LEAP Bangladesh

LEAP Bangladesh Limb Evaluation and Education for Amputation Prevention, Bangladesh

14/04/2025
আজ সকালে আমার প্রাক্তন শিক্ষা প্রতিস্ঠানে। উপস্থিত ছিলেন আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু বাংলাদেশের কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা...
10/02/2025

আজ সকালে আমার প্রাক্তন শিক্ষা প্রতিস্ঠানে। উপস্থিত ছিলেন আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু বাংলাদেশের কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা, আমেরিকান ভাস্কুলার সার্জন ডা: এম আবিদুর রহমান ও এক সময়ের সিনিয়র সহকর্মী ও বন্ধু ভাস্কুলার সার্জন বৃন্দ।
চমৎকার আয়োজনে উপস্থিতি আনন্দের ও শিক্ষনীয়।

হাঁটতে গেলে ২ পায়ে সমস্যা। এক পায়ে ঘা, ক্ষত। শোকাচ্ছে না বেশ কিছু দিন। পরীক্ষায় রোগ ধরে সাথে সাথে চিকিৎসা। অপারেশন প্রয়ো...
28/01/2025

হাঁটতে গেলে ২ পায়ে সমস্যা। এক পায়ে ঘা, ক্ষত। শোকাচ্ছে না বেশ কিছু দিন।
পরীক্ষায় রোগ ধরে সাথে সাথে চিকিৎসা। অপারেশন প্রয়োজন হলো না। এনজিওপ্লাস্টি ও স্ট্যান্টিং।
খরচ সামান্য বেশি, রোগীর ঝামেলা কম, হাসপাতালে মাত্র তিন দিন।
নিয়মিত করার সুযোগ রয়েছে ল্যাব এইড হাসপাতালে। আমাদের রোগীদের সরাসরি পরামর্শ ও সেবায় নিয়োজিত
ডা: মো: বজলুল গনি ভূঞা
ভাস্কুলার ও এন্ডোভাসকুলার সার্জন

28/01/2025

ব্রিলিয়ান্ট ছেলেরা ব্রিলিয়ান্ট কেরিয়ার তৈরী করে .......
তারা প্রথমে গাঁয়ে-মফস্বলে হরিপ্রসন্ন স্কুলে গেঁয়ো বন্ধুদের সাথে লেখাপড়া শেখে।
তারপর ------- ব্রিলিয়ান্ট রেজাল্ট করে সকলকে চমকে দেয়।
তারপর তারা উচ্চতর শিক্ষার জন্য চলে যায় ......
ব্যাঙ্গালোর কিংবা দিল্লী, কিংবা পুণে .......
সেখানে গিয়ে তারা বড় বড় নম্বর পায়! পজিশন পায়!
তারপর সেই নম্বর প্লেট গলায় ঝুলিয়ে তারা মস্ত মস্ত কোম্পানীতে ভালো ভালো চাকরি পায়!
প্রচুর স্যালারি! দামি ফ্ল্যাট! ভালো গাড়ী .......!!
ব্রিলিয়ান্ট ছেলেরা ..... এরপর বিদেশের বিমানে গিয়ে বসে।
পৌঁছে যায় ইংল্যান্ড, আমেরিকা, জার্মানি কিংবা আবুধাবী .... অথবা সিঙ্গাপুর কিংবা কানাডা!
ব্রিলিয়ান্ট ছেলেদের, ওই সব দেশ টপাটপ কিনে নেয় ।
ওই সব ব্রিলিয়ান্ট দেশ, আমাদের ব্রিলিয়ান্টদের জন্য বিলাসবহুল
বাড়ি - গাড়ি আর প্রচুর ডলারের ব্যবস্থা করে দেয় ....
সেখানে আমাদের ব্রিলিয়ান্টরা সুখে থাকে।
সুখে থাকতে থাকতে ব্রিলিয়ান্ট ছেলেরা ভুলে যায় তাদের দেশ গাঁয়ের কথা, হরিপ্রসন্ন স্কুলের কথা ....
গাঁয়ের বন্ধুদের কথা ক্রমে ভুলে যেতে থাকে!
মনে রাখতে পারে না ----- খুড়তুতো, জ্যাঠতুতো সব অসফল ভাই বোনেদের কথা।
ব্রিলিয়ান্টদের জগতে ইমোশন নেই!! প্রোমোশন আছে!!
ব্রিলিয়ান্টদের অতীত নেই! কেবল ভবিষ্যৎ, কেবল ফিউচার।
ছোট চেয়ার থেকে বড় চেয়ার ..... নন এসি থেকে এসি।
ব্রিলিয়ান্ট ছেলেরা বাবা - মা কে মাঝে মধ্যে টাকা পাঠায় .... সে অবশ্য
অ - নে - ক টাকা!!!
সেই টাকা হাতে পেয়ে ব্রিলিয়ান্টদের বাবা মায়ের মুখে ফুটে ওঠে হাসি।
(সব বাবা মায়ের না অবশ্য)
ব্রিলিয়ান্টরা এই ন্যাস্টি ইন্ডিয়াতে আর ফিরে আসতে চায় না।
এত ভিড়! এত ধুলোকাদা! এত কোরাপশন!
এসবের মধ্যে তাদের গা ঘিনঘিন করে
তবু যদি কখনও আসে ........
অনেক অনেক বিদেশী জিনিস নিয়ে আসে ।
মায়ের জন্য ইতালির চাদর, বাবার জন্য ফ্রান্সের সিগারেট ..... সঙ্গে জাপানি লাইটার,
আলো জ্বললেই যা থেকে টুং টাং করে বাজনা বেজে ওঠে।

