Rajdhani Specialized Hospital

Rajdhani Specialized Hospital রাজধানী স্পেশালাইজড হাসপাতাল অত্যাধুনিক চিকিৎসা সেবার প্রতিশ্রুতি নিয়ে, বিশেষজ্ঞ ডাক্তার ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা প্রদান করে।

23/10/2025

গালে এবসেস।

22/10/2025

৭০ বছর বয়সী বয়োবৃদ্ধের গলায় ক্যান্সার।

21/10/2025

19/10/2025

যখন তোমাদের কেউ খুশি হয় তখন আলহামদুলিল্লাহ বলা উচিত এবং যখন দুঃখে পড়ে তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন বলা উচিত।
আল হাদীস।

12/10/2025

আলহামদুলিল্লাহ! রাজধানীর মালিবাগে Rajdhani Specialized Hospital এর উদ্বোধনের প্রস্তুতি চলছে দ্রুততম সময়ে, ইনশাআল্লাহ 🏥

উন্নত চিকিৎসা, আধুনিক প্রযুক্তি ও মানসম্মত সেবার সমন্বয়ে আমরা আসছি এক নতুন রূপে...

“স্বাস্থ্যসেবায় আস্থা ও ভালোবাসার ঠিকানা”

📍 লোকেশন: ৮৯, ডি.আই.টি রোড, মালিবাগ, ঢাকা - ১২১৭
📅 উদ্বোধন শীঘ্রই ইনশাআল্লাহ!

👉 নিচের 3D ভিজুয়াল প্ল্যানে দেখুন আমাদের আসন্ন হাসপাতালের এক ঝলক!

আনন্দের সঙ্গে জানাচ্ছিRajdhani Specialized Hospital এখন Officially Verified on Facebook!Alhamdulillah
09/10/2025

আনন্দের সঙ্গে জানাচ্ছি
Rajdhani Specialized Hospital
এখন Officially Verified on Facebook!
Alhamdulillah

08/10/2025

ব্যস্ততা যেন আমাদের ভুলিয়ে দিয়েছে জীবনের শেষ গন্তব্য কবরের কথা।

07/10/2025

আমাকে দিওনা প্রভু সেই ঘুম,
যেই ঘুমে শুনেনা"আসসালাতু খাইরুম মিনাননাউম"

06/10/2025

হারামের বিলাসিতা দেখে আফসোস করবেন না বরং শুকরিয়া আদায় করুন মহান আল্লাহ আপনাকে হারাম থেকে বাঁচিয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ।

আলহামদুলিল্লাহ
05/10/2025

আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ রাজধানী স্পেশালাইজড হাসপাতালের ইন্টেরিয়রের কাজ চলমান।। আশা করি ডিসেম্বর ২০২৫ এ সাধারণ রোগীদের সেবায় উন্মু...
05/10/2025

আলহামদুলিল্লাহ
রাজধানী স্পেশালাইজড হাসপাতালের ইন্টেরিয়রের কাজ চলমান।। আশা করি ডিসেম্বর ২০২৫ এ সাধারণ রোগীদের সেবায় উন্মুক্ত করে দেওয়া হবে ইনশাআল্লাহ।

রাতে ভাত খান কখন?অনেক রাতে? ভাত (বা রুটি) খেয়েই কি সাথে সাথে ঘুমিয়ে পড়েন?তবে...আপনি স্বাস্থ্য ঝুঁকিতে আছেন!আপনার ওজন বাড়...
27/09/2025

রাতে ভাত খান কখন?
অনেক রাতে?
ভাত (বা রুটি) খেয়েই কি সাথে সাথে ঘুমিয়ে পড়েন?
তবে...আপনি স্বাস্থ্য ঝুঁকিতে আছেন!
আপনার ওজন বাড়ার ঝুঁকি বাড়বে...বাড়বে এসিডিটি বা বদহজমের ঝুঁকি!
কেন এই ঝুঁকি?
আমরা যে খাবার গ্রহণ করি তা পাকস্থলী থেকে সরে যেতে কমপক্ষে ৪ ঘন্টা সময় লাগে!
তাই অধিক রাতে ডিনার করে সাথে সাথে ঘুমালে পেটে অস্বস্তি লাগে...ঘুম আসতে দেরি হয়...এসিডিটির ঝামেলা বাড়ে!
অন্যদিকে খেয়েই ঘুমালেন মানে শরীরে ক্যালরি জমালেন...কারণ এই বাড়তি ক্যালরি ঘুমের মাঝে তেমন বেশি খরচ হয় না...ফলে ওজন দ্রুত বাড়ে...উন্নত বিশ্বের বেশিরভাগ দেশে মোটামুটি সন্ধ্যার পরেই রাতের খাবার সেরে ফেলে...গ্রামের মানুষও আগে সন্ধ্যাতেই খেয়ে ফেলতেন! আগে তাই অধিক ফিট থাকতেন!
এসব বিবেচনায় রাতে ঘুমানোর অন্তত ৩ ঘন্টা পূর্বে ডিনার করে ফেলা ভালো!

Address

89, DIT Road, Malibag
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Rajdhani Specialized Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category