Akhand Health Service

Akhand Health Service al ways be happy

আব্বা আজকে শুক্রবার। আমি আপনার জন্য জন্য দোয়া করি। ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখবেন আপনাকে ও মা কে , পৃথিবীর সকল পিতা-মাতাক...
30/05/2025

আব্বা আজকে শুক্রবার। আমি আপনার জন্য জন্য দোয়া করি। ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখবেন আপনাকে ও মা কে , পৃথিবীর সকল পিতা-মাতাকে যারা ইহকাল ও পরকালে আছেন। আমিন।

ইনশাআল্লাহ
15/05/2025

ইনশাআল্লাহ

08/04/2025

আমাদের সেবা সমূহ।।।
১.সকল ধরনের চিকিৎসা সেবা।
২.বাসায় গিয়ে সকল ধরনের ওষুধ সরবরাহ করা হয়।।
৩.বাসায় গিয়ে সকল ধরনের ড্রেসিং ও সেলাই কাটা।।
৪.অ্যাম্বুলেন্স সার্ভিস।।
৫.কনসালটেন্ট সেবা।।
৬.সকাল প্রকার নার্সিং।।
৭.ক্যান্সার পেশেন্টদের বিশেষ সেবা।।
এ ছাড়াও সকল ধরনের স্বাস্থ্য সেবার জন্য আমরা আছি আপনার পাশে দিন রাত ২৪ ঘন্টা।।
আরো দেওয়া হয় এমবিবিএস ডাক্তার দ্বারা কনসালটেন্সি সেবা ,যেকোনো সময় এবং অভিজ্ঞ ও ডিপ্লোমা নার্স এর তত্ত্বাবধানে সেবা দেওয়া হয়।
০১৭১১৮৫৩৬৫১

22/02/2025

মেনোপজের সময় এগিয়ে আসার সাথে সাথে দেখা যায় নারীদের নিতম্ব ও উরুর দিকের মেদ কমে আসা শুরু করে, পক্ষান্তরে বাড়তে শুরু করে পেটের ওপরের দিক ও মাঝের দিকের মেদ।

সোয়ান স্টাডি নামে একটা বিখ্যাত গবেষনা আছে যেখানে দেখা যায়, মেনোপজ শুরুর আগে যে পেরিমেনোপজ থাকে, ঐ সময় থেকেই নারীরা গড়ে বছরে দেড় কেজি করে ওয়েট গেইন করতে শুরু করেন যতদিন না পর্যন্ত তারা টোটাল এভারেজ দশ কেজি ওয়েট গেইন করেন।

অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশসহ বিশ্বের বেশিরভাগ দেশে নারীদের এই অতিরিক্ত দশ কেজি ওজনের প্রায় পুরোটাই হয় ভিসেরাল ফ্যাট। যে মানুষটা একা দশ হাতে সংসার চালিয়েছেন, হঠাৎ তিনি হয়ে যান নিস্তেজ, খিটখিটে মেজাজের, অতিরিক্ত দুশ্চিন্তাপ্রবন, অত্যন্ত ইমোশনালি সেন্সিটিভ, সন্দেহপ্রবণ এবং অনেকক্ষেত্রেই ডায়বেটিক।

কেন এই সমস্যা??

কারন, এই সময়ে নারীদের এস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন লেভেল দ্রুত কমে যেতে শুরু করে। বিশেষভাবে এস্ট্রোজেনের আছে ইনসুলিন সেন্সিটিভিটির ওপর শক্তিশালী প্রভাব। মূলত এস্ট্রোজেনের কারনেই কিন্তু নারীরা পেটের মাঝ বরাবরের চেয়ে ত্বকের নিচে বেশি ফ্যাট গেইন করেন, আর পুরুষরা সাধারনত ত্বকের নিচের চেয়ে পেটের মাঝ বরাবর ফ্যাট গেইন করেন।

ফলে এস্ট্রোজেন হারানোর সাথে সাথে আমাদের মা খালাদের ফ্যাট গেইনের স্পট বদলে যাওয়া শুরু করে। তাদের দেহের মাঝখানটা ভারী হয়ে যায় এবং তারা হারিয়ে ফেলতে থাকেন নারীসুলভ শারীরিক ও মানসিক সৌন্দর্য। অনেকেই ডায়বেটিস, ফ্যাটি লিভার, ডিজলিপিডেমিয়া ও হার্ট ডিজিজে আক্রান্ত হতে শুরু করেন।

এখন, এটা বন্ধ করার উপায় কি??