ব্রিলিয়ান্টদের ব্যাপার স্যাপারই আলাদা ........
ব্রিলিয়ান্টদের ব্রিলিয়ান্ট বানিয়ে তুলতে কেরানী বাবাকে যে কতদিন কর্মক্লান্ত দুপুরে টিফিনে একটা চাপাকলা কিংবা
একটাকার শুকনো মুড়িতে পেট ভরিয়েছেন ......
কতকাল যে মা কোনো নতুন শাড়ী কেনাকে বিলাসিতা মনে করে ছেঁড়া শাড়ীতে দিন কাটিয়েছেন !!!
এসব তথ্য ব্রিলিয়ান্টদের ল্যাপটপে থাকেনা। ব্রিলিয়ান্টদের ল্যাপটপে নায়াগ্রার দূরন্ত জলোচ্ছ্বাস, কিংবা ভিসুভিয়াসের ছবি থাকে .......
এই শ্যামল বাংলার নদী গাছ, বর্ষার মেঘ -----
এসব হাবিজাবি সেখানে ইনসার্ট করা যায় না ।
ব্রিলিয়ান্টরা সদা ব্যস্ত! ভীষণ ব্যস্ত ......!!
তারা সঙ্গীত শোনেনা, তারা গল্প বা কবিতা পড়ে সময় নষ্ট করেনা।
তারা আকাশ দেখে না, বৃষ্টিতে তাদের মন খারাপ হয় না।
তারা কেবল কাজ করে, কেবল ব্যাস্ততায় ডুবে থাকে।

