Akangkha Foundation

Akangkha Foundation আপনার আকাঙ্ক্ষা পূরণে আমরা।
যে কোন প্ We Help The Poor
This Is Our Mission
Join Us And Help The Poor

04/06/2022

কন্টেইনার বিস্ফোরণ ৩ শতাধিক আহত

সীতাকুণ্ডের সোনাইছড়ির বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড থেকে বিস্ফোরণ, এ পর্যন্ত ৪ জনের মৃত্যু। ফায়ার সার্ভিস একটি টিম প্রথমিক বিষ্ফোরণে উড়ে গেছে। তিন শতাধিক আহত। এক পুলিশ সদস্যের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ মুহুর্তে প্রচুর রক্তের দরকার চমেকে । সাধ্য হলে দ্রুত চট্রগ্রাম মেডিক্যালে রক্ত দিতে আসুন।

শুভ জন্মদিন Fardin Hossain Romeo  সাধারণ সম্পাদক,কেন্দ্রীয় কমিটি আকাঙ্ক্ষা ফাউন্ডেশন,বাংলাদেশ। আকাঙ্ক্ষা পরিবার আপনার সু...
21/12/2020

শুভ জন্মদিন Fardin Hossain Romeo
সাধারণ সম্পাদক,কেন্দ্রীয় কমিটি
আকাঙ্ক্ষা ফাউন্ডেশন,বাংলাদেশ।

আকাঙ্ক্ষা পরিবার আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে।
আপনার নেতৃত্বে আকাঙ্ক্ষা পরিবার এগিয়ে যাক। আপনার সফলতা কামনা করছি।

শুভ জন্মদিনসাজেদুল ইসলাম সাগরপ্রতিষ্ঠাতা, আকাঙ্ক্ষা ফাউন্ডেশন
01/12/2020

শুভ জন্মদিন
সাজেদুল ইসলাম সাগর
প্রতিষ্ঠাতা, আকাঙ্ক্ষা ফাউন্ডেশন

শুভ জন্মদিন Hasan Biplob সভপতি,কেন্দ্রীয় কমিটি আকাঙ্ক্ষা ফাউন্ডেশন,বাংলাদেশ। আকাঙ্ক্ষা পরিবার আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘা...
11/09/2020

শুভ জন্মদিন Hasan Biplob
সভপতি,কেন্দ্রীয় কমিটি
আকাঙ্ক্ষা ফাউন্ডেশন,বাংলাদেশ।

আকাঙ্ক্ষা পরিবার আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে।
আপনার নেতৃত্বে আকাঙ্ক্ষা পরিবার এগিয়ে যাক। আপনার সফলতা কামনা করছি।

08/06/2020

প্লাজমা ডোনেশন || কোভিড-১৯ (বাংলা)
Plasma Donation || COVID-19 (Bengali)

প্লাজমা ডোনেশন খুবই সহজ ও নিরাপদ একটি প্রক্রিয়া। Plasmapheresis পদ্ধতিতে রক্ত থেকে প্লাজমা আলাদা করে কোভিড-১৯ আক্রান্ত রোগীকে দেওয়া হয়। অন্যদের জানানোর জন্য ভিডিও টি যতখুশি শেয়ার করতে পারেন।

07/06/2020
প্লাজমা থেরাপি এবং WHO!WHO দিতে বলেছিল?- নাতাহলে দিচ্ছি কেন?- পরীক্ষা মূলক ব্যবহারের অনুমতি ছিলকালকে যে গাইডলাইনে নিষেধ ...
07/06/2020

প্লাজমা থেরাপি এবং WHO!

WHO দিতে বলেছিল?
- না

তাহলে দিচ্ছি কেন?
- পরীক্ষা মূলক ব্যবহারের অনুমতি ছিল

কালকে যে গাইডলাইনে নিষেধ করল?
-সেটা চিকিৎসা হিসেবে দিতে নিষেধ করেছে।

তাহলে আমরা দিচ্ছি কেন?
-আমরাও পরীক্ষামূলক দিচ্ছি।

বাংলাদেশ দেয়ার অনুমতি দেয়?
-দেয়। তবে পরীক্ষামূলকভাবে।

তাহলে কি হল?
-শুরু থেকেই পরীক্ষামূলকভাবে দেয়ার অনুমতি ছিল। এখনো আছে। কেউ বলে নাই যে এটাই চিকিৎসা। আগেও বলে নাই। এখনো বলছে না। WHO সেটাই বলেছে যেটা আমরা এতদিন করছিলাম। শুধু সাধারণ মানুষ যারা মনে করে বসেছে এটাই চিকিৎসা, তারা একটু শক খেয়েছে।

