10/07/2023
কালকে অফিসের কাজ বলে বাসায় ছিল না, এরকম প্রায় রাতেই থাকেনা। আজকেও নাই, সকালে কয়েক ঘন্টার জন্য এসে ঘুমিয়ে আবার চলে গেছে। এর মধ্যে ফ্যান নষ্ট হয়েছে, ঠিক করেনি। অফিস থেকে এখন পর্যন্ত অসহ্য গরমে পাগলপ্রায় হয়ে যাচ্ছি। এই তীব্র গরমে ফ্যান ছাড়া মানুষ থাকবে কিভাবে সেটা কি চিন্তা করার দায়িত্ব নাই?
এরকম আচরণ দিনের পর দিন করার পরও তালাক দিলে সেটা বউয়ের দোষ??? বউয়ের বয়ফ্রেন্ড আছে......অনেক আছে বয়ফ্রেন্ড তাদের সাথে থাকার ইচ্ছায় নাকি তালাক। দায়িত্ব জ্ঞানহীনতা, অবহেলা, হীন নীচ আচরণ, অঅবমূল্যায়ন এগুলা কি তালাকের যথেষ্ট কারণ না???? শুধু মারধর আর করলেই অত্যাচার হয়???? ভালো পরিবারের মেয়েকে বিয়ে করে এনে বস্তির মেয়ের মতো ট্রিট করাটা মানসিক অত্যাচার না???