বৃষ্টি নেমেছে আকাশ ভেঙ্গে ....... শ্রাবণ মাস।
মা মৃত্যুশয্যায় .....বাড়ি ভর্তি লোকজন।
অসুস্থ বাবা বারান্দায় চেয়ারে বসে আছেন শূন্য চোখে ......
ডাক্তার জবাব দিয়ে গেছেন .... গোটা বাড়িতে অদ্ভুত এক নিস্তব্ধতা!!!
কাঁপা কাঁপা ঠোঁটে মা জিজ্ঞেস করছেন ..... খোকন এলো ?
খো - ক - ন .............!!!!
ব্রিলিয়ান্ট খোকন তখন ফ্লাইটে .....
সবাই মা কে বোঝাচ্ছে ওই তো ওই তো খোকন এলো বলে!
কিন্তু সে ফ্লাইট চলে যাচ্ছে কানাডায়।
কানাডায় কোম্পানীর নতুন শাখা উদ্বোধন।
খোকন যাচ্ছে আরও বড়ো দায়িত্ব নিয়ে, আরও বেশী ডলার ........
এখানে এই পোড়া দেশে ব্রিলিয়ান্ট খোকনের মা
ছেলের মুখ না দেখেই শেষ বারের মতো চোখ বুঁজলেন .....!!!

আমরা এখন ঘরে ঘরে সবাই ------ এমন ব্রিলিয়ান্ট ছেলে গড়ে তুলতেই ব্যস্ত .......!!!
সক্কলে ..............!!!!!!

আর আমরা চাইও আমাদের সকলের ছেলে ব্রিলিয়ান্টতম হয়ে উঠুক।
🎇কলমে ✍️ : শুভ দাশগুপ্ত

খায়শ কত 🤔🥻😂😝🐐
11/11/2024

খায়শ কত 🤔🥻😂😝🐐

Title: Historically Chittagong, Bangladesh is Part of India. First Pakistan Military Persecuted Hindus in Chittagong. Now Bangladesh Military Persecutes Hind...

সবার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করছি। ঈদ মোবারক।
17/06/2024

সবার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করছি। ঈদ মোবারক।

কয়েকদিনের বাচ্চাদের জন্মগত জটিল হৃদরোগে ভেবে চিন্তে ইন্টারভেনশন করতে হয়।
06/05/2024

কয়েকদিনের বাচ্চাদের জন্মগত জটিল হৃদরোগে ভেবে চিন্তে ইন্টারভেনশন করতে হয়।

Successful BVSCON 2024 at Dhaka.
09/03/2024

Successful BVSCON 2024 at Dhaka.

ভদ্রলোক সৌদি আরব চাকরি করেন। ১২ বছর আগে ডান পায়ে ভ্যরিকোস ভেইন জনিত সমস্যা নিয়ে আমার পরামর্শ নিতে আসলে পরীক্ষা নীরিক্ষার...
26/02/2024

ভদ্রলোক সৌদি আরব চাকরি করেন। ১২ বছর আগে ডান পায়ে ভ্যরিকোস ভেইন জনিত সমস্যা নিয়ে আমার পরামর্শ নিতে আসলে পরীক্ষা নীরিক্ষার পরে অপারেশন এর পরামর্শ দিলে সম্মত হন। অপারেশন এর পর বিদেশে চলে যান। মাঝে ২০১৯ সালে একবার ঢাকায় আসলে আমার সাথে দেখা করে যান। ওনাকে এক নাগাড়ে অধিকক্ষন দাঁড়িয়ে না থাকার পরামর্শ দেয়া হয়েছিল।
এবার এসে ২ দিন আগে চেম্বারে আসলে পা পরীক্ষায় দেখা যায় হালকা ইডিমা ও কয়েকটি রেটিকুলার ভেইন।

এমন অবস্থায় প্রয়োজনীয় লাইফ স্টাইল অনুসরণ করার ও সামান্য ঔষধ খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

শিক্ষা : ভেনাস ইনসাফিশিয়েন্সি সমস্যার চিকিৎসা কেবল সার্জারী বা ঔষধের উপর নির্ভরশীল নয়। কিছু অভ্যাস অতি গুরুত্বপূর্ণ। কোন কোন পরিস্থিতিতে চাকরি পর্যন্ত পরিবর্তন করতে পরামর্শ দিতে হয়। এবং রোগী কে তা মেনে চলতে হয়।

20/02/2024

চমৎকার উপলব্ধি।

Address

Dhaka

Telephone

01534630716

Alerts

Be the first to know and let us send you an email when LEAP Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share