Mejanur Rahman

Mejanur Rahman "BioMED HealthCare is one of the Leading Medical Equipment Supplier in Bangladesh. I am Mejanur Rahman. I am a professional of ICT.

We have been Providing, user friendly equipment, Cost effective, standard Quality Products latest technology & Prompt Response after Sales Services. I will publish Everybody looks up to and follows my page. and watching Youtube videos and subscribing to my channel. thanks for visiting my profile.

আমি মিজানুর রহমান। আমি আইসিটির একজন পেশাদার। আমি প্রকাশ করব সবাই আমার ফেসবুক পেজ দেখতে এবং অনুসরণ করে। এবং ইউটিউব ভিডিও দেখছি এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছি। আমার প্রোফাইল দেখার জন্য ধন্যবাদ.

বিমানবন্দরের ভয়াবহ আগুনে মেডিকেল ইকুইপমেন্ট কোম্পানিগুলোর অগণিত মূল্যবান যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। অনেক প্রতিষ্ঠান আ...
18/10/2025

বিমানবন্দরের ভয়াবহ আগুনে মেডিকেল ইকুইপমেন্ট কোম্পানিগুলোর অগণিত মূল্যবান যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। অনেক প্রতিষ্ঠান আজ বাস্তবিক অর্থেই পথে বসে গেছে। কারো ক্ষতি কতো টাক আমরা জানি না, কারো ২–৩ কোটি, কারো ১০–১৫ কোটি টাকারও বেশি।

এ ঘটনাটি বাংলাদেশের মেডিকেল ইকুইপমেন্ট সেক্টরের জন্য এক বিশাল ধাক্কা। প্রায় প্রতিটি কোম্পানিরই কোনো না কোনোভাবে ক্ষতি হয়েছে।

এই কঠিন সময়ে আমরা সবাই একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের এই বিপর্যয় থেকে উত্তরণের তৌফিক দিন। 🤲

পাইলস, ফিসার, প্রসব-পরবর্তী সমস্যা, অ্যানাল বা প্রোস্টেট রোগীদের জন্য সিটজ বাথ (Sitz Bath)বা হিপবাথের (Hip Bath) সবচেয়ে...
29/08/2025

পাইলস, ফিসার, প্রসব-পরবর্তী সমস্যা, অ্যানাল বা প্রোস্টেট রোগীদের জন্য সিটজ বাথ (Sitz Bath)বা হিপবাথের (Hip Bath) সবচেয়ে উপকারী।

পাইলস, ফিসার, প্রসব-পরবর্তী সমস্যা, অ্যানাল বা প্রোস্টেট রোগীদের জন্য সিটজ বাথ (Sitz Bath)বা হিপবাথের (Hip Bath) সবচেয়ে উপকারী।

সিটজ বাথ (Sitz Bath) বা হিপবাথ (Hip Bath) মূলত সেইসব রোগী বা ব্যক্তিরা ব্যবহার করেন, যাদের মলদ্বার বা আশেপাশের এলাকায় ব্যথা, ক্ষত বা ইনফেকশনজনিত সমস্যা থাকে।

🩺 কারা সিটজ বাথ ব্যবহার করবেন:

🟦 হেমোরয়েড (পাইলস/অর্শরোগ) রোগী:
- ব্যথা, রক্তপাত, ফোলা ও চুলকানি কমানোর জন্য।

🟦 অ্যানাল ফিসার (মলদ্বারের ফাটল):
- তীব্র ব্যথা ও টয়লেটের পর অস্বস্তি কমাতে।

🟦 অ্যানাল ফিস্টুলা বা ফোঁড়া রোগী:
- ইনফেকশন কমাতে ও ক্ষত শুকাতে।

🟦 মলদ্বার বা রেকটামের অপারেশন-পরবর্তী রোগী:
- যেমন পাইলস অপারেশন, ফিসার/ফিস্টুলা সার্জারি— ক্ষত দ্রুত শুকানোর জন্য।

🟦 মহিলাদের প্রসব-পরবর্তী সময় (Post-partum period):
- প্রসবের পর পেরিনিয়াল (যোনি ও মলদ্বার মাঝখান) অংশে ব্যথা বা ফাটল হলে আরাম পেতে।

🟦 মূত্রনালী বা প্রোস্টেট সংক্রান্ত সমস্যা থাকলে:
- মূত্রত্যাগে অস্বস্তি বা ব্যথা কমাতে (বিশেষ করে পুরুষদের প্রোস্টেট ইনফ্লেমেশন হলে)।

🟦 দীর্ঘ সময় বসে কাজ করা ব্যক্তিরা:
- মলদ্বারে চাপ ও অস্বস্তি কমাতে।

🟦 চুলকানি, প্রদাহ বা জ্বালাপোড়া থাকা রোগী:
- গরম পানির সেঁক তাৎক্ষণিক আরাম দেয়।

মলদ্বারে গরম সেঁক বা হিপবাথের উপকারিতা...
হিপবাথ বা মলদ্বারে গরম সেঁক মলদ্বারের অনেক সমস্যার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি চিকিৎসা প্রক্রিয়া। এটি অত্যন্ত সহজ ও সাধারন একটি উপায়। তবে হিপবাথ নিয়ে অনেকের মনে অনেক রকম সংশয় আছে। বিশেষ করে কেন দিবে, কখন দিবে, কিভাবে দিবে, কতদিন দিবে এই ব্যপারে অনেক রকম মতবেদ আছে।

গরম সেঁক বা হিপবাথ কতক্ষন বসবেন...?
অপারেশনের পর প্রতি বার ১৫-২০ মিনিট করে বসবেন। তবে সমস্যা যত কমে আসবে হিপবাথ নেয়ার সময়টাও তত কমে আসবে।

গরম সেঁক বা হিপবাথ কতদিন বসবে.....?
যতদিন সমস্যা থাকে ততদিন। তবে অপারেশনের পর যদি বাহিরে কোন ক্ষত না থাকে তাহলে হিপবাথের কোন প্রয়োজন নেই। তবে বাহিরে ক্ষত থাকলে যতদিন ক্ষত থাকবে ততদিন নিতে হবে।

গরম সেঁক বা হিপবাথ কতবার নিবে.....?
অপারেশনের পর প্রথম দিকে বলা হয় দিনে ৩ বার আর সঙ্গে যতবার পায়খানা হয় ততবার নিতে হবে। তবে ১ থেকে ২ সপ্তাহ পর শুধু যতবার পায়খানা হবে ততবার পায়খানার পরপর নিবে। এখন অনেকের প্রশ্ন থাকে আমি তো অফিস করি তাহলে আমি কিভাবে নিব? তার ক্ষেত্রে অফিসে যাওয়ার আগে একবার নিবে এবং অফিস থেকে আসার পর নিবে।

গরম সেঁক বা হিপবাথের কোন সমস্যা হয় কি....?
সাধারন উত্তর হচ্ছে- না। তবে পানি খুব বেশি গরম থাকলে বার্ন হতে পারে। খুব বেশি ঠাণ্ডা থাকলে ফ্রস্ট বাইট হতে পারে।
সামান্য অস্বস্তি হতে পারে।


#সিটজবাথহিপবাথেরকাদেরজন্যবাকারাব্যাবহারকরেন
#সিটজবাথ #হিপবাথ #মলদ্বারেগরমসেঁকবাহিপবাথেরউপকারিতা #গরমসেঁক

মলদ্বারে গরম সেঁক বা হিপবাথের জন্য সিটজ বাথ (Sitz Bath) বা হিপ বাথ (Hip Bath) যা পাওয়া যায় এখন  Sanforce international L...
26/08/2025

মলদ্বারে গরম সেঁক বা হিপবাথের জন্য সিটজ বাথ (Sitz Bath) বা হিপ বাথ (Hip Bath) যা পাওয়া যায় এখন Sanforce international Ltd

সিটজ বাথ (Sitz Bath) বা হিপ বাথ:
হেমরয়েডস (Piles), পায়ুপথের ফিশার বা ফিস্টুলা, প্রসব-পরবর্তী ব্যথা ও ফোলাভাব, কিংবা পায়ুপথে অপারেশনের পর—এসব অবস্থায় সাধারণত চিকিৎসকদের পরামর্শে Sitz Bath ব্যবহার করা হয়ে থাকে। এটি ব্যথা ও ফোলাভাব কমাতে, ক্ষতস্থানে রক্ত সঞ্চালন বাড়াতে সহয়তা করে।
সিটজ বাথ (Sitz Bath) বা হিপবাথ বা মলদ্বারে গরম সেঁক মলদ্বারের অনেক সমস্যার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি চিকিৎসা প্রক্রিয়া। যা পায়ুপথের আশপাশের এলাকা আরাম দেয় এবং দ্রুত নিরাময়ে সহায়তা করে।

🛁 Sitz Bath-এর উপকারিতা:
💧 রক্ত সঞ্চালন বাড়ায়
💫 ব্যথা ও ফোলাভাব কমায়
🧘 মাংসপেশি শিথিল করে
🛡️ ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে
🌿 প্রাকৃতিক ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন

⚙️ Electric Sitz Bath-এর বিশেষত্ব:
০১. উষ্ণতা নিয়ন্ত্রণ সুবিধা
০২. অটো অফ এবং সেফটি সিস্টেম
০৩. ব্যবহার করা সহজ ও পরিচ্ছন্ন রাখা সুবিধাজনক
০৪. ঘরে বসেই স্পা-মতো অভিজ্ঞতা:

📌 ব্যবহারের নিয়ম:
০১. Sitz Bath বেসিনে উষ্ণ পানি (৩৭–৪০°C) নিন
০২. প্রয়োজনে ইপসম সল্ট/এন্টিসেপ্টিক দিন
০৩. ১০–১৫ মিনিট বসে থাকুন
০৪. প্রতিদিন ১–২ বার ব্যবহার করা যেতে পারে
📲 আরও জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেইজ।

Sanforce International
মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স এন্ড সাপ্লাইয়ার

বিভিন্ন তথ্যের জন্য :
01332552599
01713-000959

www.sanforcebd.com
Email: info@sanforcebd.com

#প্রসবপরবর্তীব্যথাওফোলা
#অপারেশনপরবর্তীআরামওপরিচর্যা
#সিটজবাথবাহিপবাথ
#সিটজবাথ
#হিপবাথ










মলদ্বারে গরম সেঁক বা হিপবাথের জন্য সিটজ বাথ (Sitz Bath) বা হিপ বাথ (Hip Bath) যা পাওয়া যায় এখন  Sanforce international L...
26/08/2025

মলদ্বারে গরম সেঁক বা হিপবাথের জন্য সিটজ বাথ (Sitz Bath) বা হিপ বাথ (Hip Bath) যা পাওয়া যায় এখন Sanforce international Ltd

মলদ্বারে গরম সেঁক বা হিপবাথের উপকারিতা...

হিপবাথ বা মলদ্বারে গরম সেঁক মলদ্বারের অনেক সমস্যার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি চিকিৎসা প্রক্রিয়া। এটি অত্যন্ত সহজ ও সাধারন একটি উপায়। তবে হিপবাথ নিয়ে অনেকের মনে অনেক রকম সংশয় আছে। বিশেষ করে কেন দিবে, কখন দিবে, কিভাবে দিবে, কতদিন দিবে এই ব্যপারে অনেক রকম মতবেদ আছে।

হিপবাথের উপকারিতা:

০১. মলদ্বার পরিষ্কার রাখে।
০২. ব্যথা কমায়।
০৩. ফোলা কমায়।
০৪.ইনফেকশন এর মাত্রা কমায়।
০৫. রক্ত সরবরাহ বাড়ায়।
০৬. ক্ষতস্থান তাড়াতাড়ি শুকায়।

হিপবাথ কখন দিব...?

০১. মলদ্বারে ব্যথা (ফিসার, ফোঁড়া,থ্রম্বসিস, প্রলাপ্স ইত্যাদি) হলে।
০২. মলদ্বারে ইনফেকশন হলে।
০৩. মলদ্বারের অপারেশন পরবর্তী সময়ে।
০৪. মলদ্বারে ফোঁড়া বা ফিস্তুলা হলে।
০৫. চুলকানো হলে।

গরম সেঁক বা হিপবাথ কতক্ষন বসবেন...?
অপারেশনের পর প্রতি বার ১৫-২০ মিনিট করে বসবেন। তবে সমস্যা যত কমে আসবে হিপবাথ নেয়ার সময়টাও তত কমে আসবে।

গরম সেঁক বা হিপবাথ কতদিন বসবে.....?
যতদিন সমস্যা থাকে ততদিন। তবে অপারেশনের পর যদি বাহিরে কোন ক্ষত না থাকে তাহলে হিপবাথের কোন প্রয়োজন নেই। তবে বাহিরে ক্ষত থাকলে যতদিন ক্ষত থাকবে ততদিন নিতে হবে।

গরম সেঁক বা হিপবাথ কতবার নিবে.....?
অপারেশনের পর প্রথম দিকে বলা হয় দিনে ৩ বার আর সঙ্গে যতবার পায়খানা হয় ততবার নিতে হবে। তবে ১ থেকে ২ সপ্তাহ পর শুধু যতবার পায়খানা হবে ততবার পায়খানার পরপর নিবে। এখন অনেকের প্রশ্ন থাকে আমি তো অফিস করি তাহলে আমি কিভাবে নিব? তার ক্ষেত্রে অফিসে যাওয়ার আগে একবার নিবে এবং অফিস থেকে আসার পর নিবে।

গরম সেঁক বা হিপবাথের কোন সমস্যা হয় কি....?

সাধারন উত্তর হচ্ছে- না। তবে পানি খুব বেশি গরম থাকলে বার্ন হতে পারে। খুব বেশি ঠাণ্ডা থাকলে ফ্রস্ট বাইট হতে পারে।
সামান্য অস্বস্তি হতে পারে।

#মলদ্বারেগরমসেঁকবাহিপবাথেরউপকারিতা
#মলদ্বারেগরমসেঁক #হিপবাথ

06/08/2025

সিটজ বাথ (Sitz Bath) বা হিপ বাথ:
হেমরয়েডস (Piles), পায়ুপথের ফিশার বা ফিস্টুলা, প্রসব-পরবর্তী ব্যথা ও ফোলাভাব, কিংবা পায়ুপথে অপারেশনের পর—এসব অবস্থায় সাধারণত চিকিৎসকদের পরামর্শে Sitz Bath ব্যবহার করা হয়ে থাকে। এটি ব্যথা ও ফোলাভাব কমাতে, ক্ষতস্থানে রক্ত সঞ্চালন বাড়াতে সহয়তা করে।

সিটজ বাথ (Sitz Bath) বা হিপবাথ বা মলদ্বারে গরম সেঁক মলদ্বারের অনেক সমস্যার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি চিকিৎসা প্রক্রিয়া। যা পায়ুপথের আশপাশের এলাকা আরাম দেয় এবং দ্রুত নিরাময়ে সহায়তা করে।

ইয়া রব! বিমান দুর্ঘটনার কারণে যারা ইতোমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদেরকে মেহেরবানী করে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদা...
21/07/2025

ইয়া রব!
বিমান দুর্ঘটনার কারণে যারা ইতোমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদেরকে মেহেরবানী করে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাদের স্বজনদেরকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

হে আল্লাহ!
যারা আহত হয়েছেন, তাদের প্রতি বিশেষভাবে রহম করুন এবং তাদেরকে পূর্ণ সুস্থতার নিয়ামত এনায়েত করুন। আমিন।

করোনা ভাইরাস সচেতনতাই প্রতিরোধ:লफণ: এ জ্বর→ শুকনো কাশি→ গলা ব্যথা → ক্লান্তি→ শ্বাস নিতে কষ্টসমাধান ও প্রতিরোধ:→ মাস্ক ব...
07/07/2025

করোনা ভাইরাস সচেতনতাই প্রতিরোধ:

লफণ: এ জ্বর
→ শুকনো কাশি
→ গলা ব্যথা → ক্লান্তি
→ শ্বাস নিতে কষ্ট

সমাধান ও প্রতিরোধ:
→ মাস্ক ব্যবহার করুন
→ স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন
→ ভিড় এড়িয়ে চলুন
→ দূরত্ব বজায় রাখুন (কমপক্ষে ৩ ফুট)
→ বাড়িতে থাকুন, নিরাপদ থাকুন
→ প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন

আপনার সচেতনতা পারে একটি জীবন বাঁচাতে।

BioMED HealthCare
Medical Equipment Importer & Supplier
www.biomedbd.com

HOSPITAL BEDBrand EsabaModel: B04R Origin China
26/06/2025

HOSPITAL BED
Brand Esaba
Model: B04R Origin China

OT EQUIPMENT & HOSPITAL FURNITUREOT TABLE Brand: Lojer Model: Sc440Email: bioedbd@gmail.comHote Line: 01332 55 25 90biom...
26/06/2025

OT EQUIPMENT & HOSPITAL FURNITURE
OT TABLE
Brand: Lojer
Model: Sc440
Email: bioedbd@gmail.com
Hote Line: 01332 55 25 90
biomed.com





BUTTERFLY BLOOD COLLECTION NEEDLEBrand: BDH Origin: ChinaEmail: bioedbd@gmail.comHote Line: 01332 55 25 90biomed.com    ...
21/06/2025

BUTTERFLY BLOOD COLLECTION NEEDLE
Brand: BDH Origin: China
Email: bioedbd@gmail.com
Hote Line: 01332 55 25 90
biomed.com





Address

7/1, Segun Bagicha
Mirpur
1000

Alerts

Be the first to know and let us send you an email when Mejanur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mejanur Rahman:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram