Nikunja Adhunik Physiotherapy Pain & Paralysis Rehabilitation Center

Nikunja Adhunik Physiotherapy Pain & Paralysis Rehabilitation Center NPPRC is a specialized Physical therapy center. We believe in Quality, Service, Trust

We are committed to provide quality Health care services!
02/01/2025

We are committed to provide quality Health care services!

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান "কেমন আছেন" অনুষ্ঠানে বিশেষ  অতি...
09/09/2024

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান "কেমন আছেন"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমি
ডা. রাইসুল হাসান
সিনিয়র লেকচারার, স্টেট কলেজ অব হেলথ সাইন্সেস।

ডা. সৈয়দ শামীম আহসান
চ্যার্টাড ফিজিওথেরাপিস্ট

কোমর ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি আমরা।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডা. তানজিয়া খানম তম্পা ।

যারা অনুষ্ঠানটি মিস করেছেন সময় করে দেখে নিতে পারেন।

লাইভটি ইউটিউবে দেখতে: https://cutt.ly/uJfLQvW

NEXUS is the first Non-Fiction private satellite TV Channel. Welcome to Our YouTube Channel. Nexus Television is an infotainment television channel in Bangladesh, its commercial transmission television. We are in a digital age where the technological change hugely impacts all forms of media. Televis...

কে.পি.এস ফিজিওথেরাপি বিভাগ.কাঞ্চন (মায়ারবাড়ি), রূপগঞ্জ, নারায়নগঞ্জ।সিরিয়ালের জন্য: 01521-433914, 01600-998145নিকুঞ্জ আধু...
20/02/2024

কে.পি.এস ফিজিওথেরাপি বিভাগ.কাঞ্চন (মায়ারবাড়ি), রূপগঞ্জ, নারায়নগঞ্জ।
সিরিয়ালের জন্য: 01521-433914, 01600-998145

নিকুঞ্জ আধুনিক ফিজিওথেরাপি পেইন ও প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টার. রোড:৫,
পশ্চিম পাশ (স্বপ্ন ‍সুপার শপের বিপরীত পাশ) নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯
সিরিয়ালের জন্য: 01824-838204, 01521-433914

মোঃ রাকিবুল হাসান আমাদের নিকুঞ্জ আধুনিক ফিজিওথেরাপি সেন্টারে এসেছিলেন তীব্র কোমর ও ঘাড় ব্যথা নিয়ে দীর্ঘদিন ব্যাথার ঔষধ ...
28/07/2023

মোঃ রাকিবুল হাসান আমাদের নিকুঞ্জ আধুনিক ফিজিওথেরাপি সেন্টারে এসেছিলেন তীব্র কোমর ও ঘাড় ব্যথা নিয়ে দীর্ঘদিন ব্যাথার ঔষধ খেয়েও সুস্থ হচ্ছিলেন না আমাদের এখানে ১ সপ্তাহ ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে ৭০ ভাগ সুস্থ হয়েছেন।

আসসালামুআলাইকুমঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারকত্যাগের মহিমায় কাটুক সবার পবিত্র ঈদুল আযহা।আসছে আগামী ঈদুল আযহা উপলক্ষে নিকু...
25/06/2023

আসসালামুআলাইকুম
ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক
ত্যাগের মহিমায় কাটুক সবার পবিত্র ঈদুল আযহা।
আসছে আগামী ঈদুল আযহা উপলক্ষে নিকুঞ্জ আধুনিক ফিজিওথেরাপি পেইন এন্ড প্যারালাইসিস রিহ্যাবিলিয়েশন সেন্টারের সকল কার্যক্রম ২৭-০৬-২৩ ইং হতে ০১-০৭-২৩ পর্যন্ত বন্ধ থাকবে এবং ০২-০৭-২৩ ইং হতে যথাসময়ে সকল কার্যক্রম শুরু হবে।
ধন্যবাদ

সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত নিয়মিত রোগী দেখা হচ্ছে।সিরিয়ালের জন্যঃ ০১৮৬৬৩০৩০২২
01/05/2023

সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত নিয়মিত রোগী দেখা হচ্ছে।
সিরিয়ালের জন্যঃ ০১৮৬৬৩০৩০২২

ফিজিওথেরাপি নিয়ে আপনার ভুল ধারনা📢ফিজিওথেরাপি মানে শুধু ব্যায়াম বা মেশিন ব্যবহার করে এমন ধারনা সম্পূর্ণ ভুল। ফিজিওথেরাপিত...
01/05/2023

