16/07/2025

পৃথিবীর কোথাও এভাবে নিলজ্জভাবে বিজ্ঞাপন দেয়া হয় না। গুগল সার্চ করে দেখেন কখনো এভাবে দেখতে পাবেন না। যৌন সমস্যা দুর্বলতাকে পুঁজি করে এটাও এক ধরনের ব্যবসায়ী প্রতারণা। মাকা পাউডার সুপার ফুড এ ধরনের সুপার ফুড আরো আছে। কিন্তু ঢালাওভাবে যৌন সমস্যার সমাধান করে এটা ঠিক না। পক্ষে যৌন সমস্যার জন্য যে কারণগুলো দায়ী সেগুলো ওভারকাম হলে এমনিতেই যৌন সমস্যা ভালো হয়ে যায়। দ্রুত বীর্যপাতের যে সমস্যা কখনোই মাকা সমাধান করতে পারে না। এটা এক ধরনের কিছুই না। হোমিওপ্যাথি মেডিসিনে মাকা জিনসিং অশ্বগন্ধা ডামিয়ানা ট্রিবিউলাস এ মেডিসিন গুলো আছে। দ্রুত বীর্যপাত সমাধান করতে পারে এমন মেডিসিন সার্চ করলে কখনো এগুলোর নাম আসে না। দ্রুত বীর্যপাত সমাধান করতে পারে এমন মেডিসিনের নাম আসে আ লাইকোপোডিয়াম, জিং মেটালিকাম, সিপিয়া, ক্যানাডিয়াম, এগনাস কাস্ট। আরো অনেক মেডিসিন হতে পারে সেটা লক্ষণ অনুযায়ী বিবেচ্য বিষয়। কিন্তু যেভাবে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এটা একদমই ঠিক না। আমি মনে করি এটা কূরুচি পূর্ণ বিজ্ঞাপন। ফেসবুক শুধু যুবকরাই চালাই না। এখানে সকল শ্রেণীর পেশার লোক ব্যবহার করে। তাদেরকে ডাক্তার সাহেব কি শিক্ষা দিচ্ছে? একবার ভেবে দেখবেন? আমার কথা ভুল হতে পারে ক্ষমা করে দিবেন। কোন সমস্যার জন্য প্রোস্টেট সমস্যা , গনোরিয়া, ইপিডিমিক সিস্ট এছাড়াও আরো অনেক কারণ রয়েছে। প্রকৃতপক্ষে যে কারণে যৌন সমস্যা হচ্ছে ওই কারণগুলো আগে ফাইন্ড আউট করতে হবে তারপরে সমাধান করতে হবে।

11/05/2025

কিডনি রোগীদের প্রোটিন খাওয়ার নির্দেশনা: আপনার বডি ওয়েট অনুযায়ী প্রতিদিন প্রোটিন নেবেন। প্রতিটা ডিমের সাদা অংশ আছে সাত গ্রাম প্রোটিন।

12/04/2025

ক্রনীক কিডনি রোগী প্রতিদিন চারটা করে জিমের সাদা অংশ খেতে পারবে। উচ্চমাত্রায় ভাল প্রোটিন এবং অ্যামাইনো এসিড সমৃদ্ধ। যা নেফ্রন ডেভলপ করবে

ক্রনীক কিডনি কিভাবে আরোগ্য হয় এটা দেখে অনেকেই অবাক হবেন! রহমত ভাই নিজেও রোগী ছিলেন। আলহামদুলিল্লাহ সেও সম্পূর্ণ সুস্থ হ...
07/04/2025

ক্রনীক কিডনি কিভাবে আরোগ্য হয় এটা দেখে অনেকেই অবাক হবেন! রহমত ভাই নিজেও রোগী ছিলেন। আলহামদুলিল্লাহ সেও সম্পূর্ণ সুস্থ হয়েছেন। এটা তার পিতার টেস্ট রিপোর্ট। দেখুন কিভাবে ২.৬৯ থেকে ১.৩৪ এসেছে। এটাই হোমিওপ্যাথি ম্যাজিক রেজাল্ট। দীর্ঘদিন যাবত ডাক্তার ফারুক রেজা কিডনি চিকিৎসা করে আসছে। তার সফলতা শুধু দেশের ভিতর সীমাবদ্ধ না, দেশের গণ্ডি পেরিয়ে এখন সারা বিশ্বেই চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তিনি সফল চিকিৎসক। আপনি যখন কিডনি রোগে ভুগবেন, তখন একবার হলেও চিন্তা করবেন হোমিওপ্যাথির কথা। কারণ সারা ওয়ার্ল্ডে কিডনি চিকিৎসা নেই।s. creatinine দিন দিন বাড়তেই থাকে, থেমে থাকে না চিকিৎসা। নীরব ঘাতক ব্যাধি কিডনি রোগ। তাই হতাশ না হয়ে, হোমিওপ্যাথিতে চিকিৎসা নিন স্থায়ী আরোগ্য লাভ করুন।

ম্যাজিক রেজাল্ট অফ হোমিওপ্যাথি।  S creatinine (1.96-0.9)কিডনি রোগীদের জন্য এর থেকে বড় সুসংবাদ আর কি হতে পারে। এরপরও কিছ...
05/04/2025

ম্যাজিক রেজাল্ট অফ হোমিওপ্যাথি। S creatinine (1.96-0.9)কিডনি রোগীদের জন্য এর থেকে বড় সুসংবাদ আর কি হতে পারে। এরপরও কিছু লোক হোমিওপ্যাথি বিশ্বাস করতে চায় না। অবশ্য তার কারণও আছে, যে কোন হোমিওপ্যাথির ডাঃ চিকিৎসা নিলেই যে কিডনি ভালো হবে এটা বলা সম্পূর্ণ বিভ্রান্তিকর। অবশ্যই তাঁর পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে, এ ধরনের রোগ আরোগ্য করার। তবেই আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন।

23/03/2025

Address

Mohakhali Model High School , Mohakhali , Wareless Ghate , Mohakhali
Dhaka
2013

Alerts

Be the first to know and let us send you an email when Computerized Homeopathy Research Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Computerized Homeopathy Research Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category