04/12/2025
*আস্সালামু আলাইকুম !!!!! দয়া করে সবাইকে জানান!*
প্রিয় নাগরিকবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।
সম্প্রতি কিছু ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়ক বিভাগের কর্মী পরিচয়ে বাসায় বাসায় যাচ্ছে। তারা নকল লেটারহেড ও পরিচয়পত্র দেখিয়ে দাবি করছে যে আসন্ন জনশুমারির জন্য সবাই의 জাতীয় পরিচয়পত্র যাচাই করতে হবে।
তারা বাসায় প্রবেশ করে চুরি করছে। তারা অত্যন্ত পেশাদারী আচরণ করে এবং বিশ্বাসযোগ্য দেখায়।
কেউ বাসায় গিয়ে বলতে পারে:
“একটি সরকারি স্কিমের আওতায় ছবি/ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে।”
তাদের কাছে ল্যাপটপ, বায়োমেট্রিক মেশিন এবং নামের তালিকাও থাকে। তারা বিভিন্ন তথ্য চাইবে।
দয়া করে মনে রাখবেন—সরকারের কোনো এ ধরনের উদ্যোগ নেই।
সবকিছুই ভুয়া।
তাদের কাছে কোনো তথ্য দেবেন না।
সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে!
আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের জানিয়ে দিন।
আপনার কমিউনিটি গ্রুপগুলোতেও ফরোয়ার্ড করুন।
(জনস্বার্থে প্রচারিত)