ফিজিওথেরাপি নিয়ে আপনার ভুল ধারনা📢

ফিজিওথেরাপি মানে শুধু ব্যায়াম বা মেশিন ব্যবহার করে এমন ধারনা সম্পূর্ণ ভুল। ফিজিওথেরাপিতে কোন সাধারণ ব্যায়াম প্রয়োগ করা হয় না । আবার মেশিন বলে পরিচিত ইলেক্ট্রোথেরাপিও কোনো মামুলি বিষয় নয়। ইলেক্ট্রোথেরাপি, থেরাপিউটিক এক্সারসাইজ, ম্যানুপুলেশন, ম্যানুয়ালথেরাপি, মোবিলাইজেশন ইত্যাদি প্রয়োগের আগে অবশ্যই ডায়াগনোসিস প্রয়োজন। ভুল ডায়াগনোসিসে ফিজিওথেরাপি প্রয়োগ রোগীর প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়ায়। তাই বিপিটি ফিজিওথেরাপি চিকিৎসক ছাড়া অন্য কারও এই চিকিৎসা প্রদান, এমনকি প্রেসক্রাইব করারও কোন আইনগত বৈধতা নেই।

বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে🥀🌺নিকুঞ্জ আধুনিক ফিজিওথেরাপি পেইন এন্ড প্যারালাইস...
14/02/2023

বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে🥀🌺

নিকুঞ্জ আধুনিক ফিজিওথেরাপি পেইন এন্ড প্যারালাইসিস রিহ্যাবিলিয়েশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে বসন্তবরণ ও ভ্যালেনটাইনের শুভেচ্ছা💐

কিছু রোগ শুধু ওষুধ দিয়ে নিরাময় সম্ভব নয়। বিশেষ করে যে সব রোগের উৎস বিভিন্ন মেকানিক্যাল সমস্যা, সেসব ক্ষেত্রে ওষুধের ভূমি...
09/02/2023

কিছু রোগ শুধু ওষুধ দিয়ে নিরাময় সম্ভব নয়। বিশেষ করে যে সব রোগের উৎস বিভিন্ন মেকানিক্যাল সমস্যা, সেসব ক্ষেত্রে ওষুধের ভূমিকা কম। যেমন- বাত, কোমর ব্যাথা, হাঁটু ব্যাথা, আঘাতজনিত ব্যাথা, হাড় ক্ষয়জনিত রোগ, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, স্ট্রোক, প্যারালাইসিস, মুখ বেঁকে যাওয়া, স্পোর্টস ইনজুরি ইত্যাদি। তাহলে এসব রোগ থেকে সুস্থতা লাভের উপায় কি? তখনই চলে আসে ফিজিওথেরাপির কথা। ফিজিওথেরাপি এই সকল রোগ উপশম করে এবং রোগীর অবস্থার দ্রুত উন্নতি ঘটায়।

অস্টিওআথ্রাইটিসহাড়ের বাতবয়স হলে হাড়ের আর্টিকুলার কার্টিলেজ নষ্ট হতে থাকে এবং দুটো হাড়ের মধ্যবর্তী তরল পদার্থ কমে যায়।...
16/01/2023

অস্টিওআথ্রাইটিস
হাড়ের বাত

বয়স হলে হাড়ের আর্টিকুলার কার্টিলেজ নষ্ট হতে থাকে এবং দুটো হাড়ের মধ্যবর্তী তরল পদার্থ কমে যায়।ফলে হাত, আঙুল, হাঁটু, শিরদাঁড়া বিশেষ করে ঘাড় ও কোমরে ভাঁজ করার সময় দুটি হাড়ের মাঝে ঘর্ষণ হয়। যা থেকে তৈরি হয় তীব্র ব্যাথা। এই সমস্যাটির নাম অস্টিওআথ্রাইটিস। বয়স্ক নারীরা এতে বেশি আক্রান্ত হন । বয়স ছাড়াও অতিরিক্ত ওজন অস্টিওআথ্রাইটিসের ব্যাথা বাড়িয়ে দেয়। কষ্টদায়ক এই ব্যাথার কোনো ওষুধ নেই তবে নিয়মিত শরীরচর্চা এবং ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে এ ব্যাথা নিয়ন্ত্রন করা সম্ভব।

ফ্রোজেন শোল্ডারযারা একই কাজ বার বার করেন এবং ফ্রাকচার পেশেন্ট, তাদের অনেকের ফ্রোজেন শোল্ডার নামে একটি সমস্যা হয়ে থাকে। এ...
09/01/2023

ফ্রোজেন শোল্ডার

যারা একই কাজ বার বার করেন এবং ফ্রাকচার পেশেন্ট, তাদের অনেকের ফ্রোজেন শোল্ডার নামে একটি সমস্যা হয়ে থাকে। এই কন্ডিশনে কাঁধে ব্যাথা এবং হাত নাড়াচাড়া করতে অসুবিধা হয়। তাই হাত পিছনের দিকে যেতে বা উপরে উঠিয়ে কোন কাজ করতে পারেনা রোগী। অধিকাংশ ক্ষেত্রেই ফিজিওথেরাপির মাধ্যমে এই সমস্যাটি সারিয়ে তোলা সম্ভব। ফিজিওথেরাপি চিকিৎসকরা রোগীর শোল্ডার মুভমেন্টের রেঞ্জ অব মোশন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে তাকে ব্যাথামুক্ত করেন এবং রোগী স্বাভাবিক কাজ-কর্মে ফিরে যান।