এই উদাহরণটা বুঝার চেষ্টা করুন,
প্যারাসিটামল জ্বর সারায় এই কথা বলতে আমার পরিষ্কার প্রমাণ লাগবে (ট্রায়াল)। একজনকে দিয়ে দিলাম। তিনি সুস্থ হয়ে গেলেন মানেই প্যারাসিটামল কাজ করে এই কথা বলার সুযোগ নেই। তাই প্যারাসিটামল কে অনেক অনেক মানুষের উপর দিয়ে দেখতে হবে এটা আসলেই সবার/অধিকাংশর উপর কাজ করছে কি না। যদি করে তখন আমি বলতে পারবো এটা চিকিৎসা। তাহলে এর আগে যে দিলাম? সেটা ট্রায়াল।

প্লাজমা দিয়ে কাজ করবেই এই কথা তখন বলা যাবে, যখন অনেক অনেক মানুষের উপর ট্রায়াল দিয়ে জিনিসটার কার্যকারিতা প্রমানিত হবে। এই প্রমাণের আগ পর্যন্ত এটাকে চিকিৎসা বলা যাবে না। এটাকে ট্রায়াল বলতে হবে। যতক্ষন ট্রায়াল হিসেবে আছে, ততক্ষন WHO কখনোই এটাকে বলবে না যে এটা ট্রিটমেন্ট। ওরাও এটাকে ট্রায়াল হিসেবেই লিস্টে রাখবে।

©Dr. Sayed Al Monsur Inam

06/06/2020

https://docs.google.com/forms/d/1L-R0Zk0KGzQgjfz7wlWhXdMby8Al7P8m9TAP2aVVPXU/edit?usp=drivesdk

আসসালামু আলাইকুম,
আজ থেকে আকাঙ্ক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ মহামারী করোনা রোগের প্লাজমা থেরাপি ডোনেশন নিয়ে কাজ করবে।
কোভিড-১৯ রোগের জন্য
প্লাজমা থেরাপি কী?
মানুষের রক্তের জলীয় অংশকে বলা হয় প্লাজমা বা রক্তরস। রক্তের মধ্যে প্রায় ৫৫ ভাগই থাকে হলুদাভ রঙের এই প্লাজমা।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে যারা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন, তাদের শরীরে এক ধরণের অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতার তৈরি হয়।
তাদের শরীর থেকে প্লাজমার মাধ্যমে সংগ্রহ করা এই অ্যান্টিবডি যদি করোনাভাইরাসে আক্রান্ত কোন ব্যক্তির শরীরে প্রয়োগ করা হয়, তখন তার শরীরের সেই অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তখন তিনিও সুস্থ হয়ে ওঠেন।
চিকিৎসকরা এভাবেই করোনাজয়ী একজনের শরীর থেকে প্লাজমা বা রক্তরস সংগ্রহ করে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির শরীরে প্রয়োগ করবেন। ফলে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে।
প্লাজমা থেরাপির মাধ্যমে একজনের শরীরের কার্যকর অ্যান্টিবডি অন্যদের শরীরের স্থানান্তর করা হবে।

