Health & Beauty Products

  • Home
  • Health & Beauty Products

Health & Beauty Products যেকোনো ধরনের হেলথ & স্কিন কেয়ার প্রোডাক্ট পেতে যোগাযোগ করুন আমাদের সাথে🥰

ইত্তেফাকের এই পোস্টটা ডিলেট কেনো?কি হলো ইত্তেফাকের সাথে?👀😁😁🙆‍♀️
07/01/2024

ইত্তেফাকের এই পোস্টটা ডিলেট কেনো?
কি হলো ইত্তেফাকের সাথে?👀😁😁🙆‍♀️

অফার🔥অফার🔥অফার🔥💡 Milk 99% White Soothing Gel Made in Koreaস্কিনটা নরম এবং গ্লো করার জন্য স্কিনকে অনেক ফর্সা করে 🥰কাজঃ ১....
27/11/2023

অফার🔥অফার🔥অফার🔥

💡 Milk 99% White Soothing Gel
Made in Korea

স্কিনটা নরম এবং গ্লো করার জন্য স্কিনকে অনেক ফর্সা করে 🥰
কাজঃ ১.স্কিন নরম এবং উজ্জ্বল করবে।
২.প্রাকৃতিক ব্লিচের কাজ করে।
৩. রোদে পোড়া ভাব দূর করে।
৪. পোরস সংকীর্ণ করতে সাহায্য করে।
৫. ত্বক রাখবে সতেজ এবং কোমল।
৬. ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে।
৭. পিম্পেল দূর করে।
✅ব্যবহারের নিয়মঃ
যেকোন সময়ে Soothing Gel মুখে দিয়ে ১৫/২০ মিনিট রেখে ২/৩ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে । আর ভালো রেজাল্ট পেতে গোসলের আগে অথবা বাহিরে থাকে এসে মুখে লাগিয়ে ১৫/২০ মিনিট রেখে ২/৩ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে । দিনে দুই বার‌ Soothing Gel লাগালে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় ‌। দিনে দুই বার করে Use করুন
🚚 সারা বাংলাদেশ হোম ডেলিভারি।
✅ পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুবিধা।









অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে, এটা আঁকা ছবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মাস্টার্সের ছাত্র হেলাল শাহ, ২০১৯ সালে...
19/06/2022

অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে, এটা আঁকা ছবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মাস্টার্সের ছাত্র হেলাল শাহ, ২০১৯ সালে বাৎসরিক আর্ট এক্সিবিশনে 'মিডিয়া বেস্ট অ্যাওয়ার্ড' জিতেছিলেন তাঁর আঁকা ছবির মাধ্যমে। ছবির বিষয় পুরনো ঢাকার শাঁখারিবাজার।

14/06/2022

যেমন ছিলেন প্রিয় নবী মুহাম্মাদ (সা.)
১. তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন।
২. তিনি কম হাসতেন।
৩. তিনি মুচকি হাসতেন, হাসি ওনার ঠোঁটে লেগে থাকতো।
৪. তিনি অট্টহাসি হাসতেন না।
৫. তিনি তাহাজ্জুদ নামাজ ত্যাগ করতেন না।
৬. তিনি দৈনিক শতবার ক্ষমা প্রার্থনা করতেন।
৭. তিনি কখনোই প্রতিশোধ নিতেন না।
৮. তিনি যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকেই আঘাত করেননি।
৯. তিনি বিপদে পড়লে তাৎক্ষনিক নামাজে দাঁড়িয়ে পড়তেন।
১০. তিনি অসুস্থ হলে বসে নামাজ পড়তেন।
১১. তিনি শিশুদের সালাম দিতেন।
১২. তিনি সমাবেত মহিলাদের সালাম দিতেন।
১৩. তিনি শিশুদের পরম স্নেহ করতেন।
১৪. তিনি পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন।
১৫. তিনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন।
১৬. তিনি ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন।
১৭. তিনি মিথ্যাকে সার্বাধিক ঘৃণা করতেন।
১৮. তিনি উপহার গ্রহণ করতেন।
১৯. তিনি সাদকাহ (দান) করতেন।
২০. তিনি সব সময় আল্লাহকে স্মরণ করতেন।
২১. তিনি আল্লাহকে সব সময় ভয় করতেন
২২. হাতে যা আসতো তা আল্লাহর রাস্তায় দান করে দিতেন।
২৩. কেউ কথা বলতে বসলে সে ব্যক্তি উঠা না পর্যন্ত তিনি উঠতেন না।
২৪. বিনা প্রয়োজনে কথা বলতেন না।
২৫. কথা বলার সময় সুস্পষ্টভাবে বলতেন যাতে শ্রবণকারী সহজেই বুঝে নিতে পারে।
২৬. কথা, কাজ ও লেন-দেনে কঠোরতা অবলম্বন করতেন না।
২৭. নম্রতাকে পছন্দ করতেন।
২৮. তাঁর নিকট আগত ব্যক্তিদের অবহেলা করতেন না।
২৯. কারো সাথে বিঘ্নতা সৃষ্টি করতেন না।
৩০. শরীয়তবিরোধী কথা হলে তা থেকে বিরত থাকতেন বা সেখান থেকে উঠে যেতেন।
৩১. আল্লাহ তায়ালার প্রতিটি নিয়ামতকে কদর করতেন।
৩২. খাদ্যদ্রব্যের দোষ ধরতেন না। মন চাইলে খেতেন না হয় বাদ দিতেন।
৩৩. ক্ষমাকে পছন্দ করতেন।
৩৪. সর্বদা ধৈর্য্য ধারণ করতেন।
পরিশেষে এইটুকু বলবো প্রিয় রাসুল (সা.) এর গুণাবলি বর্ণনা করে শেষ করা যাবে না, হে মহান আল্লাহ তায়ালা আমাদেরকে ক্ষমা করে দিয়ে কবুল করে নিন 🤲 আমিন

