08/12/2025
PCOD ও থাইরয়েডের সমস্যা নিয়ে ল্যাপারোস্কোপি করে বিয়ের ১০ বছর পর সফলতা পেলেন বিনা রানি দাস!
>> মিসেস বিনা রানি দাস, বয়স ২৭ বছর, বিয়ে হয়েছে ১০ বছর আগে। বিয়ের পর থেকে তিনি বাচ্চা নেয়ার জন্য চেষ্টা করছিলেন। অনেক চিকিৎসকের চিকিৎসা ও পরামর্শ নিয়েছেন কিন্তু সফলতা পাচ্ছিলেন না। আমাকে দেখানোর পর পরীক্ষা করে দেখা যায়, তিনি PCOD, থাইরয়েডের সমস্যার ও অনিয়মিত মাসিক সহ বিভিন্ন বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন। আমি মিসেস বিনা রানি দাসকে ল্যাপারোস্কোপি করানোর পরামর্শ দেই।
ল্যাপারোস্কোপি করে চিকিৎসার নেয়ার পর আল্লাহর রহমতে তিনি গর্ভধারণে সক্ষম হয়েছেন। আপনারা সবাই মিসেস বিনা রানি দাস ও তার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন।
#বন্ধ্যাত্ব #বন্ধ্যাত্ব_চিকিৎসক