Moringa Oleifera

Moringa Oleifera Health and Beauty Product

আশে পাশে পতিত জমি যা অব্যবহৃত পরে আছে সেই জায়গায় হতে পারে সজনে লাভজনক চাষাবাদ।কম পরিশ্রমে ও যত্নে ১২ মাসি সজনে চাষ করতে ...
30/03/2024

আশে পাশে পতিত জমি যা অব্যবহৃত পরে আছে সেই জায়গায় হতে পারে সজনে লাভজনক চাষাবাদ।
কম পরিশ্রমে ও যত্নে ১২ মাসি সজনে চাষ করতে পারেন।
বানিজ্যিক ভাবে কেউ চাষ করলে আগে পরীক্ষামুলক অল্প চাষ করে দেখতে পারেন ইন্ডিয়ান ODC-3 জাতের বারোমাসি সজনে। ৪ থেকে ৬ মাসেই ফুল চলে আসে এই জাতের।
তাতে করে আপনার এলাকায় ও মাটিতে এই জাত কেমন ফলন হয়, এর পরিচর্যা সম্পর্কে নিজেই ধারনা পাবেন।
ভাল ফলাফল পেলে ব্যাপক ভিত্তিতে করতে পারেন পরবর্তীতে।

যদি কেহ Heart ডিজিজ, ডায়াবেটিস, আথ্রাBটিস, ক্যান্সার, স্ট্রোক, লিভার সিরোসিস, রক্তনালী শক্ত হওয়া, উচ্চরক্তচাপ, আর্টারিওস...
29/07/2017

যদি কেহ Heart ডিজিজ, ডায়াবেটিস, আথ্রাBটিস, ক্যান্সার, স্ট্রোক, লিভার সিরোসিস, রক্তনালী শক্ত হওয়া, উচ্চরক্তচাপ, আর্টারিওস্কেলেরোসিস, স্নায়বিক দূর্বলতা ও চোখের সমস্যা জনিত রোগ সহ নানাবিধ রোগে ভূগে থাকেন তাহলে Vincent Giampapa & Steem Cell গবেষক Dr. Nathan Newman (যারা কিনা নোবেল পুরস্কার প্রাপ্ত তত্বের ভিত্তিতে প্রস্তুত-স্বাস্থ্যসুরক্ষার যুগান্তকারী সমাহার নিয়ে) এর বহুসময়ের গবেষণায় বিশ্বখ্যাত মিরাকল পণ্য সমূহ যে পণ্যের প্রযুক্তিগত দিক, অনুপম উন্নত ফর্মূলা, পণ্যের গুণগতমান, অসাধারণ কাজ ও উপকারীতা। যিনি যা যাহারা উপরোক্ত সমস্যায় ভূগছেন তারা এ পণ্য গ্রহণ করে উপকৃত হন। পণ্য পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন-মোবাঃ 8801719977834। বিস্তারিত তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করতে হবে। Made by USA-Products are based on Nobel-Prize Winning Discovery. লেখাটি অনুগ্রহ করে প্রতিদিন শেয়ার করে অন্যের উপকারে সাহায্য করুন। কারণ এটিও প্রতিদিন একটি ভালো কাজ করার মধ্যে বিদ্যমান। ধন্যবাদ।

05/07/2017
https://www.facebook.com/491108677656360/photos/a.491122880988273.1073741828.491108677656360/742812265819332/?type=3&hc_...
30/12/2016

https://www.facebook.com/491108677656360/photos/a.491122880988273.1073741828.491108677656360/742812265819332/?type=3&hc_ref=NEWSFEED

আপনি জানেন কি আধুনিক পদ্ধতিতে ১০০টি ব্লেক বেঙ্গল / দেশীয় ছাগল পালন করে
১ বৎসরে ২৫ লাখ টাকা আয় করা সম্ভব ।

মোবাইল - 01990198469, বিস্তারিত পদ্ধতি নিচে।
নুতন উদ্যোক্তাদের জন্য আমাদের ফামর্ে এক মাস মেয়াদি ফ্রি ট্রেনিংয়ের ও ফ্রি থাকার ব্যাবস্থা আছে।

ট্রেনিংয়ের জন্য যোগ্যতা কি?
১) বাংলা পড়তে ও লিখতে জানতে হবে ।
২) ইন্টারনেটের ব্যবহার জানলে বেশী ভালো হয়।
৩) নিজ হাতে ১০০ ছাগলকে খাবার দেওয়া , ও পরিচযর্ায় করতে হবে, তখনি আপনি জেনে যাবেন আপনি পরবেন কি পারবেন না।

ফামর্ শুরু করতে যা যা লাগবে ।
৪) ঘর তৈরির জন্য ২ শতাংশ বা ৩ কাঠা জায়গা।
৫) হাইবি্রড ঘাস / নেপিয়ার ঘাস উৎপাদনের জন্য ৩০ শতাংশ বা ১ বিঘা জমি।
৬) আধুনিক ছাগল পালন পদ্ধতি সমন্ধে বাস্তব জ্ঞান বা হাতে কলমে ট্রেনিং।

ফোন - ০০65 8328 0194
Viver - 0065 8328 0194
WhatsApp - 006583280194
Imo -006583280194

৪ লাখ ৫ লাখ টাকা খরচ করে বিদেশে যাবার কথা ভাবছেন ?

আপনার বন্দু বান্ধব বা আত্তীয় যারা বিদেশে আছে তাঁদের কাছথেকে সত্যিকথাটি জেনেনিন তারা বাৎসরিক কি পরিমান আয় করছেন , আর দিন রাত কি পারিমান অমানসিক পরিশ্রম তারা করছেন। প্রয়োজনে আমাদের আইডিয়াটা তাঁদের সাথে শেয়ার করুন এবং তাঁদের মতামত নিন।

আপনারা যারা টাকা নিয়ে বসে আছেন ব্যবসা করার জন্য, কি ব্যাবসা করবেন খুজে পাচ্ছেন না , লাভ লোকসানের হিসেব মিলছে না তারা দয়াকরে একটু পড়ে দেখবেন।

প্রথমে অন্য ফামর্ হতে ১০০ দেশীয় জাতের প্রাপ্ত বয়স্ক ব্লেক বেঙ্গল (পিউর ব্রীড/ অরিজনাল জাতের )
ডো/ মহিলা/পাঠি ছাগল সংগ্রহ করতে হবে। যাতে আপনার ফামর্ে আনার কিছু দিনের মধ্যে গভর্বতী হতে শুরু করে।

ফামর্ হতে সংগ্রহ করলে দাম একটু বেশী হবে , কিন্তু সুস্থ সবল টিকা দেওয়া ও একই বয়সী পাবেন।

অন্য ফামর্ের দাম আমাদের জানা নেই,
আমাদের ফামর্ে প্রতি পিছ -৩৫০০ টাকা ।
সবর্ নিন্ম অডর্ার ২০ পিছ, কোন ডেলীভারী দেওয়া হয় না , আসার সময় পিকআপ নিয়ে অসতে হবে ।

ট্রেনিংয়ের করার পর ইচ্ছে করলে আপনি নিজে এলাকার বাজার হতে সঠিক জাত চিনে সুস্থ সবল দেখে ছাগল কিনতে পারেন , তাঁতে কিছুটা দাম কম লাগবে ।

কিন্তু মনে রাখবেন , অসুস্থ না হলে বা খুব বেশী টাকার প্রোয়োজন না হলে সাধারানত বাজারে কোন ব্যক্তি ডো/ মহিলা/পাঠি বিক্রী করে না । সেই ক্ষেত্রে বাজার হতে খুব সতকর্ার সাথে কিনতে হবে ।

আর এদেরকে প্রজনন করার জন্য ১টি উন্নত জাতের পাঠা /বাক সংগ্রহ করতে হবে।

ছাগল বৎসরে ২ বার ২টি করে বাচ্চা দেয় তা হলে ১০০ ছাগল এক বৎসরে ৪০০ টি বাচ্চা দিবে, উন্নত জাতের পাঠা দিয়ে প্রজনন করানো হলে ৫-৬ মাস বয়সে বাচ্চা গুলো ২০-২২ কেজী হবে।
২০ কেজী ওজনের ছাগল হতে ১৪ কেজী মাংস
হবে, ৫০০ টাকা কেজী হিসেবে ১৪ কেজী মাংসের দাম ৭০০০ টাকা ।
তাহলে ৪০০ বাচ্চা ৭০০০ টাকা হিসেবে ৪০০x৭০০0=2৮00000 (2৮ লক্ষ টাকা) বিক্রি হবে।
এ বার আসি খরচ এ , একজন কর্মচারি মাসিক ১০ হাজার টাকা বেতনে ১২০হাজার টাকা, ঔষধ ৩০ হাজার টাকা, ফামর্ের উন্নয়ন খরচ ১৫০ হাজার টাকা
টোটাল খরচ = ৩ লক্ষ টাকা

মোট মুনাফা ২৮-৩=২৫ লক্ষ টাকা ।

আর একটি কথা মনে করিয়ে দেই , আপনি মূলধন হিসেবে যে ছোট ছাগল গুলো কিনছিলেন সে গুলো ছোট হতে বড় হওয়াতে মূলধনের পরিমাণ ও বেড়েছে।