20/05/2022
📌  (ফি সাবিলিল্লাহ) বলে ফেলতে হয়, মা (শাশুড়ি) বিয়ের পর পর শিখাই দিয়েছিল এই কাজটা, তখন থেকেই আমি করি আলহামদুলিল্লাহ্‌ ।🍛🍛...
16/05/2022

📌 (ফি সাবিলিল্লাহ) বলে ফেলতে হয়, মা (শাশুড়ি) বিয়ের পর পর শিখাই দিয়েছিল এই কাজটা, তখন থেকেই আমি করি আলহামদুলিল্লাহ্‌ ।

🍛🍛 খাবারের শেষে উতকৃষ্ট হাড় বা কাঁটা গুলোকে ফেলার সময় মনে মনে এই নিয়ত করবেন যে-
❝ হাড় বা কাঁটা গুলো আমি পিঁপড়া বা অন্য কোনো প্রাণীর খাবার হিসেবে দান করছি ❞

ইন শা আল্লাহ এই সামান্য নিয়ত করার কারণে আপনি সাদাকা করার সওয়াব পেয়ে যাবেন.
©

গাজীপুর থেকে সুদূর সিলেটে প্রোডাক্ট ডেলিভারি। ♥কিভাবে অর্ডার হলো সেই গল্প♥গত ১৩-১৫ নভেম্বর বিজনেস ট্যুরে সিলেট গিয়েছিলাম...
20/11/2021

গাজীপুর থেকে সুদূর সিলেটে প্রোডাক্ট ডেলিভারি। ♥কিভাবে অর্ডার হলো সেই গল্প♥

গত ১৩-১৫ নভেম্বর বিজনেস ট্যুরে সিলেট গিয়েছিলাম।
সন্ধ্যারাতে সিলেটে রিক্সায় চড়ে একজন সম্ভাব্য বিজনেস পার্টনারের সাথে ব্যবসায়িক পন্য নিয়ে আলোচলা করছিলাম,,আলোচনা শেষে রিক্সাচালক ভাই বললো 😍 ভাই, এই সাবানটি কোথায় পাবো? আমি ব্যবহার করতে চাই😍
কারণ ক্ষার,ফসফরাস সম্পর্কে তো বই-পুস্তকে পড়েছি তবুও আমরা বাজারের ক্ষার, ফসফরাস যুক্ত সাবানই ব্যবহার করি। যেহেতু আপনি বললেন এতে ক্ষার,ফসফরাস এবং পশুর তেল/চর্বি নেই তাই এটি আমি ব্যবহার করতে চাই।

👉ফরএভার বিজনেস সবার প্রয়োজন না হতে পারে কিন্তু ফরএভার প্রোডাক্ট সবার প্রয়োজন👈
&

Address

Nazrul Islam Avenue

1205

Alerts

Be the first to know and let us send you an email when Health & Beauty Products posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Health & Beauty Products:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram