Dr Abid Hossain

Dr Abid Hossain Prof. Dr. Md. Abid Hossain is a urology expert with 1,00,000+ surgeries, including 60,000+ kidney stone removals and 2,000+ penile implants.

Experience exceptional care with over 35 years of excellence in advanced urological treatments and patient care.

ব্লাডার ক্যান্সার হলে প্রথমে সঠিকভাবে রোগ নির্ণয় করতে হয়, যেমন সিস্টোস্কপি, প্রস্রাব পরীক্ষা ও সিটি স্ক্যান। রোগের স্তর ...
27/07/2025

ব্লাডার ক্যান্সার হলে প্রথমে সঠিকভাবে রোগ নির্ণয় করতে হয়, যেমন সিস্টোস্কপি, প্রস্রাব পরীক্ষা ও সিটি স্ক্যান। রোগের স্তর ও অবস্থার ওপর ভিত্তি করে চিকিৎসা নির্ধারিত হয়। শুরুতেই টিউমার অপসারণের জন্য সার্জারি করা হয়, আর কিছু ক্ষেত্রে কেমোথেরাপি, রেডিওথেরাপি বা ইমিউনোথেরাপি (যেমন BCG) দেওয়া হয়। পুরো ব্লাডার অপসারণের প্রয়োজন হতে পারে যদি ক্যান্সার ছড়িয়ে পড়ে। ধূমপান পরিহার, প্রচুর পানি পান এবং নিয়মিত ফলোআপ খুব জরুরি। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

26/07/2025
21/07/2025
কিডনি টিউমারের সন্দেহ হলে বা কোনো অস্বাভাবিকতা মনে হলে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের (যেমন ইউরোলজিস্ট বা অনকোলজিস্ট) পরা...
14/07/2025

কিডনি টিউমারের সন্দেহ হলে বা কোনো অস্বাভাবিকতা মনে হলে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের (যেমন ইউরোলজিস্ট বা অনকোলজিস্ট) পরামর্শ নিতে হবে। প্রয়োজন অনুযায়ী আলট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান, রক্ত ও মূত্র পরীক্ষা করতে হতে পারে। নিশ্চিত হলে চিকিৎসার জন্য অপারেশন, কেমোথেরাপি বা অন্যান্য উপায় বেছে নেওয়া হয়। সময়মতো চিকিৎসা শুরু করাই সবচেয়ে জরুরি।

যেকোনো জরুরী প্রয়োজনে অথবা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে কল করুনঃ 01321752412/ 01700999222 (হোয়াটস অ্যাপ/ইমো)

কিডনি ভালো রাখার উপায়:১. পর্যাপ্ত পানি পান করুনপ্রতিদিন ৮–১০ গ্লাস পানি পান করুন (প্রায় ২–৩ লিটার), তবে কিডনি সমস্যা থাক...
10/07/2025

কিডনি ভালো রাখার উপায়:
১. পর্যাপ্ত পানি পান করুন
প্রতিদিন ৮–১০ গ্লাস পানি পান করুন (প্রায় ২–৩ লিটার), তবে কিডনি সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শে।

পানি কিডনি থেকে বর্জ্য দূর করতে সাহায্য করে।

২. সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন
কম লবণ খান (সোডিয়াম কিডনির ক্ষতি করতে পারে)।

প্রসেসড ফুড, ফাস্ট ফুড ও অতিরিক্ত প্রোটিন (বিশেষ করে লাল মাংস) এড়িয়ে চলুন।

সবজি, ফল, শস্য ও আঁশযুক্ত খাবার বেশি খান।

৩. রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখুন
উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস কিডনি নষ্টের অন্যতম কারণ।

নিয়মিত চেকআপ করুন এবং প্রয়োজনে ওষুধ গ্রহণ করুন।

৪. ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন
এগুলো কিডনির রক্তনালিতে ক্ষতি করে।

৫. ওজন নিয়ন্ত্রণে রাখুন
অতিরিক্ত ওজন কিডনির ওপর চাপ সৃষ্টি করে।

৬. নিয়মিত ব্যায়াম করুন
সপ্তাহে অন্তত ৫ দিন ৩০ মিনিট হেঁটে বা হালকা ব্যায়াম করুন।

৭. বিনা পরামর্শে ওষুধ খাওয়া বন্ধ করুন
ব্যথানাশক (যেমন: Ibuprofen, Diclofenac) অতিরিক্ত খাওয়া কিডনির ক্ষতি করতে পারে।

৮. প্রতিনিয়ত পরীক্ষা করুন (বিশেষ করে যাদের ঝুঁকি বেশি)
যাদের পরিবারে কিডনি রোগের ইতিহাস আছে, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস আছে, তাদের প্রতি ৬ মাসে ইউরিন ও রক্তের ক্রিয়েটিনিন পরীক্ষা করা উচিত।

🍵 কিডনির জন্য উপকারী কিছু খাবার:
পানি/লেবু পানি

বেদানা, আপেল, লাউ

অলিভ অয়েল

রসুন

আদা

কাঁচা হলুদ (অল্প পরিমাণে)

22/06/2025

ভেরিকোসিলির উপসর্গ দেখা দিলে প্রথমে একজন ইউরোলজিস্ট বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসক সাধারণত শারীরিক পরীক্ষা ও প্রয়োজন হলে অ*ণ্ডকোষের আল্ট্রাসনোগ্রাফি করিয়ে নিশ্চিত হন। অনেক সময় ভেরিকোসিলি হালকা হলে বিশেষ কোনো চিকিৎসা না লাগলেও, উপসর্গ যদি বেশি হয় বা সন্তান ধারণে সমস্যা দেখা দেয়, তাহলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। অস্থায়ীভাবে অণ্ডকোষে সাপোর্ট দেয় এমন অ*ন্তর্বাস (জকস্ট্র্যাপ) ব্যবহার করা যেতে পারে, যা ব্যথা ও অস্বস্তি কমাতে সাহায্য করে। পাশাপাশি ভারী কাজ, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা অতিরিক্ত চাপ দেওয়া কাজ এড়িয়ে চলা ভালো। চিকিৎসা যত দ্রুত নেওয়া হয়, ভবিষ্যতের জটিলতা তত কম হয়।

যেকোনো জরুরি স্বাস্থ্য সেবা বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পেতে এখনই কল করুন: 01700999222 অথবা 01321752412 (সরাসরি/ ইমো/ হোয়াটস অ্যাপ)

ফাইমোসিস হলে করণীয় মূলত নির্ভর করে সমস্যার তীব্রতা ও বয়সের উপর। যদি আপনি লক্ষ করেন যে অগ্রত্বক (লিঙ্গের চামড়া) সহজে পেছন...
18/06/2025

ফাইমোসিস হলে করণীয় মূলত নির্ভর করে সমস্যার তীব্রতা ও বয়সের উপর। যদি আপনি লক্ষ করেন যে অগ্রত্বক (লিঙ্গের চামড়া) সহজে পেছনে যায় না, বা টানলে ব্যথা হয়, প্রস্রাবের সময় চাপ লাগে বা চামড়া ফুলে যায়—তাহলে বিষয়টি অবহেলা করা উচিত নয়।

শিশুদের ক্ষেত্রে এটি অনেক সময় স্বাভাবিক এবং বয়স বাড়ার সাথে সাথে এমনিতেই ঠিক হয়ে যায়। তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি সংক্রমণ, ব্যথা বা যৌনক্রিয়ায় অসুবিধা সৃষ্টি করতে পারে। তাই প্রাথমিকভাবে এটি যদি হালকা হয়, তাহলে জীবাণুনাশক বা স্টেরয়েড ক্রিম (যেমন বেটামেথাসন) ব্যবহারে চামড়া কিছুটা নরম হয়ে সমস্যা কমে যেতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করা উচিত নয়।
যদি চামড়া টানলে ব্যথা হয় বা পেছনে গিয়ে আটকে যায় এবং ফুলে যায়, তাহলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। একে প্যারা-ফাইমোসিস বলে এবং এটি একটি জরুরি অবস্থা। দীর্ঘমেয়াদি সমস্যার ক্ষেত্রে সার্জারি, বিশেষ করে খৎনা (circumcision), অনেক সময় স্থায়ী সমাধান হতে পারে।

সবচেয়ে ভালো হলো—আপনার নির্দিষ্ট লক্ষণ ও বয়স অনুযায়ী একজন ইউরোলজিস্ট বা সার্জনের পরামর্শ নেওয়া। নিজের থেকে জোর করে চামড়া টানার চেষ্টা করবেন না, এতে আরও বড় জটিলতা হতে পারে।

যেকোনো জরুরি স্বাস্থ্য সেবা বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পেতে এখনই কল করুন: 01700999222 অথবা 01321752412 (সরাসরি/ ইমো/ হোয়াটস অ্যাপ)

বাবা দিবসের শুভেচ্ছা পৃথিবীর সকল বাবাকে।  ❤️
15/06/2025

বাবা দিবসের শুভেচ্ছা পৃথিবীর সকল বাবাকে। ❤️

কিডনি রোগের লক্ষণ দেখা দিলে, প্রথমেই দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসক প্রয়োজন মনে করলে রক্ত ও মূত্র...
14/06/2025

কিডনি রোগের লক্ষণ দেখা দিলে, প্রথমেই দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসক প্রয়োজন মনে করলে রক্ত ও মূত্র পরীক্ষা এবং আলট্রাসোনোগ্রাফি করাতে পারেন। রোগ নির্ণয়ের পর সঠিক চিকিৎসা শুরু করা জরুরি, যাতে রোগ আরও না বাড়ে। পাশাপাশি, খাবারে লবণ ও প্রোটিন কমিয়ে দিতে হতে পারে এবং পর্যাপ্ত পানি পান করা উচিত কিনা, সেটাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করতে হবে। নিজের থেকে ওষুধ না খাওয়া এবং নিয়মিত ফলো-আপে থাকা খুবই গুরুত্বপূর্ণ।

যেকোনো জরুরি স্বাস্থ্য সেবা বা ডক্টরের পরামর্শ পেতে কল করুন- 01700999222/ 01321752412 এই নম্বরে

ঈদ-উল-আযহার শুভেচ্ছা 🌙ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদ-উল-আযহায়,সকল ডাক্তার, নার্স, স্টাফ, রোগী ও তাঁদের পরিবারকেজানা...
06/06/2025

ঈদ-উল-আযহার শুভেচ্ছা 🌙

ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদ-উল-আযহায়,
সকল ডাক্তার, নার্স, স্টাফ, রোগী ও তাঁদের পরিবারকে
জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

আসুন, ত্যাগ ও মানবতার শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাই।

ঈদ মোবারক! তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

Address

Royal Multispecialty Hospital, 20/3, Babar Road, Mohammadpur
Tejgaon
1207

Alerts

Be the first to know and let us send you an email when Dr Abid Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Abid Hossain:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram