Advanced Gastroliver Center

Advanced Gastroliver Center Centre for state-of-the-art treatment for patients with benign and maligmant diseaes of liver, gallbladder, bile duct and pancreas.

02/12/2025
Where excellence meet the precision
08/11/2025

Where excellence meet the precision

বড়দের পাশাপাশি শিশুদের বিভিন্ন রোগে হেপাটোবিলিয়ারি সার্জন প্রয়োজন হতে পারে। শিশুদের কমন সমস্যা হল-
# #কোলিডোকাল সিস্ট
# #বিলিয়ারি এট্রেশিয়া
# #প্যানক্রিয়াস এর টিউমার
# #লিভারের টিউমার
# #সার্জিক্যাল জন্ডিস
*********
দীর্ঘ এক যুগের অভিজ্ঞতায় আমাদের সেন্টারে নিয়মিত এ ধরনের সমস্যার সার্জারি সফলতার সাথে করে থাকি। শিশুদের সার্জারিতে এনাস্থেশিয়া একটি জটিল বিষয়। আমাদের অভিজ্ঞ এনাস্থেশিয়া টিম এটি অভিজ্ঞ হাতে সামলান
*********
বিলিয়ারি রিকনস্ট্রাকশন, কাসাই প্রসিডিওর, লিভার রিসেকশন, প্যানক্রিয়াস রিসেকশন, হুইপল প্রসিডিওর সহ সবরকম হেপাটোবিলিয়ারি সার্জারির জন্য আস্থার নাম...

Advanved Gastroliver Canter....

বড়দের পাশাপাশি শিশুদের বিভিন্ন রোগে হেপাটোবিলিয়ারি সার্জন প্রয়োজন হতে পারে। শিশুদের কমন সমস্যা হল- # #কোলিডোকাল সিস্ট ...
06/11/2025

বড়দের পাশাপাশি শিশুদের বিভিন্ন রোগে হেপাটোবিলিয়ারি সার্জন প্রয়োজন হতে পারে। শিশুদের কমন সমস্যা হল-
# #কোলিডোকাল সিস্ট
# #বিলিয়ারি এট্রেশিয়া
# #প্যানক্রিয়াস এর টিউমার
# #লিভারের টিউমার
# #সার্জিক্যাল জন্ডিস
*********
দীর্ঘ এক যুগের অভিজ্ঞতায় আমাদের সেন্টারে নিয়মিত এ ধরনের সমস্যার সার্জারি সফলতার সাথে করে থাকি। শিশুদের সার্জারিতে এনাস্থেশিয়া একটি জটিল বিষয়। আমাদের অভিজ্ঞ এনাস্থেশিয়া টিম এটি অভিজ্ঞ হাতে সামলান
*********
বিলিয়ারি রিকনস্ট্রাকশন, কাসাই প্রসিডিওর, লিভার রিসেকশন, প্যানক্রিয়াস রিসেকশন, হুইপল প্রসিডিওর সহ সবরকম হেপাটোবিলিয়ারি সার্জারির জন্য আস্থার নাম...

Advanved Gastroliver Canter....

সারা বাংলাদেশ থেকেই আমাদের সেন্টারে পেশেন্ট রেফার হয়ে আসেন। আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটা দিয়ে তাদের আন্তর্জাতিক মান...
23/09/2025

সারা বাংলাদেশ থেকেই আমাদের সেন্টারে পেশেন্ট রেফার হয়ে আসেন। আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটা দিয়ে তাদের আন্তর্জাতিক মানের চিকিৎসা ও সার্জারি করার।

হেপাটোবিলিয়ারি সার্জারিতে অপারেশন পরবর্তী সময়েও একাধিক ফলোআপ এর দরকার হয়। প্রতিবারে ঢাকায় আসা অনেকের জন্যই কষ্টকর। তাদের কতগা ভেবে আমাদের সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকগন এর সমন্বয়ে ঢাকার পাশাপাশি আরো ৪ টি জেলায় আমাদের সেন্টারের শাখা খুলতে পেরে আমরা আনন্দিত।

আপাতত ঢাকার পাশাপাশি টাংগাইল, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া ও বরিশালে প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার পাচ্ছেন আমাদের বিশেষজ্ঞ সেবা।

সিস্টিক ডাক্ট স্টোন: হাকিম প্রসিডিওরেই সমাধান*********************************************অনেক সময় দেখা যায় পিত্তথলির ...
18/09/2025

সিস্টিক ডাক্ট স্টোন: হাকিম প্রসিডিওরেই সমাধান
*********************************************
অনেক সময় দেখা যায় পিত্তথলির পাথর অপারেশন করার পরেও রোগীর ব্যথা বা অন্যান্য সিম্পটম কমছে না।যেটাকে আমরা পোস্ট-কোলিসিস্টেকটোমি সিনড্রোম বলি। এর একটা মূল কারণ হল পিত্তথলির নালী বা সিস্টিক ডাক্টে পাথর আটকে থাকা।

পিত্তথলির নালীতে পাথরের জন্য অনেক সময় পুনরায় সার্জারি করতে হয়।অথচ প্রথম অপারেশনের সময় ল্যাপারস্কপিক ভাবেই এটার সমাধান করা সম্ভব।
আমাদের সেন্টারে অনেক সময়ই আমরা এমন রোগী পাই, যাদের পিত্তনালীতে পাথর আটকে আছে বা বের করা যাচ্ছে না। এক্ষেত্রে আমরা একটা সহজ পদ্ধতিতে এই পাথর অপসারণ করি।

আমাদের চীফ কনসালটেন্ট Nazmul Hakim Shaheen এর নাম অনুসারে এর নাম দিয়েছি আমরা "Hakim Procedure". এটি একটি সহজ ও নিরাপদ পদ্ধতি যাটি পেশেন্টের সুস্থতার পাশাপাশি সার্জন কেও নিশ্চিন্ত রাখে।

Cystic duct stone is difficult to retrieve due to the presence of Valve of Heister. If it is mistakenly not removed sometimes there is persistence of symptom...

ব্যাপারটি রোগী এবং রোগীর নিকটাত্নীয়ের জন্য প্রচন্ড উদ্বেগ এবং আতংকের হলেও, এটা Death sentence নয়।৩.৩% ক্ষেত্রে পাথর বা প...
20/08/2025

ব্যাপারটি রোগী এবং রোগীর নিকটাত্নীয়ের জন্য প্রচন্ড উদ্বেগ এবং আতংকের হলেও, এটা Death sentence নয়।
৩.৩% ক্ষেত্রে পাথর বা পলিপের জন্য গলব্লাডার অপারেশনের পর বায়োপসি রিপোর্টে ম্যালিগন্যান্সি বা ক্যানসার আসতে পারে।

কী করণীয়:
অতিদ্রুত অভিজ্ঞ হেপাটোবিলিয়ারী সার্জনের শরনাপন্ন হতে হবে। তিনি ক্যান্সারের স্টেজ অনুযায়ী পরবর্তী করণীয় নিধারণ করবেন। ক্যান্সার যদি গলব্লাডারের ভিতরের lamina propria লেয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকে (pT1a), সে ক্ষেত্রে আর কোন সার্জারীর প্রয়োজন নেই। কিন্তু ক্যান্সার যদি মাসল লেয়ার পর্যন্ত চলে আসে (pT1b), সেক্ষেত্রে Revison Surgery এর প্রয়োজন পরে।

Revision Surgery তে কি??
Revision Surgery তে আমরা লিভার, পিত্ত নালী, লিম্ফনোডের যে সব অংশে ক্যান্সার ছড়াতে পারে, সেই সব অংশ সূচারুভাবে Excision বা কেটে ফেলি। প্রয়োজন বোধে নতুন করে পিত্ত নালী তৈরী করে দেই।

আমদের অভিজ্ঞতা:
Advanced GastroLiver Center (AGLC) আমরা বিগত ১৫ বছরে অসংখ্য Post Cholecystectomy incidental diagnosis of Carcinoma Gallbladder এর প্যাশেন্টের Revision Surgery করেছি। এ ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা হলে, রোগীর প্রথম সার্জারীর ২ সপ্তাহের মাঝে রিভিশন সার্জারী করা হলে, ক্যান্সার গলব্লাডারের মাঝে সীমাবদ্ধ থাকলে, সার্জারির outcome বা রেসাল্ট অনেক ভালো হয়। এবং কেমোথেরাপির পর রোগী রোগমুক্ত
সুস্থ জীবন যাপন করতে পারেন।

গলব্লাডার ক্যান্সার সার্জারির ফলাফল নির্ভর করে সার্জারি আর লিম্ফ নোড ক্লিয়ারেন্স এর উপরে। এডভান্সড গ্যাস্ট্রোলিভার সেন্ট...
07/08/2025

গলব্লাডার ক্যান্সার সার্জারির ফলাফল নির্ভর করে সার্জারি আর লিম্ফ নোড ক্লিয়ারেন্স এর উপরে। এডভান্সড গ্যাস্ট্রোলিভার সেন্টারে প্রতিটি সার্জারিতেই আমরা সর্বোচ্চ মানের ডিসেকশন করার চেষ্টা করি।

( there are three ways to do a surgery- the right way, the wrong way & the perfect way...
We try to do it in the perfect way)

রাইট হেপাটেকটোমি: যে অপারেশনে কেটে ফেলা হয় লিভারের দুই তৃতীয়াংশ # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # ...
24/07/2025

রাইট হেপাটেকটোমি: যে অপারেশনে কেটে ফেলা হয় লিভারের দুই তৃতীয়াংশ
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

রাইট হেপাটেকটোমি বা লিভারের ডান পাশ কেটে ফেলার সার্জারিতে লিভারের ডান দিকের খণ্ড (সাধারণত সেগমেন্ট V থেকে VIII) অপসারণ করা হয়।

এটি সাধারনত লিভারের টিউমার (লিভার ক্যান্সার, লিভারের ভেতরে পিত্তনালীর ক্যান্সার ও অন্যান্য টিউমার), লিভারের আঘাত বা ডান দিকের লিভারের কিছু সুনির্দিষ্ট সমস্যার জন্য করা হয়।

এটি একটি জটিল অপারেশন যাতে সার্জিক্যাল দক্ষতা, অভিজ্ঞতা ও টিনওয়ার্কের সংমিশ্রণ প্রয়োজন হয়। অস্ত্রোপচারের সময় নিখুতভাবে ডান লিভারের রক্তনালী ও পিত্তনালী চিহ্নিত করে কেটে ফেলা হয়। এরপরে CUSA, Ligasure, Harmonic মেশিনের মাধ্যমে লিভার কাটা হয়।

Advanced Gastroliver Center এ আমরা নিয়মিতভাবে এধরনের জটিল সার্জারি করছি সাফল্যের সাথে।

হেপাটোবিলিয়ারি সার্জারিতে ২০ বছরের অভিজ্ঞতায় আমরাই বাংলাদেশের সর্ববৃহৎ বিশেষজ্ঞ টিম।

(Right hepatectomy is a surgical procedure involving the removal of the right lobe of the liver, typically segments V to VIII. It is performed to treat liver tumors, trauma, or certain benign conditions affecting the right hepatic lobe.

The operation requires careful preoperative assessment, including liver function tests and imaging to evaluate anatomy and remnant liver volume. Intraoperatively, vascular and biliary structures of the right lobe are ligated and divided. Then parenchyma is divided with CUSA, Ligasure or Harmonic Scalpel.

Right hepatectomy requires skilled surgical expertise, experience & teamwork.

In our Advanced Gastroliver Center we regularly perform this type of surgery. We have the biggest specialist team of Hepatobiliary Surgeons in Bangladesh)

ডিস্টাল প্যানক্রিয়াটেক্টোমি: সমস্যা যখন প্যানক্রিয়াসের লেজে # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # ...
17/07/2025

ডিস্টাল প্যানক্রিয়াটেক্টোমি: সমস্যা যখন প্যানক্রিয়াসের লেজে
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

প্যানক্রিয়াস এর হেড এ টিউমার বেশি হলেও অনেক ক্ষেত্রে লেজের দিকেও টিউমার হতে পারে।। সেক্ষেত্রে ডিস্টাল প্যানক্রিয়েটেক্টমি হল স্ট্যান্ডার্ড সার্জারি। এক্ষেত্রে মাধ্যমে অগ্ন্যাশয়ের শরীর এবং লেজ অপসারণ করা হয়। অনেক সময় এর সাথে প্লীহা অপসারনের ও প্রয়োজন হয়।

কখন করা হয়:
***************
১. অগ্ন্যাশয়ের শরীরে বা লেজে ম্যালিগন্যান্ট টিউমার (যেমন, সিস্ট, নিউরোএন্ডোক্রাইন টিউমার)।

২. দীর্ঘস্থায়ী প্যানক্রিয়াটাইটিস যা শরীর বা লেজকে প্রভাবিত করে।

৩. দূরবর্তী অগ্ন্যাশয়ে ইনজুরি।

৪. অগ্ন্যাশয়ের লেজে সিউডোসিস্ট।

কিভাবে করা হয়:
****************
১. ওপেন (বিশেষত ক্যান্সারের ক্ষেত্রে)

২. ল্যাপারোস্কোপিক

৩. রোবোটিক

( বাংলাদেশে এখনো রোবটিক এভেইলেবল না। আমাদের সেন্টারে আমরা নিয়মিত ওপেন ও ল্যাপারোস্কপিক ডিস্টাল প্যানক্রিয়াটেক্টোমি করে থাকি।

সকল প্রকার জেনারেন, ল্যাপারোস্কপিক ও হেপাটোবিলিয়ারি সার্জারি স্পেশালিস্ট দের বাংলাদেশের সর্ববৃহৎ টিম Advanced Gastroliver Centre)

(Distal pancreatectomy is a surgical procedure that removes the body and tail of the pancreas, typically for benign or malignant lesions in that area. It can be performed with or without splenectomy, and minimally invasive approaches like laparoscopy or robotic surgery are increasingly common. The procedure can be technically demanding, and potential complications include pancreatic fistula. Spleen preservation is often considered, especially in benign cases.)

Address

4th Floor, Health And Hope Hospital, , 152/2/G Green Road, Panthapath
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Advanced Gastroliver Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category