MediCare by Dr Asibur Rahman

MediCare by Dr Asibur Rahman A voluntary online medical services. for the improvement of your health,we work on the value with.. .

in this modern era.,beside physical illness, it is a great problem that, you are a chronic patient of physical and mental illness...for diseases,truma, stress and different type of problem. it is our tiny effort to improve your health ......
is very beautiful.......@@
and we are with you��

11/05/2025

থাইরয়েডের সমস্যা নিয়ে বিস্তারিত লিখব,ইনশাল্লাহ।

মেসেজে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
সাথে মানষিক বিশ্লেষণ গুলো আবার আসবে।

10/05/2025
10/05/2025
10/05/2025
  and    Dr Robert James GRAVES said:"I have lately seen three cases of violent and long - continued  palpitations in fe...
10/05/2025

and

Dr Robert James GRAVES said:

"I have lately seen three cases of violent and long - continued palpitations in females, in each of which the sample pecuilarity presented itself---
viz.,enlargement of the thyroid gland.... A lady, aged 20 become affected with some symptoms which were supposed to be histrical..... It was now observed that the eyes assumed a singular appearance, for the eyeballs were apparently enlarged, so that when she slept, or tried to shut her eyes, the lids were incapable of closing. "

: Google

03/05/2025

আপনি কি দীর্ঘ দিন ধরে বাইক চালান?
কোমরে ব্যাথা হয় নাহ???
যদি এরকম হয়, মেসেজ করুন,পরামর্শ নিন।

02/05/2025

আপনারা অনেক সময় আমাকে স্ত্রী এবং প্রসূতি রোগ নিয়ে প্রশ্ন করেন।মেসেজ করেন।অনেকে ফোন, স্কাইপ,টেলিগ্রাম,ওয়াটস এপ করেন।

আমি কথা দিয়েছিলাম, আপনাদের জন্য আমি বেস্ট গাইনি চিকিৎসকের পরামর্শ এর ব্যবস্থা করব।।

আমি আমার চিকিৎসক জীবন এ, ১ম বর্ষ থেকে আমার আপু কে দেখেছি,ইভেন আমি নিজেই উনার আন্ডারে ট্রেনিং করেছি।।

So, Dear followers,
Let me introduce my utmost trustable consultant--

Dr. Sharmin Akhter Chowdhury, BCS (Health)

MBBS ( Sir Salimullah Medical College Mitford Hospital, Dhaka )

MCPS, FCPS ( Obs& Gynae)

স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ।

ম্যাম আপনাদের জন্যই অনেক ব্যস্ততার ভিতর অনলাইন সেবা পরামর্শ দেন।
ম্যামের পরামর্শ বিষয়ক,

Facebook page: Femme health

ওখানে ইউটিউব লিংক ও পাবেন।

দয়াকরে পরামর্শ গ্রহণ করুন। উপকৃত হউন।

ধন্যবাদ এবং শুভরাত্রি।
--- Dr. SAM Asibur Rahman Chowdhury. (Aasif)
Admin.

আপনি যার লেখা পোস্ট টা পড়ছেন এবং নিজের অমূল্য সময় নষ্ট করছেন ,তার একটা পরিচয় নিন।। সাংঘাতিক লেভেল এর মাল্টিটাস্কিংক মানু...
19/06/2024

আপনি যার লেখা পোস্ট টা পড়ছেন এবং নিজের অমূল্য সময় নষ্ট করছেন ,তার একটা পরিচয় নিন।। সাংঘাতিক লেভেল এর মাল্টিটাস্কিংক মানুষ। (যার কাছে কোন কাজ ছোট নয় এবং প্রচুর কাজ করাতে বিশ্বাস করেন)!

*সময় নষ্ট একদম তার অপছন্দ।
*নিজেকে ব্যাখ্যা ,কেবল নিজের কাছে। (এই স্বভাবের জন্য অনেকে ডমিনেটিং মনে করে,তাতে কি এসে যায়, এই চিকিৎসক মনে করেন , উপর আল্লাহ এবং সে ছাড়া এখানে কেউ নেই)
*অতীত নিয়ে তিনি ততটুকু রাখেন যা প্রেজেন্ট এ লাগবে।বাকি সব ভাড়ে।।
*তিনি আজকের দিন নিজের মত করে করেন এবং আগামীকাল নিয়ে নয় ৫ বা ১০ বছর পর তার নিজের অবস্থান কোথায় থাকবে সেটা নিয়ে ভেবে সৃষ্টিকর্তার কাছে ছেড়ে , সৃষ্টিকর্তার নাম নিয়েই লেগে জান কাজে।
(সব চেয়ে বড় সত্য,আজ তাক কেউ তাকে কোন গাইডেন্স এ হেল্প করেছেন। উনি প্রচুর ঠকেছেন ,হেরেছেন আর নেগেটিভ এ পজেটিভ খুজে এগিয়েছেন )
*উনি কাজে ,অবশ্যই নিজস্ব পরিকল্পনা মাফিক কাজ করেন কাউকে দেখানোর জন্য কিছুই করেন নাহ।যা মানবতার জন্য আর নিজের জন্য তাই করেন।
*উনি নিজে কারো উপদেশ নিতে এবং কাউকে উপদেশ দিতে মারাত্মক অপছন্দ করেন।।
তারপর ও আপনারা একটা প্রশ্ন আমাকে করেছেন স্যার আপনি কিভাবে এত ব্যস্ততা ,প্রেসার আর নেগেটিভিটির ভিতর কাজ করেন?

তাদের জন্য একটা ই উত্তর , কেবলমাত্র নিজেকে ভালবাসুন ,,নিজেকে তৈরি করুন।।
ব্যস্ততা বলে কিছু ই নেই যদি অভ্যস্ত হন,যদি কাজ কে ভালো বাসতে শিখেন, ওটাকে ব্যস্ততা বলে নাহ, বলা হয়, ডায়নামিক।

প্রেসার বলে কিছু নেই, নেগেটিভ এ পজেটিভ খুজুন।পজিটিভ এ নেগেটিভ। তারপর নিজের ব্যক্তিগত ডিসিশান।কারণ জীবন টা আপনার। এটাকে প্রেসার বলে নাহ,একে ইন্টিগ্রিটি বলে।

আরে, কি নিয়ে এত ভাবছেন? এতই যদি ভেবে,ডিপ্রেশান করতে ইচ্ছে হয়,ত কবে উপর আল্লাহ র ডাক আসে,লিখে দিন।যদি সেটাই নাহ জানা নাহ থাকে ,,নিজেকে ভালবাসুন , অন্যের প্রতি ডিপেন্ডেবল’র মড়া কে পুড়ায় দেন।।

নিজেই নিজের ভাগ্য ত গড়তে পারবেন নাহ,তবে স্ট্রাটেজির মাধ্যমে কাজ দিয়ে সহজ করে ফেলতে পারবেন তখন ভাগ্যের মালিক কে ধন্যবাদ দিবেন।

ভাই বা বোন , কারো জন্য কিছু থেমে থাকে নাহ এটা প্রচলিত প্রবাদ।আমি মানি নাহ, অবশ্যই আমি এমন কিছু করার যোগ্যতা রাখি,আর এই শক্তি আমার প্রভু আমাকে দিয়েছেন। আমি চলে গেলে,ও জায়গায় আমার শূন্যস্থান পূরণ সম্ভব নয়।।

বিনম্রতা , প্রভুর প্রতি ১০০% বিশ্বাস আর স্ট্রাটেজির সাথে সময় এর ব্যবহার করে দেখুন ত!

আমি জীবন যোদ্ধা ,ইমোশনাল ফুল নাহ।( তবে ছিলাম এক সময়,প্রচুর বাশ খেয়েছি যে অত ঘাস ছাগলেও খায় নাহ)

ধন্যবাদ।। এই পোস্ট পড়ে সময় নষ্ট করলেন যদি কাজে লাগাতে নাহ চান বা নাহ পারেন।

(অহেতুক,অসামাজিক কমেন্ট করবেন নাহ,অনুরোধ রইল)

ছবি ক্রেডিট : গুগল।

সাবধনতা অবলম্বন করুন।। খুব মারাত্মক এই সাপ।।N.B: Post is only for caution.
19/06/2024

সাবধনতা অবলম্বন করুন।। খুব মারাত্মক এই সাপ।।
N.B: Post is only for caution.

