19/06/2024
আপনি যার লেখা পোস্ট টা পড়ছেন এবং নিজের অমূল্য সময় নষ্ট করছেন ,তার একটা পরিচয় নিন।। সাংঘাতিক লেভেল এর মাল্টিটাস্কিংক মানুষ। (যার কাছে কোন কাজ ছোট নয় এবং প্রচুর কাজ করাতে বিশ্বাস করেন)!
*সময় নষ্ট একদম তার অপছন্দ।
*নিজেকে ব্যাখ্যা ,কেবল নিজের কাছে। (এই স্বভাবের জন্য অনেকে ডমিনেটিং মনে করে,তাতে কি এসে যায়, এই চিকিৎসক মনে করেন , উপর আল্লাহ এবং সে ছাড়া এখানে কেউ নেই)
*অতীত নিয়ে তিনি ততটুকু রাখেন যা প্রেজেন্ট এ লাগবে।বাকি সব ভাড়ে।।
*তিনি আজকের দিন নিজের মত করে করেন এবং আগামীকাল নিয়ে নয় ৫ বা ১০ বছর পর তার নিজের অবস্থান কোথায় থাকবে সেটা নিয়ে ভেবে সৃষ্টিকর্তার কাছে ছেড়ে , সৃষ্টিকর্তার নাম নিয়েই লেগে জান কাজে।
(সব চেয়ে বড় সত্য,আজ তাক কেউ তাকে কোন গাইডেন্স এ হেল্প করেছেন। উনি প্রচুর ঠকেছেন ,হেরেছেন আর নেগেটিভ এ পজেটিভ খুজে এগিয়েছেন )
*উনি কাজে ,অবশ্যই নিজস্ব পরিকল্পনা মাফিক কাজ করেন কাউকে দেখানোর জন্য কিছুই করেন নাহ।যা মানবতার জন্য আর নিজের জন্য তাই করেন।
*উনি নিজে কারো উপদেশ নিতে এবং কাউকে উপদেশ দিতে মারাত্মক অপছন্দ করেন।।
তারপর ও আপনারা একটা প্রশ্ন আমাকে করেছেন স্যার আপনি কিভাবে এত ব্যস্ততা ,প্রেসার আর নেগেটিভিটির ভিতর কাজ করেন?
তাদের জন্য একটা ই উত্তর , কেবলমাত্র নিজেকে ভালবাসুন ,,নিজেকে তৈরি করুন।।
ব্যস্ততা বলে কিছু ই নেই যদি অভ্যস্ত হন,যদি কাজ কে ভালো বাসতে শিখেন, ওটাকে ব্যস্ততা বলে নাহ, বলা হয়, ডায়নামিক।
প্রেসার বলে কিছু নেই, নেগেটিভ এ পজেটিভ খুজুন।পজিটিভ এ নেগেটিভ। তারপর নিজের ব্যক্তিগত ডিসিশান।কারণ জীবন টা আপনার। এটাকে প্রেসার বলে নাহ,একে ইন্টিগ্রিটি বলে।
আরে, কি নিয়ে এত ভাবছেন? এতই যদি ভেবে,ডিপ্রেশান করতে ইচ্ছে হয়,ত কবে উপর আল্লাহ র ডাক আসে,লিখে দিন।যদি সেটাই নাহ জানা নাহ থাকে ,,নিজেকে ভালবাসুন , অন্যের প্রতি ডিপেন্ডেবল’র মড়া কে পুড়ায় দেন।।
নিজেই নিজের ভাগ্য ত গড়তে পারবেন নাহ,তবে স্ট্রাটেজির মাধ্যমে কাজ দিয়ে সহজ করে ফেলতে পারবেন তখন ভাগ্যের মালিক কে ধন্যবাদ দিবেন।
ভাই বা বোন , কারো জন্য কিছু থেমে থাকে নাহ এটা প্রচলিত প্রবাদ।আমি মানি নাহ, অবশ্যই আমি এমন কিছু করার যোগ্যতা রাখি,আর এই শক্তি আমার প্রভু আমাকে দিয়েছেন। আমি চলে গেলে,ও জায়গায় আমার শূন্যস্থান পূরণ সম্ভব নয়।।
বিনম্রতা , প্রভুর প্রতি ১০০% বিশ্বাস আর স্ট্রাটেজির সাথে সময় এর ব্যবহার করে দেখুন ত!
আমি জীবন যোদ্ধা ,ইমোশনাল ফুল নাহ।( তবে ছিলাম এক সময়,প্রচুর বাশ খেয়েছি যে অত ঘাস ছাগলেও খায় নাহ)
ধন্যবাদ।। এই পোস্ট পড়ে সময় নষ্ট করলেন যদি কাজে লাগাতে নাহ চান বা নাহ পারেন।
(অহেতুক,অসামাজিক কমেন্ট করবেন নাহ,অনুরোধ রইল)
ছবি ক্রেডিট : গুগল।