23/08/2024
হেল্প পোস্ট #
দৃষ্টি আকর্ষণ #
কুমিল্লা থেকে বুড়িচং-ব্রাহ্মণপাড়া যাওয়ার মেইনরোড বন্ধ হয়ে গেছে। ত্রাণ বা উদ্ধার কাজের প্রয়োজনীয় উপকরণ নিয়ে যাওয়ার মত অবস্থা নেই!!
বিকল্প রাস্তা হিসেবে
চাঁনপুর ব্রিজ বা টিক্কারচর ব্রিজ দিয়ে ঢুকে-
১.জনতা / কবিরাজ বাজার দিয়ে বুড়িচং ঢুকে সাহায্য করা যাবে!
২. তেলকপি - ভুবনঘর - রসুলপুর দিয়ে ঢুকে সাহায্য করা যাবে!
৩. ফকির বাজার গাজীপুর দিয়ে ঢুকে বুড়িচং সাহায্য করা যাবে!
৪. পানি বেশি বৃদ্ধি পেয়ে ব্রাহ্মণপাড়া ঢুকে গেলে শংকুচাইল- লরিবাগ হয়ে ঢুকে সাহায্য করা যাবে!
৫. আরো বেশি বৃদ্ধি পেলে হরিমঙ্গল - নাইঘর রাস্তা ব্যবহার করে সাহায্য করা যাবে!