10/06/2024

#চিকিৎসক_বনাম_পরিবার

1.যিনি চিকিৎসক হবেন ,এমনিতেই আসবেন এটাই ভাগ্য।সুতরাং কাউকে দোষ দেয়ার কিছু নেই।কারণ অনেক পবিত্র সোর্স থেকে প্রমাণিত এটা সৃষ্টিকর্তার ইচ্ছে এবং দায়িত্ব।
2.আপনার কস্ট আপনার ভাগ্য।।আর আপনার পরিশ্রম ও আপনার ভাগ্য।। যত পরিশ্রম করবেন ভাগ্য কথা বলবে।।
3. আপনার আমার কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া,ভেবে দেখবেন।
4.মনে রাখবেন আপনাকে ই আপনার কাজ করতে হবে,কে কি বলুক আসে যায় নাহ,মেরে ফেল্লেও নাহ।
5.মনে রাখবেন আপনি যদি একটা ছেলে হন ,
তবে,
পরিশ্রম এর অংশ হিসেবে কিছু পরিশ্রম এখানে করে নিন।
-স্টুডেন্ট লাইফে মেডিকেল স্টুডেন্ট বলে অহংকার করবেন নাহ।
-পড়াশোনা তে এম বি বি এস এ ফাকি দিবেন নাহ।
-যদিও সময় খুব কম, হোক আপনার পিতা কোটিপতি ,নিজে এটলিস্ট টিউশান করে নিজে চলার চেস্টা করেন,সম্ভব হলে জমান,ফ্যামিলি ব্যাক আপ থাকলে জমান।
-প্রেম করেন আর পলিটিক্স করেন,পড়ালেখা কে 1 ন লিস্টে রাখুন।কারণ (প্রেম=প, পলিটিক্স =প , পড়ালেখা = প)
পড়াশোনা এমন পাওয়ার ফুল 1 যে ,,তারপর যা করবেন ১ এর পর শূন্য বসতে ই থাকবে আর নাহ করলে সব শুন্য আগে ১ লাস্টে।
(আমার খুব খুব এবং খুব প্রিয় একজন সিনিয়র এর কথা)

-এম বি বি এস এর পর পর আমি বলব যেকোন পিজি এর এন্ট্রি এক্সাম দিবেন। দেশে থাকতে চাইলে, বি সি এস দিতেও পারেন নাও পারেন আপনার ইচ্ছে।।তবে ইনকাম অফ করবেন নাহ সেটা যত কম বা বেশি হোক।পরে,এক্সাম ফ্রি কোয়িন্স অনুসারে মেইনটেইন করুন।

-বিয়ে জিনিস টা ভেবে চিন্তে করুন।একটা মেয়ের স্যাক্রিফাইস মূলক কথা ভাড়ে। উনার ক্ষুদ্র ইচ্ছা গুলো যেন আপনার ক্রাইসিস এর বলি নাহ হয়।সো, যে যাই বলুক, এমনিতেই কোনদিন ভালো হতে কারো কাছে হতে পারবেন নাহ। বিশেষ করে পরিবার এর মেম্বার দের কাছে।সামনে কিছু বলবে নাহ,পিছনে আপনি ট্রাস্ট করা শিখুন কেউ আপনার নাহ।
তাহলে কেন বল্লাম, বউ এর ক্ষুদ্র ইচ্ছা? কারন আপনার অজান্তেই আপনার সংসারে আপনি সবচেয়ে লজ্জিত ব্যক্তি হবেন,যেদিন জানবেন এত ক্রাইসিস ,স্যাক্রিফাইস আর সব কিছু করার পর ও, you are nothing bro....just a joker!

প্লিজ, এম বি বি এস টা সিস্টেমেটিক ভাবে ভালো করে পড়ুন,ওয়ার্ডে টাইম দিন, ইন্টার্ন এর সময় সবচেয়ে ডেটিকেটেড ইন্টার্ন হন।যদি আপনার মেডিকেল এ এনাফ শেখার নাহ থাকে ,
একটা বছর ঢাকা তে আসুন, নিজের পছন্দের সাবজেক্ট এ ডি এম সি বা এস এস এম সি তে পিজিটি করে ফেলুন।।

আপনি এত সময় নষ্ট করে ফেল্লেন যদি আপনি এই পোস্ট পড়ে থাকেন। কারণ , আমি কর্পোরেট এর লেবার আমার জন্য মে ডে মরে গ্যাছে।আর,আপনার কাছে যেটা টেনশন আমি সেটা উপভোগ করি।( এটা আমার লাইফ এর মেন্টর এর কথা, চিল ব্রো চিল)!

Pijush Biswas কিছু বলবেন স্যার!😁😁😁😁

23/04/2024

Address

Dhaka

Telephone

+8801715068040

Website

Alerts

Be the first to know and let us send you an email when MediCare by Dr Asibur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MediCare by Dr Asibur Rahman:

Share