যেভাবে করবেন ।
১) প্রথমে ৩০ শতাংশ জমিতে নেপিয়ার চাষ শুরু করবেন। সঠিক পরিচযর্ায় নেপিয়ার ৪০-৪৫ দিনে পূনাঙ্গ হবে।
২) একই সময়ে আপনাকে ১০ কক্ষ বিশিষ্ট আধুনিক ঘর তৈরি করতে হবে, ঘর তেরীতে যা লাগবে, ১হাজার ইট, ২০ টি নেট, ১৮ টি সিমেন্টের খুঁটি, গ্রীল বা বাঁশ আর প্রয়োজনীয় টিন।
৩) দেশীয় জাতের ছাগল ১০০টি ।
৪) একটি উন্নত জাতের পাঠা/ বাক ।

এখন চিন্তা করছেন সবই তো বোঝলাম, তার পর আমি করলে যদি না হয় ভাই?

বা

আপনার আইডিয়াটা ভাল আমার পছন্দ হয়েছে , কিন্তু করতে যে টাকা লাগবে তা তো নাই।

উপরের এই ২ সমস্যার সমাধানের জন্য আমরা হেল্প করি।

তা হলে আপনি নিজে চলে আসুন আমাদের ফামর্ে, নিজে কিছু ছাগল কিনে শুরু করে দিন আমাদের সাথে , আমাদের ঘর, আমাদের ঘাস , আমাদের পাঠা সবই ব্যাবহার করতে পারবে, শুধু মাএ আপনার ডো/ মহিলা/পাঠি ছাগল গুলো আমাদের পদ্ধতিতে পালন করতে হবে , কিছু দিন পর আপনি যখন কনফিডেন্ট হয়ে যাবেন , আপনার বাড়িতে শুরু করে দিন আধুনিক ফামর্ ।

এখন তো সব ই বোঝলাম , বলেন তো ভাই আপনার মূল উদ্দেস্য টা কি , বাংঙ্গালী তো লাভের ব্যাবসা কারো সাথে শেয়ার করে না ।

মূল উদ্দেশ্য তে যাওয়ার আগে আপনার পালন করা ছাগল কোথায় বিক্রি করব তা জেনে নেই।
সরকারি হিসাব আনুযায়ী বাংলাদেশের জনসংক্ষ্যা কম বেশী ১৬ কোটি।
প্রতিপরিবারে জনসংক্ষ্যা ৪-১০ জন।
আমরা যদি ১০ জন হিসেবে প্রতিটিপরিবার হিসাব করি তা হলে দেশে মোট ১ কোটি ৬০ লাখ পরিবার আছে।
১০ জনের প্রতিটিপরিবার যদি মাসে ১ কেজী করে খায় , তাহলে প্রতি মাসে বাজারের চাহিদা ১ কোটি ৬০ লক্ষ কেজী । বিয়ে, বৌভাত, সুন্নতে খৎনা , সামাজিক অনুষ্ঠান হোটেলের হিসাব না ই করলাম,
১যদি ও বাস্তবে ১ কেজীতে মাংসতে ১০ জন লোকের এক বেলা ও হবে না।

তাহলে প্রতিটি ছাগল হতে যদি ১৪ কেজি মাংস হয় ১ কোটি ৬০লাখ পরিবারের জন্য মাসিক চাহিদা = ১১ লক্ষ ৪২ হাজার ছাগল ।
তাহলে বাৎসরিক চহিদা ১ কোটি ৩৭ লক্ষ ছাগল ।

প্রতিটি ফামর্ যদি বৎসরে ৪০০ করে ছাগল উৎপাদন করে ,বৎসরিক ১ কোটি ৩৭ লক্ষ ছাগল উৎপাদন করতে ৩৪ হাজার ২৫০ টি ফামর্ প্রয়োজন।

মূল উদ্দেস্য হল :

১) নুতন একটি শিল্প তৈরি করা ।
২) ৩৪ হাজার মালিক + ৩৪ হাজার কমর্চারী = ৬৮ হাজার লোকের কমর্সংস্থান তৈরি করা ।
আনেকে হয়ত ৬৮ হাজারের হিসাব কোথায় পেলাম চিন্তা করছেন সেটা উপরে আছে ।
৩) আর আমদের নিজে কিছু ইনকাম করা । তা ও বলেদিচ্ছি কি ভাবে , আপনার যদি ফামর্ থকে, নিশ্চই বৎসরে ২/৩বার বিক্রি করবেন, ১০০ ছাগল বজরে নিতে কম পক্ষে ১০০০ টাকা খরচ হবে, আর আপনি যদি আমাদের সাথে যুক্ত থাকেন , আর আমরা যদি আপনার ছাগল বড়িতে রেখে বিক্রি করে দিতে পারি , আর আপনার বাজারে নেওয়ার খরচ টা আমি চাই , মনে হয় বেশী অন্যায় হবে না।
তা হলে আমাদের বাৎসরিক আয় হবে ৩৮০০০x১০০০ =৩,৮০,০০০০০ মোট ৩ কোটি ৮০ লক্ষ টাকা ।

আমাদের ফামর্ সমন্ধে জানতে চান
www.facebook.com/boergoats.bd

A. K. Talukder TitoCell: 8801719977834, 8801191566369Serving Size: 30-60 Capsules1. Suggested Use:As a dietary supplemen...
18/03/2016

A. K. Talukder Tito
Cell: 8801719977834, 8801191566369
Serving Size: 30-60 Capsules

1. Suggested Use:
As a dietary supplement take 2 capsules twice a day. One after breakfast and one after dinner

2. Caution:
Patients under physician’s care advice not to take this medication. Pregnant and Lactating mother are advice not to take this medication. Consult you physician’s before taking medication

KEEP OUT THE REACH OF CHILDREN
DO NOT USE IF SAFETY SEAL IS DAMAGED OR MISSING
STORE IN A COOL AND DRY PLACE

This product is not interested to diagnose, treat, cure or prevent any disease

3. Benefit of M-Moro:
Healthy Blood Sugar Level

4. Supplement Facts
Serving Size: 2 Capsules
Serving Per Container: 30-60
Amount Per Serving % of Daily Value
Syzygium Cumini 200mg*
Fenugreek 300mg*
Moringa Orlifeara 100mg*

SOLE AGENT: TSN RESOURCING
Contact Person: TASLIM SIKDER, PROPRIETOR
Address: House # 27/2, Road # 3, Shyamoli, Dhaka-1207

24/01/2016

Md. Abul Kashem Talukder
Cell: 8801719977834, 8801191566369

Athletes
In America, Moringa is being used by athletes, musicians, and actors who are using it to keep slim, look vibrant, and stay healthy. Today in America the use of Moringa is one of the biggest kept secrets by professional athletes and entertainers. As a performance enhancer, athletes claim Moringa allows them to stay in the game longer with the same constant initial intensity both physically and mentally.
Young people are using it on problematic acne, Moringa treats some of the root causes of the skin condition and teens are seeing fast and excellent results, Moringa nourished the skin and makes it healthy from the inside out.
Moringa is called a weight watchers dream because it curbs overeating; it gives calm energy to remain active all day while suppressing appetite. Weight watchers take a teaspoon of Moringa leaf powder in the morning, go strong all day, forget to eat, and report a sense of well being at the same time.
Moringa has several thousand times more Zeatin than any other plant discovered to date so older adults are taking Moringa for its anti-aging and invigorating properties. Older adults find Moringa enhances and promotes sound sleep.
Many people use it to recover from hangovers very quickly.
It’s as if nature chose this one tree and loaded it with just about every necessary nutrient and a cabinet medicine full of natural medicines in bio-available form with its 90 nutrients, 46 antioxidants, 36 antiinflammatories, and more, Moringa has proven to be the most nutrient-dense and enzymatically active botanical known to man.
For some divine reason, Moringa seems to provide exactly what the body is missing nutritionally.

OLE AGENT: TSN RESOURCING
Contact Person: TASLIM SIKDER, PROPRIETOR
Address: House # 27/2, Road # 3, Shyamoli, Dhaka-1207