স্যরি, আমি হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপির পক্ষের মানুষ না।

এটা সম্পুর্ণ বন্ধ করা সম্ভব না হলেও এস্ট্রোজেনের অভাবজনিত কারনে যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তা ঠেকানো এবং এই এক্সট্রা দশ কেজি ওয়েট গেইন ঠেকানোর কিছু উপায় আছে।

১)পরিমিত পরিমানে ন্যাচারাল এস্ট্রোজেন সমৃদ্ধ বা এস্ট্রোজেন বৃদ্ধিতে সহায়তা করে এম্ন খাবার খাওয়া, যেমন সয়, ভুট্টা, চীনা বাদাম, কাজুবাদাম আখরোট, তিলের বীজ, তিসির বীজ, আপেল, কমলা, ডালিম, বেরি, চেরি ফল ইত্যাদি।
২)প্রজেস্টেরন স্বাভাবিক রাখে এমন খাবার, যেমন সূর্যমুখী বীজ, মিষ্টি কুমড়ার বীজ, বুটের ডাল, সজনে, ক্রুসিফেরাস সবজি, গাঢ় সবুজ শাক, কাঠবাদাম, আখরোট, কলিজা ইত্যাদি।
৩)ডিমের কুসুম, এক্সট্রা ভার্জিন নারিকেল তেলসহ নিরাপদ স্যাচুরেটেড ফ্যাট ইনটেইক বাড়ানো। (অনেকেই হয়তো জেনে থাকবেন, ২০১৫ সালের পর থেকে আমেরিকান ন্যাশনাল ডায়েটারি গাইডলাইনে ফ্যাটের ওপর যে কঠিন রেস্ট্রিকশন আগে ছিল তা সায়েন্টিফিক এনালিসিসের ভিত্তিতে কমিয়ে আনা হয়েছে)।
৪)হলুদ, রসুন, গোলমরিচ, লবঙ্গ, অশ্বগন্ধার মত মসলা ও ভেষজ উপাদান ব্যবহার করা
৫)স্ট্রেস ফ্রি সময় কাটানোর চেষ্টা করা বা ইয়োগা করা
৬)হালকা গতিতে লম্বা সময় ধরে কার্ডিও করা
৭)ভিটামিন ই সমৃদ্ধ খাবার যেমন তৈলাক্ত মাছ, রেড মিট নিয়মিত গ্রহনের চেষ্টা করা
৮)বায়োটিন-ফোলেট যথেষ্ট পরিমানে ইনটেক করা
৯)ভিটামিন ডি ও ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট রেকমেন্ডেড নিউট্রিশনাল ডোজ হিসেবে নিয়মিত গ্রহন করা
১০)সন্ধ্যা ৭টার পর কোন খাবার না খাওয়া

এই দশটা কাজ যদি করা হয় নিয়মিত, ৪৫ থেকে ৫৫ বছর বয়সেও আপনি অতিরিক্ত মুটিয়ে যাবেন না ইনশা আল্লাহ।

যাদের ইতোমধ্যেই হাইপোথাইরয়েডিজম বা ওপরের সমস্যাগুলো রয়েছে, তারা এসব ব্যাপারে অবশ্যই প্রফেশনাল নিউট্রিশনিস্টের কনসাল্টেশন গ্রহন করবেন।
( কপিড)

Sonoage Samsung r501711853651Emergency sell kora hove
21/02/2025

Sonoage Samsung r5
01711853651
Emergency sell kora hove

12/02/2025

আমরা যারা নিন্মমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবার থেকে এদেশে ডাক্তারি পেশাতে আসি, তাদের বাবা মা’রা কিছুটা দূর্ভাগা।এদেশের সিস্টেমটাই এমন যে, ডাক্তারি ক্যারিয়ারে কিছুটা স্টাবলিশ হতে হতেই আমাদের বয়স চল্লিশ ছুঁই ছুঁয় হয়ে যায়।

অজস্র স্ট্রাগল শেষে কেবল আমরা যখন একটু স্টাবল হওয়ার চেষ্টা করি,বাবা মা’দের মুখে একটু হাসি ফুটানোর চেষ্টা করি,তখনই তাঁদের শরীরে দানা বাঁধে অসুখ।

আমাদের এই সুখ, এই সামর্থ্য দিয়ে কি হবে? যদি সেই প্রিয়মুখগুলো আমাদের সাথে না থাকে !

এ বড়ো নির্মম এক ট্রাজেডি ! জানিনা উপরওয়ালা কেন এমনটা করেন।

ভেতরটা বড্ডো ভেঙে যায় , দেখানো যায় না কাউকে !

09/02/2025

ফারুকীর বরাতে জানা গেল, অভ্রর ডা.মেহেদি হাসান খান একা একা পুরস্কার নিতে রাজি হননি।

চার বন্ধু মিলে অভ্র বানাইছিলেন। একা একা পুরস্কার কেন নিবেন? নিলে বন্ধুদের সাথে নিয়েই নিবেন।

শেষপর্যন্ত বাংলা একাডেমি উনার এই জেদের কাছে মাথানত করে চার বন্ধুকেই একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মেহেদি হাসান খানের ঐ তিন বন্ধুকে অভিনন্দন।

একুশে পদক পাওয়ার জন্য না। এমন একজন বন্ধু পাওয়ার জন্য।

পুরস্কার পদক টাকা কাজ করলেই পাওয়া যায়। বাট এমন একজন বন্ধু পাইতে সারাজীবনের আরাধনা লাগে।

এমন বন্ধুর চে বড় উপহার এক জীবনে মানুষের জন্য আর কিছু হয় না। হতে পারেও না।

Sadiqur Rahman Khan

08/01/2025

বসুন্ধরা রিভার ভিউ অফিসের অথবা মহানগরের আশেপাশে নিচতলায় দুই রুম অথবা তিন রুমের একটা ফ্ল্যাট প্রয়োজন কোচিং সেন্টার দেয়ার জন্য জন্য।
০১৬ ১১ ১২ ১৩ ০০

30/10/2024

বাংলাদেশে সচিবরা গৃহকর্মী বাবদ সরকার থেকে অতিরিক্ত ৩০,০০০ টাকা ভাতা বেতনের সাথে নেন। অথচ সেই দেশে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের বেতন মাত্র ১৭,৫০০ টাকা, আমি জাস্ট অবাক।
অথচ ইউরোপে শিক্ষকরা, ইঞ্জিনিয়ার ডাক্তার থেকেও বেশি বেতন পায়, এইজন্য এইসব দেশ উন্নত।

একজন ফিমেল ফুল টাইম প্যাথলজি টেকনিশিয়ান দরকার। 0181930204201711853651
26/09/2024

একজন ফিমেল ফুল টাইম প্যাথলজি টেকনিশিয়ান দরকার।
01819302042
01711853651

18/09/2024

একটা পুরাতন হসপিটাল এর মালামাল বিক্রি করা হবে ,ওটির টেবিল কিছু থাই গ্লাস আছে, আরও কিছু আছে, নিতে চাইলে যোগাযোগ করতে পারেন।
01819302042
01711853651

09/08/2024

০৯ই, আগষ্ট, ২০২৪ইং।
সাধীন বাংলাদেশের ১ম শুক্রবার, ১ম জুম্মাবার। সবাইকে জুম্মা মুবারক।

Address

32, Jorain Postogola
Dhaka
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akhand Health Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Akhand Health Service:

Share