Mirpur Pharma

Mirpur Pharma A renowned healthcare solution provider in Mirpur area.

আমাদের সেবা সমূহ :

⭕ আমরা সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে ঔষধ সংগ্রহ করি বিধায় ভেজাল মিশ্রিত হওয়ার কোন সম্ভাবনাই নেই।

⭕ আমরা সরাসরি কোম্পানি থেকে ঔষধ সংগ্রহ করি বিধায় সর্বাধিক ছাড়ে ক্রেতাকে সরবরাহ করে থাকি। আমাদের থেকে ভেজাল বা নকল ঔষধ কিনে প্রতারিত হওয়ার ভয় নেই।

⭕ আমাদের প্রতিটি শাখায় সঠিক ও নিয়ন্ত্রিত তাপমাত্রায় ঔষধ রাখা হয় বিধায় ঔষধের কার্যকারীতা ও মান থাকে অক্ষুন্ন।

⭕ মে

য়াদ উত্তীর্ণ ঔষধ রাখা হয় না, ফলে ঔষধের বিরূপ প্রতিক্রিয়ার কোন ঝুকি নেই।

⭕ ঔষধ সেবনবিধি সরবরাহকৃত ঔষধের প্যাকেটের সাথে সুবিধা মত যুক্ত করে দেয়া হয়, যা নিয়মিত ঔষধ সেবনে আপনাকে সহায়তা করে।

⭕ আমাদের থেকে ঔষধ নেওয়ার সময় আমাদের সুদক্ষ ফার্মাসিস্ট আপনাকে ঔষধ সেবনের সঠিক নির্দেশনা ও যেকোনো প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করে থাকেন।

🕋 ঈদ-উল-আযহার শুভেচ্ছা 🕋মিরপুর ফার্মা’র পক্ষ থেকে আপনাকে ও আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভ...
06/06/2025

🕋 ঈদ-উল-আযহার শুভেচ্ছা 🕋
মিরপুর ফার্মা’র পক্ষ থেকে আপনাকে ও আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এই ঈদ হোক ত্যাগের মহিমায় উজ্জ্বল,
ভ্রাতৃত্বে ভরপুর,
শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ।

🌙 ঈদ মোবারক! 🌙
– মিরপুর ফার্মা

ঈদ মোবারক!মিরপুর ফার্মার পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সুখ, শান্তি ও সুস্বাস্থ্য থাকুক সবার সাথে!
30/03/2025

ঈদ মোবারক!

মিরপুর ফার্মার পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সুখ, শান্তি ও সুস্বাস্থ্য থাকুক সবার সাথে!

“পবিত্র রমজানের ইফতার ও সেহরির সময়সূচি! রোজাগুলো হোক বরকতময় ও কল্যাণময়।”
28/02/2025

“পবিত্র রমজানের ইফতার ও সেহরির সময়সূচি! রোজাগুলো হোক বরকতময় ও কল্যাণময়।”

26/02/2025
20/02/2025

Note: ঠান্ডা লাগলে তো এটা আভাকে দেই। এমনকি আভাকে যেই নিউরোলজিস্ট দেখাই,ওনি ওনার পেশেন্টদের সাজেস্ট করেন টানা বছরের পর বছর খেয়ে যেতে।আভা টানা ২ বছর তো খেয়েছে 😐।মাথা কাজ করছেনা এই পোস্ট টা পড়ে........

পড়ুন সবাই👇

ফেসবুকে অনেক ফ্রেন্ড ইনবক্সে বলে ঠান্ডা লাগছে মোনাস ১০ খেয়েছে আর কি খাবে? জিজ্ঞেস করি মোনাস কেন ? উত্তর আসে ঠান্ডাতে একবার ডাক্তার খেতে দিয়েছেন তারপর থেকে ঠান্ডা লাগলে এটা খায়.. এটা ছাড়া নাকি তার ভালো হয় না। 😑😑

Stop irrational use of monteleukast....
মিসেস এক্স বয়স 55 বছর, হাইপারটেনশন ও ডায়াবেটিস এর রোগী। নিয়মিত প্রেসার ও ডায়াবেটিস এর ঔষধ খান। প্রেসার ও ডায়াবেটিস দুটোই কন্ট্রোল এ আছে। রোগীর নিজের কোন সমস্যা নেই, কিন্তু উনার বাসার লোকজন উনাকে নিয়ে আসছেন। উনার মেয়ে জানান- গত 5 মাস থেকে উনার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছেন, উনি কারো সাথে কথা বলেন না, শুধু কেউ কিছু বললে উত্তর দেন, সব সময় চুপচাপ থাকেন, বাসায় কোন আত্নীয় এমনকি উনার বোন বাসায় আসলেও বসতে বলেন না, খেতে বলেন না ইত্যাদি।
উনারা ইতিমধ্যে কয়েক জায়গায় কনসালটেশন নিয়েছেন। কিন্তু কোন চেঞ্জ নেই।

আমি উনাকে জিজ্ঞাসা করলাম কি অসুবিধা, উনার উত্তর কোন সমস্যা নেই। ক্লিনিক্যাল এক্সাম এ সব কিছু নরমাল। তবে উনার ফেস দেখে মনে হয় টিপিক্যাল ডিপ্রেসড ফেস। আমি রুটিন টেস্ট, FBS, 2ABF, থাইরয়েড টেস্ট করতে দিলাম।

সব রিপোর্ট নরমাল। এবার আমি রোগীর সাথে একা কথা বলতে চাইলাম। রোগীর এক ছেলে ও এক মেয়ে ভার্সিটিতে পড়ে। রোগীর সাথে একান্ত কথা বলায় কোন ধরনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক কনফ্লিক্ট নেই।

আমি রোগীর মেয়েকে ডেকে উনার সার্বিক অবস্থা জানালাম- রোগী ডিপ্রেশনে ভুগছেন, কিন্তু ডিপ্রেশনের কোন কারন পাওয়া যাচ্ছে না। আমি বললাম হয়ত উনার মেয়ে বড় হচ্ছে তার বিয়ে নিয়ে উনি চিন্তিত থাকেন, টেনশন করেন ইত্যাদি।

এবার রোগীর মেয়ে জানাল যে রোগী বিগত 5 বছর ধরে Monteleukast খান, একজন ডাক্তার এটি বন্ধ করে দেন। এরপর একদিন উনি এসি ছেড়ে রেস্ট নিচ্ছিলেন, সেই সময় উনার দম বন্ধ হয়ে আসে। উনি মনে করেন কে monteleukast বন্ধ করার কারনে এমন হয়, উনি আবারও এটি খাওয়া শুরু করেন। এরপর থেকেই তার সমস্যাগুলো শুরু হয়।

Monteleukast এর জন্য FDA black box warning দিয়েছে যে এটি ব্যবহারের পর রোগীর suicidal thought, agitation, anxiety, depression, behavioral change হতে পারে। এইজন্য যাদেরকে monteleukast দেয়া হবে তাদেরকে এগুলো মনিটর করতে হবে। কোন ধরনের চেঞ্জ পেলে বন্ধ করে দিতে হবে।

Take home message:
1. Use monteleukast only if it is absolutely indicated. Indications are asthma (as preventer), allergic rhinitis, allergic dermatitis.
2. Monitor the patient for any change of behavior and stop immediately if any.

ডাঃ রতীন্দ্র নাথ মন্ডল
মেডিসিন বিশেষজ্ঞ
রংপুর স্পেশালাইজড হাসপাতাল

ছবি: প্রতীকি হিসেবে ব্যবহার করা হয়েছে।

আমাদের প্রিয় সহকর্মী আক্তার আর আমাদের মাঝে নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে আজ তিনি না ফেরার দেশে চলে গেছেন। মির...
09/02/2025

আমাদের প্রিয় সহকর্মী আক্তার আর আমাদের মাঝে নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে আজ তিনি না ফেরার দেশে চলে গেছেন। মিরপুর ফার্মা পরিবারের পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

মিরপুর ফার্মা: সর্বোচ্চ ছাড়ে❗️বিশ্বাস, মান, আর সাশ্রয়ের অঙ্গীকার নিয়ে আপনাদের পাশে।আপনাদের পাশে থাকার জন্যই আমাদের এই...
29/01/2025

মিরপুর ফার্মা: সর্বোচ্চ ছাড়ে❗️
বিশ্বাস, মান, আর সাশ্রয়ের অঙ্গীকার নিয়ে আপনাদের পাশে।
আপনাদের পাশে থাকার জন্যই আমাদের এই যাত্রা।

“মিরপুর ফার্মার পক্ষ থেকে প্রিয় আসাদ ভাইকে পবিত্র উমরাহর পথে পাঠানো হলো। আল্লাহ তাআলা তাঁর যাত্রা কবুল করুন এবং জীবনে শ...
19/01/2025

“মিরপুর ফার্মার পক্ষ থেকে প্রিয় আসাদ ভাইকে পবিত্র উমরাহর পথে পাঠানো হলো। আল্লাহ তাআলা তাঁর যাত্রা কবুল করুন এবং জীবনে শান্তি ও বরকত দান করুন।”

"মিরপুর ফার্মার পক্ষ থেকে আসাদ ভাইকে পবিত্র উমরাহর পথে পাঠানো হলো, এই মহাসম্মানিত যাত্রা তাঁর জীবনে আল্লাহর রহমত, মাগফির...
29/09/2024

"মিরপুর ফার্মার পক্ষ থেকে আসাদ ভাইকে পবিত্র উমরাহর পথে পাঠানো হলো, এই মহাসম্মানিত যাত্রা তাঁর জীবনে আল্লাহর রহমত, মাগফিরাত এবং অফুরন্ত নেকির দুয়ার খুলে দিক। প্রতিটি পদক্ষেপ হোক পরিত্রাণের সোপান, আর প্রত্যাবর্তন হোক শান্তি ও তৌফিকের আলোতে উদ্ভাসিত।"

সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা
16/06/2024

সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা

Address

Dhaka-1216

Opening Hours

Monday 09:30 - 22:00
Tuesday 09:30 - 22:00
Wednesday 09:30 - 22:00
Thursday 09:30 - 22:00
Friday 09:30 - 22:00
Saturday 09:30 - 22:00
Sunday 09:30 - 22:00

Telephone

+8801724003874

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mirpur Pharma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mirpur Pharma:

Share

আমাদের প্রতিশ্রুতি

মিরপুর ফার্মা ২০০৪ সাল থেকে মিরপুরে সেবা প্রদান করে আসছে। বর্তমানে আমাদের মিরপুরে ৫টি ও মোহাম্মদপুরে ১টি শাখা রয়েছে।

আমাদের প্রতিশ্রুতি সমূহ:-

✅জীবাণুমুক্ত, স্বাস্থ্যবান্ধব ফার্মেসী চেইন শপ।

✅সর্বোচ্চ ছাড়ে পরিচ্ছন্ন ও নিরাপদ ঔষধ পাইকারি ও খুচরা বিক্রয়।