Dr. Lucky Rahman

Dr. Lucky Rahman Training in Infertility (India, Thailand, Dubai)
(2)

MBBS (Dhaka), MCPS, FCPS (Gynae & Obs)
● Fellowship in Laparoscopic Surgery, Sharjah University, UAE
● Fellowship in ART & Reproductive Medicine, UKSH Germany
● Fellow in Infertility & ART, Singapore
● Adv.

বরগুনা থেকে এসে IUI করে বিয়ের ৭ বছর পর সফলতা পেলেন মরিয়ম!রোগীর নাম মরিয়ম, বয়স ২৫ বছর।এই দম্পতি গত ৭ বছর ধরে সন্তানের জন...
15/07/2025

বরগুনা থেকে এসে IUI করে বিয়ের ৭ বছর পর সফলতা পেলেন মরিয়ম!

রোগীর নাম মরিয়ম, বয়স ২৫ বছর।
এই দম্পতি গত ৭ বছর ধরে সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছিল। বেশ কয়েকবার ডাক্তার দেখিয়েছেন, ঔষধ খেয়েছেন, কিন্তু সফলতা পায়নি। আমার এখানে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করার পর দেখা গেলো -তিনি থাইরয়েড হরমোনের সমস্যা, অনিয়মিত মাসিক সহ বিভিন্ন বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন এবং তার হাজবেন্ডের সমস্যা ছিল। আমি মিসেস মরিয়মকে IUI করানোর পরামর্শ দেই। IUI করার পর আল্লাহর রহমতে তিনি গর্ভধারণ করতে সক্ষম হন। আলহামদুলিল্লাহ।

পরবর্তীতে ৩৯ সপ্তাহে মিসেস মরিয়ম একটি সুস্থ-সবল শিশুর জন্ম দেন। দীর্ঘ ৭ বছর পর সন্তানের বাবা-মা হতে পেরে মরিয়ম ও তার স্বামী খুবই আনন্দিত ও তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
আপনারা সবাই মরিয়ম, তার স্বামী ও সন্তানের জন্য দোয়া করবেন। আমিন।

#বন্ধ্যাত্ব #বন্ধ্যাত্ব_চিকিৎসক

প্রথম বাচ্চার সফলতার পর দ্বিতীয় বাচ্চা গর্ভধারণ করলেন ফারজানা!>> মিসেস ফারজানা, বয়স ২৫ বছর, বিয়ে হয়েছে ৭ বছর আগে। ২ বছর...
14/07/2025

প্রথম বাচ্চার সফলতার পর দ্বিতীয় বাচ্চা গর্ভধারণ করলেন ফারজানা!

>> মিসেস ফারজানা, বয়স ২৫ বছর, বিয়ে হয়েছে ৭ বছর আগে। ২ বছর আগে তিনি মেয়ে সন্তানের মা হয়েছেন। আল্লাহর রহমতে তিনি আবারও গর্ভধারণে সক্ষম হয়েছেন। আপনারা সবাই মিসেস ফারজানা ও তার সন্তানদের জন্য দোয়া করবেন।

#বন্ধ্যাত্ব #বন্ধ্যাত্ব_চিকিৎসক

আলহামদুলিল্লাহ গত কিছুদিনে দেশের বিভিন্নপ্রান্ত থেকে আসে ল্যাপারোস্কোপি করে সফলতা পেলেন যারা, তাদের কিছু অংশ। আপনারা সবা...
13/07/2025

আলহামদুলিল্লাহ
গত কিছুদিনে দেশের বিভিন্নপ্রান্ত থেকে আসে ল্যাপারোস্কোপি করে সফলতা পেলেন যারা, তাদের কিছু অংশ। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।

ল্যাপারোস্কোপি করে বিয়ের ১০ বছর পর মা হলেন স্বপনা! দ্বিতীয় বাচ্চার আশায় চেম্বারে এসেছিলেন।যাত্রাবাড়ি থেকে মিসেস স্বপনা,...
12/07/2025

ল্যাপারোস্কোপি করে বিয়ের ১০ বছর পর মা হলেন স্বপনা! দ্বিতীয় বাচ্চার আশায় চেম্বারে এসেছিলেন।

যাত্রাবাড়ি থেকে মিসেস স্বপনা, বয়স ৩০ বছর, বিয়ে হয়েছে ১০ বছর আগে। বিয়ের পর থেকে তিনি বাচ্চা নেয়ার জন্য চেষ্টা করছিলেন। অনেক চিকিৎসকের চিকিৎসা ও পরামর্শ নিয়েছেন কিন্তু সফলতা পাচ্ছিলেন না। আমাকে দেখানোর পর পরীক্ষা করে দেখা যায়, তিনি PCOS ও অনিয়মিত মাসিক সহ বিভিন্ন বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন। আমি মিসেস স্বপনাকে ল্যাপারোস্কোপি করানোর পরামর্শ দেই।

