MIRACLE HEALTH CARE

MIRACLE HEALTH CARE Miracle is a free healthcare organization in Bangladesh. It provides healthcare to many people every day.

06/08/2025

[সরকারি সতর্কীকরণ ]
Miracle Health Care ব্র্যান্ডের অবৈধ ব্যবহার ও প্রতারণার ঘটনা।
Miracle Health Care এর বাংলাদেশে মাত্র ০৩ টি অনুমোদিত শাখা আছে যা ( ঢাকা সায়েদাবাদ, ঢাকা খিলগাও এবং চিটাগাং রোড, নারায়নগঞ্জ) ব্যতিত এছাড়া অন্য কোথাও কোনো পরিবেশক বা এজেন্সি নেই।
তবে সম্প্রতি Miracle Health Care ব্র্যান্ডটি বাংলাদেশের গ্রাহকদের কাছ থেকে ব্যাপক আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে। এর সুযোগ নিয়ে ঢাকা বাংলাদেশের কিছু থেরাপি ব্যবসায়ী অবৈধভাবে ভুয়া Miracle Health Care নামে থেরাপি সেন্টার পরিচালনা করছেন, যা ধরা পড়েছে Miracle Health Care, হেড অফিস ইতিমধ্যেই এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ করেছে। একইসাথে জনাব মোঃ মাহবুব হাসান নাঈম এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন এবং বাংলাদেশের সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
বর্তমানে Miracle Health Care -এর নাম, ওয়েবসাইট, পণ্যের ছবি এবং প্রচার উপকরণ অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। এই কার্যক্রমগুলোর সাথে Miracle Health Care কোম্পানির কোনো সম্পর্ক নেই। তারা যে পণ্যগুলো বিক্রি করছে, সেগুলো নিম্নমানের ও সস্তা পণ্য, যা ব্যবহারকারীর স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ হতে পারে।
Miracle Health Care হেড অফিস ইতিমধ্যে (২০১৮ সালে) বাংলাদেশে ব্র্যান্ডের ট্রেডমার্কের আইনি মালিকানা পেয়েছে। তাই, কোনো থেরাপি ব্যবসায়ী Miracle Health Care-এর নাম বা এর সাথে সাদৃশ্যপূর্ণ কোনো ট্রেডমার্ক ব্যবহার করতে পারবে না।
আগামী ৩১ শে আগস্ট, ২০২৫ইং তারিখ এর মধ্যে যদি এসব ভুয়া থেরাপি সেন্টারের কার্যক্রম বন্ধ না করা হয়, তাহলে Miracle Health Care বাংলাদেশে তার আইনি প্রতিনিধির মাধ্যমে কঠোর দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করবে, এবং জড়িত ব্যক্তিদের পরিচয় অনলাইনে প্রকাশ করা হবে।
শেষে, এটা মনে রাখা জরুরি যে, থেরাপি ব্যবসার উদ্দেশ্য হলো মানুষের স্বাস্থ্য উন্নয়ন, যেখানে পণ্য সরাসরি শরীরে প্রয়োগ করে উপকারিতা প্রদান করা হয়। পণ্য ও গ্রাহকের প্রতি আন্তরিকতা এই ব্যবসার মূলনীতি। যদি আপনি মুনাফার জন্য গ্রাহকদের প্রতারিত করেন এবং তাদের স্বাস্থ্যকে বিপদে ফেলেন, তাহলে এই ব্যবসা করার ন্যূনতম নৈতিক অধিকারও আপনার নেই। এ ধরনের কাজের ফল অবশ্যই আপনার ও আপনাদের বিরুদ্ধে যেকোনো আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

জনসচেতনতা বাড়াতে......সম্প্রতি ২৫ বছর বয়সী এক জাপানি যুবককে নিয়ে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। বছরের পর বছর ধরে অতি...
26/07/2025

জনসচেতনতা বাড়াতে......
সম্প্রতি ২৫ বছর বয়সী এক জাপানি যুবককে নিয়ে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। বছরের পর বছর ধরে অতিরিক্ত স্মার্টফোন গেমিংয়ের কারণে তিনি এক বিরল ও মারাত্মক শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছেন – যার নাম 'ড্রপড হেড সিন্ড্রোম' (Dropped Head Syndrome)।

এই যুবক ঘণ্টার পর ঘণ্টা মাথা নিচু করে ফোন দেখতেন, বিশেষ করে মোবাইল গেম খেলার সময়। এর ফলে তার ঘাড়ের পেশী এতটাই দুর্বল হয়ে যায় যে, তিনি আর মাথা সোজা করে রাখতে পারছিলেন না। তার ঘাড়ের পেছনে একটি স্পষ্ট স্ফীতি দেখা দেয় এবং এক্স-রেতে মেরুদণ্ডের হাড়গুলো বিকৃত ও স্থানচ্যুত হওয়ার প্রমাণ মেলে। এমনকি তার গিলতেও সমস্যা হচ্ছিল, যার ফলে ওজনও কমে যায়।

সাধারণত, ‘ড্রপড হেড সিন্ড্রোম’ স্নায়বিক বা পেশী সংক্রান্ত গুরুতর রোগের কারণে হয়, যেখানে ঘাড়ের পেশীগুলো এতটাই দুর্বল হয়ে যায় যে মাথা বুকের উপর ঝুঁকে থাকে। কিন্তু এই যুবকের ক্ষেত্রে এটি ঘটেছে দীর্ঘদিনের ভুল ভঙ্গিমার কারণে, যাকে চিকিৎসকরা ‘পোস্টুরাল ডিএইচএস’ (Postural DHS) বলছেন।

কেন এমন হয়?
আমাদের মাথার ওজন প্রায় ৪.৫-৫.৪ কেজি। কিন্তু যখন আমরা ৬০ ডিগ্রি কোণে মাথা নিচু করে স্মার্টফোন দেখি, তখন ঘাড়ের উপর প্রায় ২৭ কেজি (৬০ পাউন্ড) চাপ পড়ে! ভাবুন তো, প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা আপনার ঘাড় একজন ৮ বছরের শিশুকে বহন করছে! এই দীর্ঘস্থায়ী চাপ মেরুদণ্ডের হাড়ের বিকৃতি, স্কার টিস্যু তৈরি এবং মারাত্মক ব্যথার কারণ হতে পারে।

এই জাপানি যুবককে তার মাথা সোজা করার জন্য একাধিক জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। তার মেরুদণ্ডের ক্ষতিগ্রস্ত অংশ অপসারণ করে ধাতব রড ও স্ক্রু বসানো হয়েছে।

এই ঘটনাটি আমাদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও, এর অতিরিক্ত ও ভুল ব্যবহার মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। ‘টেক নেক’ (Tech Neck) এখন একটি ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা।

নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে?

১. ২০-২০-২০ নিয়ম: প্রতি ২০ মিনিট স্ক্রিন ব্যবহারের
পর, ২০ ফুট দূরে ২০ সেকেন্ডের জন্য তাকান।
২. ফোন বা ট্যাবলেট চোখের স্তরে রাখুন, প্রয়োজনে
স্ট্যান্ড ব্যবহার করুন।
৩. ঘাড়ের ব্যায়াম: ঘাড়ের পেশী শক্তিশালী করার
ব্যায়াম করুন।
৪. স্ক্রিন টাইম সীমিত করুন: বিশেষ করে দীর্ঘ গেমিং
বা পড়ার সেশনগুলো ছোট ছোট বিরতি দিয়ে
করুন।

অনুবাদ: AH Abubakkar Siddique 🔔
©

28/05/2025
শুভ নববর্ষ -১৪৩২সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।মহান আল্লাহতালা আমাদের সবাইকে সুস্থ ও সুন্দর রাখুক
14/04/2025

শুভ নববর্ষ -১৪৩২
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
মহান আল্লাহতালা আমাদের সবাইকে সুস্থ ও সুন্দর রাখুক

মানুষের হাড় কী ইস্পাতের চেয়েও শক্তিশালী ? ⚡🦴আপনি কি জানেন যে আপনার হাড় স্টিলের চেয়েও শক্তিশালী? শুনতে অবাক লাগলেও এটি সত...
16/03/2025

মানুষের হাড় কী ইস্পাতের চেয়েও শক্তিশালী ? ⚡🦴

আপনি কি জানেন যে আপনার হাড় স্টিলের চেয়েও শক্তিশালী? শুনতে অবাক লাগলেও এটি সত্যি! একই ওজনের একটি স্টিলের রডের চেয়েও মানুষের হাড় বেশি চাপ সহ্য করতে পারে। কিন্তু কিভাবে এত হালকা কিছু এত শক্তিশালী হতে পারে?