করোনার ক্ষেত্রে প্লাজমা কার্যকরী কিনা? :
চীনে করোনাভাইরাসের মহামারি শুরু হওয়ার পর সেখানে প্রথম এটি নিয়ে পরীক্ষা চালানো হয়।
শেনঝেন পিপলস হাসপাতাল এনিয়ে একটি নিবন্ধ প্রকাশ করে ২৭শে মার্চ। চীনের 'ন্যাশনাল ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার ফর ইনফেকশাস ডিজিজ' এই হাসপাতালেই। ৩৬ হতে ৭৩ বছর বয়সী পাঁচজন রোগীর ওপর এই পদ্ধতিতে চালানো চিকিৎসার ফল বর্ণনা করা হয়েছে এতে।
কোভিড-নাইনটিন থেকে পুরোপুরি সেরে উঠা পাঁচজনের রক্ত সঞ্চালিত করা হয় এই পাঁচ রোগীর দেহে। এদের সবাই ১২ দিন চিকিৎসার পর পুরোপুরি সেরে উঠেছেন বলে চীনা গবেষকরা দাবি করছেন।
এই পদ্ধতির সাফল্য ব্যাপক ক্লিনিকাল ট্রায়ালে এখনো সম্পূর্ণ প্রমাণিত নয়। তারপরও এটির মধ্যে কিছু সম্ভাবনা দেখছেন বিজ্ঞানীরা।
যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন কনভালেসেন্ট প্লাজমা থেরাপি ব্যবহারের অনুমোদন দিয়েছে। কেবল গুরুতর অসুস্থ কোভিড-নাইনটিন রোগীদের জরুরী চিকিৎসায় ডাক্তাররা এই থেরাপি ব্যবহার করতে পারবেন বলে জানাচ্ছে লস এঞ্জেলস টাইমস। হিউস্টন মেথডিস্ট হাসপাতাল যুক্তরাষ্ট্রে প্রথম এই থেরাপি ব্যবহার করেছে।
**কারা প্লাজমা দিতে পারবেন?:
১. ডোনার অবশ্যই একবার করোনায় আক্রান্ত হয়ে সেরে উঠেছেন এমন হতে হবে অর্থাৎ
ডোনারকে প্লাজমা দানের পূর্বে ২৮ দিন স্বাভাবিক তাপমাত্রা ও উপসর্গ বিহীন হতে হবে অথবা উপসর্গমুক্তির কমপক্ষে ২৪ ঘন্টা ব্যবধানে পরপর ২টি কোভিড-১৯ এর RT-PCR টেস্টের ফলাফল নেগেটিভ হতে হবে।
২. বয়স ১৮ এবং তদূর্ধ্ব এবং ওজন কমপক্ষে ৫০ কেজি র উর্ধ্ব হতে হবে।
৩. এন্টিবডির টাইটার ১ঃ১৬০ বা আরো বেশি।
৪. গর্ভবতী মা প্লাজমা দান হতে বিরত থাকবে।
৫. কখনো গর্ভধারণ করেছেন এমন মা HLA এন্টিবডি টেস্ট নেগেটিভ হওয়া সাপেক্ষে প্লাজমা দান করতে পারবেন।
কোভিড -১৯ এ আক্রান্ত রোগীকে সুস্থ হয়ে ওঠা রোগীর প্লাজমা দানের কি প্রয়োজন? :
আপনি একজন কোভিড-১৯ বিজয়ী যোদ্ধা। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার দিকে তাকিয়ে রয়েছে এই মুহূর্তে কোভিড আক্রান্ত হাজারো মানুষ।
আপনার একটুখানি সহমর্মিতা আর মহানুভবতা উপরওয়ালার রহমতে বাঁচিয়ে তুলতে পারে মৃত্যু পথযাত্রী হাজারো করোনা আক্রান্ত মানুষকে। আসুন প্লাজমা দানে আগ্রহী হই, বাঁচিয়ে তুলি আমাদের দেশটিকে।

প্লাজমা থেরাপি ডোনেশন এক্টিভিটি তে আপনি কেনো পার্টিসিপেট করবেন :
বর্তমানে বাংলাদেশ এ প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলছে।
আমরা কে কখন আক্রান্ত হই বা কারো পরিবার কখন এ ধরণের বিপদে পরবে কেউ বলতে পারি না অন্তত নিজের স্বার্থে, নিজেদের স্বার্থে এগিয়ে আসি একে অপরের সহোযোগিতায় আমাদের আশেপাশের যারা করোনা থেকে সুস্থ হয়েছে তাদের সঠিক ইনফরমেশন কালেক্ট করো ফর্ম এ দেই ও তাদের প্লাজমা দানে উদ্বুদ্ধ করি।
সকলের সহোযোগিতা কাম্য।
ধন্যবাদ।
বি দ্র: (শুধুমাত্র করোনা/কোভিড-১৯ এ আক্রান্ত এবং সুস্থ হয়ে ওঠা ব্যক্তি ফর্মটি পূরণ করবেন)

03/06/2020

আপনারা যারা ঢাকা শহরে আছেন তারা নীচের তথ্য ও ফোন নাম্বারগুলো কপি/সংগ্রহ করে রাখতে পারেন। বিপদের সময় কাজে লাগবে :

✓ কোভিড-১৯ টেস্ট :
বাসায় এসে স্যাম্পল কালেক্ট করে ২৪ ঘণ্টার
ভিতর রিপোর্ট ডেলিভারি।
ফোন : মাসুম বিল্লাহ (01732089421)
Coordinator, JKG Health Care
হিমু কবির 01926689505. সাঈদ চৌধুরী
01926689506. আল মনসুর 01926689504
খরচ : ৩ হাজার টাকা।

✓ অক্সিজেন সিলিন্ডার :
বাসায় এসে ডেলিভারি দিবে রিফিল সার্ভিস সহ।
01716021021 (Israt Care Givers)

