ALI AHMED Homeopathic Center

ALI AHMED Homeopathic Center Our motto is health for all. People will understand about Homeopathy as well as Naturopathy .

02/06/2025

02/06/2025

ঈদুল আজহা উপলক্ষে আগামী ৬/৬/২৫ থেকে ১৫/০৬/২৫ পর্যন্ত চেম্বার বন্ধ থাকবে।
১৬/০৬/২৫ থেকে যথারীতি চেম্বার দুইবেলা খোলা থাকবে।

Mole on Faceচিকিৎসার আগে নাকে একটি বড় ও উঁচু আছিল ছিল , চিকিৎসার পর তা সফলভাবে অপসারণ করা হয়েছে - জায়গাটি এখন অপেক্ষাকৃত...
25/05/2025

Mole on Face
চিকিৎসার আগে নাকে একটি বড় ও উঁচু আছিল ছিল , চিকিৎসার পর তা সফলভাবে অপসারণ করা হয়েছে - জায়গাটি এখন অপেক্ষাকৃত সমান ও শুকিয়ে গেছে যদিও হালকা দাগ রয়ে গেছে।

জরায়ুতে ফাইব্রয়েড ও ওভারিতে সিস্ট কিছু লক্ষণ হলো অনিয়মিত মাসিক, পেটের নিচের দিকে ব্যথা, প্রসাবের চাপ অনুভব , সহবাসের সময়...
23/05/2025

জরায়ুতে ফাইব্রয়েড ও ওভারিতে সিস্ট কিছু লক্ষণ হলো অনিয়মিত মাসিক, পেটের নিচের দিকে ব্যথা, প্রসাবের চাপ অনুভব , সহবাসের সময় ব্যথা, গর্ভধারনে সমস্যা আবার অনেক সময় কোনো উপসর্গ দেখা যায় না।
রুগীর USG রিপোর্ট চিকিৎসার আগে ও পরের।

Severe Eczema on Footপায়ে একজিমা, ত্বক শুকিয়ে যায়, তীব্র চুলকানি হয়, ফুসকুড়ি হতে পারে, ত্বক ফেটে রক্ত বা পানি বের হয় , ত...
20/05/2025

Severe Eczema on Foot
পায়ে একজিমা, ত্বক শুকিয়ে যায়, তীব্র চুলকানি হয়, ফুসকুড়ি হতে পারে, ত্বক ফেটে রক্ত বা পানি বের হয় , ত্বকে বাদামি বা লালচে ছোপ পরতে পারে। চিকিৎসার পূর্বের ও পরের ছবি ।
Dr.Nazia Noor

Abscess on Faceব্যাকটেরিয়া সংক্রামণের (বিশেষ করে staphylococcus aureus) ত্বকের তেলগ্রন্থি বন্ধ হয়ে যেয়ে ফোঁড়া উঠে।  মুখে...
19/05/2025

Abscess on Face
ব্যাকটেরিয়া সংক্রামণের (বিশেষ করে staphylococcus aureus) ত্বকের তেলগ্রন্থি বন্ধ হয়ে যেয়ে ফোঁড়া উঠে। মুখের ফোঁড়া মারাত্মক হতে পারে কারণ এখানকার শিরা সরাসরি মস্তিষ্কের সাথে সংযুক্ত।
চিকিৎসার পূর্বের ও পরের ছবি
Dr. Nazia Noor

 ত্বকে ফাংগাল সংক্রমণকে দাদ বলা হয়।  এটি ছত্রাকজাতীয় ফাংগাল সংক্রমণ যা গোলাকার , লালচে দাগ, যার চারপাশ তুলনামুলুক উঁচু ও...
18/05/2025


ত্বকে ফাংগাল সংক্রমণকে দাদ বলা হয়। এটি ছত্রাকজাতীয় ফাংগাল সংক্রমণ যা গোলাকার , লালচে দাগ, যার চারপাশ তুলনামুলুক উঁচু ও মাঝে ফ্যাকাশে। ভীষণ চুলকানি ও জ্বালাপোড়া থাকে এবং ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পরে। চিকিৎসার পূর্বের ও পরের ছবি।

Flatulence of infantsবুকের দুধ খাবার সময় অতিরিক্ত বাতাস গেলা বা ফর্মুলা দুধ খাওয়ানোর ভুল পদ্ধতি বা অন্ত্রের সংবেদনশীলতার...
17/05/2025

Flatulence of infants
বুকের দুধ খাবার সময় অতিরিক্ত বাতাস গেলা বা ফর্মুলা দুধ খাওয়ানোর ভুল পদ্ধতি বা অন্ত্রের সংবেদনশীলতার জন্য শিশুদের পেট ফুলে যায়, চিকিৎসার পূর্বের ও পরের অবস্থা
Dr. Nazia Noor

 পায়ে দাদ, ভীষণ চুলকানি ও জ্বালা বোধ হতো, চিকিৎসার পূর্বের ও পরের অবস্থা
15/05/2025


পায়ে দাদ, ভীষণ চুলকানি ও জ্বালা বোধ হতো, চিকিৎসার পূর্বের ও পরের অবস্থা

( Severe Case of Eczema on Foot) পায়ে তীব্র একজিমা, সাথে চুলকানি,পুঁজ পড়া দেখা যাচ্ছে ,ছবিতে চিকিৎসার  পূর্বে ও পরের অবস...
13/05/2025

( Severe Case of Eczema on Foot)
পায়ে তীব্র একজিমা, সাথে চুলকানি,পুঁজ পড়া দেখা যাচ্ছে ,ছবিতে চিকিৎসার পূর্বে ও পরের অবস্থা।
Dr. Nazia Noor

