Anowara Medical Services

Anowara Medical Services A leading cancer detection center of Dhaka, Bangladesh, Specialized in Histopathology and Cytopathol

Address

House No 22A, Road No 2, Dhanmondi Residential Area
Dhaka
1205

Opening Hours

Monday 08:00 - 23:00
Tuesday 08:00 - 23:00
Wednesday 08:00 - 23:00
Thursday 08:00 - 23:00
Friday 08:00 - 23:00
Saturday 08:00 - 23:00
Sunday 08:00 - 23:00

Telephone

+8801971534318

Alerts

Be the first to know and let us send you an email when Anowara Medical Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Anowara Medical Services:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Anowara Medical Services


  • আমাদের সার্ভিস সমূহঃ ১। এফ এন এসি: এফ এন এ সি পরীক্ষাটি শরীরের সমস্যার স্থান থেকে একটা সরু সচি দিয়ে কয়েকফোটা রস নিয়ে আসা হয় অনেকটা রক্ত নেওয়ার মত। তারপর ঐ রস পরীক্ষা করে সেখানে কি অসুখ আছে তা নিণয় করা হয় । এই এফ এন এসি পরীক্ষা তিন ধরনের হয় । ক) আনগাইডেড, খ) আলট্রাসাউন্ড গাইডেড গ) সিটি গাইডেড । সমস্যা আক্রান্ত শরীরের অগানের উপর নিরভর করে ঠিক হয় কোনটা করতে হবে । এই পরীক্ষা করতে রোগী নিয়ে আসতে হয় । পরীক্ষার নিয়ম ‘এফ এন এ সি পরীক্ষা করার জন‍্য যা প্রয়োজন হবে’ পোস্টে পাবেন । এটা করতে কি ব্যাথা হয়? খুবই সামান্য যা সকলেই সহ্য করতে পারবেন । ২। হিস্টোপ্যাথলজী/বায়োপসি : শরীরের আক্রান্ত স্থানের মাংস বের করে এনে আমাদের ল্যাবে জমা দেওয়ার পর আমরা পরীক্ষা করে রিপোট দেওয়া হয় । এই পরীক্ষার সময় নমুনার সাথে আপনার চিকিৎসকের একটি রিকুইজিশন লাগে যেখানে রোগীর প্রয়োজনীয় ব্রতান্ত থাকবে । রোগী সম্পকে যত বেশী তথ্য আমাদের জানা থাকবে তত বেশী আমরা আপনার রোগীকে সাহায্য করতে পারবো । প্রয়োজনীয় ফিস প্রদান করার পর আপনাকে একটি রিসিপট দেওয়া হবে সেখানে রিপোটের তারিখ থাকবে । কাউন্টার ত্যাগ করার আগে আপনার রিসিপটি পরীক্ষা করে নেবেন এটা আপনার রোগীর কিনা, নাম বা বয়সে কোন ভুল আছে কিনা অথবা টাকার পরিমান ঠিক লেখা আছে কিনা? ৩। ফ্রোজেন সেকশন : রোগী অপারেশন টেবিলে থাকা অবস্থায় আপনার সাজনের জানা দরকার পড়ে অপারেশন আরো করতে হবে না যেটুকু করা হয়েছে সেটাই যথেষ্ট । সেজন্য আমরা এই ফ্রোজেন সেকশন করে আপনার সাজন কে প্রয়োজনীয় তথ্য জানাতে পারি । এই পরীক্ষার জন্য আগে থেকে এ্যাপয়ন্টমেন্ট নিতে হয় । আমাদের সমস্ত টিম এই পরীক্ষার আগে থেকে ষ্ট্যান্ডবায় থাকে । আপনার স্যাম্পল আসার সাথে সাথে আমারা কাজ করি এবং ৩০ মিনিটের ভিতর রেজাল্ট আপনার সাজন কে জানানো হয় । ৪। প্যাপ সাইটোলজি : মহিলাদের জরায়ুর ক্যান্সার নিনয় সম্পকিত একটি সহজ পরীক্ষা যার জন্য আপনাকে আপনার চিকিৎসকের একটি রিকুইজিশন নিয়ে আসতে হবে । প্রয়োজনীয় ফিস প্রদান করার পর আপনাকে একটি রিসিপট দেওয়া হবে সেখানে রিপোটের তারিখ থাকবে । কাউন্টার ত্যাগ করার আগে আপনার রিসিপটি পরীক্ষা করে নেবেন এটা আপনার রোগীর কিনা, নাম বা বয়সে কোন ভুল আছে কিনা অথবা টাকার পরিমান ঠিক লেখা আছে কিনা? ৫। সাইটোলজি : এই রোগীর শরীর থেকে পানি বা কোন তরল জাতীয় পদাথ সংগ্রহ করে আপনাকে দেওয়া হয়েছে আমাদের এখানে জমা দেওয়ার জন্য । এর সাথে একটি রিকুইজিশন দেওয়া হয়েছে যেটা রিসেপশনে দেখান । প্রয়োজনীয় ফিস প্রদান করার পর আপনাকে একটি রিসিপট দেওয়া হবে সেখানে রিপোটের তারিখ থাকবে । কাউন্টার ত্যাগ করার আগে আপনার রিসিপটি পরীক্ষা করে নেবেন এটা আপনার রোগীর কিনা, নাম বা বয়সে কোন ভুল আছে কিনা অথবা টাকার পরিমান ঠিক লেখা আছে কিনা? ৬। ইমুনোহিস্টোকেমেস্ট্রি : এটা একটা বিশেষ ধরনের পরীক্ষা । রোগীর ক্যান্সারের ধরন বা কোন চিকিৎসায় ফল পাওয়া যাবে তার একটা ধারনা করার জন্য এই পরীক্ষা করা হয় । রিকুইজিশন রিসেপশনে দেখান । প্রয়োজনীয় ফিস প্রদান করার পর আপনাকে একটি রিসিপট দেওয়া হবে সেখানে রিপোটের তারিখ থাকবে । কাউন্টার ত্যাগ করার আগে আপনার রিসিপটি পরীক্ষা করে নেবেন এটা আপনার রোগীর কিনা, নাম বা বয়সে কোন ভুল আছে কিনা অথবা টাকার পরিমান ঠিক লেখা আছে কিনা? ৭। বায়োপসি : আমরা ছোটখাট কিছু প্রসিডিউর করে থাকি যেমন কোর বায়পসি, পাঞ্চ বায়পসি, প্লুরাল বায়পসি ইত্যাদি । এগুলোর জন্য রোগী ণিয়ে আসতে হবে । রিকুইজিশন রিসেপশনে দেখান । প্রয়োজনীয় ফিস প্রদান করার পর আপনাকে একটি রিসিপট দেওয়া হবে সেখানে রিপোটের তারিখ থাকবে । কাউন্টার ত্যাগ করার আগে আপনার রিসিপটি পরীক্ষা করে নেবেন এটা আপনার রোগীর কিনা, নাম বা বয়সে কোন ভুল আছে কিনা অথবা টাকার পরিমান ঠিক লেখা আছে কিনা? এছাড়া আরো কিছু পরীক্ষা আমরা করে থাকি ।