18/12/2018
খাওয়ার পপরে আমরা অঅনেকেই কিছু ব্যাড হ্যাবিটে অভ্যস্ত হহয়ে পপড়ি! যযা স্বাস্থ্য এর জন্য খুব খারাপ!
তাই বিশেষকরে খাওয়ার পরে পাঁচটি
কাজ করবেন না
______________©
ভরপেট খাওয়ার পর
না জেনেই আমরা এমনকিছু কাজ
আমরা করে থাকি যা আমাদের
শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই
স্বভাবগুলো শরীরের রক্ত সঞ্চালনের
অস্বাভাবিকতা থেকে শুরু করে,
হার্টের অসুস্থতা, মেদবাহুল্য ইত্যাদি
নানা সমস্যা অজান্তেই ডেকে আনে।
সুতরাং আজ থেকেই সচেতন হোন।
জেনে নিন কোন পাঁচটি কাজ খাওয়ার
পরে করবেন না-
১। ভরপেট খাওয়ার পরেই ফল খাওয়ার
অভ্যাস থাকলে আজই ত্যাগ করুন। ফল
এমনিতেই অ্যাসিডিক। ভরপেট
খাওয়ার পরেই ফল খেলে শরীরে
অ্যাসিডের মাত্রা বাড়ায়। তাই
খাওয়ার প্রায় এক-দুই ঘণ্টা পর ফল
খেলে তবেই উপকার পাবেন।
২। খেয়ে উঠে গোসল করার অভ্যাস
অনেকেরই। এতে শরীরের রক্ত
সঞ্চালনের মাত্রা বেড়ে যায়। ফলে
পাকস্থলিতে রক্তের পরিমাণ বাড়ে।
তাই খেয়ে উঠেই স্নান করলে হজমের
সমস্যা হয়। শরীরের বিপাক হারকেও
সমস্যায় ফেলে এই অভ্যাস।
৩। ভরা পেটেই শরীরচর্চা করার স্বভাব
থাকলে সে অভ্যাস আজই পরিত্যাগ
করুন। এতে উপকার তো হয়ই না, উল্টো
শরীরকে কষ্ট দেওয়ার পাশাপাশি
হজম প্রক্রিয়াকেও ব্যাহত করে।
৪। খেয়ে উঠে ঘুমিয়ে পড়াও ভালো নয়।
এতে মেদ জমার আশঙ্কা বাড়ে। বরং
খাওয়ার পর অল্প হাঁটাহাঁটি করুন। এতে
খাবারকে পাকস্থলী পর্যন্ত পৌঁছতে
সাহায্য করাও হবে আবার তাকে
হজমের উপযুক্ত করে তুলতে পারবেন।
৫। ধূমপান করা একেবারেই
উচিত নয়। তার উপর অন্য সময় ধূমপান
শরীরের যে পরিমাণ ক্ষতি করে,
ভরপেট খাওয়ার পর ধূমপান করলে সে
ক্ষতি বেড়ে যায় কয়েক গুণ। কারণ ওই
সময় শরীরের বিপাকক্রিয়া শুরু হয়,
তখনই তামাকের ধোঁয়া শরীরে গেলে
তা আরও বেশি বিপজ্জনক।
ভিউয়ার্স ভিডিওটি ভালোলাগলে শেয়ার করে আপনার নিকটস্থদের উপকার করতে পারেন!
So Please Share For Awareness!
আর এরপর আপনি কোন বিষয়ে ভিডিও পেতে চান তা কমেন্টে আমাদের জানিয়ে দিতে পারেন!