30/03/2024
আশে পাশে পতিত জমি যা অব্যবহৃত পরে আছে সেই জায়গায় হতে পারে সজনে লাভজনক চাষাবাদ।
কম পরিশ্রমে ও যত্নে ১২ মাসি সজনে চাষ করতে পারেন।
বানিজ্যিক ভাবে কেউ চাষ করলে আগে পরীক্ষামুলক অল্প চাষ করে দেখতে পারেন ইন্ডিয়ান ODC-3 জাতের বারোমাসি সজনে। ৪ থেকে ৬ মাসেই ফুল চলে আসে এই জাতের।
তাতে করে আপনার এলাকায় ও মাটিতে এই জাত কেমন ফলন হয়, এর পরিচর্যা সম্পর্কে নিজেই ধারনা পাবেন।
ভাল ফলাফল পেলে ব্যাপক ভিত্তিতে করতে পারেন পরবর্তীতে।