ল্যাপারোস্কোপি করে চিকিৎসা নেয়ার পর আল্লাহর রহমতে তিনি গর্ভধারণে সক্ষম হয়েছেন। পরবর্তীতে ৩৭ সপ্তাহ ৪ দিন পর তিনি একটি ফুটফুটে সুস্থ-সবল শিশুর মা হয়েছেন। আপনারা সবাই মিসেস স্বপনা ও তার সন্তানের জন্য দোয়া করবেন।

#বন্ধ্যাত্ব #বন্ধ্যাত্ব_চিকিৎসক

নরাইল থেকে এসে প্রথম বাচ্চার সফলতা পাওয়ার পর দ্বিতীয় বাচ্চার আশায় চেম্বারে এসেছিলেন!রোগীর নাম সাফিয়া, বয়স 25 বছর।এই দম...
11/07/2025

নরাইল থেকে এসে প্রথম বাচ্চার সফলতা পাওয়ার পর দ্বিতীয় বাচ্চার আশায় চেম্বারে এসেছিলেন!

রোগীর নাম সাফিয়া, বয়স 25 বছর।
এই দম্পতি গত ৬ বছর ধরে সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছিল। বেশ কয়েকবার ডাক্তার দেখিয়েছেন, ঔষধ খেয়েছেন, কিন্তু সফলতা পায়নি। আমার এখানে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করার পর দেখা গেলো -তিনি অনিয়মিত মাসিক সহ বিভিন্ন বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন এবং তার পূর্বে দুইবার গর্ভপাত হয়েছিল। কিছুদিন চিকিৎসা নেয়ার পর আল্লাহর রহমতে তিনি গর্ভধারণ করতে সক্ষম হন। আলহামদুলিল্লাহ।

পরবর্তীতে ৩৭ সপ্তাহ ৪ দিন পর মিসেস সাফিয়া একটি সুস্থ-সবল শিশুর জন্ম দেন। দীর্ঘ ৬ বছর পর সন্তানের বাবা-মা হতে পেরে সাফিয়া ও তার স্বামী খুবই আনন্দিত ও তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
আপনারা সবাই সাফিয়া, তার স্বামী ও সন্তানের জন্য দোয়া করবেন। আমিন।

#বন্ধ্যাত্ব #বন্ধ্যাত্ব_চিকিৎসক

আপনারা সবাই ইসরাত জাহান ও তার সন্তানের জন্য দোয়া করবেন।------------------------------------আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমাতু...
10/07/2025

আপনারা সবাই ইসরাত জাহান ও তার সন্তানের জন্য দোয়া করবেন।
------------------------------------
আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ।আমি ইসরাত জাহান, বরিশাল থেকে। আল্লাহর অশেষ রহমতে এবং আপনার আন্তরিক চিকিৎসা ও সহানুভূতির মাধ্যমে বিয়ের ১০ বছর পর, মাত্র ১ মাস চিকিৎসা গ্রহণ করে ল্যাপারোস্কপি করার পর আমি গর্ভধারণে সক্ষম হই। এরপর গত ১৩/০৩/২০২৫ তারিখে আল্লাহ আমাদেরকে একজন পুত্রসন্তান দান করেছেন। এই আনন্দের মুহূর্তে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই আপনাকে। আপনার সঠিক চিকিৎসা, সাহস জোগানো কথা এবং আন্তরিক ব্যবস্থাপনাই আমাদের পরিবারে এই পরিপূর্ণতা এনে দিয়েছে। আল্লাহ তায়ালা আপনাকে সুস্থ ও সফল রাখুন এই দোয়া করছি। আমার সন্তান ও আমাদের জন্য দোয়া চাই — যেন সে নেক, হায়াতবান ও আল্লাহভীরু হয়ে বড় হয় ।
শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সহ — ইসরাত জাহান (ছবিতে আমার আল্লাহর উপহার)

অতিরিক্ত ওজন, থাইরয়েড হরমোনের সমস্যা নিয়ে Twin Baby-র মা হলেন ফারজানা!>> মগবাজার থেকে মিসেস ফারজানা, বয়স ২৬ বছর, বিয়ে হয়...
09/07/2025

অতিরিক্ত ওজন, থাইরয়েড হরমোনের সমস্যা নিয়ে Twin Baby-র মা হলেন ফারজানা!

>> মগবাজার থেকে মিসেস ফারজানা, বয়স ২৬ বছর, বিয়ে হয়েছে ৩ বছর আগে। বিয়ের পর থেকে তিনি বাচ্চা নেয়ার জন্য চেষ্টা করছিলেন। অনেক চিকিৎসকের চিকিৎসা ও পরামর্শ নিয়েছেন কিন্তু সফলতা পাচ্ছিলেন না। আমাকে দেখানোর পর পরীক্ষা করে দেখা যায়, তিনি অতিরিক্ত ওজন, থাইরয়েড হরমোনের সমস্যা, PCOS ও অনিয়মিত মাসিক সহ বিভিন্ন বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন।

৪ মাস চিকিৎসা নেয়ার পর আল্লাহর রহমতে তিনি Twin Baby (জমজ বাচ্চা) গর্ভধারণে সক্ষম হয়েছেন। পরবর্তীতে ৩৭ সপ্তাহে তিনি দুটি ফুটফুটে সুস্থ-সবল শিশুর মা হয়েছেন। আপনারা সবাই মিসেস ফারজানা ও তার সন্তানদের জন্য দোয়া করবেন।

#বন্ধ্যাত্ব #বন্ধ্যাত্ব_চিকিৎসক #জমজবাচ্চা

বন্ধ্যাত্ব চিকিৎসায় এক অবিস্মরণীয় সফলতা!১৮ বছর পর মা হলেন রেবেকা! দ্বিতীয় বাচ্চার আশায় চেম্বারে এসেছিলেন।রোগীর নাম র...
08/07/2025

বন্ধ্যাত্ব চিকিৎসায় এক অবিস্মরণীয় সফলতা!
১৮ বছর পর মা হলেন রেবেকা! দ্বিতীয় বাচ্চার আশায় চেম্বারে এসেছিলেন।

রোগীর নাম রেবেকা, বয়স ৩৮ বছর।
এই দম্পতি গত ১৮ বছর ধরে সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছিল। বেশ কয়েকবার ডাক্তার দেখিয়েছেন, ঔষধ খেয়েছেন, কিন্তু সফলতা পায়নি। আমার এখানে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করার পর দেখা গেলো তিনি PCOD, পূর্বে দুইবার গর্ভপাত ও বিভিন্ন বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন। আমি মিসেস রেবেকা কে ল্যাপারোস্কোপি করানোর পরামর্শ দেই। ল্যাপারোস্কোপি চিকিৎসা নেয়ার পর আল্লাহর রহমতে ১৮ বছররের বন্ধ্যাত্বের অবসান ঘটিয়ে তিনি গর্ভধারণ করতে সক্ষম হন। আলহামদুলিল্লাহ।

পরবর্তীতে ৩৮ সপ্তাহে মিসেস রেবেকা একটি সুস্থ-সবল শিশুর জন্ম দেন। ১৮ বছর পর মা হতে পেরে রেবেকা ও তার স্বামী খুবই আনন্দিত ও তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
আপনারা সবাই দোয়া করবেন, যেন আল্লাহপাক মা ও বাচ্চাকে সুস্থ রাখেন। আমিন।

#বন্ধ্যাত্ব #বন্ধ্যাত্ব_চিকিৎসক

একটি টিউব ব্লক ও অতিরিক্ত ওজন নিয়ে ল্যাপারোস্কোপি করে বিয়ের ৭ বছর পর সফলতা পেলেন মুক্তি!মিসেস মুক্তি, বয়স ২৫ বছর, বিয়ে হ...
07/07/2025

একটি টিউব ব্লক ও অতিরিক্ত ওজন নিয়ে ল্যাপারোস্কোপি করে বিয়ের ৭ বছর পর সফলতা পেলেন মুক্তি!

মিসেস মুক্তি, বয়স ২৫ বছর, বিয়ে হয়েছে ৭ বছর আগে। বিয়ের পর থেকে তিনি বাচ্চা নেয়ার জন্য চেষ্টা করছিলেন। অনেক চিকিৎসকের চিকিৎসা ও পরামর্শ নিয়েছেন কিন্তু সফলতা পাচ্ছিলেন না। আমাকে দেখানোর পর পরীক্ষা করে দেখা যায়, তিনি অতিরিক্ত ওজন (৮৩ কেজি), একটি টিউব ব্লক ও অনিয়মিত মাসিক সহ বিভিন্ন বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন। আমি মিসেস মুক্তিকে ল্যাপারোস্কোপি করানোর পরামর্শ দেই।

ল্যাপারোস্কোপি করে চিকিৎসা নেয়ার পর আল্লাহর রহমতে তিনি গর্ভধারণে সক্ষম হয়েছেন। আপনারা সবাই মিসেস মুক্তি ও তার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন।

#বন্ধ্যাত্ব #বন্ধ্যাত্ব_চিকিৎসক

বিয়ের ১০ বছর পর মা হলেন মীম!>> মিসেস মীম, বয়স ২৬ বছর, বিয়ে হয়েছে ১০ বছর আগে। বিয়ের পর থেকে তিনি বাচ্চা নেয়ার জন্য চেষ্...
06/07/2025

বিয়ের ১০ বছর পর মা হলেন মীম!

>> মিসেস মীম, বয়স ২৬ বছর, বিয়ে হয়েছে ১০ বছর আগে। বিয়ের পর থেকে তিনি বাচ্চা নেয়ার জন্য চেষ্টা করছিলেন। অনেক চিকিৎসকের চিকিৎসা ও পরামর্শ নিয়েছেন কিন্তু সফলতা পাচ্ছিলেন না। আমাকে দেখানোর পর পরীক্ষা করে দেখা যায়, তিনি ডায়াবেটিস ও অনিয়মিত মাসিক সহ বিভিন্ন বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন এবং তার হাজবেন্ডের সমস্যা ছিল।

৩ মাস চিকিৎসা নেয়ার পর আল্লাহর রহমতে তিনি গর্ভধারণে সক্ষম হয়েছেন। পরবর্তীতে ৩৭ সপ্তাহ ২ দিন পর তিনি একটি ফুটফুটে সুস্থ-সবল শিশুর মা হয়েছেন। আপনারা সবাই মিসেস মীম ও তার সন্তানের জন্য দোয়া করবেন।

#বন্ধ্যাত্ব #বন্ধ্যাত্ব_চিকিৎসক

৯০ কেজি ওজন নিয়ে বিয়ের ৪ বছর পর মা হলেন মারিয়া!>> মিসেস মারিয়া, বয়স ২২ বছর, বিয়ে হয়েছে ৪ বছর আগে। বিয়ের পর থেকে তিনি বা...
05/07/2025

৯০ কেজি ওজন নিয়ে বিয়ের ৪ বছর পর মা হলেন মারিয়া!

>> মিসেস মারিয়া, বয়স ২২ বছর, বিয়ে হয়েছে ৪ বছর আগে। বিয়ের পর থেকে তিনি বাচ্চা নেয়ার জন্য চেষ্টা করছিলেন। অনেক চিকিৎসকের চিকিৎসা ও পরামর্শ নিয়েছেন কিন্তু সফলতা পাচ্ছিলেন না। আমাকে দেখানোর পর পরীক্ষা করে দেখা যায়, তিনি অতিরিক্ত ওজন (৯০ কেজি) ও অনিয়মিত মাসিক সহ বিভিন্ন বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন।

২ মাস চিকিৎসা নেয়ার পর আল্লাহর রহমতে তিনি গর্ভধারণে সক্ষম হয়েছেন। পরবর্তীতে ৩৭ সপ্তাহ ২ দিন পর তিনি একটি ফুটফুটে সুস্থ-সবল শিশুর মা হয়েছেন। আপনারা সবাই মিসেস মারিয়া ও তার সন্তানের জন্য দোয়া করবেন।

#বন্ধ্যাত্ব #বন্ধ্যাত্ব_চিকিৎসক

ল্যাপারোস্কোপি করে বিয়ের ১৫ বছর পর মা হলেন লাকি!চুয়াডাঙ্গা থেকে মিসেস লাকি, বয়স ৩১ বছর, বিয়ে হয়েছে ১৫ বছর আগে। বিয়ের পর...
04/07/2025

ল্যাপারোস্কোপি করে বিয়ের ১৫ বছর পর মা হলেন লাকি!

চুয়াডাঙ্গা থেকে মিসেস লাকি, বয়স ৩১ বছর, বিয়ে হয়েছে ১৫ বছর আগে। বিয়ের পর থেকে তিনি বাচ্চা নেয়ার জন্য চেষ্টা করছিলেন। অনেক চিকিৎসকের চিকিৎসা ও পরামর্শ নিয়েছেন কিন্তু সফলতা পাচ্ছিলেন না। আমাকে দেখানোর পর পরীক্ষা করে দেখা যায়, তিনি অতিরিক্ত ওজন বেশি, সিস্ট, থাইরয়েড হরমুনের সমস্যা, ডিম্বানু ছোট ছিল, পূর্বে ৪বার গর্ভপাত ও অনিয়মিত মানিক সহ বিভিন্ন বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন। আমি লাকি কে ল্যাপারোস্কোপি করানোর পরামর্শ দেই।

ল্যাপারোস্কোপি করে চিকিৎসা নেয়ার পর আল্লাহর রহমতে তিনি গর্ভধারণে সক্ষম হয়েছেন। পরবর্তীতে ৩৭ সপ্তাহে তিনি একটি ফুটফুটে সুস্থ-সবল শিশুর মা হয়েছেন। আপনারা সবাই মিসেস লাকি ও তার সন্তানের জন্য দোয়া করবেন।

#বন্ধ্যাত্ব #বন্ধ্যাত্ব_চিকিৎসক

Address

Maghbazar

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Lucky Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Lucky Rahman:

Share