24/01/2016

মোঃ আবুল কাশেম তালুকদার (টিটো)
মোবাইল নম্বর-01191566369, 01719977834
আজকে মোরিঙ্গা নিয়ে কিছু লিখছি-অনুগ্রহ করে লেখাটি পড়বেন।
মোরিঙ্গার পন্যসমূহ
১। মোরিঙ্গা ক্যাপস্যুল
২। মোরিঙ্গা পাউডার
মোরিঙ্গার উপকারিতা
* শুধুমাত্র ক্যালসিয়াম নয় সুস্থ্য ও মজবুত হাড়, দাঁত এবং লিগামেন্টের জন্য প্রয়োজন ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাসিয়াম, বোরন এবং ভিটামিন সি।
* মোরিঙ্গায় শক্তিশালী এন্টি-অক্সিডেন্ট আছে যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
* এন্টি অক্সিডেন্ট, আলঝেইমারস, হেপাটাইটিস প্রভৃতি জীবননাশক রোগ প্রতিরোধ করে।
* ভিটামিন এ,সি ও ই এবং দুই ধরনের মিনারেলস্ সালফার ও কপার ত্বকের কাঠিন্য আর্দ্রতা ধরে রাখে এবং ক্ষতি পূরণে সাহায্য করে।
* এর প্রাকৃতিক আঁশ শরীরের সেলগুলোকে পূণর্গঠন করে, রক্ত বিশুদ্ধ করে, লিভার-এর দূষণ কমায় এবং কোলন ক্যান্সার প্রতিরোধ করে।
* ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন বি কমপ্লেক্স, (বি১, বি২, ও বি৬ ও বি১২) শরীরের সেলগঠনে শক্তি যোগায়।
* ভিটামিন এ সি ই এবং জিঙ্ক এবং এমিনো এসিড সমূহ শরীরের ইমউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে এবং সব ধরনের দূষণ ও আ্যালার্জি হতে প্রতিরোধ করে।
* শিশুদের শরীরে এন্টিবডি বৃদ্ধি করে।
* স্নায়ুতন্ত্রকে প্রশান্ত রাখে, রক্ত চলাচলের পথকে করে সুগঠিত যা শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়।
* টাইরোসিন ও ট্রিপটোফেন দুই ধরনের এমিনো এসিড যা বিষন্নতাকে নিয়ন্ত্রন করে, মেজাজকে করে চাঙ্গা এবং স্বাভাবিক ঘুম এনে দেয়।
* মোরিঙ্গাতে আছে অর্গানিন এবং হিস্টিডাইন নামে দুই প্রকার এমিনো এসিড যা শিশুদের বৃদ্ধির জন্য অত্যাবশক।
* মোরিঙ্গা প্রসূতী মায়ের পুষ্টি ঘাটতি পূরন করে এনিমিয়া রোধ করে বুকের দুধ বৃদ্ধি করে এবং নবজাতকের জন্ম ওজন ঠিক রাখে।
* নবজাতকের জন্ম ওজন ঠিক রাখে যা পরবর্তীতে শিশুর সুষম বৃদ্ধিতে সহায়তা করে।
পুষ্টিগুণঃ “মোরিঙ্গা” সম্পর্কে উন্নত দেশগুলোর মতামত হল “আঙ্গিনায় মালটি ভিটামিন গাছ”। অনেকে এটাকে “প্রাকৃতিক মিরাক্যল” হিসেবেও আখ্যায়িত করেছেন। ৯১ ধরনের মােইক্রোনিউট্রিয়েন্ট এই গাছ থেকে পাওয়া যায়। এর মধ্যে আছে ১০ ধরনের অত্যাবশ্যকীয় এমিনো এসিডসহ ১৮ ধরনের এমিনো এসিড, ৪৭ ধরনের এন্টি-অক্সিডেননট, 36 ধরনের ব্যাথানাশক (এজেন্ট), ২৫ ধরনের ভিটামিন এবং প্রতৃতিতে প্রাপ্ত সব ধরনের মিনারেলস্। এর সাথে আছে ওমেগা ৩,৬,৯ এবং ২২ ধরনের এনজাইমসমূহ যেগুলো শরীরে এমিনো এসিড এবং ভিটামিন-মিনারেলস্ হজমের জন্য মূল্যবান।
১। ৪,০০০০ বছরের পুরোন ভারতীয় আয়ুর্বেদীয় পন্ডিতগণের মতে “মোরিঙ্গা” ৩০০ রোগের প্রতিকার হিসেবে কাজ করে। স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় প্রায় সবধরনের মাইক্রনউট্রিয়েন্টের প্রাচুর্যতা এবং এগুলোর সুষম বন্টন-ই “মোরিঙ্গা”-কে প্রাকৃতিক মিনারেল খাদ্য হিসেবে পরিচিতি পেতে সাহায্য করেছে।
২। “মোরিঙ্গা” সম্পূর্ণ প্রাকৃতিক যা খুব সহজে শরীরে রক্তের সাথে মিশে যায় এবং এর প্রাকিৃতিক নিউট্রিয়েন্টগুলো ১০০% ভাগ দ্রবণীয়।
৩। এটি সম্পূর্ণ দুষণমুক্ত ও ওভার ডোজ হবার কোন সম্ভাবনা নাই।
খাবারের নিয়মাবলিঃ ১-২টি ক্যাপস্যুল সকালে নাস্তার পরে এবং ১টি ক্যাপস্যুল দুপুরে খাবার পর।

Address

Shyamoly
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moringa Oleifera posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram