21/06/2022
আকুপ্রেশার চিকিৎসা পদ্ধতি ঔষধ ব্যতিত- বিকল্প একটি প্রাকৃতিক চিকিৎসা এবং এর কোন ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া নেই।শরীরের কিছু বিন্দুতে চাপ প্রয়োগ করে রোগ নির্ণয়, নিরাময় এবং প্রতিরোধ করা হয়ে থাকে। অধিকাংশ মানুষের কাছে পদ্ধতিটি এখনও নতুন।
মানুষের সুস্থতা নিশ্চিত করতে আর্থ-সামাজিক পেক্ষাপট বিচারে বাংলাদেশের জনগোষ্ঠীর জন্য আকুপ্রেশার একটি আর্শিবাদ। প্রয়োজন শুধু বিস্ময়কর পদ্ধতিটির র্বাতা মানুষের কাছে পৌঁছে দেয়া। এ পদ্ধতিটির প্রচার, প্রসার ও প্রয়োগে পর্যায়ক্রমে কমে আসবে স্বাস্থ্য ব্যয়। নিশ্চিত মুক্ত থাকা যাবে অসুস্থা থেকে।
গবেষণা মতে- প্রতিকারের জন্য চিকিৎসা নেন বিশ্বের ৯০ভাগ মানুষ।অথচ! মাত্র ১০ভাগ মানুষ চিকিৎসা নেন প্রতিরোধের আশায় প্রাকৃতিক উপায়ে প্রতিরোধ। প্রত্যাশা করি ৯০ভাগ মানুষই চিকিৎসা নেবেন অসুস্থতা থেকে মুক্ত থাকার প্রতিরোধের আশায়।
আমাদের শরীরে বিদ্যামান অঙ্গ- প্রত্যঙ্গ ও গ্রন্থি গুলো বিভিন্ন শিরা- উপশিরা ও মেরিডিয়ান রেখা দ্বারা পরস্পর সর্ম্পকিত। এসব শিরা উপশিরার সাহায্যে রক্ত ও প্রাণ শক্তি প্রবাহিত হয়। যদি কখনও শরীর ঠিকমত কাজ না করে কিংবা শরীরে বিষাক্ত পদার্থ জমে যায় তখন এসব শিরা- উপশিরাতেও রক্ত বা প্রাণ শক্তির স্বাভাবিক প্রবাহে বাঁধার সৃষ্টি হয়।
অন্য ভাবে বলা যায়, অঙ্গ- প্রত্যাঙ্গ বা গ্রন্থিগুলো ঠিকভাবে কাজ না করলে যেমন- শিরা- উপশিরা কিংবা মেরিডিয়ান গুলো বাঁধা প্রাপ্ত হয় তেমনি শিরা- উপশিরা কিংবা মেরিডিয়ান গুলো ঠিকভাবে কাজ না করলে অঙ্গ- প্রত্যাঙ্গ বা গ্রন্থিগুলোও ক্ষতিগ্রস্থ হয়। আকুপ্রেশারের মাধ্যেমে রক্ত বা প্রাণ শক্তি প্রবাহের গতি বৃদ্ধি পায়।
এভাবে একাধিক চাপের ফলে সৃষ্ট তীব্র প্রবাহ বার বার বাঁধাপ্রাপ্ত জায়গায় আঘাত করে। যার ফলে এক সময় সংশ্লিষ্ট বাঁধা ভেঙ্গে যায় এবং এতে করে রক্ত বা প্রাণ শক্তির প্রবাহ স্বাভাবিক হয়ে পড়ে।ফলে জমে থাকা বিষাক্ত বস্তু বা ব্যাধি বিনষ্ট হয়ে শরীর স্বাভাবিক অবস্থায় চলে আসে।
আকুপ্রেশারে যে সব রোগের চিকিৎসা দেওয়া হয়ে থাকে- *মাথা ব্যথা ( সাইনোসাইটিস), *নাকের মাংস বৃদ্ধি (পলিপস), *মুখের অবসতা ( মুখ বাঁকা হওয়া), *কাঁধের ব্যথা, *মেরুদন্ডের ব্যথা, *মেদ কমানো, *উচ্চ রক্ত চাপ, *আমবাত, *বাত জ্বর জনিত অন্থিসন্ধির প্রদাহ,*বহুদিনের স্থায়ী বাতের ব্যথা, *কোমর ব্যথা,* হাঁটু ব্যথা, *পায়ের গোড়ালী ব্যথা, *স্ট্রোক জনিত সমস্যা,* হার্টের ব্লক, *কিডনি সমস্যা, *(বিশেষ ক্ষেত্রে) মহিলাদের মাসিক সমস্যা, অন্যান্য নতুন- পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা দেওয়া হয়। দীর্ঘ দিন যাবৎ সাফল্যের সাথে চিকিৎসা দিয়ে আসছি।
বি:দ্র: বিশেষ ক্ষেত্রে বাসায় গিয়ে চিকিৎসা করা হয়।
যোগাযোগঃ মর্জিনা রহমান
০১৯৫৭৯০৪১৯, ০১৮৪৬৮১১৬৮৩