✓ Pulse Oximeter (1 year warranty)
Home delivery ( 01973404300)

✓ বাসায় বসে সব ধরনের ব্লাড ও প্যাথলজিক্যাল
টেষ্ট (Best home service in Dhaka town) :
Thyrocare Bangladesh Limited
ফোন : +8809666737373
মোবাইল : 01997719966 (বেলায়েত)

✓ কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতাল এর ফোন
নাম্বার :
# মুগদা জেনারেল হাসপাতাল
ফোন : +88 02 7276032
# কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
ফোন : 55062201, 55062350, 55062349
মোবাইল : 01769010200
# কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল
মোবাইল : 01999956290

✓ জরুরী অ্যাম্বুলেন্স সেবা :
# URAL EMS Ambulance
01969906555
# Al-Amin Ambulance
01720448666, 01819137479

✓ স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন : 16263, 333

✓ দাফন কার্যক্রমে সহায়তা পেতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের
দায়িত্বপ্রাপ্ত দুই যুগ্ম সচিবের ফোন নাম্বার :
01712080983, 01552204208

✓ জরুরি ত্রাণ পেতে :
ঢাকা জেলা প্রশাসনের হটলাইন:
02 47110891, 01987852008
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন:
01709900703, 01709900704

24/05/2020

আলহামদুলিল্লাহ,
আকাঙ্ক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ ২০২০ সালে বর্তমানে মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে ইদ উল ফিতর উপলক্ষ্যে সারা দেশে ৪০০+ অসাহয় পরিবারকে ইদ সামগ্রী উপহার দিয়ে সহায়তা করেছে।
বাংলাদেশের ঢাকা জেলা,ময়মনসিংহ জেলা,ময়মনসিংহ শহর,তারাকান্দা উপজেলা, নেত্রকোনা জেলা সহ বিভিন্ন স্থানে এসকল ইদ গিফট প্রদান করা হয় আকাঙ্ক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সাজেদুল ইসলাম সাগর ও আব্দুল্লাহ আল হাসান, কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল হাসান বিপ্লব ও সাধারণ সম্পাদক ফারদিন হোসাইন রোমিও এর তত্ত্বাবধানে।
ইদ গিফট প্রদানের জন্য আকাঙ্ক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ এর সকল কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক সহ সকল সদস্য যে সহোযোগিতা করেছেন সেইজন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।

ইদ মুবারাক
#ঘরে_থাকুন
#সুস্থ_ও_নিরাপদে_থাকুন
#আকাঙ্ক্ষা_ফাউন্ডেশন_বাংলাদেশ ❤❤❤

আকাঙ্ক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে সকলকে ইদ উল ফিতর এর শুভেচ্ছা। May Allah bless us and help us to fight with Cor...
24/05/2020

আকাঙ্ক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে সকলকে ইদ উল ফিতর এর শুভেচ্ছা।
May Allah bless us and help us to fight with Corona.
Stay strong.
Stay at home and pray.
Do not go outside and maintain social distancing.
,Bangladesh

আলহামদুলিল্লাহ আজকে আকাঙ্ক্ষা ফাউন্ডেশন, বাংলাদেশ এর সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক ফারদিন হোসাইন রোমিও এর অর্থায়ন ও দি...
24/05/2020

আলহামদুলিল্লাহ

আজকে আকাঙ্ক্ষা ফাউন্ডেশন, বাংলাদেশ এর সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক ফারদিন হোসাইন রোমিও এর অর্থায়ন ও দিকনির্দেশনায় ময়মনসিংহ শহরে চড়পাড়া সহ বিভিন্ন জায়গায় কোভিড-১৯ এর কারণে কর্মহীন হয়ে পড়া ১২৪ টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা আকাঙ্ক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ সেন্ট্রাল কমিটির শাখার সাধারণ সম্পাদক Fardin Hossain Romeo কে এবং আরও যারা ছিলো সবার প্রতি। আপনার নেতৃত্বেই এগিয়ে যাবে প্রিয় সংগঠন আকাঙ্ক্ষা পরিবার।

এভাবেই দেশ ও দেশের মানুষের কল্যাণে আকাঙ্ক্ষা ফাউন্ডেশন সবসময় কাজ করে যাবে ইনশাআল্লাহ।
মানুষ মানুষের জন্য।

মানবতার পাশে সবসময়,
Akangkha Foundation❤

Address

Meradia, Banasree Dhaka 1219
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Akangkha Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Akangkha Foundation:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category