Central Hearing Care Center, Dhaka

Central Hearing Care Center, Dhaka New dimension in hearing solution
ADDRESS:26/1,TROPICAL RAZIA COMPLEX,(1 st FLOOR)BESIDE TWIN TOWER.

শুভ সকাল
09/02/2025

শুভ সকাল

23/01/2025
কানে শুনার পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার শ্রবণ স্বাস্থ্যের সমস্যা শনাক্ত ও প্রতিরোধে সহায়তা করে। নিচে কিছু ...
13/01/2025

কানে শুনার পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার শ্রবণ স্বাস্থ্যের সমস্যা শনাক্ত ও প্রতিরোধে সহায়তা করে। নিচে কিছু কারণ দেওয়া হলো কেন শ্রবণ পরীক্ষা করানো প্রয়োজন:

১. শ্রবণ সমস্যার প্রাথমিক শনাক্তকরণ

শ্রবণ ক্ষমতা কমে যাওয়ার প্রথম দিকের লক্ষণগুলো অনেক সময় বোঝা যায় না। নিয়মিত পরীক্ষা করলে দ্রুত সমস্যার সূত্র ধরতে ও চিকিৎসা শুরু করতে সুবিধা হয়।

২. ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রভাব

শুনতে সমস্যা হলে পরিবারের সদস্য, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগে অসুবিধা হয়। ফলে সামাজিক সম্পর্ক নষ্ট হতে পারে।

৩. চিকিৎসা ও সমাধান নির্ধারণ

শ্রবণ পরীক্ষার মাধ্যমে সমস্যা শনাক্ত করে উপযুক্ত চিকিৎসা বা সহায়ক ডিভাইস (যেমন হিয়ারিং এইড) ব্যবহারের ব্যবস্থা নেওয়া যায়।

৪. পেশাগত জীবনে উন্নতি

কাজের পরিবেশে সহকর্মী বা ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগের সমস্যা কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে। সঠিক সময়ে ব্যবস্থা নিলে পেশাগত দক্ষতা বজায় রাখা সম্ভব।

৫. নিরাপত্তা বজায় রাখা

বিপদ সংকেত, যানবাহনের শব্দ বা সতর্ক সংকেত শুনতে না পাওয়া দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। তাই শ্রবণ ক্ষমতা ঠিক রাখা নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

৬. স্বাস্থ্যগত সমস্যা নির্ণয়

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বা কানের সংক্রমণসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা শ্রবণ ক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে। তাই পরীক্ষার মাধ্যমে এসব সমস্যার ইঙ্গিত পাওয়া যায়।

৭. বয়সজনিত পরিবর্তন মোকাবিলা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই শ্রবণ ক্ষমতা কমতে পারে। নিয়মিত পরীক্ষা করলে সময়মতো সমাধান নেওয়া সম্ভব।

৮. মানসিক স্বাস্থ্যের উন্নতি

শ্রবণ সমস্যা থাকলে একাকিত্ব, হতাশা ও উদ্বেগ দেখা দিতে পারে। দ্রুত ব্যবস্থা নিলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়।

শ্রবণ সমস্যা অবহেলা না করে নিয়মিত শ্রবণ পরীক্ষা করানো আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী।
যোগাযোগ - ০১৮১৪৮৪৭৬২৯
সেন্ট্রাল হিয়ারিং কেয়ার সেন্টার
২৬/১, রাজিয়া কমপ্লেক্স ২য় তলা
শান্তিনগর, ঢাকা,১২১৭

 aid
04/12/2024

aid


  -
11/11/2024

-



Ear Kart Hearing Aid
21/10/2024

Ear Kart Hearing Aid



02/10/2024

মদ ব্যবসায়ী সাধারণত মাতাল হয়না, আর ধর্ম ব্যবসায়ী ধার্মিক হয়না : মাওলানা জালালউদ্দীন রুমী

12/08/2024

কক্সবাজারের ছাত্র ছাত্রীরা কি ঘুমিয়ে গেছেন
বাবা বদি কই,কোন খোজ পাচ্ছি না।

11/08/2024

করোনাকালীন দুই বছর পড়াশোনা হই নাই অসুবিধা কি, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের স্বল্পকালীন প্রশিক্ষণের মাধ্যমে পুলিশে ও অন্যান্য খাতে নিয়োগ দিন, বিগত আমলের উসৃঙকল পুলিশদের রাস্ট্রদ্রোহী মামলা দিন।

Address

26/1, TROPICAL RAZIA COMPLEX(1ST FLOOR)BESIDE TWIN TOWER, NEAREST MALI BAG MOR , SHANTINAGOR, DHAKA. CELL;0176682727, 01814847629, 01975575799hantinagar
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Central Hearing Care Center, Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Central Hearing Care Center, Dhaka:

Share