এর কারণ হলো হাড়ের গঠন। হাড় প্রধানত "কলাজেন" (Collagen) নামক এক বিশেষ উপাদানে তৈরি, যা হাড়কে নমনীয়তা দেয়। পাশাপাশি, ক্যালসিয়াম ও ফসফরাসের মতো খনিজ পদার্থ হাড়কে চরম শক্তিশালী করে তোলে। কিন্তু স্টিলের মতো এটা সম্পূর্ণ কঠিন না হলেও অত্যন্ত মজবুত হয়ে ওঠে।হাড়ের অভ্যন্তরে একটি বিশেষ কাঠামো থাকে, যা একে হালকা কিন্তু মজবুত করে তোলে। এই নকশার ফলে হাড় উচ্চ ধাক্কা শোষণ করতে পারে, ভারী ওজন বহন করতে পারে এবং ক্ষতিগ্রস্ত হলে নিজেকে মেরামত করে নিতে সক্ষম হয়।

তাছাড়া, ধাতুর মতো সময়ের সঙ্গে ক্ষয়ে না গিয়ে, মানব হাড় নিজেকে পুনর্নির্মাণ করতে পারে। এই প্রক্রিয়াকে বলা হয় 'রিমডেলিং' (Remodeling), যেখানে পুরনো কোষের পরিবর্তে নতুন ও শক্তিশালী কোষ তৈরি হয়। তাই ব্যায়াম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার হাড়কে আরও শক্তিশালী রাখে।

✍️ নূরে ওয়াহেদ, টিম বিজ্ঞানবর্নালি

12/03/2025

আমাদের পাকস্থলির কাজ

ব্রাজিলের গবেষকরা বলছে পোড়া ক্ষতের চিকিৎসায় তেলাপিয়া মাছের ত্বক বা চামরা ব্যবহার করে সাধারণ উপায়ে চিকিৎসার চেয়ে কম সময়ে...
09/01/2025

ব্রাজিলের গবেষকরা বলছে পোড়া ক্ষতের চিকিৎসায় তেলাপিয়া মাছের ত্বক বা চামরা ব্যবহার করে সাধারণ উপায়ে চিকিৎসার চেয়ে কম সময়ে সুফল পাওয়া গেছে৷ এই চিকিৎসায় বাড়তি কোনো ওষুধেরও প্রয়োজন হয় না৷ তেলাপিয়ার ত্বকে মানুষের ত্বকের প্রায় সমপরিমাণ আর্দ্রতা আর কোলাজেন প্রোটিন আছে৷ এছাড়া তেলাপিয়ার ত্বক মানুষের ত্বকের মতোই রোগপ্রতিরোধী বলে জানাচ্ছেন গবেষকরা৷ ক্ষতের জায়গায় সরাসরি তেলাপিয়ার ত্বক লাগানো হয়৷ তারপর ব্যান্ডেজ দিয়ে সেটি আটকে রাখা হয়৷ কোনো ক্রিমের প্রয়োজন নেই৷
তথ্যসূত্র DW

Address

25/1-C, (2nd Floor) Saydabad, (Shyamoli-07 No Counter Building) Jatrabari, Dhaka-
Dhaka
1204

Opening Hours

Monday 08:30 - 18:00
Tuesday 08:30 - 18:00
Wednesday 08:30 - 18:00
Thursday 08:30 - 18:00
Saturday 08:30 - 18:00
Sunday 08:30 - 18:00

Telephone

+8801537003700

Alerts

Be the first to know and let us send you an email when MIRACLE HEALTH CARE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MIRACLE HEALTH CARE:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram