04/06/2022
কন্টেইনার বিস্ফোরণ ৩ শতাধিক আহত
সীতাকুণ্ডের সোনাইছড়ির বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড থেকে বিস্ফোরণ, এ পর্যন্ত ৪ জনের মৃত্যু। ফায়ার সার্ভিস একটি টিম প্রথমিক বিষ্ফোরণে উড়ে গেছে। তিন শতাধিক আহত। এক পুলিশ সদস্যের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ মুহুর্তে প্রচুর রক্তের দরকার চমেকে । সাধ্য হলে দ্রুত চট্রগ্রাম মেডিক্যালে রক্ত দিতে আসুন।