The Herbaliving

The Herbaliving We are a Natural Products suppler set out to bring natural goods with the spirit of innovation to enhance the human health.

We dedicate ourselves to securing authentic herbs & products to develop our immunity. We also provide cosmic energy healing.

দ্রুত বীর্যপাত শুধুমাত্র বিশেষ সময়ের ১০ মিনিটের সমস্যা না। সমীক্ষায় দেখা গেছে, এই সমস্যায় আক্রান্ত পুরুষদের আত্মবিশ্বাস,...
17/06/2025

দ্রুত বীর্যপাত শুধুমাত্র বিশেষ সময়ের ১০ মিনিটের সমস্যা না। সমীক্ষায় দেখা গেছে, এই সমস্যায় আক্রান্ত পুরুষদের আত্মবিশ্বাস, কর্মদক্ষতা, চিন্তা করার শক্তি, ধৈর্য্য ও সহনশীলতা মারাত্মকভাবে কমে যায়। চারদিকে বিভিন্ন হারবাল সালসা, তেল, ক্রিম, পিল ইত্যাদির বিজ্ঞাপন চলে যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং কোনোটিই বিজ্ঞানসম্মত নয়।

তাই, আমাদের বিশেষজ্ঞের সাথে কাউন্সেলিং করুন।
TriKaya

helpline:
01777-013801

https://youtu.be/EFEB6K1AnJo?si=x_UXpRAzFskXmiUC
10/06/2025

https://youtu.be/EFEB6K1AnJo?si=x_UXpRAzFskXmiUC

গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের অনেকেরই নিত্যদিনের সঙ্গী। কিন্তু সবসময় কি ওষুধ খাওয়াই সমাধান? না!এই ভিডিওতে জানবেন ....

ডা. কে এইচ আহমেদপ্রতিষ্ঠাতা – TriKaya ও The Herbaliving-এর পক্ষ থেকেপবিত্র ঈদুল আজহার এই মহামানবিক উপলক্ষে, আমি আমার পক্...
06/06/2025

ডা. কে এইচ আহমেদ
প্রতিষ্ঠাতা – TriKaya ও The Herbaliving-এর পক্ষ থেকে
পবিত্র ঈদুল আজহার এই মহামানবিক উপলক্ষে, আমি আমার পক্ষ থেকে এবং ত্রিকায়া ও দ্য হার্বালিভিং-এর পরিবারের পক্ষ থেকে জানাই হৃদয়গ্রাহী শুভেচ্ছা ও ভালোবাসা।
আসুন কোরবানির এই শিক্ষা আমাদের জীবনে ত্যাগ, সহানুভূতি ও কৃতজ্ঞতা জাগ্রত করুক। আপনার জীবন হোক শান্তিময়, স্বাস্থ্যসম্মত এবং সমৃদ্ধিতে পূর্ণ।
আমরা সবাই যেন ঈদের এই পবিত্র বার্তাকে ধারণ করে মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করি—ভালোবাসা, যত্ন ও সুস্থতার পথে।
ঈদ মোবারক!
আপনার প্রতিটি দিন হোক আশীর্বাদে পূর্ণ, হৃদয় ভরে উঠুক আনন্দে, এবং পরিবার থাকুক ভালোবাসা ও সম্প্রীতিতে ভরপুর।

সারাবছর বাজারে পাওয়া যায়।অন্যান্য ফলের চেয়ে পেয়ারার পুষ্টিগুণ বেশি। বিশেষ করে ভিটামিন ‘সি’ এর পরিমাণ এত বেশি যে আমলকী বা...
22/09/2024

সারাবছর বাজারে পাওয়া যায়।

অন্যান্য ফলের চেয়ে পেয়ারার পুষ্টিগুণ বেশি। বিশেষ করে ভিটামিন ‘সি’ এর পরিমাণ এত বেশি যে আমলকী বাদে অন্য কোনো ফলে এত ভিটামিন ‘সি’ পাওয়া যায় না।
তাহলে চলুন জেনে নেয়া যাক পেয়ারার পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে।

১. পেয়ারাতে প্রচুর ভিটামিন ‘সি’ আছে। ১০০ গ্রাম পেয়ারায় ১৮০ মি.গ্রাম ভিটামিন ‘সি’ রয়েছে। ফলটি ঠাণ্ডা কাশির পথ্য। তাছাড়া শ্বাসতন্ত্র, গলা ও ফুসফুসকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে সুরক্ষা করে। রক্তসঞ্চালন ঠিক রাখে তাই হার্টের রোগীরা পেয়ারা খেতে পারেন।

২. পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ রয়েছে। যা দৃষ্টি শক্তি বাড়াতে সাহায্য করে। যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তারা পাকা পেয়ারা খেতে পারেন।

৩. পেয়ারায় যে পরিমাণ ভিটামিন ‘সি’ থাকে তা শরীরে গেলে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে শরীরের রোগ প্রতিরোধ করতে পারে।

৪. যেকোনো ব্যকটেরিয়া সংক্রমণ বা পেটের গোলযোগে কার্যকরী। এই ফলটিতে অ্যাস্ট্রিজেন্ট ও অ্যান্টি-মাইক্রোবাল উপাদান থাকে যা পাকস্থলির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তাছাড়া ত্বক ভালো রাখার সঙ্গে সঙ্গে ত্বককে টানটান রাখে।

৫. পেয়ারা ডায়বেটিস, ক্যানসার, প্রস্টেট ক্যানসার মতো রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে। পেয়ারা ডায়রিয়ার বিরুদ্ধে লড়তে পারে। তাই নিয়মিত পেয়ারা খেলে ডায়রিয়া হওয়ার আশঙ্কা কমে যাবে অনেকটা। পেয়ারার আছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা।

‪রেইকি বা কসমিক এনার্জি হিলিং নিয়ে কি কি উপকারীতা পাওয়া সম্ভব সে সম্পর্কে কিছু বিষয় তুলে ধরা হলো - 🔥 ১. **শারীরিক সুস্থত...
22/08/2024


রেইকি বা কসমিক এনার্জি হিলিং নিয়ে কি কি উপকারীতা পাওয়া সম্ভব সে সম্পর্কে কিছু বিষয় তুলে ধরা হলো -

🔥 ১. **শারীরিক সুস্থতা**: শরীরের কোষের পুনর্জীবন ঘটায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

🔥 ২. **মানসিক শান্তি**: মানসিক চাপ কমায় এবং অভ্যন্তরীণ শান্তি বজায় রাখে।

🔥 ৩. **দুশ্চিন্তা কমানো**: উদ্বেগ ও দুশ্চিন্তা কমাতে সহায়তা করে।

🔥 ৪. **ঘুমের উন্নতি**: ঘুমের গুণমান উন্নত করে এবং নিদ্রাহীনতা কমাতে সাহায্য করে।

🔥 ৫. **মেজাজের উন্নতি**: মানসিক অবস্থার উন্নতি ঘটায় এবং মেজাজ ভাল করে।

🔥 ৬. **শক্তি পুনর্গঠন**: শরীরের শক্তি স্তর পুনর্গঠনে সাহায্য করে এবং ক্লান্তি ভাব কমায়।

🔥 ৭. **যন্ত্রণা উপশম**: শারীরিক ব্যথা ও যন্ত্রণা কমাতে কার্যকর।

🔥 ৮. **আন্তরিক সম্পর্ক উন্নতি**: বিভিন্ন ধরনের সম্পর্ক উন্নত করে।

🔥 ৯. **ভালোবাসা ও সৃজনশীলতা বৃদ্ধি**: মানসিক স্বচ্ছতা বাড়ায় এবং সৃজনশীল চিন্তাভাবনায় উৎসাহিত করে।

🔥 ১০. **স্বাস্থ্যকর জীবনযাপন**: সামগ্রিক সুস্থ জীবনযাপন বজায় রাখতে সহায়তা করে।

🔥 ১১. **অভ্যন্তরীণ শান্তি**: অভ্যন্তরীণ শান্তি নিয়ে আসতে সাহায্য করে এবং জীবনে শান্তি প্রদান করে।

🔥 ১২. **আবেগিক মুক্তি**: আবেগের ভার কমায় এবং মানসিক আঘাত থেকে মুক্তি দেয়।

🔥 ১৩. **অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি**: আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়ায়।

🔥 ১৪. **মানসিক ফোকাস**: মনোযোগ ও কনসেন্ট্রেশন বৃদ্ধিতে সাহায্য করে।

🔥 ১৫. **হরমোনাল ভারসাম্য**: শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং হরমোনাল সমস্যা কমায়।

🔥 ১৬. **শারীরিক স্ফূর্তি**: শরীরের স্ফূর্তির মাত্রা বাড়ায় এবং অস্থিরতা কমায়।

🔥 ১৭. **শক্তি প্রবাহ**: শরীরের শক্তি প্রবাহ সঠিক রাখতে সহায়তা করে এবং ব্লকেজ দূর করে।

🔥 ১৮. **স্বাভাবিক সুস্থতা**: স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনের জন্য সহায়ক।

🔥 ১৯. **আধ্যাত্মিক উন্নতি**: আধ্যাত্মিক জ্ঞান অর্জন এবং আধ্যাত্মিক উন্নতি ঘটায়।

🔥 ২০. **বৃদ্ধি ও পরিবর্তন**: ব্যক্তিত্ব উন্নয়ন এবং জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে।

🔥 ২১. **শারীরিক নিরাময়**: স্নায়ু ও পেশির কার্যকারিতা উন্নত করে এবং ব্যথা যন্ত্রণা কমাতে সহায়ক।

🔥 ২২. **স্বাস্থ্যকর সম্পর্ক**: মানুষের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে।

🔥 ২৩. **মনের স্বচ্ছতা**: মানসিক স্থিরতা ও পরিস্কার চিন্তা সৃষ্টি করতে সহায়তা করে।

🔥 ২৪. **শক্তি পুনঃপ্রাপ্তি**: শক্তি পুনরুদ্ধার ও পুনরায় শক্তিশালী হওয়ার জন্য সহায়ক।

🔥 ২৫. **হজমে উন্নতি**: হজমের সমস্যা কমাতে এবং পেটের অস্বস্তি দূর করতে সাহায্য করে।

🔥 ২৬. **শক্তির ভারসাম্য**: শরীরের শক্তি ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং শারীরিক অস্বস্তি কমায়।

🔥 ২৭. **হরমোন নিয়ন্ত্রণ**: হরমোনের সমস্যা সমাধান ও নিয়ন্ত্রণে সহায়তা করে।

🔥 ২৮. **অভ্যন্তরীণ শান্তি**: আত্মবিশ্বাস ও মানসিক শান্তি বৃদ্ধিতে সহায়তা করে।

🔥 ২৯. **আধ্যাত্মিক সঞ্চার**: আধ্যাত্মিক প্রবাহ ও বৃদ্ধি ঘটাতে সহায়তা করে।

🔥 ৩০. **প্রাকৃতিক সামঞ্জস্য**: প্রাকৃতিক শক্তি ও ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

🔥 ৩১. **সামাজিক আচরণ উন্নতি**: সামাজিক আচরণে উন্নতি ঘটাতে এবং ব্যক্তিত্ব সুসংহত করতে সহায়তা করে।

🔥 ৩২. **মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি**: মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি উন্নত করে।

🔥 ৩৩. **ইমিউন সিস্টেমের উন্নতি**: শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং অসুখের ঝুঁকি কমায়।

🔥 ৩৪. **নতুন দৃষ্টিভঙ্গি**: জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি ও আধ্যাত্মিক উপলব্ধি অর্জনে সহায়তা করে।

🔥 ৩৫. **স্ট্রেস কমানো**: দৈনন্দিন জীবনের স্ট্রেস কমাতে সহায়ক।

🔥 ৩৬. **শ্বাস-প্রশ্বাসের উন্নতি**: শ্বাস-প্রশ্বাসের সমস্যা ও অস্বস্তি কমাতে সহায়তা করে।

🔥 ৩৭. **অনুকূল পরিবেশ সৃষ্টি**: স্বাস্থ্যকর ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে সহায়তা করে।

🔥 ৩৮. **শক্তির স্তর উন্নতি**: দৈনন্দিন জীবনের জন্য শক্তির স্তর বৃদ্ধি করে।

🔥 ৩৯. **সৃজনশীল চিন্তা**: সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা উন্নত করতে সাহায্য করে।

🔥 ৪০. **বিভিন্ন রোগের প্রতিকার**: বিভিন্ন ধরনের রোগ ও অসুস্থতা কমাতে সহায়তা করে।

🔥 ৪১. **সুখ ও আনন্দ**: জীবনকে সুখময় ও আনন্দময় করতে সহায়তা করে।

🔥 ৪২. **আধ্যাত্মিক সংযোগ**: আধ্যাত্মিক শক্তির সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে।

🔥 ৪৩. **উদ্দীপনা বৃদ্ধি**: জীবনে উদ্দীপনা ও প্রেরণা বৃদ্ধি করে।

🔥 ৪৪. **মানসিক শান্তি**: আত্মার শান্তি ও সান্ত্বনা প্রদান করে।

🔥 ৪৫. **দীর্ঘকালীন সুস্থতা**: দীর্ঘকালীন সুস্থতা ও ভালো স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে।

🔥 ৪৬. **অভ্যন্তরীণ শক্তি পুনঃপ্রাপ্তি**: অভ্যন্তরীণ শক্তি পুনরুদ্ধার ও শক্তিশালী করার জন্য সহায়ক।

🔥 ৪৭. **আত্ম-বিকাশ**: আত্ম-সংশোধন ও আত্ম-বিকাশে সহায়তা করে।

🔥 ৪৮. **বিষণ্ণতা কমানো**: বিষণ্ণতা কমায় এবং সুখকর অনুভূতি প্রদান করে।

🔥 ৪৯. **ভালোবাসার অনুভূতি**: ভালোবাসা ও সংযোগের অনুভূতি বৃদ্ধি করে।

🔥 ৫০. **উন্নত জীবনের গুণমান**: জীবনের গুণমান উন্নত করতে সহায়তা করে।

আমাদের আছে দক্ষ রেইকি / কসমিক এনার্জি হিলার।
আপনার প্রয়োজনে হিলিং নিতে আমাদের সাথে যোগাযোগ করুন।
০১৭৭৭-০১ ৩৮ ০১

​ ​ ​ ​ ​ ​ ​ ​

আমরা প্রতিদিন যে চা পান করি, সেটা ব্ল্যাক টি।কখনো দুধ-চিনি মিশিয়ে, কখনো বা চিনি ছাড়াই চা পান করার প্রচলন রয়েছে। তবে আমাদ...
07/08/2024

আমরা প্রতিদিন যে চা পান করি, সেটা ব্ল্যাক টি।
কখনো দুধ-চিনি মিশিয়ে, কখনো বা চিনি ছাড়াই চা পান করার প্রচলন রয়েছে। তবে আমাদের দেশে গ্রিন বা সবুজ চা জনপ্রিয় হয়ে উঠছে।
চা-গাছের সতেজ সবুজ পাতা রোদে শুকিয়ে তাওয়ায় সেঁকে গ্রিন টি প্রস্তুত করা হয়। এর রং হালকা হলদে সবুজ। এই চায়ে পলিফেনল ও ফ্ল্যাভোনেয়েড নামের দুটি অ্যান্টি-অক্সিডেন্ট আছে, যা চা তৈরির পরও অক্ষুণ্ন থাকে।
গ্রিন টি আমাদের শরীরকে সতেজ ও উৎফুল্ল রাখতে সাহায্য করে। এটি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়। এই চা আমাদের শরীরের ওজন ও রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
চীনের একদল গবেষক দেখিয়েছেন যে, সবুজ চায়ে বিদ্যমান রাসায়নিক পদার্থ মানুষের স্মৃতিশক্তির উন্নতি ঘটায় এবং পারিপার্শ্বিক বিষয়ের স্মৃতি ও তথ্য সংরক্ষণে মস্তিষ্ককে সাহায্য করে।
যুক্তরাজ্যে এক গবেষণায় দেখা যায়, নিয়মিত গ্রিন টি সেবন করলে দাঁতের ক্ষয়রোগের ঝুঁকি কমে। তবে ওজন কমাতে হলে খাবারে ক্যালরির পরিমাণ কমাতে হবে অথবা ব্যায়ামের মাধ্যমে ক্যালরি ক্ষয় বাড়াতে হবে। শুধু গ্রিন টি পান করে ওজন কমানো সম্ভব নয়।
লেখক: অধ্যাপক ডা. খাজা নাজিম উদ্দিন, মেডিসিন বিভাগ, বারডেম হাসপাতাল, ঢাকা

দেখুন তো, আপনার কি এই সমস্যা গুলো আছে নাকি?*কোষ্ঠাবদ্ধতা ।* কোষ্ঠকাঠিন্য ।* গ্যাসট্রিক ।* বুক জ্বলাপোড়া ।* হজম শক্তি দুর...
24/06/2024

দেখুন তো, আপনার কি এই সমস্যা গুলো আছে নাকি?

*কোষ্ঠাবদ্ধতা ।
* কোষ্ঠকাঠিন্য ।
* গ্যাসট্রিক ।
* বুক জ্বলাপোড়া ।
* হজম শক্তি দুর্বল ।
* বদহজম।
* ঘুম কম ।
* উচ্চরক্তচাপ ।
* ত্বকে লাবণ্যতার অভাব।
* অতিরিক্ত ওজন ।
* শরীরে এন্টিওক্সিডেন্ট এর ঘাটতি ।
* রোগ প্রতিরোধ ক্ষমতা কম।

ফ্রি পরামর্শ নিন -
১৭৭৭ ০১ ৩৮ ০১,
০৯৬৩ ৮২ ০৬০ ২৮

Happy Earth Day, 2024
22/04/2024

Happy Earth Day, 2024

A healthy mind does not have a deceased body.
18/04/2024

A healthy mind does not have a deceased body.

16/04/2024

আপনি ইলনেস এংজাইটি ডিজঅর্ডারে ভুগছেন না তো?

যদি তাই হয়ে থাকে, তাহলে আজই পরামর্শ নিন। ভারতের সাইকোলজিস্ট / মাইন্ড কোচ/ হ্যান্ড রাইটিং এনালিস্ট আপনাকে পরামর্শ দিবেন।
সিরিয়ালের জন্য- ০১৭৭৭ ০১ ৩৮ ০১

পুনরায় চাঙ্গা করুন আপনার মেটাবলিজম।
07/04/2024

পুনরায় চাঙ্গা করুন আপনার মেটাবলিজম।

Address

Dhaka

Telephone

+8801777013801

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Herbaliving posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share