05/05/2025

থাইরয়েড গ্রন্থি, যা প্রজাপতির আকৃতির একটি হরমোন নিঃসরণকারী গ্রন্থি, আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। থাইরয়েডের ভারসাম্য নষ্ট হলে তা হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজমের কারণ হতে পারে। হাইপোথাইরয়েডিজম-এ গ্রন্থি কম হরমোন উৎপন্ন করে। এর লক্ষণগুলো হলো: অতিরিক্ত ক্লান্তি,ওজন বৃদ্ধি,চুলপড়া,অনিয়মিত পিরিয়ড, মুখে অতিরিক্ত লোমগজানো, গলার নিচে ফোলাভাব,ঘন ঘন মাথাব্যথা কখনও কখনও কোষ্ঠকাঠিন্য, এই অবস্থা সাধারণত নারীদের মধ্যে বেশি দেখা যায়। অন্যদিকে, হাইপারথাইরয়েডিজম-এ অতিরিক্ত হরমোন উৎপন্ন হয়। এর ফলে দেখা দিতে পারে: ওজন হ্রাস, অতিরিক্ত ঘাম,ঘন ঘন প্রস্রাব, উৎকণ্ঠা।
থাইরয়েডের ভারসাম্য নষ্ট হয় কেন? এটি হতে পারে মানসিক চাপ, খারাপ খাদ্যাভ্যাস এবং অলস জীবনযাত্রার কারণে। হাইপোথাইরয়েডিজম-এ যেসব খাবার খাওয়া উচিত: কুমড়ার বিচি,সূর্যমুখীর বিচি,তিলের বিচি ,আলু, রসুন ও পেঁয়াজ,দিনে দুইবার লেবুর রস,কাজু বাদাম হয়। এড়িয়ে চলতে হবে: ব্রোকলি, ফুলকপি, মিষ্টি আলু ও সয়া, চিনি, চা-কফি,ক্যানোলা তেল,হাইপারথাইরয়েডিজম-এ উপকারী খাবার: আদা,মিলেটস (একজাতীয় শস্য) সয়া,পালং শাক, লাল চাল,শাকসবজি,এড়িয়ে চলা উচিত: দুধ ও দুগ্ধজাত খাবার আয়োডিনযুক্ত লবণ,বাদাম,আলু,প্রসেসড বা পরিশোধিত খাবার হাইপোথাইরয়েডিজমে অলসতা অনুভব হতে পারে, তাই শারীরিক সক্রিয়তা বাড়ানো জরুরি। গলায় গরম তোয়ালে রেখে থাইরয়েড গ্রন্থি উদ্দীপ্ত করাও উপকারী হতে পারে। এছাড়াও, মানসিক চাপ কমানো অত্যন্ত প্রয়োজন।

Dr. Nazia Noor

01/05/2025

মানুষ গ্রীষ্মকালে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশনে ( UTI) বেশি আক্রান্ত হয়।এটি খুবই অস্বস্তিকর একটা সমস্যা।তবে কিছু প্রাকৃতিক উপায় ও স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললে এই সংক্রমণ থেকে সহজেই রক্ষা পাওয়া যায়। পর্যাপ্ত পানি ও অন্যান্য স্বাস্থ্যকর পানীয় পান করলে মুত্র পাতলা হয় এবং বারবার মুত্রত্যাগের মাধ্যমে ব্যাকটেরিয়া শরীর থেকে বেরিয়ে যায় ফলে সংক্রমণ হওয়ার সম্ভাবনা কমে যায়।লেবুর সরবত, কাঁচাআমের সরবত, বেলের সরবত এবং ডাবের পানি পান করার অভ্যাস করুন। প্রোবায়োটিক হল উপকারী ব্যাকটেরিয়া যা আমাদের হজম ও মূত্রতন্ত্রকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এবং স্বাভাবিকভাবেই সংক্রমনের ঝুকি কমায়।দই এবং পানতা প্রোবায়োটিক সমৃদ্ধ _ প্রতিদিন সকালে এই খাবারগুলো খাবার চেষ্টা করুন। ভালো স্বাস্থ্যবিধি ইউটিআই প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ। কখনোই বেশি সময় ধরে মূত্র ধরে রাখবেন না। শারীরিক সম্পর্কের পর অবশ্যই দ্রুত মূত্রত্যাগ করুন, নারীদের জন্য তৈরি পণ্য বা জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি এড়িয়ে চলুন যা যৌনাঙ্গে জ্বালাপোড়া বা অস্বস্তি তৈরি করতে পারে। সর্বোপরি সচেতনতা এবং ব্যাক্তিগত শৃঙ্খলাই এই ধরনের সংক্রমণ রোধে সবচেয়ে কার্যকর। নিয়মিত পরিচ্ছন্নতা, পর্যাপ্ত জলপান এবং স্বাস্থ্যকর অভ্যাস আপনাকে UTI থেকে রক্ষা করতে সাহায্য করবে।

ডাঃ নাজিয়া নূর

Address

411/B Khilgaon Choudhury Para, Dhaka North, Word# 23
Dhaka
1219

Telephone

+8801985199202

Website

Alerts

Be the first to know and let us send you an email when ALI AHMED Homeopathic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ALI AHMED Homeopathic Center:

Share

Category

টনসিলের হোমিওপ্যাথিক চিকিৎসা

টনসিলাইটিস এর হোমিওপ্যাথিক চিকিৎসা শিশুদের জন্য নিরাপদ চিকিৎসা। টনসিলাইটিস সিজারের শিশুদের মাঝে এবং শীতকালে বেশী হতে দেখা যায়। তবে যারা শীতকাতর তাদেরও একটু ঠাণ্ডাতেই গলার দুপাশে টনসিল ফুলে গলায়ে ব্যথা করে।