অস্টিও আরথ্রাইটিস:হাঁটু ব্যথার একটি খুব সাধারণ একটি কারণ। মাঝ বয়েসী থেকে শুরু করে অধিক বয়স্ক ব্যক্তিদের মাঝে এই সমস্যা ব...
08/01/2023

অস্টিও আরথ্রাইটিস:
হাঁটু ব্যথার একটি খুব সাধারণ একটি কারণ। মাঝ বয়েসী থেকে শুরু করে অধিক বয়স্ক ব্যক্তিদের মাঝে এই সমস্যা বেশি দেখা যায়। বিভিন্ন কারণে এই রোগ হতে পারে।
কারণগুলোর মধ্যে এক নম্বর হলো জেনেটিক বিষয়। সাধারণত এটা জন্মগতভাবেই পেয়ে থাকেন বাবা-মায়ের কাছ থেকে। আর যাঁরা বিভিন্ন মেকানিক্যাল কাজ বেশি করেন, যেমন, ড্রিল মেশিন চালান, কাঠ কাটেন, করাতের কাজ করেন, ভারী জিনিস তোলেন এই ধরনের কারণে জয়েন্টগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়। তা ছাড়া যাঁরা খেলাধুলা করেন তাঁদেরও অন্যান্য মানুষের থেকে অস্টিও আরথ্রাইটিসের আশঙ্কা বেশি।
এরপর নারীর ৪৫ বছর পর, মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর, মেনোপোজ হয়ে যাওয়ার পর, অস্টিও আরথ্রাইটিসের আশঙ্কা থাকে। পুরুষের চেয়ে নারীর অস্টিও আরথ্রাইটিস হওয়ার আশঙ্কা বেশি। ধূমপান যাঁরা করেন, তাঁদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। যাঁদের ওজন বেশি, তাঁদেরও অস্টিও আরথ্রাইটিস হওয়ার প্রবণতা বেশি। আবার জন্মগত কতগুলো হাঁড়ের রোগ আছে তাদেরও অস্টিও আরথ্রাইটিস হতে পারে। এসব হাড়ের রোগের জন্য ১০ বছর বয়সেই এই রোগ কারো কারো ক্ষেত্রে হতে পারে।

অস্টিও আরথ্রাইটিস রোগে মূলত হাঁটুর মধ্যে যে দুটি হাড় সংযুক্ত থাকে তাদের মধ্যেকার দূরত্ব কমে যায় এবং দুটি হাড়ের মাথায় আরটিকুলার কারটিলেজ নামে এক ধরনের পদার্থ থাকে যা হাড়কে পিচ্ছিল করে ও জয়েন্টের মধ্যে ফ্রি মুভমেন্টে সাহায্য করে সেটি ক্ষয় হয় বা নষ্ট হয়। এতে তাদের মধ্যে ঘর্ষণ হয় এবং ব্যথা নিয়ন্ত্রণকারী স্নায়ু সক্রিয় হয়ে ব্যথা করে।
অস্টিও আরথ্রাইটিস থেকে বেচে থাকার উপায় কি?
আক্রান্ত হওয়ার আগে ওজন কমানো, ধূমপান বন্ধ করতে হবে। এরপর হাড়ের ঘনত্ব যেন ঠিক থাকে এ জন্য ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো ঠিকমতো খেতে হবে। নিয়মিত হাঁটুর ব্যায়াম করা। খাদ্যভ্যাস সঠিক রাখা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা। সঠিকভাবে রোগ নির্ণয় না করেই বার বার জয়েন্টের ভেতর বাহির থেকে ইনজেকশন নেয়ার কারণেও হাঁটু ক্ষতিগ্রস্ত হতে পারে। যেসব জয়েন্ট আক্রান্ত হয়, যেসব জয়েন্টের জন্য ফিজিওথেরাপি, বিভিন্ন অকুপেশনাল থেরাপি আছে সেই সাহায্যকারী থেরাপিগুলো দিলে জয়েন্টগুলো ধীরে ধীরে কর্মক্ষম হয়ে যায়। ভালোর দিকে থাকে। ব্যক্তির কাজ যদি ওজন তোলা বা মেকানিক্যাল কঠিন কাজ হয়- এগুলো সাধারণত অস্টিও আরথ্রাইটিস হতে সাহায্য করে। প্রয়োজন হলে তাকে পেশা পরিবর্তন করতে হবে। তবে লেখাপড়া, সাধারণ ঘরের কাজ এসব করলে কোনো সমস্যা নেই।

Address

H#Kha-52, Hazi Nuruzzaman Plaza, F#2nd, R# 05 (West Side), Opposite To Shwapno, Nikunja 2, Khilkhet
Dhaka
1229

Telephone

+8801611401012

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nikunja Adhunik Physiotherapy Pain & Paralysis Rehabilitation Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nikunja Adhunik Physiotherapy Pain & Paralysis Rehabilitation Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram